নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

বাহ!!পুলিশ!!বাহ!!!!

১০ ই মে, ২০১৫ রাত ৯:১১

যখন বর্ষবরণের উৎসবে নারীরা যৌন সন্ত্রাসীদের সন্ত্রাসের শিকার হয় তখন পুলিশ নিরাপদ দুরুত্বে বসে বাঁশি বাজায়।যখন অভিজিৎ রায়কে প্রকাশ্যে হত্যা করা হয় তখন পুলিশ নীরব দর্শক।কিন্তু যখন যৌন সন্ত্রাসীদের সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ হয় তখন পুুলিশ বীরপুরুষ!পুলিশের আচরন এ দেশে এমনিতেই প্রশ্নবিদ্ধ।কিন্তু তারপরেও তাদের বেপরোয়া নপুংসক মনোভাবের কোন পরিবর্তন নেই।তাদের অযৌক্তিক বর্বরতার রুপ তারা আজকে আবার দেখাল।

প্রমান থাকা সত্ত্বেও যৌন নিপীড়কদের তারা গ্রেপ্তার করতে ব্যর্থ হয়।বর্ষবরণের দিন যেখানে তাদের নিরাপত্তা দেওয়ার কথা সেখানে সন্ত্রাসীদের নিপীড়ন থেকে নারীদের বাঁচাতে লিটন নন্দীদেরকেই এগিয়ে আসতে হয়।সেদিন পুলিশের উদাসিনতা স্পষ্টভাবেই ফুটে উঠে।দেশ জুড়ে তীব্র প্রতিবাদ এবং প্রমান সহ ছবি এবং ভিডিও ফুটেজ থাকলেও পুলিস প্রশাসন সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়।

সবকিছু দেখে মনে হচ্ছে পুলিশ প্রশাসন খুব ঠাণ্ডা মাথায় নির্বিকার ভাবেই এসব কাজ করে যাচ্ছে।যখন স্বচ্ছ জবাবদিহিতার কোন প্রক্রিয়া থাকে না তখন এমন স্বেচ্ছাচারী আচরণ ওরা করতেই থাকবে এটাই স্বাভাবিক।পুলিশ প্রশাসন আগে থেকেই জানে স্বরাষ্ট্র মন্ত্রনালয় তাদের ডিফেন্ড করবে। তাই তারা যখন কাজ করা দরকার তখন উদাসিনতা দেখাচ্ছে।আবার সম্পূর্ণ অযৌক্তিক কারনে বর্বর আচরণ করছে।

বরাবরের মত আজকে মা দিবসেও পুলিশের নির্যাতন থেকে রেহায় পায়নি নারীরা।যখন সারা দেশে মা দিবসকে সামনে রেখে নারী অধিকার নিয়ে আলোচনা হচ্ছে,তখন এ দেশেরই তথাকথিত রক্ষক পুলিশ বাহিনীর বর্বর হামলার শিকার হয় নারীরা।এ যেন চোখে আঙুল দিয়ে পুরো দেশের প্রতিচ্ছবি আমাদের সামনে তুলে ধরে।

যেই লিটন নন্দী বর্ষবরণে যৌন সন্ত্রাসীদের হাতে আহত হয়েছিলেন সেই লিটন নন্দী আজ বিচার চাইতে গিয়ে পুলিশের বর্বর হামলায় আহত হয়েছেন।হামলায় আরো আহত হয় ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক, ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জিএম জিলানী শুভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি তন্বয় ধর, মহানগরের সাধারণ সম্পাদক সুমন সেন গুপ্তসহ অন্তত ২৫ জন।

