নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

পরাবাস্তব অকবিতা

২২ শে মে, ২০১৫ দুপুর ১:৩১



ক্যানভাসে রং গুলো সব রক্ত হয়ে
ঝরে পড়ুক, ঝড়ের মত আগুন পাবে।
তোমার হাতের শব্দগুলো নির্বাসনে
প্রহর গুনে,চোখের কোনে অশ্রুফোঁটা
সময়ের ছাই নিয়ে তাই
একলা তোমার বসে থাকা।

প্রচণ্ড উৎসবে ধ্বংসের অবসাদ,
ভেঙেচুড়ে বারবার জন্ম দেয়
লাশকাটা সেই হাত!
মোনালিসার অমীমাংসিত হাসির মত,
যে হাতে তোমার কোন স্পর্শ ছিলনা।

প্যারিসের হেলেন বিজয়ের মুহূর্তগুলো
একিলিসের নির্মম নিষ্ঠুরতায়,
অন্ধ হোমারের দৃষ্টিতে এঁকে দিয়েছিল
প্রেম এবং যুদ্ধের আজন্ম চুম্বন!
তোমার হাতে আজো তার হিমশীতল উত্তাপ।

ধূমায়িত জীবনের কাছে নতজানু
মানুষের দল, অন্ধকার গিলে খায়!
কেউ একজন তাদের কালো গোলাপ
দিয়ে বলেছিল আজ থেকে তোমরা শব্দের দাস।

তোমার হাতেও একটি পাপড়ির স্পর্শ লেগে আছে।


বাংলা অকবিতার সাথে একটা ইংলিশ অকবিতা ফ্রি দিলাম। ;)

You look at me as the
Way I indulge darkness.
Messenger likes to scrutinize
But barking dogs are in agony.
Whoever adorns the path of sin?
Balked to be alive again!
You give me black rose
And I become yours.

দালির একটি বিখ্যাত চিত্রকর্ম আছে, যার নাম “The Persistence of Memory”।এই চিত্রকর্মটি আমি কবিতার থিম ছবি হিসেবে দিয়ে দিয়েছি। পরাবাস্তব এই চিত্রকর্মটিতে কিছু গলিত পকেট ঘড়ি দেখা যাচ্ছে।এই ঘড়িগুলো হচ্ছে সময় এবং কালের আপেক্ষিক অবস্থানের প্রতীক।একটি গোলাপি ঘড়ি দেখা যাচ্ছে যার উপর পিঁপড়া ঘুরে বেড়াচ্ছে।এটা দিয়ে দালি সম্ভবত ক্ষয়ে যাওয়া সময় কিংবা জীবনের কথা বলতে চেয়েছেন।আমার এই অকবিতা দুটি দালিকে উৎসর্গ করলাম।

সকল শিল্পীর হাতের প্রতি শুভকামনা। :)




মন্তব্য ৪৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৫ দুপুর ২:০১

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন:
পরাবাস্তব অকবির হাতের প্রতিও শুভকামনা। :)

২২ শে মে, ২০১৫ দুপুর ২:১১

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ২২ শে মে, ২০১৫ দুপুর ২:০৪

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: পরাবাস্তব অকবির হাতের প্রতিও শুভকামনা। :)

দুঃক্ষিত জেন রসি :!> আরেকটি পরীক্ষামূলক মন্তব্য। #:-S

২২ শে মে, ২০১৫ দুপুর ২:১৪

জেন রসি বলেছেন: ১১১১.........

মন্তব্য নিয়া পরাবাস্তব পরীক্ষা চালাইতেছে নাকি?

হা হা হা

পরীক্ষার ফল কি?

৩| ২২ শে মে, ২০১৫ দুপুর ২:১৭

উর্বি বলেছেন: বাহ! অসাধারন, আপনি তো লেখালিখির চিত্রকর

২২ শে মে, ২০১৫ দুপুর ২:৩৮

জেন রসি বলেছেন: হা হা হা........

কবিতা লেখা আমার কর্ম না।কিন্তু অপচেষ্টা করতে সমস্যা কি? তাই কবিতা লেখার অপচেষ্টা চালিয়ে যাচ্ছি!

৪| ২২ শে মে, ২০১৫ দুপুর ২:২২

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: আপনার পোস্টে লাইক দেবার সময় ভুলক্রমে নিজের মন্তব্যে লাইক দিয়ে বসি :-*
তো লাইক কাউন্ট জিরো করার জন্য আবার ক্লিক দিতেই দেখি লাইক এ্যাড হইতেসে। :-/
পরবাস্তব ব্যাপার-স্যাপার। B:-/ B:-/

২২ শে মে, ২০১৫ দুপুর ২:৫১

জেন রসি বলেছেন: হা হা হা...........

আসলেই পরাবাস্তব!

