নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

তুই বরং মন খুলে আজ নাঁচ!!!

২৫ শে জুন, ২০১৫ দুপুর ২:৪৪



তোর হারিয়ে যাওয়া বিকালবেলায়
রঙিন ঘুড়ির স্বপ্নে আঁকা
সুখের মত অশ্রুগুলো, স্পর্শবিহীন
ব্যথার মত হাত বুলিয়ে আদর করে।

তোর অহংকারে মাথা নত
তোরই ভালোবাসার ক্ষত!
তুই কি বুঝিস ভালোবাসার বল??
তাই নিজের সাথেই
করে গেলি নিজের মত ছল।

তোর ছিল এক সকালবেলা
সেই সকালে বসত মেলা!
গাইত পাখি, মধুর সুরে গান.....
ভেবেছিলি সবই খেলা, জিতবি বলে
ডেকে আনলি মেলা ভাঙ্গার বান।

তোর হৃদয় ভাঙ্গা ভয়ের মাঝে
হারিয়ে গেছিস ভ্রান্ত কাজে!
কি খুঁজিস আজ
ক্লান্ত চোখে, সাঁঝের বেলাতে??
হারিয়ে গেছে সব.........
মেঘের মত ভাসমান, যাদুর খেলাতে।

তোর চোখেও তৃষ্ণা আছে
তোর হৃদয়ের খুবই কাছে!
সেই হৃদয়ের ঝড়ের মাঝে
মন খুলে আজ নাঁচ!!!
খেলবি যখন, কাঁদবি কেন বল??
তুই বরং নিজের মতই বাঁচ!!!

শায়মা আপু এবং শতদ্রু একটি নদী ভাইয়ের তুই বিষয়ক কবিতা পড়ে কেমন যেন একটা সুখের মত ব্যথা কিংবা ব্যথার মত সুখের স্পর্শ পেয়েছিলাম!!!!

তাই নিজেও একটা অপপ্রয়াস চালালাম। :P :P

আমার এই তুই বিষয়ক কবিতাটি তাই শায়মা আপু এবং শতদ্রু একটি নদী ভাইকে উৎসর্গ করলাম। :) :)




মন্তব্য ১১৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (১১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৫ দুপুর ২:৫৩

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২৫ শে জুন, ২০১৫ বিকাল ৩:০৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

ভালো থাকবেন সবসময়।

২| ২৫ শে জুন, ২০১৫ দুপুর ২:৫৪

জুন বলেছেন: আমাকেও তুই বিষয়ক কবিতা লিখতে হবে :||
+

২৫ শে জুন, ২০১৫ বিকাল ৩:০৬

জেন রসি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুন আপু।

আনন্দিত হলাম......

একটা তুই বিষয়ক কবিতা লিখে ফেলুন!!!

৩| ২৫ শে জুন, ২০১৫ বিকাল ৩:১৩

হাসান মাহবুব বলেছেন: দারুণ হৈসে।

২৫ শে জুন, ২০১৫ বিকাল ৩:১৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই।

অনেক অনেক আনন্দিত হলাম।

ভালো থাকবেন সবসময়।

৪| ২৫ শে জুন, ২০১৫ বিকাল ৩:৪১

সুমন কর বলেছেন: চমৎকার কবিতায় ভালো লাগা।

২৫ শে জুন, ২০১৫ বিকাল ৪:০০

জেন রসি বলেছেন: ধন্যবাদ দাদা।

অনেক অনেক আনন্দিত হলাম।

ভালো থাকবেন সবসময়।

৫| ২৫ শে জুন, ২০১৫ বিকাল ৪:১২

মামুন ইসলাম বলেছেন: চমৎকার লাগলো তুই বিষয় নিয়ে লেখা কাব্য রচনা । !:#P

২৫ শে জুন, ২০১৫ বিকাল ৫:১৭

জেন রসি বলেছেন: তুই বিষয় নিয়ে লেখা কাব্য রচনা চমৎকার লেগেছে জেনে আনন্দিত হলাম।

অনেক অনেক ধন্যবাদ মামুন ইসলাম ভাই।

ভালো থাকবেন সবসময়।

৬| ২৫ শে জুন, ২০১৫ বিকাল ৪:৪৯

শতদ্রু একটি নদী... বলেছেন: কবিতা সুন্দর হইছে। বেশ ভালোলাগলো। তুই শব্দটার মধ্যে যে কেউ অন্যরকম টান খুঁজে পায়।




তোর আমার ছেলেবেলা ছিল অর্ডারি গহনার মতো
কিংবা পাশের বাড়ির মেয়ে অহনার মতো সুন্দরী!!

