নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যামানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।

রাশেদ রাহাত

ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এটা কাহিনী; সত্য হলো, মানুষই ঈশ্বরের স্রষ্টা।

রাশেদ রাহাত › বিস্তারিত পোস্টঃ

আত্মার সন্ধানে আমি।

৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৭



যখনই জগতগুরু মানবরূপে জগতের সৌভাগ্যবান কিছু সত্বাকে চরণদাস করে তার আপনার সাথে মিলাতে দয়া করে জগতপরে পদার্পণ করে এবং আপনার চরিত্র সুধা পান করিয়ে আপন অনুসারীদের মৃত্যুঞ্জয়ী করে নিতে চায়। তখন সে সুধা পানকারী সকলে একই স্বাদ পায় না বা ধর্মের মর্ম সবাই সমান উপলব্ধি করতে পারে না। যেমন মাওলা আলী যা ধারণ করেছিল, আবুবকর, ওমর, ওসমান কি তা ধারণ করতে পেরেছিল!

কেউ কুরআন-কিতাব, বেদ, বাইবেলে খুজিছে প্রভুকে, আবার কেউ জগতগুরুর চরণে পুজিছে প্রভুকে। এখান থেকেই তো আরাধনার পথটা দু'দিকে বেকে চলে গেছে। গলদ তো এখান থেকেই।
যারা নুরের বিদ্যা অর্জন করে ঐ নুরময় সত্তাকে লাভ করতে চায়। বড় দুর্গমপiথ, কঠিন যাত্রা, পদে পদে বিপদ, সমাজচুত্যির আশংকা, আপনজন পর হবার ভয়। ঠিক এভাবেই জগতগুরু খেলা করে তাকে নিয়ে,যে তার হতে চায়। এ সত্তা যার, সে এই সত্তার মাঝে বসেই মত্ত সত্তার বাহককে তার আপন করে নিতে, কিন্তু সত্তার বাহক তো ষড়রিপুর প্রেমে মত্ত হয়ে আপন প্রভুকে ভুলে আছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.