৫| ২২ শে মে, ২০১৫ দুপুর ২:৩২

জুন বলেছেন: + ৪

২২ শে মে, ২০১৫ বিকাল ৩:০০

জেন রসি বলেছেন: পরাবাস্তব অকবিতা ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।

ভালো থাকবেন।

৬| ২২ শে মে, ২০১৫ দুপুর ২:৩৯

আরণ্যক রাখাল বলেছেন: + + +

২২ শে মে, ২০১৫ বিকাল ৩:০২

জেন রসি বলেছেন: পরাবাস্তব অকবিতা ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম রাখাল ভাই।
ভালো থাকবেন।

৭| ২২ শে মে, ২০১৫ দুপুর ২:৪১

কাবিল বলেছেন: বাহ সুন্দর তো
সকল শিল্পীর হাতের প্রতি শুভকামনা।

২২ শে মে, ২০১৫ বিকাল ৩:০৬

জেন রসি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

ভালো থাকবেন।

৮| ২২ শে মে, ২০১৫ দুপুর ২:৫০

অঅস্বাভাবিক এক মানুষ আমি বলেছেন: অপচেষ্টাই চালয়ে জান,
চোষ্টায় কি না কি বের হ,
তার থেকে অপচেষ্টাই ভাল।
শুভকামনা জানবেন।
পরাবাস্তব অপচেষ্টায় তৈরি অকবিতা ভাল লেগেছে।

২২ শে মে, ২০১৫ বিকাল ৩:০৯

জেন রসি বলেছেন: অপচেষ্টা চালানোর মজাই আলাদা।

পরাবাস্তব অপচেষ্টায় তৈরি অকবিতা ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম।

ভালো থাকবেন।

৯| ২২ শে মে, ২০১৫ বিকাল ৩:৩১

শতদ্রু একটি নদী... বলেছেন:
আপনারে গ্রীক অপদেবতা দেখি ভালোই ভর করছে। ওরা কিন্তু একটাও মানুষ না, সাবধান।

কবিতা ভালো হইছে। ইংরেজিটার লাস্ট দুই লাইন ভাল্লাগছে।

আর কমেন্টে আমিও চামে লাইক কাউন্ট কিছু বাড়াইয়া দিছি। ;)

২২ শে মে, ২০১৫ বিকাল ৩:৫৭

জেন রসি বলেছেন: কমেন্টের লাইক কাউন্ট মনে হয় গ্রীক অপদেবতারা নিয়ন্ত্রণ করতেছে। ;)

ভাল্লাগছে জেনে আনন্দিত হলাম।

১০| ২২ শে মে, ২০১৫ বিকাল ৪:০৭

শতদ্রু একটি নদী... বলেছেন: নিজের কোন কমেন্টে মিলিয়ন খানেক লাইক দিয়া সামুর রেকর্ড নিজেই বানাইয়া ফালামু নাকি ভাবতেছি। ;)

২২ শে মে, ২০১৫ বিকাল ৪:১৩

জেন রসি বলেছেন: সামু মাঝেমাঝে দালির চিত্রকর্মের মত পরাবাস্তব আচরণ করে।এখন মনে হয় একটু বেশী করতেছে।

এই সুযোগে একটা পরাবাস্তব চেষ্টা দিয়া দেখতে পারেন।;)

১১| ২২ শে মে, ২০১৫ বিকাল ৪:১১

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: কমেন্টের লাইক কাউন্ট মনে হয় গ্রীক অপদেবতারা নিয়ন্ত্রণ করতেছে।
পরাবাস্তব অকবিতার লাশকাটা সেই হাতের কান্ডও হইতে পারে। =p~ =p~ =p~
শতদ্রু ভাই, একশ বিলিয়ন নক্ষত্র নয় একশ বিলিয়ন লাইক লইয়া যান। তাও ফিরি। :P :P :P

২২ শে মে, ২০১৫ বিকাল ৪:২১

জেন রসি বলেছেন: পরাবাস্তব অকবিতার লাশকাটা সেই হাতের কান্ডও হইতে পারে। =p~ =p~ =p~

খারাপ বলেন নাই!

কমেন্টের লাইক বাটনে মনে হয় ভূতের চাক আছে!

১২| ২২ শে মে, ২০১৫ বিকাল ৪:৪৩

শতদ্রু একটি নদী... বলেছেন: প্রতি সেকেন্ডে তিনটা কইরা দিলেও কয় শ বছর লাগবো এইটা ভাবতেছি নহে ভাই। :(

এই ব্যাপারে সামুর সাহায্য চাহিয়া একটা পোষ্ট দিমু নাকি ভাবতেছি। কমেন্টে লাইক যখন ফ্রি করছে, তখন বস্তা ভরা লাইকও একেবারে ফ্রি করুক। লক্ষ্যের দিকে পৌছানো সহজ হইবে। সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। ;)

২২ শে মে, ২০১৫ বিকাল ৪:৫৬

জেন রসি বলেছেন: এইটা নিয়া একটা দিকনির্দেশনামূলক পোষ্ট লেইখা ফেলেন। এক ক্লিকে কয়েক মণ লাইক দিতে হবে। ;)