স্নানের পর তুই হলুদ শাড়ি পরলে
বীণাপানির হাঁস উড়ে যেত মাঘের আকাশে;
কাল বৈশাখীর ঝরে পড়া আম আর এক চিমটে নুনের আলাপ
নদীর পাড়ে কিভাবে যেন বদলে যেত আজীবন সখ্যতায়!
আমাদের ছেলেবেলা ছিল আশ্চর্য্য ককটেল-
রেশমী লাল ওড়নায় আলগা গিঁটের মতই!

এরপর এলো কৈশোর, টাট্টুঘোড়া কৈশোর!!
হাই হিল আর লিপ্সটিকের ঘাড় ঘোরানো
মাদক চাহনি শিখে নিয়েছিলি তুই...

অলীক এক আকাশের যৌথ অধিকারে আমাদের
কৈশোর ছিল ধানমন্ডি লেকে, নীলক্ষেতের ফুটপাথে;
আমাদের কৈশোর ছিল, ধূলোয় ধমনীতে!!

আকাশের ওপাশে অন্য আকাশ থাকে,
এই আকাশেই সাধ মেটেনি,
তবু কখন যে টুপ করে সন্ধ্যে নেমে আসে
ঠিক ঠিক নিয়ম করে সন্ধ্যে নেমে আসে...

২৫ শে জুন, ২০১৫ বিকাল ৫:২৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ নদী ভাই।

আসলেই তুই শব্দটার মাঝে অন্যরকম একটা মাদকতা আছে।

বলনা আমায়, কেমন আছিস তুই??
আজো যখন সন্ধ্যা বেলায় একলা লাগে
ইচ্ছে করে তোকে আবার ছুঁই
বলনা আমায়, কেমন আছিস তুই......



৭| ২৫ শে জুন, ২০১৫ রাত ৮:৩৫

নীলনীলপরী বলেছেন: শতদ্রু ভাইজানের কবিতা পড়ে কনফিউশনে আছি। ভায়া আমার কোন আদ্দিকালের বদ্দিবুড়া এই চিন্তায় আছি।

অলীক এক আকাশের যৌথ অধিকারে আমাদের
কৈশোর ছিল ধানমন্ডি লেকে, নীলক্ষেতের ফুটপাথে;
আমাদের কৈশোর ছিল, ধূলোয় ধমনীতে!!


জেন ভাই এর কবিতা ভালো হইসে। আধুনিক ছন্দ কবিতা।

২৫ শে জুন, ২০১৫ রাত ৮:৫৯

জেন রসি বলেছেন: ধানমন্ডির লেক আর নীলক্ষেতের ফুটপাতে মানুষের যাতায়াত....

সেইখানে যাওয়ার ক্ষমতা আপনার নাই!!!

৮| ২৫ শে জুন, ২০১৫ রাত ৮:৩৭

নীলনীলপরী বলেছেন: তোর আমার ছেলেবেলা ছিল অর্ডারি গহনার মতো
কিংবা পাশের বাড়ির মেয়ে অহনার মতো সুন্দরী!!

কি অবস্থা চিন্তা করেও কুল পাইলাম না। ছেলেবেলার মাঝেও পাশের বাড়ির সুন্দরীর দকে নজর।

সাধে কি বলে .....

২৫ শে জুন, ২০১৫ রাত ৯:০৪

জেন রসি বলেছেন: পরীরা নাকি ঘুম থেকে উঠলে সব ভুইলা যায়!!!


শর্ট টার্ম মেমোরির কাহিনী দেখি সত্য!!!

৯| ২৫ শে জুন, ২০১৫ রাত ৯:১৩

শতদ্রু একটি নদী... বলেছেন: মস্তিস্কই তো নাই রসি ভাই,পঞ্চেনন্দ্রিয়র সবগুলা বর্তমান আছে নাকি তা নিয়াও জনগন সন্দিহান। ;)

২৫ শে জুন, ২০১৫ রাত ৯:২৭

জেন রসি বলেছেন: মস্তিস্ক নাই দেইখা উনি নাই জগতে বাস করেন। ;)

১০| ২৫ শে জুন, ২০১৫ রাত ৯:২৯

শতদ্রু একটি নদী... বলেছেন: নাই জগতের চেয়ে উধাও জগত নাম দ্যান। আধ্যাত্মিক ভাব আছে। ;)

২৫ শে জুন, ২০১৫ রাত ৯:৩২

জেন রসি বলেছেন: উধাও জগত নামটা খারাপ না।

তবে উধাও হইতে গেলেও কিছু বাস্তবিক বুদ্ধির প্রয়োজন আছে!!!

সেইটা পরীদের আছে বলে মনে হয় না।;)

১১| ২৫ শে জুন, ২০১৫ রাত ৯:৩৯

শায়মা বলেছেন: জিনিভাইয়া!!!!!!!!!!!!!!!!

এক্সেলেন্টো!!!!!!!!!!!!!!!

