নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যামানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।

রাশেদ রাহাত

ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এটা কাহিনী; সত্য হলো, মানুষই ঈশ্বরের স্রষ্টা।

রাশেদ রাহাত › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে যাওয়া বন্ধু "অনু" ও আমাদের স্কুলবেলা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩০




"অনু" নামে আমার এক ছেলে বন্ধু ছিলো। "লক্ষীপুর আদর্শ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয়ে তখন আমরা ৬ষ্ঠ শ্রেণী থে ৮ম শ্রেণী পর্যন্ত পড়েছিলাম। তারপর "অনু"-র আর দেখা মিলেনি।

"অনুর নামের সাথে তার শারীরিক গঠনের বেশ মিল ছিলো। লম্বায় বেশ ছোট খাটো। কথা বলতো ভাঙ্গা গলায় একটু চিকন করে। দেখতে বেশ ফর্শা ছিলো। তখন ক্লাস এর সময় গুলোতে তার সাথে অনেক ঝগড়া করতাম। মাঝে মাঝে আদর করে মারতাম। বেচারা কষ্ট পেলেও কিছু বলতো না।

সামাদ থেকে বের হবার পরে কোন এক কারনে "অনু"-র কথা অনেক মনে পড়েছিলো। অনেক চেষ্টা করেছি তাকে খুজে বের করতে।
কোথাই আছে...? কেমন আছে...? কেন "সামাদ" ছাড়লো...?

অনেক খুজেছি। শুধু মাত্র এটাই জেনেছি যে ওর বাবা একজন সাংবাদিক। ও ওদের বাড়ি পলিটেকনি এর পথে। আর কেউ আমাকে তার সন্ধান দিতে পারেনি।

প্রবাস জীবনের এই সময়ে হারিয়ে যাওয়া বন্ধুদের কথা স্বরণ করতে গিয়ে আমার "অনু"-র কথা প্রথমেই মনে পড়ে যাচ্ছে।

সামাদ থেকে ২০১০ সালে এস এস সি দিয়ে বের হওয়া কেউ কি আমাকে তার সন্ধান দিতে পারবেন।
বিনয়ে অনুরোধ করছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.