নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

মধ্যরাতের ককটেল কিংবা গিলে খাওয়া উৎসব..........

১৪ ই জুলাই, ২০১৫ রাত ৩:১৫


রাত্রি এবং দিনের দাবা খেলায়, সময় নির্লিপ্ত দর্শক।মানুষ স্বপ্ন এবং স্বপ্ন ভঙ্গের আর্তনাদ নিয়ে কালকে জাগাবে বলে অবিরাম শূন্যতায় খুঁজে ফিরে নিজের অস্তিত্বের সংকট।চক্রের কাছে দায়বদ্ধ আদিম পিতা বলে দেয়নি মুক্তির পরম পথ।তাই সন্তানেরা যখনই আলিঙ্গন করে মুক্তির আকাঙ্ক্ষাকে, তখনই জড়িয়ে যায় সুদৃঢ় বন্ধনে।সৃষ্টির শুরু থেকে চলে আসা আলো আঁধারের অমীমাংসিত দাবা খেলার রায় দেয়নি সময়।মানুষ তাই আজো নিজের অস্তিত্তের মধ্যে আলো অন্ধকার আর সময়ের প্রতিচ্ছবি আঁকে।


হঠাৎ নিরবতা ভেঙ্গে হিন্দি গানের মিষ্টি সুরে বেজে উঠে রুদ্রের সেলফোন। রুদ্র ঘোরলাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে ফোনের স্ক্রিনে ভেসে উঠা তমার লাস্যময়ী মুখের দিকে। কম্পিত হাতে কল রিসিভ করতেই শোণা যায়,
-হ্যাপি বার্থডে মাই ডিয়ার রুদ্র......
-আই লাভ ইউ ভেরী মাচ!
রুদ্র শান্ত স্বরে জবাব দেয়, থ্যাংক ইউ! আই লাভ ইউ টু.........
তমার কাছে, রুদ্রের কণ্ঠস্বর নিস্তেজ এবং অস্বাভাবিক মনে হয়।ছেলেটার কি হয়েছে? আপন মনেই ভাবে তমা।তারপর কিছুক্ষনের নিরবতা ভেঙ্গে বলে,
-কি হয়েছে তোমার?
-তোমাকে খুব ডিস্টার্বড এবং ডিপ্রেসড মনে হচ্ছে।
-আমাকে বলবে না কি হয়েছে?
কাল কথা হবে।আজ কিছু ভালো লাগছে না।বলেই লাইনটা কেটে দেয় রুদ্র।কাঙ্ক্ষিত কলের অনাকাঙ্ক্ষিত আশংখায় ফোনটাই বন্ধ করে দেয় সে। আবার সেই নিরবতা।অন্ধকার রুমে খাটের এক কোনে বসে থাকে রুদ্র।হাতে গাজার পুরিয়া।মনে উথাল পাথাল চিন্তার ঝড়।সেই চোখ, সেই বেঁচে থাকার আকুতি ভরা দৃষ্টি যেন এখনো এই মধ্যরাতে তাড়িয়ে বেড়াচ্ছে তাকে।ভূতে পাওয়া মানুষের মত কোন এক অশুভ ঘোরে থাকা রুদ্র রুমের এ মাথা থেকে ওমাথা অস্থির ভাবে পায়চারী করতে থাকে। আর একটির পর একটি সিগারেট জ্বালিয়ে যেন নিজেকেই জ্বালাতে থাকে।সিগারেট আর গাজার ধোঁয়ায় বদ্ধ রুমের গুমোট বাতাসে হতাশার যন্ত্রণায় ছটফট করতে থাকে রুদ্র।এই মধ্যরাতে তার ২৩ তম জন্মদিনে নিজেকে খুব অসহায় এবং অর্থহীন মনে হয় তার।কয়েক মুহূর্তের ঘটে যাওয়া একটি ঘটনা কিছুতেই ভুলতে পারছে না সে।