এক্সেলেন্টো কবিতা হয়েছে।:):):):)

২৫ শে জুন, ২০১৫ রাত ৯:৪৫

জেন রসি বলেছেন: আপনার এবং নদী ভাইয়ের তুই বিষয়ক কবিতা পইড়া আমিও একটা লিখে ফেললাম!!!!

কবিতা কি হয়েছে জানি না তবে আপনার কোমা থেকে ফিরে আসায় আনন্দিত।:):)

এক্সেলেন্টো!!!এক্সেলেন্টো!!!

১২| ২৫ শে জুন, ২০১৫ রাত ৯:৪০

শায়মা বলেছেন: ততদলুভাইয়া কেমন আছো????????

২৫ শে জুন, ২০১৫ রাত ৯:৪৭

জেন রসি বলেছেন: আপনার ততদলুভাইয়া এক ফেক পরীরে নিয়া ঝামেলায় আছে!!!!

১৩| ২৫ শে জুন, ২০১৫ রাত ৯:৫৬

শতদ্রু একটি নদী... বলেছেন: এই রে, আসল নাটের গুরু হাজির। ;)

২৫ শে জুন, ২০১৫ রাত ১০:০০

জেন রসি বলেছেন: মেঘের উপর পাখির বাসা!!!

তার উপরে আবার মেঘ! ;)

১৪| ২৫ শে জুন, ২০১৫ রাত ৯:৫৭

শায়মা বলেছেন: হায় হায় আমাল ততদলুভাইয়াটার কি হলো??? ভাইয়া জিনি ভাইয়া কি বলে????????? কি সর্বনাশ!!!!!!

২৫ শে জুন, ২০১৫ রাত ১০:০৫

জেন রসি বলেছেন: সর্বনাশ হবে কেন???

নদী ভাই, লালন ফকিরের গান শুনেন।

ওই যে ওই গানটা। ;)

১৫| ২৫ শে জুন, ২০১৫ রাত ১০:০৬

শায়মা বলেছেন: লেখক বলেছেন: মেঘের উপর পাখির বাসা!!!

তার উপরে আবার মেঘ! ;)

শতদ্রুভাইয়া ফেক পরী খুঁজতে
নিজেই এবার হলো ফেক.....:)

২৫ শে জুন, ২০১৫ রাত ১০:১৪

জেন রসি বলেছেন: তার উপরেও আছে কিন্তু মহাকালের খেল!! ;)

১৬| ২৫ শে জুন, ২০১৫ রাত ১০:০৭

শায়মা বলেছেন: ঐ যে খাঁচার ভেতর অচিনপাখি সেইটা তাইনা জিনিভাইয়ু!!!!!!!!

২৫ শে জুন, ২০১৫ রাত ১০:১৬

জেন রসি বলেছেন: সেটা পরীদের গান!!!

তারা কিছু ধরতে পারেনাত, এইজন্য!!!

অন্য আরেকটা আছে!!!

ওই যে সেই গানটা!;)

১৭| ২৫ শে জুন, ২০১৫ রাত ১০:১৬

শতদ্রু একটি নদী... বলেছেন: তা আবার শুনিনা। আমি নির্দেশ দিছিলাম দেইখাই তো লিখছিলো। ;)

২৫ শে জুন, ২০১৫ রাত ১০:১৯

জেন রসি বলেছেন: সেইটা কোন তুই বিষয়ক গান ছিলনা!!

এইটা একটা আফসোস!!

১৮| ২৫ শে জুন, ২০১৫ রাত ১০:১৮

শতদ্রু একটি নদী... বলেছেন: ফেক পরী খোজার কি দরকার। সেতো এমনি এমনি ধরা খায়। উধাও মস্তিস্কের অধিকারিনী তো, ধরা না খাইয়া যাইবো কই?

২৫ শে জুন, ২০১৫ রাত ১০:২২

জেন রসি বলেছেন: পরীরা মনে হয় নিয়মিত চান্দের আলো পান করে!!

তাই তাদের স্বভাবও চান্দের আলোর মত হয়ে গেছে। ;)

১৯| ২৫ শে জুন, ২০১৫ রাত ১০:২১

নীলনীলপরী বলেছেন: কোন গান কোন গান?

২৫ শে জুন, ২০১৫ রাত ১০:২৭

জেন রসি বলেছেন: এক পায়ে নূপুর তোমার, এক পায়ে বালি!!!

এইটা না....

ওইটা লালনের গান!!!!

২০| ২৫ শে জুন, ২০১৫ রাত ১০:২৫

শতদ্রু একটি নদী... বলেছেন: রসি ভাই, আন্ধারে রাখেন। খুইজা বাইর করুক। কামে দিব। ;)

২৫ শে জুন, ২০১৫ রাত ১০:৩০

জেন রসি বলেছেন: নক্ষত্রের আলো শত আলোকবর্ষ দূরে!!!

