নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যামানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।

রাশেদ রাহাত

ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এটা কাহিনী; সত্য হলো, মানুষই ঈশ্বরের স্রষ্টা।

রাশেদ রাহাত › বিস্তারিত পোস্টঃ

লোভ আমাদের অন্তআত্মার সাথে মিশে আজ একাকার।

১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৬



তোমার কি জ্ঞান আছে যে, এই জগতের লোভের কত রং রুপ তুমি এর শেষ সীমা দেখবে।
এটা এমনই এক বস্তু যে জগতের ফকির দরবেশকেও অন্ধ বানিয়ে ফেলে - বা জ্ঞানী এবং অভিজ্ঞ লোকদেরকেও অন্ধ করে ফেলে। (বু-আলী শাহ্ কালান্দার (রহঃ))

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৫

কানিজ রিনা বলেছেন: আর তাইত লোভে জ্ঞান হাড়ায় জ্ঞান
পাপি।
মন বুঝলিনে যৌবন কি ধন।
মহাজনের ধন ছিটালি উলু বন।
চিনলিনে মন পরমও ধন,
অযতনে হাড়ালি পরকে দিয়ে
পরমও রতন।
পরকে দিয়ে হাড়াইলি ধন রতন
যত।
দিল দরদী সাঁই আমি কানা অধম
মনকে করিনি যতন। এখন কেমনে
যাই আরসি নগর। লালন,

০১ লা মে, ২০১৭ দুপুর ১:৩২

রাশেদ রাহাত বলেছেন: ও যার আপন খবর আপনার হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.