ঈশ্বরের মত নিঃসঙ্গতা নিয়ে চলে যাচ্ছে একটি রাত।
রাতের সাথে মিশে গেছে কিছু শূন্যতা....
শূন্যতায় বসে আছে কেউ একজন,
যার সাথে খেলা করে ঘোরের দ্বিতীয় প্রহর।
ঘোরের কয়েকটি মুহূর্ত বিশেষে ভালোবাসা উঁকি
মারে ঘৃণার অতল গভীরে,
হাত ধরে টেনে আনে আদিম বিষাদের
পর মুখে লেগে থাকা একটুকরো হাসি।
যার দাম দিতে গিয়ে মহাবিশ্ব থামাতে পারেনি
নিজের অস্তিত্তের ছুটে চলা।
হঠাৎ আলোর ঝলকানিতে অন্ধত্ব খুঁজে পায়
নিভে যাওয়া ভ্রান্তি।
কেউ একজন এখন চোখ মেলে ঘুমাবে।


স্পর্শ করে না কিছুই
আদি অন্তহীন কামনা
কিংবা তোমার অদেখা ভুবন!
যদিও আমি ভবের পাগল হতে চাইনি........
উদাসীন মৌনতা দেখে
বুঝোনি স্বপ্নের পোশাকি আবির্ভাব!


ওরা রাজনকে হত্যা করেছে!!!

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ৩:৫৫

উর্বি বলেছেন: সেই চোখ, সেই বেঁচে থাকার আকুতি ভরা দৃষ্টি যেন এখনো এই মধ্যরাতে তাড়িয়ে বেড়াচ্ছে তাকে।ভূতে পাওয়া মানুষের মত কোন এক অশুভ ঘোরে থাকা রুদ্র রুমের এ মাথা থেকে ওমাথা অস্থির ভাবে পায়চারী করতে থাকে। আর একটির পর একটি সিগারেট জ্বালিয়ে যেন নিজেকেই জ্বালাতে থাকে।
বাহ....... অসাধারন প্রকাশ

১৪ ই জুলাই, ২০১৫ ভোর ৪:০৮

জেন রসি বলেছেন: সব মানুষের মধ্যেই একটা অমানুষ বাস করে। আমাদের নির্লিপ্ততাই প্রমান করে আমারাও কম নিষ্ঠুর নই!!!

২| ১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১০:১০

রিকি বলেছেন: রাত্রি এবং দিনের দাবা খেলায়, সময় নির্লিপ্ত দর্শক।মানুষ স্বপ্ন এবং স্বপ্ন ভঙ্গের আর্তনাদ নিয়ে কালকে জাগাবে বলে অবিরাম শূন্যতায় খুঁজে ফিরে নিজের অস্তিত্বের সংকট। প্রথম প্লাস

১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১৬

জেন রসি বলেছেন: দাবা খেলায় মানুষ সবসময় এক ধাপ পিছিয়ে থাকে। সময় তখন মুচকি হাসলেও হাসতে পারে!!!!!!

৩| ১৪ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৪

দর্পণ বলেছেন: সেই ভালো চোখ কান বুজে থাকা। নয়তো এত অনাচার সহ্য করা যায়না।

১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২০

জেন রসি বলেছেন: দর্পণ ভাই, চোখ কান বুজে রাখা যায়না। আমাদেরকে চোখ খোলাই রাখতে হয়।আমরাও চোখ খুলে অনাচার সহ্য করতে না পেরে নিজেরাই নির্লিপ্ত হয়ে গেছি!

৪| ১৪ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

সুমন কর বলেছেন: গল্প হিসেবে মোটামুটি। মেসেজ হিসেবে দারুণ।

১৪ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ দাদা।

এটাকে গল্প না বলে এক ধরনের ককটেল বলা ভালো।

৫| ১৪ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

শতদ্রু একটি নদী... বলেছেন: ভালো লিখছেন। ব্যাপারটা হইছে এমন যে আমরা সবাইই দায়ী। কত লোক পাশ দিয়া গেছে, কেউ কিছু বলেনাই। আপনি আমি ঠিক কি করতাম পাশ দিয়া হাইটা গেলে এইটাও প্রশ্নবোধক

১৪ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৩

জেন রসি বলেছেন: আমাদের চারপাশেও অনেক কিছুই ঘটে। কিন্তু আমারা নির্বিকার থাকি।

ধন্যবাদ নদী ভাই।

৬| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪২

দর্পণ বলেছেন: নির্লিপ্ত হওয়া ভালো অভ্যাস। দেখেন না আমি নির্লিপ্ত।

১৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:৫০

জেন রসি বলেছেন: দর্পণ ভাই, আপনি নির্লিপ্ত হইলে কাহিনী অন্যরকম হইত!!!!

