নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

আহা! কি এক অপূর্ব সময়!

১৪ ই জুন, ২০১৫ রাত ১০:৪২

জলকন্যার চোখ দিয়ে গড়িয়ে পড়া
আগুনফোঁটায়, ভস্মীভূত পাখির গানে
নির্বাসিত শব্দের ঢেউ, বাউলের একতারা
থেকে কয়েকটি সুর চুরি করে
উড়িয়ে দিয়েছিল, পুড়িয়ে দিয়েছিল......
মুহূর্তের সব কোলাহল!

বনজোছনায় যা কিছু ছিল অধরা
স্বপ্নের মত, রবি ঠাকুরের মায়াবী
জগতের স্রোতের টানে ভেসে গিয়ে
বৃষ্টির ফোঁটায় ফোঁটায়
ঝরে পড়েছিল পরিপূর্ণ বিস্ময়ে!

হৃদয়ের কাছাকাছি হৃদয়ের ঝড়ে
মায়াবী জগতের সব অপার্থিব মুখ
নত হয়ে পড়ে ছিল কি এক উৎসবে!
তোমাদের কাছে ছিল তোমাদের সুখ!

আহা!কি এক অপূর্ব সময়!



মন্তব্য ২৩৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৩৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৫ রাত ১০:৫৯

আরণ্যক রাখাল বলেছেন: আমি এই অপূর্ব সময়টাকে কেন জানি ধরতে পারি না| পালিয়ে পালিয়ে যায়

১৪ ই জুন, ২০১৫ রাত ১১:২৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ রাখাল ভাই।

আমি মাঝে মাঝে এই সময় অবলোকন করি। তবে আমার অভিজ্ঞতা নাই!

২| ১৫ ই জুন, ২০১৫ রাত ১২:৪৭

শতদ্রু একটি নদী... বলেছেন: শেষটা দারুন হইছে। মোটামুটি দারুনই হইছে।

কালকে বার বার আরেকটু অপূর্ব সময়ের মধ্যে দিয়া গেছি। সবকিছু তাই বেহুদাই ভাল্লাগতেছে। :)

১৫ ই জুন, ২০১৫ রাত ১২:৫৪

জেন রসি বলেছেন: অপূর্ব সময়ের মধ্যে দিয়া যাইতে থাকেন।

ঘোর যদি ভাল্লাগে তাইলে ঘোরের মধ্যেই থাকেন।:)

৩| ১৫ ই জুন, ২০১৫ রাত ১:১৩

শতদ্রু একটি নদী... বলেছেন: আজন্ম সাধ একবার হইলেও এলএসডি খামু। ম্যানেজ করতে পারলে আওয়াজ দিয়েন। কোনো সোর্স পাইতাছিনা। চার নাম্বার মৌলিক রং দর্শনের অনুভুতি নাকি ইহার ঘোরে গেলে পাওয়া সম্ভব। ;)

১৫ ই জুন, ২০১৫ রাত ১:২১

জেন রসি বলেছেন: আমারো একবার খাইয়া দেখার ইচ্ছা আছে। সুনীলের খাওয়ার পর ঘোরের বর্ণনা পড়েছিলাম। সে নাকি খেজুর গাছে উইঠা খেজুর পারতেছিল। আমি মনে হয় ৫ ম মাত্রায় চইলা যাইতে পারি।ম্যানেজ মনে হয় করতে পারমু।করতে পারলে আওয়াজ দিমু । ;)

৪| ১৫ ই জুন, ২০১৫ সকাল ৭:০৩

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো পড়তে ।

১৫ ই জুন, ২০১৫ দুপুর ১:০১

জেন রসি বলেছেন: ধন্যবাদ নীলপরি আপু।

আনন্দিত হলাম।

৫| ১৫ ই জুন, ২০১৫ সকাল ৯:২২

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১৫ ই জুন, ২০১৫ দুপুর ১:০১

জেন রসি বলেছেন: ধন্যবাদ দাদা।

আনন্দিত হলাম।

৬| ১৫ ই জুন, ২০১৫ সকাল ৯:৪১

শতদ্রু একটি নদী... বলেছেন: আহ! সকাল সকালই মনটা ভালো হইয়া গ্যালো। নতুন উদ্যমে দিন শুরু হবে এইবার। আমি জানতাম একমাত্র আপনারে দিয়াই সম্ভব। ;)

১৫ ই জুন, ২০১৫ দুপুর ১:০৮

জেন রসি বলেছেন: আপনার জন্য গালিব বলেছেন,

YEH ISHQ NAHI AASAAN BUS YUN SAMJH LIJIYE
AAG KA DARIYA HAI AUR DOOB KE JANA HAI

THIS LOVE AINT EASY, ITS A RIVER OF FIRE AND IN ORDER TO CROSS IT WE HAVE TO DIVE INTO IT.

৭| ১৫ ই জুন, ২০১৫ দুপুর ১:৩২

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১৫ ই জুন, ২০১৫ দুপুর ১:৩৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই।

ভালো থাকুন সবসময়।

৮| ১৫ ই জুন, ২০১৫ বিকাল ৩:৩০

শতদ্রু একটি নদী... বলেছেন: ভাই, এই শুভ সংবাদে ইশক যুক্ত হইলো ক্যামনে? গালিব এইটা আমারে না, আপনারে কইছে যাতে আপনি ইশক থাইকা নিরাপদ দুরত্ব বজায় রাখেন। আমি তো সেই শিশুকাল থাইকাই পুড়তেই আছি পুড়তেই আছি, গা সওয়া হইয়া গ্যাছে। আপনার কোমল ত্বকে আঁচ না লাগুক। ;)

১৫ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

জেন রসি বলেছেন: ইশক সব সময় আপনার সাথেই থাকে। কেমনে আলাদা করবেন? এলএসডি খাইলে কিন্তু সেটা ৪থ মৌলিক রং হিসেবে আবির্ভূত হইতে পারে। ইশক বৃত্তের মধ্যে কেন্দ্র বরাবর ঘুরপাক খাইতে থাকে। আমি থাকি বৃত্তের বাইরে। তাই চিন্তা নিয়েন না।আমি এলএসডি খাইলেও মহাকালেই ঘুরে বেড়াব।;)

৯| ১৫ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

জুন বলেছেন:
আহা!কি এক অপূর্ব সময়!
আহা কি অদ্ভুত সুন্দর কবিতা
জেন রসি
+

১৫ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।

কবিতায় অপূর্ব সময়কে ধরে রাখার অপচেষ্টা করলাম।

আপনার কাছে সুন্দর লেগেছে জেনে আনন্দিত হলাম।

১০| ১৫ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:০১

শতদ্রু একটি নদী... বলেছেন: Hum ne mohabat ke nashe mein aa kar usey khuda bana dala,
Hosh tab aya jab usne kaha ke khuda kisi ek ka nahi hota

এইডা দিয়া গালিব বুঝাইতে চাইছে খোদা আসলে সবার জন্যই হয়। গালিবের শায়রী কইতাছেন, গালিবের খোদারে মানতে দোষ কুথায়? ;)

১৫ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

জেন রসি বলেছেন: Bazeecha-e-atfal hai duniya mere aage,
Hota hai shab-o-roz tamasha mere aage.

Hota hai nihan gard mein sehra mere hote
ghista hai zabeen khak pe dariya mere aage

Mat pooch ke kya haal hai mera tere peechhe
Too dekh ke kya rang hai tera mere aage

Bazeecha-e-atfal hai…..

Imaan mujhe roke hai, jo kheenche hai mujhe kufr
Kaba mere peechhe hai kalisa mere aage.

Bazeecha-e-atfal hai…….

Go hath ko jumbish nahin ankhon men to dum hai,
Rehne do abhi sagar-o-meena mere aage.

Bazeecha-e-atfal hai…



The world is like a board of chess in front of me,
I see actors doing their act every morning and day.

The deserts ruined in heaps of sand,
Before me the river bites the dust.

Don't ask how I feel about you,
Just see by me your shade.

The world is like a board of chess in front of me…

My honesty stops me, at the same time my sins pulls me
Mosques are behind me and Cathedrals are in my front.

The world is like a board of chess in front of me…

Even though I don't have much strength in my arms, my eyes still have the power (light) in them
Don't bring the Light House in front me now

The world is like a board of chess in front of me…

যে যেভাবে কল্পনা করে নেয়, সেভাবেই হয়।;)

১১| ১৫ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

শতদ্রু একটি নদী... বলেছেন: যাহ, কোনমতেই বাগে আনা গেলোনা। এখন দাও চাপাতিই ভরসা। ডর দেখাইয়া যদি কাম হয়। ;)

১৫ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

জেন রসি বলেছেন: হা হা হা.........

দাও চাপাতি long distance এর জন্য কাজে দিবে না। Drone ট্রাই কইরা দেখতে পারেন।;)

১২| ১৫ ই জুন, ২০১৫ রাত ৮:৩০

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন! এ্যবস্ট্রাক্ট এবং অসাধারণ এক অনুভুতির মিশেল।

১৫ ই জুন, ২০১৫ রাত ৮:৩৭

জেন রসি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু।

মূর্ত সময়ের মধ্যেই লুকিয়ে থাকে বিমূর্ত কল্পনা।

ভালো থাকুন সবসময়।

১৩| ১৫ ই জুন, ২০১৫ রাত ৮:৫৫

শতদ্রু একটি নদী... বলেছেন: উড়ুক্কু নামটা মনে রাইখেন। আর ৫ বছরের ভিতর উড়ুক্কু পাঠামু। ;)

১৫ ই জুন, ২০১৫ রাত ৯:৩৮

জেন রসি বলেছেন: মনে রাখলাম। ৫ বছর পর মনে করাইয়া দিব।

১৪| ১৫ ই জুন, ২০১৫ রাত ৯:০৬

নীলনীলপরী বলেছেন: জলকন্যাদের সৃষ্টিই হয় অশ্রু ঝরাতে
আঁখিপল্লবে টলমলো অশ্রুধারা, বুকের গহীনে জলন্ত ফিনিক্স
বিষাদীবাউলের একতারা আর নির্বাসিত ঢেউ এর কলতান নিয়ে
বাঁধে তারা বিরহ সঙ্গীত .....

দূর বাতিঘরের সুতীক্ষ্ণ আলোক রশ্নীতে জ্বলজ্বল করে
বেগুনী চোখ, অজানা সঙ্গীত আর স্বর্নালী হার্পের
বিমূর্ত সূরে দিকভ্রষ্ট হয় নাবিকের চাকা.....
পথ হারায় নাবিকের দল, এরিকের অভিশাপের ফল ....


নিসঙ্গ একাকী এরিয়েল বুঁদ হয়ে রয় মৌন নিসঙ্গতায় .....


১৫ ই জুন, ২০১৫ রাত ৯:৪২

জেন রসি বলেছেন: অসাধারণ আপু।

আমারটা যদি কাব্য হয়, তবে আপনারটা মহাকাব্য।

নিসঙ্গ একাকী এরিয়েল বুঁদ হয়ে রয় মৌন নিসঙ্গতায় ...