চিন্তা নাই। ;)

২১| ২৫ শে জুন, ২০১৫ রাত ১০:২৭

শায়মা বলেছেন: আমি কোনো তুই বিষয়ক গান লিখিনি। তুই বিষয়ক গিয়ান দিয়াছি। নিলপরি আপুনি তুমি ওদের কথায় কান দিও না ওরা গাড্ডু।

২৫ শে জুন, ২০১৫ রাত ১০:৩৩

জেন রসি বলেছেন: আপনি গান লেখলে সেটা কি রকম হইতে পারে চিন্তা করতেছি!!!

যেমন হইতে পারে,

আসো সব পরীর দল
আমরা শক্তি, আমরা বল!!!

২২| ২৫ শে জুন, ২০১৫ রাত ১০:২৯

নীলনীলপরী বলেছেন: আন্ধার ঘরে বান্দর নাচে
না না করলে আরো নাচে

উত্তর দেন

কে পারেন দেখি

২৫ শে জুন, ২০১৫ রাত ১০:৪২

জেন রসি বলেছেন: আন্ধার ঘরে বান্দর নাচবে কেন??

বান্দর বরং কলা খাইতে পারে!!!

২৩| ২৫ শে জুন, ২০১৫ রাত ১০:৩০

শায়মা বলেছেন: নীলনীলপরী বলেছেন: আন্ধার ঘরে বান্দর নাচে
না না করলে আরো নাচে

উত্তর দেন

কে পারেন দেখি


আমি পারি আপুনি....... এটা নিশ্চয় শতদ্রু বান্দর ভাইয়া। :) :) :)

২৫ শে জুন, ২০১৫ রাত ১০:৪৫

জেন রসি বলেছেন: প্রশ্নটাই ভুল হইছে!!!

উত্তর ভুল হইতে বাধ্য!!!

২৪| ২৫ শে জুন, ২০১৫ রাত ১০:৩৪

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,




আপনি বরং মন খুলে আজ " তুই" বিষয়ক কবিতা-ই লিখুন ।

তুই কি জানিস আমি মরে গেলে তোর যে কি হবে ?
সবার সাথে গলা মিলিয়ে কাঁদবি কি তুই তবে ?
জানবি , চোখের জলে একটি নদী শতদ্রু হয়ে রবে ------



২৫ শে জুন, ২০১৫ রাত ১০:৫৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই।

আপনার নাম দিয়ে কবিতা লেখার স্টাইল চমৎকার।

২৫| ২৫ শে জুন, ২০১৫ রাত ১০:৫৬

শতদ্রু একটি নদী... বলেছেন: রসি ভাই, উধাও মস্তিস্কের মানুষেরা এমন প্রশ্ন করতেই পারে। মাথা ঘামাইয়েননা। ;)

আহমেদ ভাইয়ের তুই সুন্দর হইছে। ডাবল লাইক দিলাম। :)

২৫ শে জুন, ২০১৫ রাত ১১:০১

জেন রসি বলেছেন: আহমেদ ভাইয়ের তুই সুন্দর হইছে। ডাবল লাইক দিলাম। :)

সহমত।

চমৎকার হয়েছে। :)

২৬| ২৫ শে জুন, ২০১৫ রাত ১১:৫৫

কলমের কালি শেষ বলেছেন: তুই বিষয়ক কবিতা আমারও ভাল লাগে । কবিতা সুন্দর হয়েছে ।

২৬ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪১

জেন রসি বলেছেন: তুই শব্দটার মধ্যে এক ধরনের মাদকতা আছে। তাই হয়তোবা ভালো লাগে।

অনেক অনেক ধন্যবাদ ভাই।

ভালো থাকবেন সবসময়।

২৭| ২৬ শে জুন, ২০১৫ ভোর ৪:০১

সচেতনহ্যাপী বলেছেন: জিতবি বলে
ডেকে আনলি মেলা ভাঙ্গার বান।

তোর হৃদয় ভাঙ্গা ভয়ের মাঝে
হারিয়ে গেছিস ভ্রান্ত কাজে!
কথাক'টি কেমন যেন আনমনা করে তুললো,হারিয়ে যাওয়ার দেশ থেকে হাতছানি দেওয়ার মত।।

২৬ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৭

জেন রসি বলেছেন: আমরা সবাই মাঝেমাঝে হৃদয় ভাঙ্গা ভয়ের মাঝে ভ্রান্ত কাজে হারিয়ে যাই!

তাই সেই বলয় থেকে বের হতে হলে মন খুলে নাঁচতে হবে।

শত বিষাদ মাঝেও কিন্তু আনন্দ লুকিয়ে থাকে।

আপনার জীবন আনন্দময় হোক।

ভালো থাকবেন সবসময়।

২৮| ২৬ শে জুন, ২০১৫ ভোর ৫:০০

উর্বি বলেছেন: তোর চোখেও তৃষ্ণা আছে
তোর হৃদয়ের খুবই কাছে!
সেই হৃদয়ের ঝড়ের মাঝে
মন খুলে আজ নাঁচ!!!
খেলবি যখন, কাঁদবি কেন বল??
তুই বরং নিজের মতই বাঁচ!!!