একদিকে বিচারহীনতার সংস্কৃতি এবং অপরদিকে বিচার চাইতে গেলে উল্টা নির্যাতিত হওয়ার একের পর এক ঘটনা একটি স্থবির প্রশাসনের চিত্র আমাদের সামনে তুলে ধরে।যদিও এটিকে কোন বিছিন্ন সমস্যা হিসেবে দেখলে ভুল হবে।ক্ষমতা দখলের নোংরা রাজনীতি অনেকাংশেই এর জন্য দায়ী।এই নোংরা রাজনীতি এবং বর্বরতা থেকে বের হয়ে আসার একমাত্র উপায় হচ্ছে যৌক্তিক প্রতিবাদে সামিল হওয়া।




সুত্র এবং ছবিঃ http://bangla.bdnews24.com/
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (Bangladesh Students' Union)
http://www.thedailystar.net/

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৫ রাত ৯:৩০

এন জে শাওন বলেছেন: ভাই প্রবলেম টা হচ্ছে পুলিশ তো আর পুলিশ নাই, তারা হয়ে গেছে খেলনা। তাই তাদের বিবেক ও নষ্টের পথে।

১০ ই মে, ২০১৫ রাত ৯:৪২

জেন রসি বলেছেন: ঠিক বলেছেন!

বিবেক আসলে অনেক কিছুর সাথেই সম্পর্কিত!!

ধন্যবাদ আপনাকে।

২| ১০ ই মে, ২০১৫ রাত ৯:৪০

শতদ্রু একটি নদী... বলেছেন:
এদের পরিচয় বাইর করা তো ব্যাপার না। এদের ধইরাই শাস্তি দেয়া হোক। নাকি এরাও হাওয়া বিদ্যা অর্জন করছে?

১০ ই মে, ২০১৫ রাত ৯:৪৫

জেন রসি বলেছেন: এ দেশে অপরাধীদের হাওয়া বিদ্যা অর্জন করা লাগে না!

তারা প্রকাশ্যেই হাওয়া হইয়া ঘুরে বেড়ায়!!!

৩| ১০ ই মে, ২০১৫ রাত ৯:৪৭

শতদ্রু একটি নদী... বলেছেন: অ, এইডা আপনের পুস্ট? আমি তো খেয়ালই করিনাই। আপনেও এইসব নিয়া ভাবেন নাকি? ;)

১০ ই মে, ২০১৫ রাত ৯:৫০

জেন রসি বলেছেন: হা হা হা!!!

আমি অনেক কিছু নিয়াই ভাবি । ;)

৪| ১১ ই মে, ২০১৫ সকাল ৯:১৯

নির্লিপ্ত আমি বলেছেন: ওদেরও খুব বেশি দোষ দেয়া যায় না, অন্যের হাতের খেলনা হয়ে কয়টুকুই বা কি করা যায়! জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য।

১১ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২২

জেন রসি বলেছেন: অন্যের হাতের খেলনা!

ভালোই বলেছেন।

ধন্যবাদ আপনাকে।

৫| ১১ ই মে, ২০১৫ রাত ১০:১৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: এখন শুনব এদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না।

১১ ই মে, ২০১৫ রাত ১০:২২

জেন রসি বলেছেন: এমনটাই হয়।

৬| ১১ ই মে, ২০১৫ রাত ১০:৫৩

নক্ষত্রচারী বলেছেন: পুলিশকে দোষ দিয়ে আসলে কিচ্ছু করা যাবেনা । ওরা হচ্ছে ক্রীড়াবিদদের ক্রীড়াসরঞ্জাম । অস্ত্রের চেয়ে কলমের শক্তি বেশি । ওরা শক্তি দেখায় অস্ত্রের, কিন্তু ওদের ওপর যারা ছড়ি ঘুরাচ্ছে তাদের শক্তি কলমের! /:)

১১ ই মে, ২০১৫ রাত ১১:০৯

জেন রসি বলেছেন: ক্ষমতা দখলের রাজনীতিতে পুলিশেকে রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে ব্যবহার করা হয়। পুলিশের এমন আচরণ ক্ষমতার রাজনীতির সাথে সম্পর্কিত।