আসলেই তাই।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

১৫| ১৫ ই জুন, ২০১৫ রাত ১০:১৪

নীলনীলপরী বলেছেন: এই কাব্যরে অসাধারণ বললেন? কাব্যচর্চা দেখি শুরু করতে হবে আবার।

১৫ ই জুন, ২০১৫ রাত ১০:২০

জেন রসি বলেছেন: কাব্যচর্চা শুরু করুন আবার।

আমরা অপেক্ষায় থাকলাম।

১৬| ১৫ ই জুন, ২০১৫ রাত ১০:২৪

নীলনীলপরী বলেছেন:

বনজ্যোস্নায় ডাকে যখন হরিয়াল
ধরিত্রীতে থাকে তখন অধরা সুখ
স্বপ্নের মায়াবীস্রোতে
ভেসে যায় জাগতিক দুঃখ
হেসে যায় কলকল
শুধু প্রেম
শুধু কথকথা
দুটি হৃদয়
বাঁধাহীন
উদ্দাম
তরী তীরহারা
বৃষ্টিফোটায় ঝরে বিস্ময়
প্রথম বাদল দিনে
ফোটে কদম্ব অনাঘ্রাতা কিশোরীর
পেলব কোমল ওষ্ঠে
অমৃতসুধা সাগরে নিমজ্জমান
ডুবন্ত ডুবুরী।


১৫ ই জুন, ২০১৫ রাত ১০:৫৮

জেন রসি বলেছেন: বনজ্যোস্না থাক!
যেমন ছিল সমুদ্রের
ঢেউ কিংবা আদিম
মানুষের নির্বাক উৎসব!
অথবা প্রেমের মত
দুটি চোখ, অপলক
চেয়ে থাকা বৃষ্টির
বিষাদ কি ছিল!
তাও নাহয় থাক!
বরং ঝড় উঠুক
অনাঘ্রাতা কিশোরীর
পেলব কোমল ওষ্ঠে
জ্বলে উঠুক
অমৃতসুধা সাগরে নিমজ্জমান
ডুবন্ত ডুবুরীর
শেষ খড়কুটো!


১৭| ১৫ ই জুন, ২০১৫ রাত ১০:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চতুর্থ ভালোলাগা, শিরোনাম নিজেই টেনে আনে পাঠককে।

হৃদয়ের কাছাকাছি হৃদয়ের ঝড়ে
মায়াবী জগতের সব অপার্থিব মুখ
নত হয়ে পড়ে ছিল কি এক উৎসবে!
তোমাদের কাছে ছিল তোমাদের সুখ!

আহা!কি এক অপূর্ব সময়!

১৫ ই জুন, ২০১৫ রাত ১১:০২

জেন রসি বলেছেন: শিরোনাম আপনাকে কাছে টেনে এনেছে দেখে আনন্দিত হলাম।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন সবসময়।

১৮| ১৫ ই জুন, ২০১৫ রাত ১১:২০

শতদ্রু একটি নদী... বলেছেন: পরী আপার প্রথম কবিতাটা জোস। ভাল্লাগছে।

১৫ ই জুন, ২০১৫ রাত ১১:২৫

জেন রসি বলেছেন: আসলেই অনেক জোস।আমারও ভাল্লাগছে।

১৯| ১৫ ই জুন, ২০১৫ রাত ১১:২৫

কোজাগরী চাঁদ বলেছেন: আমিও একখান কবিতার ট্রাই করবো কিনা ভাবতেছি।

১৫ ই জুন, ২০১৫ রাত ১১:৩৬

জেন রসি বলেছেন: কবিতা লিখে ফেলুন।

আজ কবিতা উৎসব হয়ে যাক।

আপনার একখানা কবিতার অপেক্ষায় থাকলাম।

২০| ১৫ ই জুন, ২০১৫ রাত ১১:৩৭

কোজাগরী চাঁদ বলেছেন: আহা! সে এক অপূর্ব সময়,
ক্ষনিক স্তব্ধ পৃত্থী, অবাক বিস্ময়
থেমে যাওয়া কোলাহল, দিক নিশ্চুপ-

মন্দিরে বাজে কাসর ঘন্টা
শঙ্খনিনাদ বিমূর্ত অপসূর।
দেবালয়ের নাচে আরতীর আলো
বিমুগ্ধ হৃদয়, আর্ত ভাঙ্গচুর।

রুমঝুম ঝুম ঝুম বর্ষারাণীর নুপুর নিক্কন
অবিশ্রাত অবিরাম-
সে মহা মোহকাল থাকুক চিরঞ্জীব
মৃত সঞ্জীবনী সুধাস্পর্শে জাগুক
ঘুমন্ত আগ্নেয়হৃদয়।

১৫ ই জুন, ২০১৫ রাত ১১:৫৭

জেন রসি বলেছেন: অসাধারন!

আহা! কবিতার একি উৎসব!


সে মহা মোহকাল থাকুক চিরঞ্জীব
মৃত সঞ্জীবনী সুধাস্পর্শে জাগুক
ঘুমন্ত আগ্নেয়হৃদয়।

এইবার আগ্নেয়হৃদয়ের অগ্নুৎপাত নিশ্চিত!


২১| ১৫ ই জুন, ২০১৫ রাত ১১:৪৪

শতদ্রু একটি নদী... বলেছেন: চান্দ আপারটাও জোস হইছে।

১৫ ই জুন, ২০১৫ রাত ১১:৫৯

জেন রসি বলেছেন: জোস না হইয়া কোন উপায় নাই!

লালন বলেছিলেন, তোমার ঘরে বসত করে কয়জনা!

গানের সার্থকতা অনুধাবনের চেষ্টায় আছি!

২২| ১৫ ই জুন, ২০১৫ রাত ১১:৫৯

নীলনীলপরী বলেছেন: লেখক বলেছেন: অসাধারন!

আহা! কবিতার একি উৎসব!


উৎসব না বলেন মহোৎসব।

১৬ ই জুন, ২০১৫ রাত ১২:১৫

জেন রসি বলেছেন: কবিতারা সব চুপচাপ নেমে আসে বৃষ্টির মত!
এক হৃদয়ের বহু দুয়ারে নুপুরের ঝিম ধরা শব্দ
মুহূর্ত ছিল সে এক বিশেষ! বৃষ্টিরও অনন্দ উৎসবে
মূর্ছনার মাতাল বর্ষণে চলে অবিরাম মহোৎসব।

২৩| ১৬ ই জুন, ২০১৫ রাত ১২:০৪

নীলনীলপরী বলেছেন: অলিন্দে জ্বলে জলন্ত ভিসুভিয়াস
আট কুঠুরেতে অচিন পাখি
ডানা ঝাপটিয়া মরে সেই পাখি
মনোবেড়ি তায় খুলিবার তিয়াস।

১৬ ই জুন, ২০১৫ রাত ১২:২২

জেন রসি বলেছেন: অচিন পাখি উড়ে গেছে কবে!
ফিনিক্স পাখির মত তারও আছে
সূর্যের কাছে কিছু ঋণ।

২৪| ১৬ ই জুন, ২০১৫ রাত ১২:২৬

শতদ্রু একটি নদী... বলেছেন: হাততালি হাততালি, ভালো হইতেছে। আমি এদের প্রতিভায় মুগ্ধ এবং হিংসিত।

১৬ ই জুন, ২০১৫ রাত ১২:৩৮

জেন রসি বলেছেন: হা হা হা.......

আমিও মুগ্ধ!

পরী সমাজ এবং চন্দ্রজগতের রাজকন্যারা আসলেই প্রতিভাবান।

আমিও আছি আপনার দলে।



২৫| ১৬ ই জুন, ২০১৫ রাত ১২:৩৮

নীলনীলপরী বলেছেন:

ফিনিক্স পাখির ঋণ
থাকে না তো সূর্যের কাছে কিছু
বিক্ষত হৃদয়ের দগ্ধে জ্বলে যে
বালকি; বরং কিছু ঋণ থাকে তার কাছে
যোজন দূরে বাস করে তোমাদের মার্তন্ড, প্রভাকর
সাধ্য কি তার, নিভাবার
অচিন ফিনিক্সের বুকে জ্বলে যে হুতাশন-
সেই বিভাবসু, ঢের ঢের প্রাঞ্জল
ঐ সূর্য্যের চেয়ে-

১৬ ই জুন, ২০১৫ রাত ১২:৫৮

জেন রসি বলেছেন: বাহ! বাহ!

সূর্য নিভে গেলে
ফিনিক্স পাখির কলঙ্ক হবে!
উড়ে মরার স্বাদে যে অমৃত,
তার মায়াবী হাতছানি সূর্যকেও
দিয়েছিল জ্বলে উঠার বিক্ষত হৃদয়!
নিভেই যদি যাবে সব,তবে মনে রেখো
ফিনিক্স পাখির অশ্রুজলে সূর্যের অবগাহন
দিয়ে যাবে জোছনার বিদায়ী চুম্বন!


সেদিন অন্ধকারে জোনাকি পোকার উৎসব দেখা যাবে!

২৬| ১৬ ই জুন, ২০১৫ রাত ১২:৫২

শতদ্রু একটি নদী... বলেছেন: উড়ে গেলে যাক, পুড়বে নিশ্চয়ই;
আগুনে কি আর তিয়াস মেটে?

বারে বারে এতো ব্য্রর্থ উড়ান দেখে
কি করে যেন প্রেমিকেরা কবি হয়ে যায়,
আর এক একজন কবি হয় খুনী;
কলমের ডগা থেকে ঝরে পড়ে লাল।

আবার আনবে কার্তিক কোজাগরী চাদ;
পাখা বদলে জেট ইঞ্জিন লাগাবো আমি!
রাতারাতি উড়বো আবার সূর্য্যের দিকে,
অন্ধ প্রেমিকের এক আকাশ নির্বুদ্ধিতায় ...

ততদিনে নারী থেকে বদলে গিয়ে
হতে পারো প্রেমিকা বিশেষ!
শিখে নিতে পারো প্রেমিকের নরম
হৃদয় নিয়ে পাশবিক পাশা খেলা!

খেলে যেয়ো যত ইচ্ছা, দিও সংহারী চাল!
আমি ও জেনে যাবো কিস্তিমাত একদিন।
ঘোমটা সরিয়ে হাসাবো আকাশ সেদিন,
নতজানু সুর্য্য সমেত...

১৬ ই জুন, ২০১৫ রাত ১:২০

জেন রসি বলেছেন: বাহ! বাহ! নদী ভাই।

আগুন যদি মৃত্যুর মত সুখ দেয়
তবে জ্বলতে থাক সব বিক্ষত হৃদয়!
চাঁদেরও অমাবস্যা হবে, সূর্যের কাছাকাছি
বসে থাকা প্রেমিকের দল দেখেও দেখেনি
ঢেউয়ের মত ক্লান্ত পাহাড়ের বিষণ্ণ বিস্ময়।

ফিনিক্স পাখিরা কবেই মরে গেছে!
সূর্যের জন্ম উৎসবে তারা
বাঁচবে বলে আঁকড়ে ধরেছিল মৃত্যুর
মত আগুন নেশা।

ওদের বরং মরতেই দাও!
নাহয় সূর্য ডুবে যাবে।


২৭| ১৬ ই জুন, ২০১৫ রাত ১:২৬

শতদ্রু একটি নদী... বলেছেন: ঘুমাই গিয়া। আজকে অসময়ে ঘুম ধরতেছে। দুইটাও বাজেনাই। :(

১৬ ই জুন, ২০১৫ রাত ১:২৯

জেন রসি বলেছেন: ঘুমান! নাহয় শ্যামা সুন্দরী আবার ভর করতে পারে!

২৮| ১৬ ই জুন, ২০১৫ রাত ৩:২৪

মায়াবী রূপকথা বলেছেন: খুব সুন্দর

১৬ ই জুন, ২০১৫ সকাল ১০:০৯

জেন রসি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রূপকথা আপু।

কবিতার উপর মায়াবী জগতের রুপকথারা ভর করেছে।

২৯| ১৬ ই জুন, ২০১৫ সকাল ১০:১৮

শতদ্রু একটি নদী... বলেছেন: সকাল সকাল অফিসে আসা যে কি বিশাল পাঙ্গা, ঘুমানোর আগেই মন খারাপ হইয়া যায়।

১৬ ই জুন, ২০১৫ সকাল ১০:৩৩

জেন রসি বলেছেন: আপনি কি উড়ুক্কু টাইপ কিছু একটা নিয়ে কাজ করছেন?

সেনাবাহিনী নাকি বিমানবাহিনী?