২৬ শে জুন, ২০১৫ দুপুর ১২:৫৬

জেন রসি বলেছেন: নিজের মধ্যে নিজেকে অবরুদ্ধ করে রাখার মধ্যে আনন্দ নেই!

তাই নিজেকে নিজের মত করে প্রকাশিত করাই উত্তম।

যেমন ধরেন আপনার একজনের মাথা ফাটিয়ে দিতে ইচ্ছা হলো!!

এখন যদি এই ইচ্ছাটা আপনি মনের মধ্যে পুষে রাখেন তবে তা আপনাকে বিষণ্ণ করবে।

কিন্তু যদি মাথাটা ফাটিয়ে দিতে পারেন তবে দেখবেন এক ধরনের আনন্দ পাচ্ছেন।

তাই বাঁচলে নিজের মতই বাঁচা উচিৎ।

নিজের মতই বাঁচুন।

২৯| ২৬ শে জুন, ২০১৫ দুপুর ১:৩০

অন্তু নীল বলেছেন: অসাধারণ...। এখন তুই দিয়ে লিখতে ইচ্ছে করছে যে.....

২৬ শে জুন, ২০১৫ দুপুর ১:৫০

জেন রসি বলেছেন: ধন্যবাদ নীল ভাই!

তুই দিয়ে লেখার মধ্যে এক ধরনের অন্যরকম আনন্দ আছে!

আনন্দ পাইতে হইলে লেখা শুরু করুন।

ইচ্ছা সবসময় পূরণ করা উচিৎ।

৩০| ২৬ শে জুন, ২০১৫ দুপুর ২:১২

কাবিল বলেছেন: দারুন, ভাল লাগলো।

২৬ শে জুন, ২০১৫ দুপুর ২:২৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ কাবিল ভাই।

কবিতা ভালো হয়েছে কিনা জানিনা তবে আমি লিখে আনন্দ পেয়েছি।

ভালো থাকবেন সবসময়।

৩১| ২৬ শে জুন, ২০১৫ রাত ১০:০২

নীলপরি বলেছেন: খুব ভালো ।

২৬ শে জুন, ২০১৫ রাত ১০:১৩

জেন রসি বলেছেন: ধন্যবাদ নীলপরি আপু।

আমিও এই কবিতা লেইখা আনন্দ পাইছি।

৩২| ২৬ শে জুন, ২০১৫ রাত ১০:৪৪

নীলনীলপরী বলেছেন: একটা নীলপরি আপা আমার বড় বইন। আমি ছোট। লালপরী আরও ছোট। ফুলপরীও আছে একজন তিনি আমাদের কাজিন।

২৬ শে জুন, ২০১৫ রাত ১০:৫৭

জেন রসি বলেছেন: জানি! জানি!

আসো সব পরীর দল
আমরা শক্তি, আমরা বল!!!

আপনাদের পরী সমাজের রণসঙ্গীত!!!

৩৩| ২৭ শে জুন, ২০১৫ রাত ১২:১৮

উর্বি বলেছেন: তা তা থৈ থৈ
তা তা থৈ থৈ

২৭ শে জুন, ২০১৫ রাত ১২:৩২

জেন রসি বলেছেন: এইটা কি পরী সমাজের নাচের তাল???

৩৪| ২৭ শে জুন, ২০১৫ রাত ১২:৩৫

উর্বি বলেছেন: হুহ! লয় টয় চিনে না... আসছে পরীদের বিচার করতে :P :P

২৭ শে জুন, ২০১৫ রাত ১২:৪৩

জেন রসি বলেছেন: পরীদের চিনার জন্য লয় টয় চিনতে হয় নাকি??

তারা নাকি ফু দিলেই আকাশে উইড়া বেড়ায়!!:P :P

৩৫| ২৭ শে জুন, ২০১৫ রাত ১২:৪৪

শতদ্রু একটি নদী... বলেছেন: পরের দুই লাইন কইলেননা ক্যান?

আসো সব পরীর দল
আমরা শক্তি, আমরা বল!!!
আমরা খাই মাকাল ফল
খাইয়া হারাই মনোবল... ;)

২৭ শে জুন, ২০১৫ রাত ১২:৫৫

জেন রসি বলেছেন: এমনিতেই তাদের মনোবল নাই!!!

