নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

নেশায় মাতাল হয়ে আছি খুব!

২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৯




হাতে হাতকড়া, মুখ খোলাই আছে- কিছু বলতে চাইলেই বলে ফেলা যায়! কিন্তু বললেই কণ্ঠনালী হয়ে যাবে আকণ্ঠ নীল। হেমলক, চাপাতি, ক্রসফায়ার কিংবা ৫৭ ধারার বিষাক্ত ছোবল নাকি কেউ কেউ নেশা করে খেয়ে ফেলে! আদিম নেশার রক্তবীজ তবু কি এক শিহরণ জাগায় ধমনীর রক্তকণিকায়-নিউরনের বিস্ফোরণে না বলা কথা হয়ে ওঠে আত্মচীৎকার।

তবু প্লাবিত জোছনায় তীরবিদ্ধ হরিণের লাশ দেখে বাঘেরাই অট্টহাসি দেয়।আমিও হাতকড়া পড়ে বসে থাকি নিশ্চুপ-কোন এক মুহূর্তে শব্দ হয়ে উড়ে যাব বলে,নেশায় মাতাল হয়ে আছি খুব-আরেকটু ভয়শূন্য হলেই বলে দিব সব!তারপর আমিও ইতিহাস হব-অতল মহাকালে!

মন্তব্য ৭৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫০

শায়মা বলেছেন: ভাইয়া এই চক্ষু কে এঁকে দিছে? উর্বি আপুনি নাকি!!!!!!!!!!

২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৪

জেন রসি বলেছেন: এই চক্ষুর আত্মা নাই!!!

উর্বি আপু আঁকলে অশ্রু টলমল করত!!!!

২| ২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫০

শায়মা বলেছেন: আগেই জানতাম তুমি হাতকড়া পড়ে বসে থাকো নিশ্চুপ-

২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৮

জেন রসি বলেছেন: চিন্তা নাই এখনো মরি নাই!!

মাঝে মাঝে বোবায় ধরলেও বোবা কিন্তু না!!!!

৩| ২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০০

প্রামানিক বলেছেন: আরেকটু ভয়শূন্য হলেই বলে দিব সব! তারপর আমিও ইতিহাস হব-অতল মহাকালে!

আরেকটু ভয়শূন্যও হবে না বলাও হবে না। শুধ অন্ধকারের ইতিহাস হয়ে থাকতে হবে।
চমৎকার কথামালা। কবিতা না হলেও কবিতার মতই। ধন্যবাদ

২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৭

জেন রসি বলেছেন: না জেনে অন্ধকারের ইতিহাস অনেকেই থাকে। কিন্তু জেনেও চুপ থেকে ইতিহাস হয় জ্ঞানপাপীর দল!! ভয়শূন্য হলেই তাই জ্ঞান মুক্ত হয়ে যায়।

ধন্যবাদ প্রামানিক ভাই।

৪| ২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৫

লেখোয়াড়. বলেছেন:
এখানে সবার আগে আমি মন্তব্য করেছিলাম, সে মন্তব্য গেল কই??
আর আমার আগে শায়মার মন্তব্য দেখতে পাচ্ছি, ব্যাপার কি তাহলে?

কোন ষড়যন্ত্র??

আমি ইতহাস হয়ে গেলাম তবে????

তবে প্রথম প্লাসটা কিন্তু আমার!!!

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

জেন রসি বলেছেন: এখানে সবার আগে আমি মন্তব্য করেছিলাম, সে মন্তব্য গেল কই??
আর আমার আগে শায়মার মন্তব্য দেখতে পাচ্ছি, ব্যাপার কি তাহলে?


বলেন কি????

খুবই রহস্যময় ব্যাপার মনে হচ্ছে!!!

গভীর ষড়যন্ত্রও হতে পারে!!!

তবে আপনি চুপ না থেকে বলে দিয়েছেন!

আপনার ভয়শূন্য চিত্ত একদিন ইতিহাস হবেই হবে!


ধন্যবাদ লেখোয়াড় ভাই।

৫| ২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৬

লেখোয়াড়. বলেছেন:
উর্বি আমার একটি ছবি এঁকে দিয়েছে।
শ্রাবণ ভেঙে শব্দ হলো অষ্ফুটতে...........

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

জেন রসি বলেছেন: সেই ছবি কবিতার মতই চমৎকার হয়েছে। :)

৬| ২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৬

প্রামানিক বলেছেন: ভাই লেখোয়াড়, আপনার কথা শুনে মনে হলো মন্তব্যও হাইজ্যাক হয়।

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

জেন রসি বলেছেন: খুবই রহস্যময় ব্যাপার প্রামানিক ভাই।মনে হচ্ছে সর্ষের মধ্যেই ভূতের অবস্থান!