ঘুম যদি ভাঙ্গার আগেই ভেঙ্গে যায়, তবে আসলেই মেজাজ খারাপ হয়।



৩০| ১৬ ই জুন, ২০১৫ সকাল ১১:৫০

এম হাসান মেহেদী বলেছেন: হৃদয়ের কাছাকাছি হৃদয়ের ঝড়ে
মায়াবী জগতের সব অপার্থিব মুখ
নত হয়ে পড়ে ছিল কি এক উৎসবে!
তোমাদের কাছে ছিল তোমাদের সুখ!

আহা!কি এক অপূর্ব সময়!

সেরা লাইন////// (y)

১৬ ই জুন, ২০১৫ দুপুর ১২:৩৩

জেন রসি বলেছেন: ধন্যবাদ মেহেদী ভাই।

অপূর্ব সময়ের মধ্যেই লাইনগুলো লুকিয়ে ছিল।

৩১| ১৬ ই জুন, ২০১৫ দুপুর ১২:১৭

শতদ্রু একটি নদী... বলেছেন: ফিনিক্স, ফিনিক্স।

ফিনিক্স কি কাটাবনে কিনতে পাওয়া যায়? ;)

১৬ ই জুন, ২০১৫ দুপুর ১২:৩৭

জেন রসি বলেছেন: কিনে আটকাইয়া রাখার কি দরকার!

পরে আপনারে নিয়া সূর্যের দিকে উড়াল দিবে।;)

৩২| ১৬ ই জুন, ২০১৫ দুপুর ১২:৩৯

মায়াবী রূপকথা বলেছেন: কবিরা ভুল লিখছে
শিল্পীরা ভুল গাইছে।
সূর্য্য ডুবে আবার উঠবে
বেদনা কখনো মধুর হয়না
সবসময় স্থায়ীও না।

আ-হৃদয় পোড়াতে থাকে
হৃদপিন্ডের প্রকোষ্ঠে প্রকোষ্ঠে রক্তের বদলে
প্রবাহিত হয় নগ্ন তরল বিষ
জ্বলতে জ্বলতে ভষ্ম হয়ে যাক
ছাই হয়ে যাক ফুসফুসের প্রতিটা বেলুন।

ফিনিক্স পাখীর মত উঠে দাঁড়ালে
পূনর্জাগরিতকে আবারো পোড়াতে থাকো
পোড়াতে থাকো- অনন্ত নরক যন্ত্রণায়।

মগজের প্রতিটি কোষে অনির্বাণ
অস্থিরতা...
এ জ্বালা কি যে তীব্র.. কি যে অন্তক্ষয়ী..
জ্বলতে জ্বলতে মরুভূমি হয়ে যাও
খা খা ধূসর মরুদ্যানহীন,
চোখে একফোটা জলও আসেবেনা।

অন্তর্গত অলিন্দে যুদ্ধ করে
ক্ষমা আর নগ্ন প্রতিশোধস্পৃহা
নিঃশ্বাসের প্রতি টানে
এপাড়ে-ওপাড়ে লু হাওয়ার মত
বয়ে যাক গনগনে অগ্নিশিখা।
আগুন হয়েই আগুনের দিকে ডানা
মেলুক লক্ষ্ লক্ষ ফিনিক্স! :P :P :P

১৬ ই জুন, ২০১৫ দুপুর ১:২৬

জেন রসি বলেছেন: বলেছেন: বাহ! বাহ!

কবিদের সাথে থাকে শব্দের বিস্ময়!
তারা শব্দ পুড়িয়ে গিলে ফেলে
হৃদয়ের আলিঙ্গন, যা কিছু ছিল একা
অবহেলায় তার থেকে কয়েকটি পাখির চোখ
উপড়ে ফেলে তারা দেখে পাখির গহিনে
মানুষের মত কিছু অবহত মুখোশের ভিড়!

জ্বলবেই যদি তবে কেন একদিন জল হয়েছিলে!
ঢেউ হয়েছিলে তবে কেন ধূসর মরূদ্যানে....
মনে রেখো যতদিন সূর্যের কায়া আছে
জ্বলবেই তুমি! কখনও জলের মত, কখনও
মেঘের মত পাখির ডানায় ডানায়.....।

যদি ছুড়ে মার একখণ্ড বরফ
তাতে কি আর সূর্য গলাতে পারবে!
তোমার ক্ষমার কাছে তুমি নিজেই নতজানু!
নতজানু হয়েই থাক, জ্বলে যেও না, পুড়ে যেও না.....
বরং যারা জ্বলবে বলে পণ করেছে,
তারাই পুড়ুক,তারাই মরুক!
তুমি বরং হেসেই মর! হেসেই মর!

জ্বলে পুড়ে ছাই হয়ে যাক সবকিছু আজ!
জ্বলে পুড়ে ছাই হয়ে যাক সবকিছু আজ!! :P :P :P

আপনার কবিতাটা দারুণ হইছে আপু।

৩৩| ১৬ ই জুন, ২০১৫ দুপুর ১২:৪২

শতদ্রু একটি নদী... বলেছেন: নিজে মরলে মরুক, আমারে লইয়া উড়াল দেওয়ার চান্স দিমুনা। খাচায় না রাইখা এদের ফ্রিজে রাখা যায় নাকি ভাবতেছি। খাইতে ক্যামন এইগুলা? এরা কি মুরগী প্রজাতির? ;)

১৬ ই জুন, ২০১৫ দুপুর ১:৩০

জেন রসি বলেছেন: খাইলে আপনি নিজেই সূর্যের দিকে উড়াল দিতে পারেন! তখন শ্যামা সুন্দরী কিংবা ধলা সুন্দরী কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। ;)

৩৪| ১৬ ই জুন, ২০১৫ দুপুর ১:২৫

জেন রসি বলেছেন: বাহ! বাহ!

কবিদের সাথে থাকে শব্দের বিস্ময়!
তারা শব্দ পুড়িয়ে গিলে ফেলে
হৃদয়ের আলিঙ্গন, যা কিছু ছিল একা
অবহেলায় তার থেকে কয়েকটি পাখির চোখ
উপড়ে ফেলে তারা দেখে পাখির গহিনে
মানুষের মত কিছু অবহত মুখোশের ভিড়!

জ্বলবেই যদি তবে কেন একদিন জল হয়েছিলে!
ঢেউ হয়েছিলে তবে কেন ধূসর মরূদ্যানে....
মনে রেখো যতদিন সূর্যের কায়া আছে
জ্বলবেই তুমি! কখনও জলের মত, কখনও
মেঘের মত পাখির ডানায় ডানায়.....।

যদি ছুড়ে মার একখণ্ড বরফ
তাতে কি আর সূর্য গলাতে পারবে!
তোমার ক্ষমার কাছে তুমি নিজেই নতজানু!
নতজানু হয়েই থাক, জ্বলে যেও না, পুড়ে যেও না.....
বরং যারা জ্বলবে বলে পণ করেছে,
তারাই পুড়ুক,তারাই মরুক!
তুমি বরং হেসেই মর! হেসেই মর!

জ্বলে পুড়ে ছাই হয়ে যাক সবকিছু আজ!
জ্বলে পুড়ে ছাই হয়ে যাক সবকিছু আজ!! :P :P :P

আপনার কবিতাটা দারুণ হইছে আপু।






১৬ ই জুন, ২০১৫ দুপুর ১:৩১

জেন রসি বলেছেন: :P :P :P

৩৫| ১৬ ই জুন, ২০১৫ দুপুর ২:০৮

শতদ্রু একটি নদী... বলেছেন: এতো কবির আবির্ভাব হইলে ক্যামনে হবে? খেলুমনা, এরা সবাই আমার ফ্রিকোয়েন্সির বাইরে। ফিনিক্স আইনা দেন, ফিনিক্স খাইয়া নিজেই জ্বইলা যাই। :(

১৬ ই জুন, ২০১৫ বিকাল ৩:২৩

জেন রসি বলেছেন: ফিনিক্স খাইয়া জ্বলার কি দরকার! তারচেয়ে বরং ফিনিক্স পাখির উড়াউড়ি দেইখা কবিতা লেখেন।

৩৬| ১৬ ই জুন, ২০১৫ বিকাল ৫:১২

শতদ্রু একটি নদী... বলেছেন: একটূ আগে কাটাবনে গিয়া দেইখা আইলাম, সত্যি কইতাছি ফিনিক্স খুইজা পাইনাই। পাইলে দেখতাম, কবিতাও লিখতাম। ;)

১৬ ই জুন, ২০১৫ বিকাল ৫:২০

জেন রসি বলেছেন: যা দেখেছেন তাই নিয়াই লেইখা ফেলেন।

ফিনিক্স দেখতে হইলে এল স ডি ছাড়া উপায় নাই।;)

৩৭| ১৬ ই জুন, ২০১৫ বিকাল ৫:২১

আমি ময়ূরাক্ষী বলেছেন: বাহ কবি এবং কবিতাময় পোস্ট। দারুন হচ্ছে।

১৬ ই জুন, ২০১৫ বিকাল ৫:৩০

জেন রসি বলেছেন: হা হা হা.....

কবিতার মহোৎসব চলতেছে।

সবার উপর রুপকথার ফিনিক্স পাখি ভর করেছে।

৩৮| ১৬ ই জুন, ২০১৫ বিকাল ৫:৪৭

শতদ্রু একটি নদী... বলেছেন: শিরোনামে ! এর পর একটা স্পেস দ্যান। ক্যামন জানি লাগে দেখতে।

১৬ ই জুন, ২০১৫ বিকাল ৫:৫৭

জেন রসি বলেছেন: স্পেস দিয়া দিছি।

৩৯| ১৬ ই জুন, ২০১৫ রাত ১০:২৯

নীলনীলপরী বলেছেন: সূর্য নিভেছে সে অনন্তকাল
কলঙ্কিনী ফিনিক্স জেগে রয় একাকী
অসীমের বুকে,জলন্ত নিঃশ্বাস
ধুকে ধুকে জ্বলে অনিঃশেষ
অমৃতসুধার স্মৃতি জ্বাজল্যমান হুতাশন
ধিকিধিকি জ্বলে-
নিভন্ত সূর্য্যের কাছে নেই দাবী দাওয়া
বিক্ষত সূর্য্যেরও বুঝি ছিলো কত চাওয়া
তাই তো সে দিয়ে গেলো আলো
ক্ষীন, তবু সিন্ধ
যার পোড়াবার নেই সাধ্য
বেদনার অমানিশা রাত্রীরে তাই বসে জোনাকের উৎসব।

১৬ ই জুন, ২০১৫ রাত ১১:৪৩

জেন রসি বলেছেন: বাহ! বাহ!

অনন্তকালের কাছে চুপচাপ ফিসফাস
নির্বাক স্রোতের মত দৃষ্টির ভ্রম!
সূর্যেরও ছিল এক মরণব্যাধি
ফিনিক্স পাখির জন্ম উৎসবে!

প্রস্তর যুগের হিমশীতল ভালোবাসা
মানবের মনে দিয়েছিল আঁচ।
তারপর থেকে সূর্যও হয়ে গেছে
বিষাদের মত নিষাদের নাচ।

ফিনিক্স পাখিও একদিন পুড়ে যাবে বলে
দেখেছিল জোনাকি পোকার আগুন হওয়ার খেলা ।
মানুষের হৃদয়ের কাছাকাছি সবকিছু সেদিন
ছাই হয়ে এমন এক সুর তুলেছিল
যার নৈশব্দ কোনদিন অধরা ছিলনা!