পরের দুই লাইন কইলে আরো নাই হইয়া যাইতে পারে।.. ;)

৩৬| ২৭ শে জুন, ২০১৫ রাত ১২:৪৬

উর্বি বলেছেন: হ্যহ! পরীদের অনেক সুন্দর পাখনা থাকে । আমারো আছে পাখনা ... হুহুহু... এই দেখ B-)

২৭ শে জুন, ২০১৫ রাত ১২:৫৮

জেন রসি বলেছেন: আহারে!

পরীরাও মনে হয় পাখিদের মত অসহায়!!

উড়াল দেওয়া ছাড়া তাদের অন্য কোন ক্ষমতা নাই!!!:P :P

৩৭| ২৭ শে জুন, ২০১৫ রাত ১২:৫৭

শতদ্রু একটি নদী... বলেছেন: মাছিদেরও পাখনা থাকে। দেখতেও খারাপ না। পরী আর মাছি মনে হয় কাছাকাছি গোত্রের। ;)

২৭ শে জুন, ২০১৫ রাত ১:০১

জেন রসি বলেছেন: মাছিদের তাও ভনভন করার ক্ষমতা আছে!!

পরীদের তাও নাই।;)

৩৮| ২৭ শে জুন, ২০১৫ রাত ১:২০

ভ্রমরের ডানা বলেছেন: চোখে জল এসে গেল !!!!! অসম্ভব ভাল লেগেছে

২৭ শে জুন, ২০১৫ রাত ১:২৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ ডানা ভাই।

কবিতা লিখে আমি নিজেও আনন্দ পাইছি।

৩৯| ২৭ শে জুন, ২০১৫ রাত ১:৩৪

ভ্রমরের ডানা বলেছেন: মনের কথা লেখেছেন। অসাধারণ !!

২৭ শে জুন, ২০১৫ রাত ১:৫৩

জেন রসি বলেছেন: আপনার মন স্পর্শ করেছে জেনে আনন্দ আরো বেড়ে গেল।:)

৪০| ২৭ শে জুন, ২০১৫ রাত ১১:৫৮

নীলনীলপরী বলেছেন: গরুবেষনা কি বন্ধ আছে?

২৮ শে জুন, ২০১৫ রাত ১২:০১

জেন রসি বলেছেন: গরুবেষনা শেষ!!!

এখন মজা দেখতাছি!!!

৪১| ২৮ শে জুন, ২০১৫ রাত ১২:১৩

নীলনীলপরী বলেছেন: কিসের মজা?

২৮ শে জুন, ২০১৫ রাত ১২:২৪

জেন রসি বলেছেন: আট কুঠুরী নয়
দরজা আটা মধ্যে মধ্যে
ঝরকা কাঁটা
তার উপরে সদর কোঠা
আয়না মহল তায়ে।

এইবার আপনি বুঝেন কি মজা!!!

এইটাও কিন্তু লালন কইছে!!!

৪২| ২৮ শে জুন, ২০১৫ রাত ১২:৩৯

নীলনীলপরী বলেছেন:


স্থুল দুই চক্ষে তুমি দেখছো ভবের মায়া
মূলসত্বার তৃতীয় চোখে রইছে যে মূল কায়া
তাহার উপর সুক্ষ জগত মহাজগত মহল
লালন শাঁইজীর রূপক ভাষায় তাহাই আয়নামহল

( শাঁইজীর লালন তত্বের আয়নামহল ভাবার্থের নীলনীল পরীনুবাদ)

২৮ শে জুন, ২০১৫ রাত ১:৩৮

জেন রসি বলেছেন: দুই চক্ষের গভীরতায় দেখছি আজব খেলা!
ভবের মায়ার দীঘির জলে কি অপূর্ব মেলা।
কায়া কিন্তু মায়ার মত অধরা জগত
সেই নিয়ে শাঁইজীর আছে কিছু মত।

তৃতীয় চোখে যদি থাকে
ছায়ার মত কায়া
বুজতে হবে সেই চোখেতে
আছে ভ্রান্ত মায়া।

মায়া নিয়ে আয়নামহল যায় কি দেখা?
চিন্তার দিব্ব জ্ঞানেই সে মহলের রেখা!

যাইহোক আপনি চান কিংবা না চান আপনার ব্যাখ্যায় আমি মুগ্ধ।




৪৩| ২৮ শে জুন, ২০১৫ রাত ১:৪৮

শতদ্রু একটি নদী... বলেছেন: এইডা কি কইলেন? আপনার লাস্ট কমেন্ট পড়লে তো খালার ৩ দিন ৪ রাত্রি ঘুম হবেনা। ;)

২৮ শে জুন, ২০১৫ দুপুর ২:৫৮

জেন রসি বলেছেন: এইজন্যই কইলাম! পরীর রাজ্য মানে হইছে ঘুমের রাজ্য। একটু ঘুম ভাঙাইলে ক্ষতি কি?? ;)

৪৪| ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ২:৪৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কবিতা মজাদার! আর তুই... এই নিয়ে কিছু বললাম না... হাহহা

০২ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

জেন রসি বলেছেন: মজার জন্যই কবিতা!!!