৭| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:৫৯

দর্পণ বলেছেন: আমি নির্লিপ্তরেই ভাই ।দুঃখে নির্লিপ্ত হইসি। ঐ যেমন অতি শোকে পাত্থর

১৫ ই জুলাই, ২০১৫ রাত ১:১৫

জেন রসি বলেছেন: দর্পণ ভাই, আপনার জন্য জেমস এর জনপ্রিয় গান দিলাম!!!

নীরবে কি অভিমানে নিভৃতে
করছ তিলে তিলে নিজেকে শেষ,
কেন বল পৃথিবীতে কেউ কারো নয়
হয়ে গেছে ভালবাসা নি:শেষ।
বন্ধু ভেঙ্গে ফেল এই কারাগার
খুলে দাও সে হৃদয়ের প্রণয়ের দ্বার...
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান।।

হতেও পারে আমাদের এই
মিলনমেলা এক ইতিহাস
হতেও তোমার শীতল
চোখটাই যেন এক উচ্ছাস,
হতেও পারে বিষাদের এই
জনপদ প্রণয়ের তীর্থ
হতেও পারে তোমার একটু
নীরবতায় সে ব্যর্থ।
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান।

দু:খ আমার সাথেই আছে
তবু দেখ দু:খী আমি নইতো
ডাক দিয়ে যায় প্রণয়মেলায়
এতেই নিহিত সুখ হয়তো,
কিসের এত দু:খ তোমার
সারাক্ষণ বসে বসে ভাবছ,
পৃথিবীতে বল বাঁচবে ক‘দিন
সময়টাতো বড় অল্প।


৮| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ১:২৯

দর্পণ বলেছেন: এইসব পুরান গানে কিছুই হবেনা। আমাকে নিজের গান নিজে লিখতে হবে।

১৫ ই জুলাই, ২০১৫ রাত ২:১০

জেন রসি বলেছেন: লিখে ফেলুন। আমরা অপেক্ষায় আছি!

৯| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ৩:০১

সচেতনহ্যাপী বলেছেন: আমরা এই বৃত্তের মাঝেই ঘুরপাক খাচ্ছি-তাই না??

১৫ ই জুলাই, ২০১৫ রাত ৩:১২

জেন রসি বলেছেন: ঠিক বলেছেন।

আমরা এই বৃত্তের মাঝেই ঘুরপাক খাচ্ছি।

ধন্যবাদ ভাই।

১০| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: শিরোনামটা আমার কাছে অসামঞ্জস্যপূর্ণ মনে হল। লেখাটাও কেমন অগোছালো। তবে মূল বক্তব্যতে +++

আর প্রথম প্যারাটায় ভালোলাগা রইল,
রাত্রি এবং দিনের দাবা খেলায়, সময় নির্লিপ্ত দর্শক।মানুষ স্বপ্ন এবং স্বপ্ন ভঙ্গের আর্তনাদ নিয়ে কালকে জাগাবে বলে অবিরাম শূন্যতায় খুঁজে ফিরে নিজের অস্তিত্বের সংকট।চক্রের কাছে দায়বদ্ধ আদিম পিতা বলে দেয়নি মুক্তির পরম পথ।তাই সন্তানেরা যখনই আলিঙ্গন করে মুক্তির আকাঙ্ক্ষাকে, তখনই জড়িয়ে যায় সুদৃঢ় বন্ধনে।সৃষ্টির শুরু থেকে চলে আসা আলো আঁধারের অমীমাংসিত দাবা খেলার রায় দেয়নি সময়।মানুষ তাই আজো নিজের অস্তিত্তের মধ্যে আলো অন্ধকার আর সময়ের প্রতিচ্ছবি আঁকে।

১৭ ই জুলাই, ২০১৫ রাত ৮:৪০

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

অনেক কিছু মিশিয়ে কিছু একটা লিখতে চেয়েছিলাম.......