৪০| ১৬ ই জুন, ২০১৫ রাত ১১:২৪

নীলনীলপরী বলেছেন: সূর্য্যের সাথে হাসি, সূর্য্যের সাথে বাস
নদীর সাথে কান্না আর জলে অট্টহাস
বালক তুমি কি হারিয়েছো পথ ?
নাকি দিকভ্রষ্ট নাবিক তুমি?
শকুন্তলা বা এ্যারিয়েলের সম্রাজ্যের
দিকচক্রবালের গোলকধাঁধার ফাঁদে
বাড়িওনা পা
জেট ইঞ্জিনে যায়না দেওয়া পাড়ি
ঐ আকাশের পথ
কিংবা যাদুকরী মায়াবিনী ঐ কোজাগরে
পৌছুবেনা তোমার রকেট লান্সার
ডাকিনী যোগিনী বা কামরুপ কামাখ্যার নাম
কি শোনোনি তুমি?
পতঙ্গ ছোটে আলোর পানে
আর
নির্বোধ কিশোরেরা খোঁজে
সূর্য্যের ছায়া
জানেনা তারা দূর্গম পথ
মানেনা তারা বাঁধা সরিসৃপ
জীবন নহে কোনো কিস্তিমাতের খেলা
বাজীমাৎ ভাসে স্বপনে বা আকাশ কুসুমে।

১৬ ই জুন, ২০১৫ রাত ১১:৪৯

জেন রসি বলেছেন: বাহ! বাহ!

নদী ভাই, এইবার আপনার জন্য মঞ্চ তৈরি করেছেন পরী আপু।

রকেট লাঞ্চার নিয়া ঝাঁপাইয়া পড়েন।

৪১| ১৬ ই জুন, ২০১৫ রাত ১১:৪১

চন্দ্রের অর্ধ... বলেছেন: পরীরা কোথায় লিখবে ছড়া, তা না করে লিখছে কবিতাই
কিছুই তো হচ্ছেনা, কবিতা তো নাই, হচ্ছে যাচ্ছেতাই ;)

১৬ ই জুন, ২০১৫ রাত ১১:৫২

জেন রসি বলেছেন: পরীদের সাথে ডুয়েলে নাইমা পড়েন! ;)

৪২| ১৭ ই জুন, ২০১৫ রাত ১২:১০

চন্দ্রের অর্ধ... বলেছেন: অহিংসা পরম ধর্ম। নিরীহ পরীদের সাথে ডুয়েট লড়া নীতি, মানবতা কিংবা পরীবতা বিরুদ্ধ ;)

১৭ ই জুন, ২০১৫ রাত ১২:১৭

জেন রসি বলেছেন: আপনি অর্ধ চন্দ্র নীতি ফলো করেন।;)

৪৩| ১৭ ই জুন, ২০১৫ রাত ১২:১০

নীলনীলপরী বলেছেন: চন্দ্রের অর্ধ কিংবা অর্ধচন্দ্র ঠায় নেই, কোথাও নেই ঠায়, নিরবধি নদী বয়, কবিরাও কথা কয়, ফিলোলাউস আকাশেতে চায়।

১৭ ই জুন, ২০১৫ রাত ১২:২০

জেন রসি বলেছেন: অর্ধ চন্দ্রের বাকি অর্ধেক প্রতিফলিত হয় নদীর আংশিক মোহনায়!

৪৪| ১৭ ই জুন, ২০১৫ রাত ১২:১৫

নীলনীলপরী বলেছেন: চাঁদ ও চকোরে
আঁধারে আঁধারে
মেঘেদের লুকোচুরি খেলা
ক্ষয়ে যাওয়া শশধর
মর্মরে মর্মর
ফুরলো কি ক্ষনিকের বেলা

১৭ ই জুন, ২০১৫ রাত ১২:২৫

জেন রসি বলেছেন: মেঘেরাও অন্ধকারে
ডানা মেলে বসে থাকে।
তারও আছে উড়িবার স্বাদ!

৪৫| ১৭ ই জুন, ২০১৫ রাত ১২:২৯

নীলনীলপরী বলেছেন: ১৭ ই জুন, ২০১৫ রাত ১২:২০ ১
লেখক বলেছেন: অর্ধ চন্দ্রের বাকি অর্ধেক প্রতিফলিত হয় নদীর আংশিক মোহনায়!

এই কমেন্টে পেলাস দিসি।


১৭ ই জুন, ২০১৫ রাত ১২:৪২

জেন রসি বলেছেন: পেলাসের জন্য ধন্যবাদ।

৪৬| ১৭ ই জুন, ২০১৫ রাত ১২:৫৫

চন্দ্রের অর্ধ... বলেছেন:



সূর্য্য দেখেই হাসি, ছায়াপথেই বসবাস,
নদীই কান্না ধারন করে হেসে অট্টহাস।
পথ থেকেই পথের শুরু, পথেই হারায় দিক,
দিকভ্রষ্ট নাবিক কি আর খুজে পায়না দিশা ঠিক?

আকাশের শেষ নেই সেটাও জানা,
তবু ওখানেই আছে কত অজানা।
শেষ নেই বলে সীমাও নেই তার,
যাত্রা করেই দেখি, যা হবে হবার।

কেউ পৌছাবেনা জানি আকাশের ছাদে
কিন্তু পৌছে গেছে সেই কবে কোজাগরি চাদে।
সীমা জেনে কিংবা মেনে যদি সবাই ছাড়ে আশ
সেখান থেকেই শুরু হবে মানবজাতির সর্বনাশ !

জীবন সবচেয়ে বড় খেলা, জীবন ধাধার মত
যুদ্ধ ভেবে লাভ কি তাকে, মুর্খ পরীর মত? :P ;)

১৭ ই জুন, ২০১৫ রাত ১:৪৩

জেন রসি বলেছেন: বাহ! বাহ!

যে আগুনে ভস্মীভূত মহাকাল
তার কয়েক ফোঁটা গড়িয়ে পড়লে
ছায়াপথও রাজপথে নেমে আসে।

কেন্দ্র বিমুখ নাবিকের দল
পথ হারাবে বলেই নেমেছিল
কি এক নিষ্ঠুর মৃত্যুর আয়োজনে!

পরীদের তবু একমুঠো মেঘ আছে
তবু তারা খুঁজে ফিরে
নার্সিসাসের আয়না দর্শন!

৪৭| ১৭ ই জুন, ২০১৫ রাত ১:৩৪

শতদ্রু একটি নদী... বলেছেন: ইংরেজ বেনিয়ারা চইলা যাওয়ার পর পরীকুল ১ ঘন্টার প্রতীকি আমরন অনশন করছিলো। সবাই না, কেবল নীলপরীকুল। কারন ইংরেজরা চইলা যাওয়ার পর নাম্বার ওয়ান প্রাকৃতিক নীলের সংকট দেখা দেয়, যেই নীল গায়ে ঘষিয়া কিছু বিবর্ন পরী নীল বর্ন ধারন করিয়া নীলপরী নাম নেয়। কিন্তু কোন কিছুই কাজে আসেনাই। এইজন্য তারা কৃত্তিম নীলের দাবীতে আবার আন্দোলন এবং ভুখ হরতাল শুরু করে। তাদের আন্দোলনের ফসল হিসেবে বাজারে আসে রবীন লিকুইড ব্লু, উজালা আর ব্লা ব্লা ব্লা। কিন্তু তাতে প্রকৃত নীল না হইয়া হাল্কা নীলনীল কিংবা নীলের মত লাগতে লাগলো। এরপর থেকে তাদের নাম হয় নীলনীলপরী। ;)

১৭ ই জুন, ২০১৫ রাত ১:৫০

জেন রসি বলেছেন: পরীর সাথে নদীর সংঘাত!

এই শিরোনামে একটা কবিতা লিখে ফেলেন।

৪৮| ১৭ ই জুন, ২০১৫ দুপুর ১২:৩৫

মায়াবী রূপকথা বলেছেন: তৃতীয় মহাযুদ্ধ চলছে দেখি :P

১৭ ই জুন, ২০১৫ দুপুর ১২:৪৩

জেন রসি বলেছেন: কেউ ফিনিক্স পাখির ডানায়....

কেউ অর্ধ চন্দ্রের বিন্দুতে..... :P

৪৯| ১৭ ই জুন, ২০১৫ দুপুর ১২:৩৬

মায়াবী রূপকথা বলেছেন: বিশ্বযুদ্ধ হবে

১৭ ই জুন, ২০১৫ দুপুর ১২:৪৬

জেন রসি বলেছেন: ট্রয়ের দ্বিতীয় যুদ্ধও হইতে পারে।

মানবের সাথে পরীদের সংঘাত। :P

৫০| ১৭ ই জুন, ২০১৫ দুপুর ১:৫৪

শতদ্রু একটি নদী... বলেছেন: কাঠি দিয়া কি তলোয়ারের সাথে যুদ্ধ হয়? ধইরা নেন পরীর পাখনা কিংবা ডানা অলরেডি নাই। ;)

১৭ ই জুন, ২০১৫ দুপুর ২:০৬

জেন রসি বলেছেন: অলরেডি যুদ্ধ হয়ে গেছে নাকি?

আপনার তলোয়ার কি কালা পাহাড়ের কাছ থেকে ধার কইরা আনছেন নাকি?। ;)

৫১| ১৭ ই জুন, ২০১৫ দুপুর ১:৫৭

শতদ্রু একটি নদী... বলেছেন: লাস্ট কবিতা ভালো হইছে। ছায়াপথের দেখি দুরবস্থা। রাজপথে নাইমা আসছে।

১৭ ই জুন, ২০১৫ দুপুর ২:০৮

জেন রসি বলেছেন: ছায়াপথে ভ্রমনের মজা নাই।

ভ্রমণের মজা রাজপথে।

৫২| ১৭ ই জুন, ২০১৫ দুপুর ২:০৩

নীলনীলপরী বলেছেন: সে অনেক দিন আগের কথা
নীলচাষীরা তখন জীর্ন অনাহারে--
অত্যাচারীর নিপীড়নে জর্জরিত মন ও দেহ,
ঐ নীলকুঠিতে বাস করা রাক্ষসের দল
চুষে খেয়েছে তাদের অস্থি, মজ্জা, রক্ত-
নীলপরীদের ঘুম ভেঙ্গেছিলো সেই দিন
দ্বিধা করেনি তারা হতে খড়গহস্ত-
ছুঁইয়ে দিলো যাদুর কাঁঠি,
ঘুমের ছায়া গেলো কাঁটি,
নীল বিদ্রোহের সূর তুল্লো বীণাতারে--
আর তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানীর
ইংরেজ বেনিয়ার দল
পালালো লেজ তুলে--
তুমি আজ তারে বিবর্ন বলো খোকা


বুঝা গেলো তুমি এক নাম্বারের বোকা

১৭ ই জুন, ২০১৫ দুপুর ২:১৪

জেন রসি বলেছেন: সবই ঠিক আছে।

কিন্তু নীলপরীদের এতই যদি ক্ষমতা তবে আজো কেন জমির মালিকানা কৃষক পায় না।

নীলপরীরা কি আবার ঘুমিয়ে গেছেন?। :P

৫৩| ১৭ ই জুন, ২০১৫ দুপুর ২:২৯

নীলনীলপরী বলেছেন: নীলপরীরা নীলচাষের নীলবিদ্রোহ জাগাইছিলো। জমিপরীরা ঘুমায়। তারা জাগলেই সব জমিদারেরা বাপ বাপ করে কৃষকদের জমি দিয়ে পালাবে হুম।

১৭ ই জুন, ২০১৫ দুপুর ২:৩৮

জেন রসি বলেছেন: তাহলে নীলপরীদের কাজ শেষ!

তারা সব এখন অবসরে গেছে।

জমিপরীদের ঘুম ভাঙবে না!

তাদেরকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।

৫৪| ১৭ ই জুন, ২০১৫ দুপুর ২:৩১

আহমেদ জী এস বলেছেন: জেন রসি



বাহ... বেশ তো !
আহা কি অপূর্ব সময়ের কবিতা ও পোষ্ট ! রথ দেখা কলা বেচা দুই-ই হচ্ছে -------------------

বনজ্যোস্নায় ডাকে যখন হরিয়াল..
ঘাই হরিনীরা নত হয়ে পড়ে কি এক উৎসবে!
কোজাগরী চাঁদ , নীল নীল পরী হলে
মায়াবী রূপকথা এক বয়ে চলে
শতদ্রূ নামের কোনও এক নদীতে ....।


১৭ ই জুন, ২০১৫ দুপুর ২:৫৩

জেন রসি বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই।

আপনার কবিতা খানাও ভালো হয়েছে।

বাহ! বাহ!