১৩| ২২ শে মে, ২০১৫ বিকাল ৫:১৮

রিকি বলেছেন: কোন কথা হবে না-- এক্কেরে লাইক ;)

২২ শে মে, ২০১৫ বিকাল ৫:২৭

জেন রসি বলেছেন: পরাবাস্তব আনন্দ পাইলাম। ;)

১৪| ২২ শে মে, ২০১৫ বিকাল ৫:২৩

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর অকবিতা ।

শুভ কামনা রইল ।

২২ শে মে, ২০১৫ বিকাল ৫:৩১

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

অকবিতা সুন্দর লেগেছে জেনে আনন্দিত হলাম।

ভালো থাকবেন।

১৫| ২২ শে মে, ২০১৫ রাত ৯:৩২

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২২ শে মে, ২০১৫ রাত ১০:২৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ হাসান মাহমুদ ভাই।

ভালো থাকবেন।

১৬| ২৩ শে মে, ২০১৫ দুপুর ১:০২

সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।

১, ২, ৪, ১০........এর মন্তব্যের লাইক দেখে বুঝা গেল পরাবাস্তব ভর করছে :-B #:-S

২৩ শে মে, ২০১৫ দুপুর ১:০৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ দাদা।

সামু মাঝেমাঝে পরাবাস্তব জগতে চলে যায়!

১৭| ২৩ শে মে, ২০১৫ দুপুর ২:২৪

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২৩ শে মে, ২০১৫ দুপুর ২:৫৪

জেন রসি বলেছেন: ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।

আপনাকেও ধন্যবাদ।

ভালো থাকবেন।

১৮| ২৩ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

কিউপিড রিটার্নস বলেছেন:
++++

২৩ শে মে, ২০১৫ রাত ৮:১০

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

ভালো থাকবেন।

১৯| ২৩ শে মে, ২০১৫ রাত ৮:৪১

নীলপরি বলেছেন: অসাধারণ লাগলো ।একিলিসের নির্মম নিষ্ঠুরতায়, - লাইনটি আপনার কবিতায় ঠিক আছে । তবে একিলিস আমার অন্যতম প্রিয় চরিত্র তাই ---------- :|

২৩ শে মে, ২০১৫ রাত ৮:৪৭

জেন রসি বলেছেন: একিলিস প্রিয় হওয়ার মতই চরিত্র। প্যারিস আসলে একটা কাপুরুষ।প্যারিসের যেমন ছিল অন্ধ প্রেম, একিলিসের ছিল নিষ্ঠুরতা।

শুভকামনা রইলো।

২০| ২৩ শে মে, ২০১৫ রাত ১১:০৪

কিউপিড রিটার্নস বলেছেন: মোনালিসার অমীমাংসিত হাসির মত,
যে হাতে তোমার কোন স্পর্শ ছিলনা। B:-)

২৩ শে মে, ২০১৫ রাত ১১:১৯

জেন রসি বলেছেন: হা হা হা......

এইটা হচ্ছে প্যারাডক্স!

২১| ২৪ শে মে, ২০১৫ দুপুর ১:০৪

রোদেলা বলেছেন: ধূমায়িত জীবনের কাছে নতজানু
মানুষের দল, অন্ধকার গিলে খায়!
কেউ একজন তাদের কালো গোলাপ
দিয়ে বলেছিল আজ থেকে তোমরা শব্দের দাস। -------------------
দূর্দান্ত

২৪ শে মে, ২০১৫ দুপুর ১:৪০

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।

আনন্দিত হলাম।

ভালো থাকবেন সবসময়।

২২| ২৪ শে মে, ২০১৫ রাত ১১:০৪

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা অনেক।

আমরা কেন যেন প্যাট্রোক্ল্যাশ হত্যার কথা ভুলে যাই!!!

হয়তো দৈব নির্ধারিত সব!!!

প্যাট্রোক্ল্যাশ, হেক্টর অথবা অ্যাকিলিস!!!

অনিঃশেষ শুভকামনা।

২৪ শে মে, ২০১৫ রাত ১১:১১

জেন রসি বলেছেন: হেক্টর যুদ্ধ করেছিল দেশের জন্য, তার পরিবারের জন্য।

অ্যাকিলিস যুদ্ধ করেছিল অমর হওয়ার জন্য।

ভালো থাকবেন সবসময়।

অনিঃশেষ শুভকামনা।

২৩| ২৫ শে মে, ২০১৫ রাত ১২:৩৯

মনিরা সুলতানা বলেছেন: ইংলিশ টা বেশি বুঝে আসছে
ফুট নোটে ভালো লাগা :)

২৫ শে মে, ২০১৫ রাত ১:১৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।

ফুট নোট ভালো লাগার জন্য পরাবাস্তবিক ধন্যবাদ।

ভালো থাকবেন।

শুভকামনা রইল।

২৪| ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ধুমায়িত জীবন !!!

+++

০৬ ই জুলাই, ২০১৫ রাত ৮:৫৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ গ্রানামা ভাই।

মাঝেমাঝে সবকিছুই ধূমায়িত হয়ে যায়!

শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.