নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

বিমূর্ত শব্দগন্ধ

১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০২

কোন একদিন বিমূর্ত চুম্বনের
মত শব্দগন্ধে, হাজার বছরের
অসুন্দরের পূজারি
আমি কিংবা তোমার মত কেউ
হেলেনের দৃষ্টিতে খুঁজে ফিরি
মৃত নগরীর অন্তিম ব্যবচ্ছেদ।

ঘামের ফোঁটায় সভ্যতার ঢেউ,
নতজানু যুগলের বিষণ্ণ শূন্যতায়
জোৎস্নায় প্লাবিত স্বপ্নের
মত স্পর্শ ছিলনা বলে,
এঁকে দিবে সলিল সমাধির সব আয়োজন।

যদিও তোমাকে নামাব বলে,
আমি নিজেই নেমে গেছি বহুদূর!
তবুও তুমি অটল পাহাড়ের মত
চেয়ে আছ অধরা জিউসের অন্ধকারে।
শেকলবন্দী দানবের মত নখের আঁচড়ে
রক্তাক্ত করতে না পারার
আস্ফালনে আজো খুঁজে ফিরি
তোমার অভুক্ত মনের ইউটোপিয়া।



মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৪২

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১২

আমি সৈকত বলছি বলেছেন:



যদিও তোমাকে নামাব বলে,
আমি নিজেই নেমে গেছি বহুদূর!


[কবিকে জানাচ্ছি শুধু এইটুকু যে একরাশ][মুগ্ধতা রেখে যাচ্ছি]

১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

ভালো থাকবেন।

৩| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: যদিও তোমাকে নামাব বলে,
আমি নিজেই নেমে গেছি বহুদূর!+++

চমৎকার কবিতা। মুগ্ধপাঠ!!!

১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

ভালো থাকবেন।

৪| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৮

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার কবিতা প্রিয় ব্লগার :)


শেকলবন্দী দানবের মত নখের আঁচড়ে
রক্তাক্ত করতে না পারার
আস্ফালনে আজো খুঁজে ফিরি
তোমার অভুক্ত মনের ইউটোপিয়া।

১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩০

জেন রসি বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার :)

আমরা কত কিছুই না খুঁজে ফিরি!

৫| ১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪০

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় চমৎকার ভালোলাগা ।

১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩১

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

ভালো থাকবেন।

৬| ১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৪

শায়মা বলেছেন: এই কবিতাও তো কম না!!!!!!!


সব্বাই দেখি অনেক অনেক ভালো কবি হয়ে উঠেছে!!!!!!!! B:-) B:-) B:-)

১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

জেন রসি বলেছেন: কবির সংখ্যা যেন কাকের চেয়ে বেশি হয় সেই চেষ্টা করতেছি।

৭| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় ভালো লাগা জেন রসি। +

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২৪

জেন রসি বলেছেন: আনন্দিত হলাম রাজপুত্র :)

৮| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩০

শায়মা বলেছেন: যাক তবুও বেশি হোক ভাইয়া।


কাকের চাইতে কবি ভালো !!!!!:)

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৮

জেন রসি বলেছেন: ঠিক বলেছেন।

কবি এবং কাকের লড়াইয়ে জিততে হবে!

মাঝে মাঝে রাস্তায় কাক বড়ই বিব্রত করে!

কবিতা লিখে প্রতিশোধ নিতে হবে!

৯| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:১৭

শতদ্রু একটি নদী... বলেছেন:
যদিও তোমাকে নামাব বলে,
আমি নিজেই নেমে গেছি বহুদূর!
তবুও তুমি অটল পাহাড়ের মত
চেয়ে আছ অধরা জিউসের অন্ধকারে।

দারুন হইছে এই অংশটা। আপনেরে দেখি গ্রীক ভুতে ধরতে। অবশ্য ওরা ভুত কয়না, কইলে কইবো অপদেবতা।

হেলেন এর বাংলা কইলাম হেলেনা। ;)

আর এঁকে দিবে না লিইখা "দেবে" লিখলে পড়তে ইস্মার্ট লাগতো মনে হয়।

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৫

জেন রসি বলেছেন: অনুভূতি উড়াউড়ি করলে একটু যুদ্ধযুদ্ধ ভাব থাকে ।তখনই গ্রীক ভুত কিংবা অপদেবতা ভর করে ;)


১০| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫২

শতদ্রু একটি নদী... বলেছেন: যুদ্ধ নয়, শান্তি। আর শান্তি মানেই প্রেম।

ভাই, প্রেমের দিকে আপনার যাত্রা শুভ হোক। দেশী হেলেনা নামের ললনা অপেক্ষায় রইছে। ;)

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:০৬

জেন রসি বলেছেন: যুদ্ধ, শান্তি এবং প্রেম সব একে অপরের হাত ধইরা চলে।

আমি প্রেমের পথে যাত্রা করিনাই।এই পথের পথিকদের অবলোকন করতেছি ;)

১১| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২২

শতদ্রু একটি নদী... বলেছেন:
সত্যের পথেও যাত্রা শুরু করেন। ভুলেভালে আর কতদিন??!! ;)

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪১

জেন রসি বলেছেন: পথ বুঝার জন্যই অবলোকন করতেছি!

১২| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৭

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,



বিমূর্ত শব্দের গন্ধ ........

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৬

জেন রসি বলেছেন: এটা কি শব্দগন্ধের সঠিক রুপ?

শব্ধগন্ধ শব্দের মাঝে একটা বিমূর্ত ভাব আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.