৫৫| ১৭ ই জুন, ২০১৫ দুপুর ২:৩৯

নীলনীলপরী বলেছেন: মহাকালের ক্রান্তিলগ্নে ভস্মীভুত চারিদিক
রাজপথে নেমেছে আজ ছায়াপথ
মায়াপথের বন্দিনীদের আজ মুক্তি
তাই উল্লাস- দিকবিদ্বিগ
হাসে মহা ত্রাসে-
হঠাৎ মুক্তি- পরীর দল আজ
নেমেছে মেঘ হাতে।

কি আনন্দ কি আনন্দ কি আনন্দ
দিবা রাত্রী, নাচে মুক্তি নাচে বন্ধ!!

স্বেচ্ছা মৃত্যুপথে চলেছিলো নাবিকের দল
থমকেছে তারা-
হঠাৎ মুক্তির উৎসব রথ দেখে।
হারানো পথ ফিরিয়েছে কোন
অজান শক্তির শেষে-
পরীদের মেঘ হতে ঝরে মুঠো মুঠো জল
নার্সিসাসের দেবালয় হতে ঝরে অশ্রুপুস্প
নাবিক প্রেমিক দলের ফিরে আসা পথে।

১৭ ই জুন, ২০১৫ বিকাল ৪:৪৬

জেন রসি বলেছেন: বাহ! বাহ!

মহাকাল! সব শব্দপোকার দলে
এক বিষাদ কবির মত দাবা খেলে।
ভস্মীভূত নক্ষত্রের মাঝেও সে
নিঃসঙ্গ পাখির চোখের মত দৃষ্টিবিহীন।

মুক্ত-পরীর দল জল ভেবে
আগুন স্পর্শ করে
একদিন পেয়েছিল মেঘবালিকার
অশ্রুবিলাস থেকে কুঁড়িয়ে পাওয়া
দু এক ফোঁটা অশ্রুর বিপন্ন বিস্ময়।

দু এক ফোঁটা অশ্রুর সেই সমুদ্রবিলাসেই
তবু দিক হারিয়েছিল নাবিকের দল!
অনন্তকাল ধরে নারসিসাসের আয়না হাতে
বসে থাকা মুক্ত পরীর দল
জানবে না নাবিকের ভস্মিভুত
সলিল সমাধির সব আয়োজন।

৫৬| ১৭ ই জুন, ২০১৫ দুপুর ২:৪৩

নীলনীলপরী বলেছেন:
বনজ্যোস্নায় ডাকে যখন হরিয়াল..
ঘাই হরিনীরা নত হয়ে পড়ে কি এক উৎসবে!
কোজাগরী চাঁদ , নীল নীল পরী হলে
মায়াবী রূপকথা এক বয়ে চলে
শতদ্রূ নামের কোনও এক নদীতে ....।


চাঁদ আর পরীদের বাস ঐ সুনীল অম্বরে
রুপকথাদেরও সেথা বাস করা চলে
আকাশে কখনও মিলাই কি নদী?
সে বহে চলে ধরিত্রীর বুক চিরে নিরবধি
বনজ্যোসনায় ডাকে হরিয়াল
হরিনীরা হয় মন্ত্রছুট।
একই উৎসব তবুও যোজন দূর-
@ আহমেদ জী এস

১৭ ই জুন, ২০১৫ বিকাল ৫:০৩

জেন রসি বলেছেন: বাহ! বাহ!

কে কবে শুনেছে পরীদের গান!
সেতো কিউপিডের তীরে বিদ্ধ
হরিণীর অপলক বিস্ময়!

নদীদের আছে তবু এক টুকরো
মাটির মত স্পর্শবিলাস!
পরীদের কাছে থাকে
বজ্রপাতের মত
একখণ্ড আগুন বিষাদ।

একই উৎসব তবুও যোজন দূর-
আমরা তবু উড়েই যাব, পুড়েই যাব
মহাকালে রেখে যাব আমাদের সুর।

৫৭| ১৭ ই জুন, ২০১৫ বিকাল ৫:২৪

শতদ্রু একটি নদী... বলেছেন:


কোজাগরী চাঁদের থাকা না থাকা রহস্য, তাই নাহয় থাক,
জেন সাধকেরা ধরার এই ক্ষনিক জীবনে বর্তমানেই হারাক,
মায়াবী রুপকথারা ফিরে এলে গল্প ফাদে লোকাল জোনাকীরা
শতদ্রু নদীর তীরে বসতে থাকে শিশু চাঁদের হাট, জমজমাট!

সেই সময়ে কিছু বিবর্ন হয় কিছু ছাইপাশ তারা,
ফ্লপ হতে হতে তাদের দেখায় ভীষন দিশেহারা,
তাদের নীল রঙ হারায়, আর খসে পরে দুইটি নকল ডানাও,
পরী বেশে ডাইনী ওরা, ওদের দেখে হাসে হাসের ছানাও।

:P:P

১৭ ই জুন, ২০১৫ বিকাল ৫:৪৫

জেন রসি বলেছেন: বাহ! বাহ!

দূর আকাশের পানে নীল দেখে
নদীর বুকেও প্রতিফলিত হয়
ছায়ার মত কায়াহীন অস্তিত্ব!

টুবি অর নট টুবি......

:P:P

৫৮| ১৭ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

নীলনীলপরী বলেছেন: হে মহাকাল তুমি আর কত দূরে
এক হারাক্রান্ত হৃদয়ের ভারাক্রান্ত কবি
ভস্মীভুত ক্ষনে নক্ষত্রের দিকে চেয়ে রয়
নিসঙ্গ অন্ধ পাখির মত।
কি আছে চাইবার আর তাহার এ ক্ষুদ্র জীবনে-
যন্ত্রমানবগুলো সব বুদ্ধিজীবি হলো
এ জীবনযুদ্ধে হারি তাই ক্ষনে ক্ষনে।


ইহা একটি তাৎক্ষনিক নন সিরিয়াস ফানি কবতে। সিরিয়াসখানা পরে লইয়া আসিতেসি।

১৭ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

জেন রসি বলেছেন: যন্ত্রমানবের নাই কোন রাগ!
তাই তারা হারলেও
বলে না ভাগ! ভাগ!

জীবন ক্ষুদ্র হইতে পারে
কিন্তু চেতনা বিশাল!

৫৯| ১৭ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:২০

শতদ্রু একটি নদী... বলেছেন:

মহাকালে থেকে যদি কেউ প্রশ্ন করে, মহাকাল কত দূরে?!
তবে বুঝে নিও, মহাকালও তাকে তুচ্ছ জ্ঞান করছে।

তার আলুথালু বোধ, টলমল হৃদয়-
দেউলিয়া হয়েছে বহুকাল আগেই,
আপাতত পাজরটাই সম্বল করে সে
রওনা দিক এবার নেবুলার দিকে!!

পৌছুতে না পৌছুতে সে শতধা হবে,
অলীক দর্পনের প্রতিবিম্বের মতই-
আহারে... আহারে...

১৭ ই জুন, ২০১৫ রাত ৮:৪৪

জেন রসি বলেছেন: কবিতার প্রথম দুই লাইনে এরিসপ্লেটো ভাব প্রবল!

মহাকাল যার কাছে চায়নি
এক টুকরো নক্ষত্রের পতন
তার আর দোষ কি!

সে নিজেই নতজানু তার
হৃদয়ের কাছে....
এক টুকরো মেঘের মত
জল হবে বলে তারও ছিল
আজন্ম স্বাদ!

কিন্তু নিজের মত করে
নিজেই হয়ে গেল
আজন্ম বিষাদ!!!



:P:P

৬০| ১৭ ই জুন, ২০১৫ রাত ৮:০৭

নীলনীলপরী বলেছেন: হা হা কবিতাগুলি ফানি দিকে রুপ নিতেসে। পরীরাজ্যে কিছু কাজ পড়িয়াছে। সমাধা করিয়া আবার কাব্য রচনা চলিবেক।

১৭ ই জুন, ২০১৫ রাত ৮:৫১

জেন রসি বলেছেন: কবিতার জন্মই বিভিন্ন দিকে রুপ নেওয়ার জন্য।

পরীরাজ্যে পড়িয়াছে কিছু কাজ!
করিতে হইবে কিছু সাজ
কার মাথায় পড়ল বাজ?
বরং একটা মাছ ধরে ভাজ!

হা হা হা .......

৬১| ১৭ ই জুন, ২০১৫ রাত ৯:০০

শতদ্রু একটি নদী... বলেছেন: রবীন লিকুইড ব্লু দিয়া স্নানের সময় হইছে শিওর। ওই রাজ্যে ইহাই প্রধান কাজ। ;)

১৭ ই জুন, ২০১৫ রাত ৯:০৩

জেন রসি বলেছেন: আপনার দেখি ব্যাপক অভিজ্ঞতা। ;)

৬২| ১৭ ই জুন, ২০১৫ রাত ৯:০৬

নীলনীলপরী বলেছেন: লেখক বলেছেন: কবিতার জন্মই বিভিন্ন দিকে রুপ নেওয়ার জন্য।

পরীরাজ্যে পড়িয়াছে কিছু কাজ!
করিতে হইবে কিছু সাজ
কার মাথায় পড়ল বাজ?
বরং একটা মাছ ধরে ভাজ!

হা হা হা .......


করিয়াছো কিছু বাছা ভুল
পরীরা নহে পেত্নীকুল
নহে তারা তোমার শাকচুন্নী
খাবে বসে পঁচা মাছভুন্নী।

সাজগোজে নাই তার রুচী
খাচ্ছে কবিতার ভাজাভুজি
ওহে খোকাবোকারাম সবে
বুদ্ধি কবে তোমাদের হবে?

১৭ ই জুন, ২০১৫ রাত ৯:২৭

জেন রসি বলেছেন: আমরা নই বোকারাম
আমরা চিনি ডান বাম!
লংকা রাজ্যে
যদি থাকে রাম
হয়ে যাবে সব ভাম!

তুমি কি জানিনা
পেত্নীও মানিনা।
যদি হুও পরী
নাম নাও হরি
আহা! মরি মরি!

৬৩| ১৭ ই জুন, ২০১৫ রাত ৯:০৭

উর্বি বলেছেন: আমি কিছু না বলি... শেষে আবার চুনকালি বলে পচাবে ............ :P
ভালো লেগেছে লিখা!

১৭ ই জুন, ২০১৫ রাত ৯:২৯

জেন রসি বলেছেন: হা হা হা......

যা বলতে চান মন খুলে বলে ফেলুন। এখানে মহোৎসব চলতেছে।

৬৪| ১৭ ই জুন, ২০১৫ রাত ৯:১১

নীলনীলপরী বলেছেন: নীলপরীরা সিনান করে নীল সায়রের জলে
তাইনা দেখে বোকার দলে রবীণ লিকুইড বলে
ভেজালে আর গজালেতে ভরা দুনিয়া দিন
তাইতো নদীর কালো জলে দুষিত ঘিন ঘিন।

১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৪০

জেন রসি বলেছেন: নীল সায়রের জলে আছে কত রকম রঙ
তাইনা দেখে নীল পরীরা করে কত ডং !

কবি উপন্যাসের কবি বলেছিল,
কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কাঁদ কেনে?

৬৫| ১৭ ই জুন, ২০১৫ রাত ৯:১৩

উর্বি বলেছেন: ও মাই গড ...। নীলনীল পরী আপু এক্কাই একশ ...... দারুণ দারুন

১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৪১

জেন রসি বলেছেন: ঠিক বলেছেন!

তবে একশ এর পূর্বে একটা মাইনাস হবে!!!!

