নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যামানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।

রাশেদ রাহাত

ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এটা কাহিনী; সত্য হলো, মানুষই ঈশ্বরের স্রষ্টা।

রাশেদ রাহাত › বিস্তারিত পোস্টঃ

রাজনীতিতে প্রধান বিচারপতি এসকে সিনহা৷ ক্ষোপ ও রাজনৈতিক কৌশল।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৫



"রাজনীতি" আর "ষড়যন্ত্র" এর সংজ্ঞা আজকের আওয়ামীলীগ ভুলে গেছে।

ষড়যন্ত্র হলো তা যা "খন্দকার মোস্তাক করেছে বঙ্গবন্ধুর সাথে৷" আর রাজনীতি হলো তা, যাহা আজ সুকৌশলে কোন একটি পক্ষ প্রধান বিচারপতির ক্ষোপ কে কাজে লাগিয়ে করে যাচ্ছে৷"

এতটুকু এখন পরিস্কার হলাম। "বিচারপতি এই সময়েই কেনো বইটি বের করলেন..." সরকারকে বেকায়দায় ফেলতে…? হয়তো এখানে "না" বলা যেতে পারে৷ কিন্তু, বিচারপতি যেভাবে টকশোতে একের পর এক বক্তব্য রেখেই যাচ্ছেন। তখন বিষয়টি পরিস্কার যে এটি নিদিষ্ট উদ্দেশ্য নিয়েই তিনি ইহা শুরু করেছেন। তবে, এর মানে এ নয়। উনি মিথ্যা বলছেন।

সরকারী পক্ষের সমর্থকদের কথাগুলো খেয়াল করবেন। এখন কেউ বলছেনা যে বিচারপতি মিথ্যা বলছেন৷ বলছে "এসকে সুনহা দূর্ণিতিবাজ, ২কোটি, ৫ কোটি টাকার চেকের নমুনা দেখাচ্ছে ও বলছে৷ " কেননা, এসকে সিনহা যা এখন বলছে সেটা সে সময়েই মানুষ বুঝে গিয়েছিলো। সেন্সেটিভ ইস্যাু, তাই অনেকে মতামত দিতে চান নি।

আজ সকালে দেখলাম, ইউটিউবার শাহেদ আলমের "bangla info tube" চ্যানেলে এসকে সিনহা সাক্ষাতকার দিচ্ছেন। আমি বেশ অবাক হয়েছি৷

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: বাবা (ছোট ছেলেকে) : এক গ্লাস পানি আনতো।
ছোট ছেলে : পারুম না ৷
.বড় ছেলে : বাদ দাও তো বাবা৷ এইটাতো জন্মের বেয়াদব৷ যাও তুমি নিজেই গিয়া পানি খাইয়া আসো আর হ্যাঁ, আমার জন্যেও এক গ্লাস নিয়া আইসো৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.