ধন্যবাদ আপনাকে।

৭| ১২ ই মে, ২০১৫ রাত ১:১৮

সচেতনহ্যাপী বলেছেন: একসময় প্রবাদ ছিল,বললাম না (অনেকে ক্ষেপে যেতে পারেন) কিন্তু পুলিশের!! আঁচ করা যায়,সরকারের ভাগীদার হিসাবে।। দোষও দেওয়া যায় না, রুটি-রুজির পথ বন্ধ হবার কারনে।। সুতরাং তথৈবচঃ।।

১২ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

জেন রসি বলেছেন: বুঝলাম।

ধন্যবাদ আপনাকে।

৮| ১২ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনির্বাচিত স্বৈরাচারের সরকারের পুলিশের আচরন এমনই হবার কথা! কারণ সরকার ধরা তাদের লাঠিয়াল ছাড়া তারা ব্যাপক জনঅস্তোষের ভয়েই- আর এই সুযোগে লাঠীয়ালরা স্বেচ্ছাচার করবে সেটাই স্বাভাবিক নয়!

যখন সংসদের চলমান চীফ হুইপকে প্রকাশ্যে রাজপথে জামা ছিড়ে বর্বর হামলা চালায়- আবার তারপরই ঐ পুলিশ প্রেসিডেন্ট পদক পায়- তখন বাকী পুলিশদের মধ্যে হিংস্রতার মনোভাব বাড়ে বে কমে না।

বিরোধী মতকে যে কোন উপায়ে দমনে তথাকথিত সুশীলরা এতদিন ধরে ইনিয়ে বিনিয়ে না প্রকাশ্যে দালালী করত! সরকারের পক্ষে সাফাই গাইত.. তারাও দেখি খানিকটা নড়েচড়ে বসেছে! হাইকোর্ট রুল জারি করেছে- এই রুলটা প্রধান বিরোধীদের দমনে তাদের ধারাবাহিক বর্বরতার সময় কি প্রয়োজন ছিল না!?

শুধু এক চোখে তেল আর এক চোখে নুন বেঁচলে বুঝি এমনই হয়!

সকল নাগরিকের শৌলিক অধীকার ফিরিয়ে দিতে একটা সুষ্ঠু সরকার! নির্ভাচিত গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই! নইলে ্মন অন্যায় চলতেই থাকবে!

১২ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

জেন রসি বলেছেন: এ দেশে যখন যারা ক্ষমতায় ছিল তারাই পুলিশকে রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে ব্যবহার করেছে।

ধন্যবাদ আপনাকে।

৯| ১৩ ই মে, ২০১৫ সকাল ১১:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রোফেসর শঙ্কু বলেছেন: এখন শুনব এদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না।


পুলিশ কে ধরিয়ে দিন

এই শিরোনামে পেপারে বিজ্ঞপ্তি দেওয়া হউক।

১৩ ই মে, ২০১৫ দুপুর ১:২১

জেন রসি বলেছেন: পুলিশ কে ধরিয়ে দিন

এই শিরোনামে পেপারে বিজ্ঞপ্তি দেওয়া হউক।

খুঁজে পাওয়ার ইচ্ছে থাকলে পাওয়া যায়।

১০| ২২ শে মে, ২০১৫ ভোর ৫:১১

উর্বি বলেছেন: সাস্পেন্ড হয়েছে নাকি!!

২২ শে মে, ২০১৫ দুপুর ১:১৯

জেন রসি বলেছেন: আবার ফিরে আসবে।

ওরা বারবার ফিরে আসে!

১১| ২২ শে মে, ২০১৫ দুপুর ১:৩৪

উর্বি বলেছেন: কথাটা সত্য :(

২২ শে মে, ২০১৫ দুপুর ১:৩৭

জেন রসি বলেছেন: :(:(

১২| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪১

গোর্কি বলেছেন:
সময়োপযোগী ভালো লেখনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.