৬৬| ১৭ ই জুন, ২০১৫ রাত ৯:১৭

নীলনীলপরী বলেছেন: ভুল হলো উর্বি। আমি একাই কয়েকশো।

১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৪৩

জেন রসি বলেছেন: একাই কয়েকশো ভুল করতে পারেন!!!!!!!

আমরা জানি!!!!!!!

৬৭| ১৭ ই জুন, ২০১৫ রাত ৯:২৬

শতদ্রু একটি নদী... বলেছেন:


আকাশে নাই সবার জানা সায়র কোন নীল,
মিথ্যা কথা বলেন ইনি, ইনি ভীষন কুটিল!
পরী আবার ক্যামনে হইলো, ডানাও তার খালি,
পিছনে যা লাগানো ওইটা পলিথিনের তালি। :P :P

১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৪৫

জেন রসি বলেছেন: বাহ! বাহ!

:P :P

৬৮| ১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৩০

শতদ্রু একটি নদী... বলেছেন: হরি নামের পরী? সত্যি মরি মরি!! আহা আহা... লাইক দিছি। ;)

১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৪৬

জেন রসি বলেছেন: আহা! আহা!

ধন্যবাদ! ধন্যবাদ!

৬৯| ১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৩৪

উর্বি বলেছেন: মেনে নিলুম ভুল হইসে নীলনীল পরী আপি :3
আসলেই আপনি এক্কাই অসীমতক ... :D

১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৪৭

জেন রসি বলেছেন: ভুল হয় নাই!

শুধু ১০০ এর পূর্বে একটা মাইনাস বসাইয়া নিয়েন!!!!!!!!

৭০| ১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৩৮

নীলনীলপরী বলেছেন: উর্বিআপা আপনি যেমনি সুন্দর তেমনি সুন্দর আপনার কথা বার্তা আর মন। আপনার মুখে ফুল মধু চন্দন পড়ুক আর ধুপ ধুনা আগুন পড়ুক খারাপ লোকেদের মুখে। ভালো থাকেন সর্বদা।

১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৫০

জেন রসি বলেছেন: আহা! আহা!

উর্বি আপু বশীকরণের শিকার হইছে!!!

৭১| ১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৪১

নীলনীলপরী বলেছেন: যার যেমনি মন তারা দেখেও ঠিক তেমন
জামা কাপড় ঘর বাড়িতে শত সহস্র তালি
সবখানেতে এলএসডি ঘোরে দেখেন শুধু তালি
আহা পলিথিনের তালি।

১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৫৪

জেন রসি বলেছেন: মানব সমাজের জন্য পলিথিনের তালি ঠিক আছে!

তবে পরী সমাজে সেটা বেমানান!

পরীদের এলএসডি না খাইলেও চলবে।

তাদের এমনিতেই ভ্রম হয়!

৭২| ১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৪৫

উর্বি বলেছেন: #নীলনীলপরী আপু সুন্দর মন আছে কি না জানি না .।.। তবে এইগুলা আপনাকে দিলাম এক্কাই সুন্দর করে মহোৎসব এ জায়গা করে নেয়ার জন্য ...... (চুপিচুপি কানে কানে শুনেনঃ বাস্তবে মেয়েটি কিন্তু ব্যাপক চাঁছাছোলা কথা বলি , খবরদার কেউ যেন না জানে) #নীলনীলপরী আপু সুন্দর মন আছে কি না জানি না .।.। তবে এইগুলা আপনাকে দিলাম এক্কাই সুন্দর করে মহোৎসব এ জায়গা করে নেয়ার জন্য ...... (চুপিচুপি কানে কানে শুনেনঃ বাস্তবে মেয়েটি কিন্তু ব্যাপক চাঁছাছোলা কথা বলি , খবরদার কেউ যেন না জানে)

অন্যকেউ এই চক্লেটের দিকে নজর দেয়া নিষেধ... চুনকালি দিয়া ভদ্রমহোদয়গণের পচানোর কথা ভুলি নাই কিন্তু...হুহুহুহুহু :/

১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৫৯

জেন রসি বলেছেন: আহা! কি চমৎকার!

শেষ পর্যন্ত সম্মোহিত হয়ে গেলেন!!!!

পরীদের থেকে সাবধান!!!!

তারা কিন্তু গোলকধাঁধা তৈরি করে!!!!!!

৭৩| ১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৪৯

উর্বি বলেছেন: জেনরসি ... কার জন্য মাইনাস বসাবো???? অহ আপনার জন্য!!!!! ওকে... আপনার জন্য ১০০ মাইনাস... নীলনীলপরী আপির জন্য অসীমতক প্লাস :3

১৭ ই জুন, ২০১৫ রাত ১০:০১

জেন রসি বলেছেন: আপনি কিন্তু গোলকধাঁধার মধ্যে সম্মোহিত হয়ে গেছেন!!!!!

এখনও সময় আছে!!!!!

পরীদের দ্বারা সম্মোহিত হইয়েন না!!!

৭৪| ১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৫৫

শতদ্রু একটি নদী... বলেছেন:


যা দেখি তাই দেখি, যা সত্যি ঠিক তাই দেখি,
রাতের বেলায় আমরাও কি সানগ্লাস পরে থাকি?
হাওয়ার ভাসেনা, উড়ে যায় উনার পলিথিনের ডানা,
এসব দেখে হা হা হো হো হাসে রামগড়ুরের ছানা। :P

১৭ ই জুন, ২০১৫ রাত ১০:০৬

জেন রসি বলেছেন: উড়ে যায় পলিথিনের ডানা,
আহা! আহা!
কেউ শুনে না পরীদের মানা!!!
তাই দেখে রামগড়ুরের ছানা
পরীরা হয়ে যায় সব কানা!!!

৭৫| ১৭ ই জুন, ২০১৫ রাত ১০:০৫

শতদ্রু একটি নদী... বলেছেন: উনি অসীমতক না উর্বি আপা, উনি এক্সপোনেনশিয়াল বিপদ। ;)

১৭ ই জুন, ২০১৫ রাত ১০:০৯

জেন রসি বলেছেন: উর্বি আপু এখন পরী রাজ্যে ঘুরপাক খাইতেছে।

মানব সমাজের বানী তাহার কানে পৌঁছাবে না!!!

৭৬| ১৭ ই জুন, ২০১৫ রাত ১০:১২

উর্বি বলেছেন: কে বিপদ সেটা বুঝা যায় ...
চকলেট না পাইয়া
পরীর পিছে লাগিয়া
করে হায় হায় ।
সানগ্লাস না পড়লেও
তাদের চশমা তো কাঠেই
বলিয়া চুনকালি
রামগরুরের ছানারা পড়েছে বাটেই ...

১৭ ই জুন, ২০১৫ রাত ১০:২৬

জেন রসি বলেছেন: পরী আপনার চকলেট খাবে না
তারা মানব সমাজের রীতি মানে না
মানুষ নিয়া তারা ভাবে না
মানুষের কাছে তারা আসবে না!!!!!

আসেন ভাগ বাটোয়ারা কইরা চকলেট খাইয়া ফালাই!!!!!!

আপনার উপর দেখি পরীর আছর পড়ছে!!!!!!

এক একবার একেক রুপ!!!!!

৭৭| ১৭ ই জুন, ২০১৫ রাত ১০:২৬

নীলনীলপরী বলেছেন:

ইটস ফর ইউ থ্রী
@ উর্বি, শতদ্রু এ্যান্ড জেন রসি

১৭ ই জুন, ২০১৫ রাত ১০:৩১

জেন রসি বলেছেন: আমরা কিন্তু এখনও এলএসডি খাই নাই!

আমরা গোলকধাঁধায় বিভ্রান্ত হই না!!!!!!

উর্বি আপু হইলেও হইতে পারে!!!!!

৭৮| ১৭ ই জুন, ২০১৫ রাত ১০:২৮

নীলনীলপরী বলেছেন:

১৭ ই জুন, ২০১৫ রাত ১০:৩৩

জেন রসি বলেছেন: এই সবে আমরা ভয় পাই না!!!

আমরা কিন্তু বৃত্তের বাইরে থাকি!!!

৭৯| ১৭ ই জুন, ২০১৫ রাত ১০:২৯

নীলনীলপরী বলেছেন:

১৭ ই জুন, ২০১৫ রাত ১০:৩৫

জেন রসি বলেছেন: যার আছে মহাকাল তার কাছে এইসব কোন ব্যাপার না!!!!

৮০| ১৭ ই জুন, ২০১৫ রাত ১০:৩১

উর্বি বলেছেন: জেনরসি...
এই চকলেট পরীকুলের জন্য স্পেশাল...
হুহুহুহুহুহু ......
আমায় চিনবে না হে চকলেট লোভী বালক...
নারী চেনার সাধ্য সকলের নহে
উহা নারীর অনুমতি ব্যাতিরেকে কখনোই সম্ভব নহে .........

১৭ ই জুন, ২০১৫ রাত ১০:৪১

জেন রসি বলেছেন: আপনি দেখি পরীকুলের গোলকধাঁধায় আটকা পড়েছেন!!!!!

ঠিক বলেছেন!!!

তবে চিন্তা কইরেন না!!

নারী চেনার চেষ্টা আমি করি না!

আমি মহাকাল নিয়াই সন্তুষ্ট।

৮১| ১৭ ই জুন, ২০১৫ রাত ১০:৩৯

শতদ্রু একটি নদী... বলেছেন: এইসব চক্র দ্বিচক্রযানে লাগাইলে কাজে দিবে। মহাকালের বাসিন্দাদের দিকে নিক্ষেপ কইরা লাভ নাই। ;)

১৭ ই জুন, ২০১৫ রাত ১০:৪৫

জেন রসি বলেছেন: ঠিক বলেছেন নদী ভাই!!!

যে বাস করে অসীম মহাকালে, তার কাছে এইসব সসীম গোলকধাঁধা কোন ব্যাপার না। ;)

৮২| ১৭ ই জুন, ২০১৫ রাত ১০:৪৫

শতদ্রু একটি নদী... বলেছেন: শিশু কন্যা, তুমি বালিকাই হইতে পারোনাই,
নারী নাম নিলে কবে?
বিবর্ন পরীর পাল্লায় পরিয়াছো,
ভবলীলা সাঙ্গ হবে।

চকলেট শিশুরাই খাক, আবার উঠবে দাত,
ভুয়া পরীর দাতও যে নাই, মাথায় দিচ্ছে হাত।

১৭ ই জুন, ২০১৫ রাত ১০:৫৪

জেন রসি বলেছেন: পরীর পাল্লায় পড়িয়াছে পড়ুক!
উচ্ছ্বাসে কিছু ভুল করুক!

৮৩| ১৭ ই জুন, ২০১৫ রাত ১০:৫৭

নীলনীলপরী বলেছেন: ওহে উর্বি
তুমি নহ শুধুমাত্র নারী
এ জগতের সকল নারীকুল
হৌক তব অনুসারী
বর দিনু তব পদ্মমুখশ্রী
হৌক বিকশিত
তুমি ষোলকলা পূর্ণ শশীরুপে অহ আবিভূত
তোমা হতে নির্ঝরিত হৌক
বর্ষন দাক্ষিন্যে ও দয়ায়
ক্ষম
এই সকল দূর্মুখ দূর্জন
ওরা মূর্খ, ওরা পাপী
জগতের শোকতাপী
ধরিয়াছে গঞ্জিকা
দেখে চোখে কালা ধলা
বর দাও ওদের বর দাও
ভুলেও যেন দিওনাকো বঁধু মানে বউ...

১৭ ই জুন, ২০১৫ রাত ১১:১২

জেন রসি বলেছেন: ওহে উর্বি
তুমি নহ শুধুমাত্র নারী
এ জগতের সকল নারীকুল
হৌক তব অনুসারী
বর দিনু তব পদ্মমুখশ্রী
হৌক বিকশিত
তুমি ষোলকলা পূর্ণ শশীরুপে অহ আবিভূত
তোমা হতে নির্ঝরিত হৌক
বর্ষন দাক্ষিন্যে ও দয়ায়

এই পর্যন্ত ঠিক আছে। আমরাও এই শুভকামনা করি।

কিন্তু তারপর যা কইলেন তা আবার পরী জগতের ষড়যন্ত্র!!!