তুই নিয়া কিছু বলার থাকলে বলে ফেলেন!!!

জ্ঞান সুপ্ত রাখলে কেমনে হবে??

৪৫| ০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৩

রিকি বলেছেন: কোন কথা হবে না--- এক্কেরে ডাবল লাইক ;)

০২ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

জেন রসি বলেছেন: এক্কেরে ডাবল লাইক দিছেন বইলা খুশী হইলাম!

তবে কোন কথা না হইলে কেমনে হবে??? ;)

৪৬| ০২ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

দর্পণ বলেছেন: পরিচালক রিকি ভাই আপনাদের ম্যুভিতে আমারে একখানা পার্ট দিয়েন।

০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:১১

জেন রসি বলেছেন: দর্পণ ভাই, আপনাকে শাশুড়ির অত্যাচারে জর্জরিত শশুড় এবং অত্যাচারের প্রতিবাদে বিদ্রোহী কবির চরিত্র দেওয়া হবে!

৪৭| ০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:০৪

রিকি বলেছেন: দর্পণ ভাই পরিচালক জেন রসি ভাই--- আমি তো রিভিউ আফটার ভিউ !!!! ;)

০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:১৩

জেন রসি বলেছেন: শাশুড়ি মুভি দেখে কিনা সন্দেহ আছে!!!

তবে রিভিউ পড়বে এইটা কিন্তু নিশ্চিত!!!! ;)

৪৮| ০২ রা জুলাই, ২০১৫ রাত ৯:৪৪

শতদ্রু একটি নদী... বলেছেন: রসি ভাই, প্রডিউসারের কাছ থাইকা ট্যাকা আগে নেয়া দরকার। মুভি হোক না হোক, ট্যাকা জীবনে অতি জরুরী জিনিস। ;)

০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:০০

জেন রসি বলেছেন: নদী ভাই, এইটা একটা সাংঘাতিক কথা কইছেন! প্রডিউসারের কাছ থাইকা ট্যাকা নিয়া একটু ক্যাসিনোতে যামু ভাবছিলাম। প্রডিউসার আবার পোকার খেলা পারেনা।;)

৪৯| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:২৩

শতদ্রু একটি নদী... বলেছেন: ভাই, গেলে ডাইরেক্ট লাসভেগাস যাওনের ট্যাকা নিয়েন, হংকং ম্যাকাউ না। খাইলে ড্রাম ভর্তি শ্যাম্পেনই খামু, চোলাই মদ না। ;)

ওঃটঃ এলকোহল ফ্রি শ্যাম্পেন হয় নাকি খোজ নিয়েন। ;)

০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:৩৭

জেন রসি বলেছেন: গেলে অবশ্যই লাসভেগাস!!! এলকোহল না থাকলে আর শ্যাম্পেন খাইয়া মজা কি??নাঁচলে ঘোোমটা খুইলাই নাঁচা উচিৎ!!;)

৫০| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:৪৫

শতদ্রু একটি নদী... বলেছেন: এলকোহল ফ্রি শ্যাম্পেনে এলএসডি মিলায়া খাওয়ার সিস্টেম নাই?;)

০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:৫৪

জেন রসি বলেছেন: এলএসডি খাইয়া পোকার খেলা ঠিক হবে না! ওইটা খাইলে আবার জাতে মাতাল, তালে ঠিক থাকা যায়না!;)

৫১| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ২:৪৩

মিছা মন্ডল ব্যাক বলেছেন: তুই তো ভালো কবিতা লিখতে পারিসরে রইস্যা ;)

কবিতা থেকে অনুপ্রানিত হয়ে কমেন্ট করলাম রসি :)

০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ১২:১৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ! ধন্যবাদ!

ভাইয়ের নাম দেইখা মনে হইতেছে.......

কমু না!!!;)

৫২| ০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:১৫

দর্পণ বলেছেন: আমারে তাইলে প্রেমিক শ্বশুরের রোলটা দেওয়া যায় কি বলেন আপনারা?

০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:৩৯

জেন রসি বলেছেন: প্রেমিক শ্বশুরের রোলের জন্য আপনার চাইতে উপযুক্ত আর কাউকে পাওয়া যায় নাই!

তবে দজ্জাল শাশুড়ির বিরুদ্ধে দুই একটা বিদ্রোহী কবিতা কিন্তু লেখতে হবে!