১১| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১১

হাসান মাহবুব বলেছেন: লেখা নিয়ে চমৎকার নিরীক্ষা। ভালো লাগলো।

১৭ ই জুলাই, ২০১৫ রাত ৮:৪৩

জেন রসি বলেছেন: ধন্যবাদ হামা ভাই।

লেখা নিয়ে নিরীক্ষার জন্য ব্লগ উত্তম প্ল্যাটফর্ম।

১২| ১৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

কাবিল বলেছেন: চমৎকার সব কথামালা। ভাল লাগল।






ঈদ মোবারক

২০ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩০

জেন রসি বলেছেন: ধন্যবাদ কাবিল ভাই।

ভালো থাকুন সবসময়।

১৩| ১৯ শে জুলাই, ২০১৫ রাত ৯:১৪

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,



মানুষ স্বপ্ন এবং স্বপ্ন ভঙ্গের আর্তনাদ নিয়ে কালকে জাগাবে বলে অবিরাম শূন্যতায় খুঁজে ফেরে নিজের অস্তিত্বের সংকট ।
অবশ্য আপনি বলেই দিয়েছেন ---- সময় নির্লিপ্ত দর্শক ।
এ কারনেই মানুষের আর জাগা হবেনা কাল । বেঁচে থাকার আকুতি ভরা দৃষ্টির ছেলেটি রয়ে যাবে অতীতেই প্রতিদিন। ঘোরের কয়েকটি মুহূর্ত কেটে গেলে স্পর্শ করে না কিছুই ।

আসলে, অসুরেরা যতো দাপটে বেড়ায় , ভালো মানুষেরা ততো ঈশ্বরের চেয়েও নিঃসঙ্গ হয়ে যায় ।

২০ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩৪

জেন রসি বলেছেন: আসলে মানুষের মধ্যেই অসুর হওয়ার বাসনা এবং অসুর বধের বাসনা আবর্তিত হতে থাকে।

ধন্যবাদ আহমেদ জী এস ভাই।

১৪| ২০ শে জুলাই, ২০১৫ সকাল ৯:০০

নীলপরি বলেছেন: এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় । সব জায়গাতেই এটা ঘটে চলেছে । সাধারনের আবার জীবন মরন ! তাইতো যন্ত্রনাকাতর শিশুকে ফেলে সেলেবের গাড়ি চলে যা্য় ।আর ঠিকই তো । ওর জন্য তো শুধু ওর বাড়ীর লোক শোক করবে । স্বপ্নসুন্দরীর কিছু হলে যে কয়েক প্রজন্ম স্বপ্ন দেখাই ভুলে যাবে ।
একজায়গায় বাবা মা কে ছাড়া এক শিশু অনাথভাবে মৃত্যুর দিকে ধাবিত হলো ,আর এক বাবা অসহায়ভাবে তা হতে দেখল । সব জায়গাতেই আমরা সাধারন নির্লিপ্ত দর্শক । আমারা অসারনদের বানাই ,নিজেরা হতে পারি না ।ইশস সেদিন একটা হাতও যদি অসাধারন হতে পারত ! এগিয়ে আসত রাজনকে বাঁচাতে ! ইশসসসসস।
আপনার লেখা খুবই প্রাসঙ্গিক ।আর বরাবরের মতোই ভালো ।

২০ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩৫

জেন রসি বলেছেন: চমৎকার বলেছেন নিলপরি আপু।

ভালো থাকুন সবসময়।

১৫| ২২ শে জুলাই, ২০১৫ রাত ৩:১২

উর্বি বলেছেন: নক নক কেউ আছেন???

২৩ শে জুলাই, ২০১৫ রাত ১২:০৩

জেন রসি বলেছেন: এখন আছি!

কেমন আছেন?

১৬| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৫২

দর্পণ বলেছেন: ভাইজানের মনডা খারাপ কেন?

২৩ শে জুলাই, ২০১৫ রাত ১২:০৬

জেন রসি বলেছেন: ভাই, মন খারাপ করার জন্য যে মানবিক গুনাবলি লাগে তা আমার নাই!!!

ওইটা আপনাদের মত ভালো মানুষদের জন্য বরাদ্ধ থাক!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.