তবে উপমাগুলো ভালো হইছে।

দূর্মুখ, দূর্জন, মূর্খ, পাপী, শোকতাপী.......

অসাধারন!!!



৮৪| ১৭ ই জুন, ২০১৫ রাত ১০:৫৮

উর্বি বলেছেন: শতদ্রু একটি নদী
হ্যহ......বলসে ...
নিজে যে চোখে দেখে না সেই দোষ স্বীকার করে না ...... :-/

১৭ ই জুন, ২০১৫ রাত ১১:১৪

জেন রসি বলেছেন: মজা পাইলাম।

৮৫| ১৭ ই জুন, ২০১৫ রাত ১১:০০

উর্বি বলেছেন: নীলনীল পরী ... আপু... আমি আপনার কবিতার প্রেমে পড়সি .. আপনি কি তা বুঝতে পারসেন???
o.O

১৭ ই জুন, ২০১৫ রাত ১১:১৭

জেন রসি বলেছেন: উনি বুঝতে পেড়েছেন!!!

উনি বশীকরণ বিদ্যায় বিশেষ পারদর্শী!!!

যদিও সেটা মূর্খদের রাজ্যে!!!!

৮৬| ১৭ ই জুন, ২০১৫ রাত ১১:০৫

নীলনীলপরী বলেছেন: প্রেমে পড়ো নাহি ভুল যদি তাহা শুধু পড়ো মোর কবিতায়
পরী প্রেমে পড়লে আছে ৮ টার সংবাদ তাতে জীবন যায়
আঁধারের মায়াবিনী আঁধারেই ভালো,
চতুদিকে ছেয়ে আছে তোমা শত আলো
ছুঁয়ে দাও মায়া দিয়ে পথিকেরে দাও ছায়া
জগতেরে দাও স্নেহ, মমতা, মায়া ও কায়া।

@উর্বি

১৭ ই জুন, ২০১৫ রাত ১১:৩০

জেন রসি বলেছেন: পরী প্রেমে পড়ে যতসব মূর্খ বোকার দল!
তাদের মত হলে বুঝবে জীবনের ছল।

৮৭| ১৭ ই জুন, ২০১৫ রাত ১১:০৬

শতদ্রু একটি নদী... বলেছেন:


রসি ভাই, দেরী কিসের? আপনেও দ্যান শাপ,
ছোবল দিতে বাইর করেন মহাকালের সাপ।
বিষের জাতনায় চিল্লাবে, কি করছিলাম পাপ।
ভুইলা যাবে বকবকানি আর বেহুদা আবজাব ;)

১৭ ই জুন, ২০১৫ রাত ১১:৪২

জেন রসি বলেছেন: আমি দিবনা শাপ
করে দিলাম মাপ।

যে করেছে পাপ
সেই পাবে তাপ!

৮৮| ১৭ ই জুন, ২০১৫ রাত ১১:১৫

নীলনীলপরী বলেছেন: উর্বি
চলে আসো পুস্পরথে
উড়ে আসো মেঘেদের দেশে
কপালেতে লাল টিপ
খোলা চুলে রংধনু বেশে
দুহাতে ঝরাবে ফুল
মুছে যাক সব ভুল
ফের হোক শুরু সবকিছু
সন্মোহনের সুরে
দূর করে দাও দূরে
তাকিওনা ফিরে আর পিছু।
দিওনাকো কানে ঐ বোকাদের কথা
ওরা কিছু জানেনা ওরা এক একটা যা তা

১৮ ই জুন, ২০১৫ রাত ৩:২৩

জেন রসি বলেছেন: আমাদের কথায় না দিলে কান!
মেঘেদের রাজ্যে চলে যাবে জান।

যদি ভাব আমাদের বোকা
পরীর কথায় খেয়ে যাবে ধোঁকা।

সম্মোহন থেকে দূরে চলে যাও
সেথায় নিজেকে খুঁজে পাও।

৮৯| ১৭ ই জুন, ২০১৫ রাত ১১:৩২

শতদ্রু একটি নদী... বলেছেন:
লেখক বলেছেন: উনি বুঝতে পেড়েছেন!!!

উনি বশীকরণ বিদ্যায় বিশেষ পারদর্শী!!!

যদিও সেটা মূর্খদের রাজ্যে!!!!


লাস্ট লাইন হাহাকার কইছেন রসি ভাই। চখাম!! :D

১৮ ই জুন, ২০১৫ রাত ১২:৪১

জেন রসি বলেছেন: একজন মূর্খ পরী আপুর ব্লগে আমারে আপনারে আর তাহাকে নিয়ে কি বলেছে দেখে আসেন।

চরম বিনোদন!!!

৯০| ১৭ ই জুন, ২০১৫ রাত ১১:৩৫

শতদ্রু একটি নদী... বলেছেন: উর্বি বলেছেন: শতদ্রু একটি নদী
হ্যহ......বলসে ...
নিজে যে চোখে দেখে না সেই দোষ স্বীকার করে না ...... ঃ-/


জী, পরীরা নিজেদের অন্ধত্বের কথা কোন এক অজানা কারনে কখনোই স্বীকার করেনা। মানুষ হইলে করতো, পরী দেখে করেনা। তাও আবার রঙ্গচটা বিবর্ন রবীন লিকুইড ব্লু পরী। ;)

১৮ ই জুন, ২০১৫ রাত ৩:৩৫

জেন রসি বলেছেন: পরীদের মত তাদের চোখ এবং দৃষ্টিও কাল্পনিক।

তাই দৃষ্টিশক্তির প্রশ্নই আসে না!!

৯১| ১৭ ই জুন, ২০১৫ রাত ১১:৪৪

নীলনীলপরী বলেছেন: যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে,
সব সংগীত গেছে ইঙ্গিতে থামিয়া,
যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে,
যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া,
মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে,
দিক্‌-দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা--
তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।

এ নহে মুখর বনমর্মরগুঞ্জিত,
এ যে অজাগরগরজে সাগর ফুলিছে।
এ নহে কুঞ্জ কুন্দকুসুমরঞ্জিত,
ফেনহিল্লোল কলকল্লোলে দুলিছে।
কোথা রে সে তীর ফুলপল্লবপুঞ্জিত,
কোথা রে সে নীড়, কোথা আশ্রয়শাখা!
তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।

এখনো সমুখে রয়েছে সুচির শর্বরী,
ঘুমায় অরুণ সুদূর অস্ত-অচলে!
বিশ্বজগৎ নিশ্বাসবায়ু সম্বরি
স্তব্ধ আসনে প্রহর গনিছে বিরলে।
সবে দেখা দিল অকূল তিমির সন্তরি
দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা।
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।

ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি
ইঙ্গিত করি তোমা-পানে আছে চাহিয়া।
নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি
শত তরঙ্গ তোমা-পানে উঠে ধাইয়া।
বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি
"এসো এসো' সুরে করুণ মিনতি-মাখা।
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।

ওরে ভয় নাই, নাই স্নেহমোহবন্ধন,
ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা।
ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন,
ওরে গৃহ নাই, নাই ফুলশেজরচনা।
আছে শুধু পাখা, আছে মহানভ-অঙ্গন
উষা-দিশা-হারা নিবিড়-তিমির-আঁকা--
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।

১৮ ই জুন, ২০১৫ রাত ৩:৩৮

জেন রসি বলেছেন: পরী সমাজের কথা জানি না।

তবে মানব সমাজে এখনও পাখা চলে।

কবিতাখানা সুন্দর হয়েছে।

৯২| ১৮ ই জুন, ২০১৫ রাত ১২:২৫

শতদ্রু একটি নদী... বলেছেন:



ওহে বালিকায় প্রমোশন না পাওয়া শিশু কন্যা,
মেঘেদের কোন দেশ নেই, ওরা যাযাবর, বিভ্রান্ত হয়োনা।
পরী রাজ্য স্বপ্নমাত্র, পরী এক ছলনা, পরী বলেই কিছু নেই;
নেই পরীদের কোন আবিস্কৃত জীবাস্ম, খুজে পাবেনা ছাইভষ্ম।

তুমি দেখনি পাহাড়ি ঢল, দেখনি ৮৮র ভয়াবহ বন্যা,
ছলা কলায় ভুলোনা, রয়ে যাও নিস্পাপ শিশুকন্যা।

১৮ ই জুন, ২০১৫ রাত ৩:৪০

জেন রসি বলেছেন: বালিকায় প্রমোশন না পাওয়া শিশু কন্যা মনে হয় পরী কন্যা হওয়ার ষড়যন্ত্রে বিভ্রান্ত!!

৯৩| ১৮ ই জুন, ২০১৫ রাত ১২:৫১

শতদ্রু একটি নদী... বলেছেন: মাঝে মাঝে ভাড় টাইপ কেউ না আইলে ক্যামন জানি লাগে। পিছে পিছে ঘুরতে দ্যান। চামচা টাইপ ক্যারেক্টারের কামই ওইটা। ;)

১৮ ই জুন, ২০১৫ রাত ৩:৪২

জেন রসি বলেছেন: এগুলা না থাকলে মাঝেমাঝে বিনোদনের অভাব দেখা দেয়।;)

৯৪| ১৮ ই জুন, ২০১৫ রাত ১:৩৬

উর্বি বলেছেন: আমি পরীদের দেশে চললুম.... হিহিহিহিহিহিহিহিহি

১৮ ই জুন, ২০১৫ রাত ১:৫৬

জেন রসি বলেছেন: উর্বি আপু, আপনার পরী আপুর ব্লগ ভ্রমন করে আসুন!

৯৫| ১৮ ই জুন, ২০১৫ সকাল ১১:২৩

আহমেদ জী এস বলেছেন: @নীলনীলপরী



কয়েকজন ব্লগারদের নাম নিয়ে আমার মন্তব্যে করা কবিতার খানিক কয়েকটা লাইন আপনাদের ভালো লেগেছে দেখে ভালো লাগলো । শতদ্রু ও দেখলুম আমার পথ ধরেছেন খানিকটা ।

যেভাবে করছেন কবিতায় ঝগড়া
তাতে কিন্তু দিচ্ছিনে বাগড়া ।
শুধু বলি ---------

একই উৎসবে থাকুন
ভ্রমর কুয়াশার রাতে
যোজন দূর কেটে যাক
কনক আলোর প্রাতে ....

১৮ ই জুন, ২০১৫ দুপুর ২:২৫

জেন রসি বলেছেন: পরীরা ঝগড়া বিদ্যায় বিশেষ পারদর্শী!!!

একই উৎসবে
ভিন্ন মানুষের ভীড়!
সমুদ্র একটাই, তবু
ভিন্ন ভিন্ন তীর!

৯৬| ১৮ ই জুন, ২০১৫ সকাল ১১:৪৫

শতদ্রু একটি নদী... বলেছেন: খানিকটা না, পুরাটাই ধরছিলাম আহমেদ ভাই। ঝগড়া ভালো পাই। :)

১৮ ই জুন, ২০১৫ দুপুর ২:২৭

জেন রসি বলেছেন: মাঝেমাঝে ঝগড়া করা ভালো!!!

এতে করে নিউরন নাড়া খায়। :)

৯৭| ১৮ ই জুন, ২০১৫ দুপুর ২:৩১

শতদ্রু একটি নদী... বলেছেন:
নোটি পাইলাম দেখি। আই এম হ্যাপী। খোজা লাগবেনা ফলো করতে।

১৮ ই জুন, ২০১৫ দুপুর ২:৩৩

জেন রসি বলেছেন: আমিও পাইলাম! বহুদিন পর!
আই এম হ্যাপী টু!!