৫৩| ০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:৪২

দর্পণ বলেছেন: জো হুকুম আজকেই লিখে ফেলবো।

০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:৫০

জেন রসি বলেছেন: লিখে ফেলুন।আশা করি আপনার কবিতা পইড়া দজ্জাল শাশুড়ির পান চিবানো ক্ষণিকের জন্য স্তব্ধ হইয়া যাইব! :P ;)

৫৪| ০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ১১:৩৯

দর্পণ বলেছেন: ভাই ভয়ে ভয়ে একখান বিদ্রোহী প্যারোডি লিখলাম । আপনাদের সাহস পাইলেই পুরাটা স্বরচিত লিখবো।

আমি বীর -
আমি উন্নত স্কন্ধ শির!
পায়া নেহারি রাঁধতে পারি, খাই বসে ওই শিখর হিমাদ্রির
উপরে -
আমি মহা বিশ্বের মহাকাশ ফাড়ি’
চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি’
ভূলোক দ্যুলোক গোলোক ভেদিয়া,
খোদার আসন ‘আরশ’ ছেদিয়া,
উঠিয়াছি চির বিস্ময়ে আমি এই শিখর হিমাদ্রির
উপরে- কেনো?
নতুবা ঘরে আছে মোর দজ্জালনী বঁধু
মম ললাটে জুটিবে শুধুই লাউ আর কদু
আমি বীর-
আমি চির উন্নত ঘাড় শির।
আমি চির ভদ্রম, বিনীত, মিউ মিউ
মহা-কাব্যের আমি মহারাজ, আমি প্রেমিক আমি কিউ কিউ
আমি মহাজয়, তবুও আমি অভিশাপ এই পৃথ্বীর!
তাই ঘরে বসে মোর ঠাই নাই ঠাই নাই
এতটুকু খানা শান্তিতে খাই
বউটা ভারী দজ্জাল ভাই
সারাক্ষন খালি পান চিবাই আর
খনখনে গলায় গান গায়
গান সেতো শুধু গান নয়
কাল চিল বিড়াল সব পালায়
আর তাই এততুকু শান্তির লায়
আমি উঠিয়াছি এর উপরে আমি শিখর হিমাদ্রির!


এইটুকুতে কেবলি দজ্জালনীর একটা রুপ তুলে ধরলাম। এর পর একটু সাহস জুগাই নিয়া উনারে শায়েস্তা করার কবিতা লিখে ফেলবো ইনশাল্লাহ।

০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৯

জেন রসি বলেছেন: বাহ! বাহ!

দর্পণ ভাই, আপনাকে দিয়াই হবে। প্যারোডি কবিতা দিয়াই বিদ্রোহের আগুন প্রায় লাগাইয়া দিছেন।আসলটা দিলে, সব ভিসুভিয়াস হইয়া যাইতে পারে!

৫৫| ১০ ই জুলাই, ২০১৫ ভোর ৫:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ''তোর অহংকারে মাথা নত
তোরই ভালোবাসার ক্ষত!
তুই কি বুঝিস ভালোবাসার বল??
তাই নিজের সাথেই
করে গেলি নিজের মত ছল।''
আব্দুল্লাহ আবু সাঈদ স্যার একবার বলেছিলেন,আমি যাকে ভালোবাসি তার কাছে নিজেকে গুবরে পোকার মতন মনে হয়।আমাকে যে ভালোবাসে তাকে আমার গুবরে পোকা মনে হয়।
আজিব বড় ভালোবাসা,তবুও প্রেমে পরতে ভালোবাসি

১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪১

জেন রসি বলেছেন: ভালোবাসার জন্য ভালোবাসা যাইতে পারে।সেটার যৌক্তিক কারণগুলো না বুঝে মরীচিকার পিছনে ছুটলেই বিপদ।

আপনার জীবন ভালোবাসাময় হোক এই শুভকামনা করছি।

৫৬| ২৩ শে জুলাই, ২০১৫ রাত ১০:০৩

মিছা মন্ডল ব্যাক বলেছেন: নাম দেখে কি মনে হলো ভাই?

২৩ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৪

জেন রসি বলেছেন: ভুলে গেছি ভাই! :P ;)

৫৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৫০

রুদ্র জাহেদ বলেছেন: কবিতাতো দারুণই হইছে...
+++

০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই। :)

৫৮| ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৪

ডরোথি গোমেজ বলেছেন: কবিতাটি খুবই ভাল। পড়তে গেলে ছন্দ আসে। শুধু দুইটি জায়গায় ছন্দ হারিয়ে গেছে।
কি খুঁজিস আজ
ক্লান্ত চোখে, সাঁঝের বেলায়?
হারিয়ে গেছে সব.........
মেঘের মত ভেসে, যাদুর খেলায়,
কবিতায় অন্য কারো হাত দেওয়া ঠিক নয়।
কিছু মনে করবেন না।
তুই কি বুঝিস ভালবাসার বল? এই লাইনটা খুবই ভাল। +

০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই। কিছু মনে করার প্রশ্নই আসেনা। বরং গভীর ভাবে বিশ্লেষণ করেছেন বলে আনন্দিত হলাম। শুভকামনা রইলো। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.