৯৮| ১৮ ই জুন, ২০১৫ দুপুর ২:৪৭

মায়াবী রূপকথা বলেছেন: আরে আরে। মিস করে গিয়েছি অনেক কিছু :(

১৮ ই জুন, ২০১৫ বিকাল ৩:১৫

জেন রসি বলেছেন: আমরাও আপনার কাব্য চর্চা মিস করেছি।:(

তবে সাবধান! পরী জগতে যাইয়েন না!

তিনি আবার বশীকরণের চেষ্টায় আছেন!!

একজন অলরেডি পরী জগতে চইলা গেছেন!!!



৯৯| ১৮ ই জুন, ২০১৫ বিকাল ৩:২৫

মায়াবী রূপকথা বলেছেন: আমি ধরি মাছ না ছুই পানি। কোন দলে ভিড়ছিনা :P

১৮ ই জুন, ২০১৫ বিকাল ৩:৫৪

জেন রসি বলেছেন: TWO roads diverged in a yellow wood,
And sorry I could not travel both
And be one traveler, long I stood
And looked down one as far as I could
To where it bent in the undergrowth; 5

Then took the other, as just as fair,
And having perhaps the better claim,
Because it was grassy and wanted wear;
Though as for that the passing there
Had worn them really about the same,

আপনার জন্য ROBERT FROST এর কবিতা!! :P

১০০| ১৮ ই জুন, ২০১৫ বিকাল ৩:৫১

জেন রসি বলেছেন:
TWO roads diverged in a yellow wood,
And sorry I could not travel both
And be one traveler, long I stood
And looked down one as far as I could
To where it bent in the undergrowth; 5

Then took the other, as just as fair,
And having perhaps the better claim,
Because it was grassy and wanted wear;
Though as for that the passing there
Had worn them really about the same,

আপনার জন্য ROBERT FROST এর কবিতা!! :P

১৮ ই জুন, ২০১৫ বিকাল ৩:৫৬

জেন রসি বলেছেন: ধরি মাছ না ছুই পানি শিরোনামে একটা কবিতা লেখা যাইতে পারে!!!

১০১| ১৮ ই জুন, ২০১৫ বিকাল ৪:১২

শতদ্রু একটি নদী... বলেছেন: রসি ভাইয়ের কি কবিতা রেডি করাই থাকে লাখ লাখ। আমি রবার্ট ফ্রস্টের ওই একটাই মনে করতে পারি। ওইযে, ওইটা। ;)

১৯ শে জুন, ২০১৫ রাত ১:২১

জেন রসি বলেছেন: The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.

তাহলে এইটাই হবে।;)

১০২| ১৮ ই জুন, ২০১৫ বিকাল ৪:১৩

জুন বলেছেন: কবির লড়াই :P

১৯ শে জুন, ২০১৫ রাত ১:২৩

জেন রসি বলেছেন: লড়াইয়ের মহোৎসবই :P

১০৩| ১৮ ই জুন, ২০১৫ বিকাল ৪:৪৮

মায়াবী রূপকথা বলেছেন: লেখা যেতে পারে। লিখে ফেলুন :P

১৯ শে জুন, ২০১৫ রাত ১:২৫

জেন রসি বলেছেন: এই শিরোনামে একটা কবিতা লেইখা আপনাকে উৎসর্গ করব। :P

১০৪| ১৮ ই জুন, ২০১৫ বিকাল ৪:৫৮

নীলনীলপরী বলেছেন: ওহে ওহে মরি মরি
রাত ভর করেছো কি!
মারামারি লাঠালাঠি
দা কুমড়ো কাটাকাটি
কিছু কিছু রাখতে
আর কিছু চাখতে...
সারারাত জেগে জেগে
এখন ঘুমাচ্ছো?
নাকি মাথা ভনভন
কানগুলো টনটন
এলএসডি টান দিচ্ছো?

১৯ শে জুন, ২০১৫ রাত ১:৫৪

জেন রসি বলেছেন:
বড়াই করে বড় বড়।
ওহে ওহে মর মর!


লাঠালাঠির যুগ আছে কি আর!
রাত্রি জেগে
আমরা দেই মহাকালের মার।

সারারাত জেগে জেগে
এখনও জেগেই আছি!
যদি আবার আসে
সেইসব মশা মাছি!!!

আমদের মত দূর্মুখ, দূর্জন, মূর্খ, পাপী এবং জগতের শোকতাপীদের মাথা সবসময় ঠিক থাকে।;)

মাথা ভনভন করা পরীদের অভ্যাস।;)





১০৫| ১৮ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:১১

শতদ্রু একটি নদী... বলেছেন:


কি হয়েছে রাতে,
কি লাভ তা জেনে সন্ধ্যাতে?
আমরা নিশাচর,
তারাদের সহচর
আধখানা চাঁদ উঠলেই বালিকা ভাবি তাকে,
রিমোট টীপে নাচাতে দেই শিম্পাঞ্জীর ছানাকে।

আহা, আমরা কি আর বিবর্ন পরী?
চুল টানাটানি আর ঝগড়া করি?
ওসব ফেক পরীদের কাজ,
নাই কাজ তো খই ভাজ। ;)

১৯ শে জুন, ২০১৫ রাত ১:৫৬

জেন রসি বলেছেন: বাহ! বাহ!

চমৎকার জবাব হয়েছে।

খই ভাজা ছাড়া পরীদের আর কাজ কি! ;)

১০৬| ১৮ ই জুন, ২০১৫ রাত ১১:৫৭

নীলনীলপরী বলেছেন: চাঁদ উঠলেই বালিকা ভাবেন?
মাথায় দেখি মহা গন্ডগোল। আর পরীরা ঝগড়া করে কে কইসে?

১৯ শে জুন, ২০১৫ রাত ২:০০

জেন রসি বলেছেন: মাথা থাকলে একটু গন্ডগোল থাকবেই।

পরীদের মাথাও নাই, গন্ডগোলও নাই! ;)

১০৭| ১৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ

১৯ শে জুন, ২০১৫ রাত ৮:০৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১০৮| ১৯ শে জুন, ২০১৫ রাত ৯:৫৭

শতদ্রু একটি নদী... বলেছেন:
লেখক বলেছেন: মাথা থাকলে একটু গন্ডগোল থাকবেই।

পরীদের মাথাও নাই, গন্ডগোলও নাই! ;)

ধ্বংসাত্মক জবাদ হইছে রসি ভাই। হাইড্রোজেন বোম। ;)

১৯ শে জুন, ২০১৫ রাত ১০:১৩

জেন রসি বলেছেন: আমার মনে হইল বাজি ফুটাইলাম! ;)

১০৯| ২০ শে জুন, ২০১৫ দুপুর ২:৪৪

নীলনীলপরী বলেছেন: আমার মাথা নিয়া দেখি ভালোই গরুবেষনা চালাইছেন।

২০ শে জুন, ২০১৫ রাত ১০:৩৮

জেন রসি বলেছেন: কমেন্টের স্টাইল ভালো হইছে!

আরেকটু গরুবেষনা চালান।

মোক্ষ লাভ হয়ে যাবে :P

১১০| ২২ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

শতদ্রু একটি নদী... বলেছেন: হ্যা, ওই বস্তু লাভ কইরা যদি মানুষের মর্যাদায় আসীন হইতে পারে আরকি। কই সৃষ্টীর সেরা জীব আর কই পরীকুল? পক্ষীকুলেরও পানহা আছে, দুইকুলই মনে হয় কাছাকাছি লেভেলের। ;)

২২ শে জুন, ২০১৫ রাত ৮:১৭

জেন রসি বলেছেন: মানুষের মর্যাদায় আসীন হইতে পারবে বলে আর মনে হচ্ছে।;) তার জন্য যেই লেভেলের সাহস দরকার তা পরীকুলের নাই। ;)

১১১| ২৩ শে জুন, ২০১৫ দুপুর ২:৩৭

নীলনীলপরী বলেছেন: একটু ব্যাস্ত ছিলাম এই অবসরে ব্যাপক গরুবেষনা আমার মস্তিস্ক লইয়া। উর্বিকে পটাচ্ছি। সকলের মস্তিস্ক কেমনে উরাই দিতে হয় সে বিষয়ে সে একাই সিদ্ধ হস্ত। কাজেই সাবধান ভায়েরা।

২৩ শে জুন, ২০১৫ দুপুর ২:৫৯

জেন রসি বলেছেন: মস্তিস্ক উড়িয়ে দিবে???

বলেন কি??

আমাদের এই কখনও মূর্ত কিংবা কখনও বিমূর্ত মস্তিষ্ক উড়িয়ে দেবার ক্ষমতা পরীকুল কিংবা তাহাদের দ্বারা সম্মোহিত উর্বিকুলের নাই!!!

কাজেই কোন লাভ নাই!!!

১১২| ২৪ শে জুন, ২০১৫ রাত ১১:০৩

উর্বি বলেছেন: @নীলনীল পরী বুবু... হিহিহিহিহিইহিহিহি ... আসলেই আপনি অসাধারন একজন নারী

২৫ শে জুন, ২০১৫ রাত ১২:১৬

জেন রসি বলেছেন: একটু ভুল হইছে.....

উনি অসাধারন একজন ওঝা!!!

তবে যারা ভূতে বিশ্বাস করে তাদের জন্য!!!

১১৩| ২৫ শে জুন, ২০১৫ রাত ১২:২১

উর্বি বলেছেন: আপনার মাথার চুল গুলা ধরে ঝাকি দেওয়ার জন্য ভুত দরকার... বুঝছি... :P

২৫ শে জুন, ২০১৫ রাত ১২:২৯

জেন রসি বলেছেন: হা হা হা......

আমার মাথার চুল ধরে ঝাকি দিবে এমন সাহস কার আছে??? :P

১১৪| ২৫ শে জুন, ২০১৫ রাত ১২:৪২

শতদ্রু একটি নদী... বলেছেন: রসি ভাই জেন সাধক, ভুত পেত্নিতে বিশ্বাস করেননা। পরীরাও প্রায় ভুত পেত্নির মত অবাস্তব গোত্রের, ওইগুলায়ও করেননা নিশ্চিত।

২৫ শে জুন, ২০১৫ রাত ১২:৪৯

জেন রসি বলেছেন: ঠিক বলেছেন নদী ভাই।

ভুত, পেত্নী কিংবা পরী এগুলা হচ্ছে ভ্রম।

বিশ্বাস করার কোনই কারন নাই।

তবে কেউকেউ মাঝেমাঝে পরী হইতে চায়।

সেইটাও কিন্তু ভ্রম। ;)

১১৫| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১০:১০

প্রোফেসর শঙ্কু বলেছেন: :)

০৩ রা জুলাই, ২০১৫ রাত ১০:১৪

জেন রসি বলেছেন: প্রোফেসর, আপনাকে অনেকদিন পর দেখলাম। :)

আপনার নতুন গল্প পড়ার জন্য অপেক্ষা করছি। :)

১১৬| ২০ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ঈদ মোবারক। !:#P

২০ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩৬

জেন রসি বলেছেন: ঈদ মোবারক। :)

১১৭| ২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৩

রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য+++

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই। :)

১১৮| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৮

কোজাগরী চাঁদ বলেছেন: আঁহা! কিঁ এঁক অঁপূর্ব সঁময়! কিঁন্তু আঁমি এঁখন প্রঁদীপ হাঁলদার রাঁজা কৃষ্ণকান্ত ভাঁই এর বাঁড়ির শেঁওড়া গাঁছে থাঁকি।

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৮

জেন রসি বলেছেন: বলেছেন: হা হা হা হা হা..........

কাল এটা দেখে খুব মজা পেয়েছিলুম!

১১৯| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪২

ফরিদ আহমাদ বলেছেন: শায়মা আপুর পোষ্ট পড়ে আপনার ব্লগে আসা।
পড়েছি কয়েকবার প্রিয়তে রাখলাম আবারো পড়বো

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

আনন্দিত হলাম।

শুভকামনা রইলো। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.