৭| ২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৫

শায়মা বলেছেন: ৪. ২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৫ ০
লেখোয়াড়. বলেছেন:
এখানে সবার আগে আমি মন্তব্য করেছিলাম, সে মন্তব্য গেল কই??
আর আমার আগে শায়মার মন্তব্য দেখতে পাচ্ছি, ব্যাপার কি তাহলে?

কোন ষড়যন্ত্র??

আমি ইতহাস হয়ে গেলাম তবে????

তবে প্রথম প্লাসটা কিন্তু আমার!!!


জেনভাইয়া আমার পুচ্চিভাইয়ামনির পোস্টে তোমাকে ফার্স্ট হতে দেবো!!!!!!!!!!!!!!!


কাভি নেহি!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :P

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

জেন রসি বলেছেন: আপেক্ষিক সত্যের অনুসন্ধান করতে গিয়ে দেখি গভীর রুপকথার আপেক্ষিক মিথ্যায় পতিত হইলাম!!!!!!!!!!! :P

৮| ২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৭

শায়মা বলেছেন: লেখ্খুভাইয়া প্রথম + ও তোমার না। X(( আমার !!!!!!!!!!!:)


আর উর্বিআপু জিনিভাইয়াকে ছবি না এঁকে দিলে আমিই এঁকে দেবো ভাইয়ুকে!!!!!!!!!!!!! আমার রিক্সাপেইন্ট!!!!!!!!!!:)

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

জেন রসি বলেছেন: প্লাস মাইনাচ গুন ভাগ সবকিছুর জন্যই অসীম সংখ্যক শূন্যে মিলিয়ে যাওয়া ধন্যবাদ!!!

ছবি এঁকে দেন। অপেক্ষায় আছি!!!!!!:)

৯| ২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: হেমলক, চাপাতি, ক্রসফায়ার কিংবা ৫৭ ধারা; এগুলোর নাম শুনলেই অামার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়!

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

জেন রসি বলেছেন: সবারই আত্মারাম খাঁচা ছাড়া হয়। তাই ভয়শূন্য হওয়া ছাড়া কথা বলার উপায় কি??

ধন্যবাদ ভাই।

১০| ২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৫

ভ্রমরের ডানা বলেছেন: অনেক ভাল লেগেছে।সাবলীল লেখনশৈলী

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ ডানা ভাই।

সাবলীল কথা বললে আবার সাবলীল ভাবেই মেরে ফেলা হয়!!!

১১| ২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৫

কাবিল বলেছেন: মুখেও এক অদৃশ্য তালা চাবি। এই তালা খোলার সাথে সাথেই হাতকড়া পরবে।

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

জেন রসি বলেছেন: তালা খুললে মৃত্যুও হতে পারে!!!!

ধন্যবাদ কাবিল ভাই।

১২| ২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

শায়মা বলেছেন: লেখক বলেছেন: খুবই রহস্যময় ব্যাপার প্রামানিক ভাই।মনে হচ্ছে সর্ষের মধ্যেই ভূতের অবস্থান!


হা হা সানডে মানডে আসিতেছে!!!!!!!!:)

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

জেন রসি বলেছেন: হা হা সানডে মানডে আসিতেছে!!!!!!!!:)

না আইসা যাবে কই???

সময় সামনে গেলেও আসবে!!!

সময় ইতিহাসে গেলেও আসবে!!!

১৩| ২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কথা মালা ।

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

জেন রসি বলেছেন: সুন্দর কথাও মাঝেমাঝে গুম করে ফেলা হয়!!

ধন্যবাদ সেলিম ভাই।

১৪| ২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

শায়মা বলেছেন: লেখক বলেছেন: আপেক্ষিক সত্যের অনুসন্ধান করতে গিয়ে দেখি গভীর রুপকথার আপেক্ষিক মিথ্যায় পতিত হইলাম!!!!!!!!!!! :P


আপেক্ষিক, সত্য, মিথ্যা, মহাকাল, পরকাল!!!!!!!!!!!! উফ!!!! মরলাম !!!!!!!!!!! X((

https://www.youtube.com/watch?v=Wo_Tg4XsqOA

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

জেন রসি বলেছেন: কানামাছি সত্য হইলে কানামাছি মিথ্যাও হয়। সবই আপেক্ষিক!!!

১৫| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪২

চাঁদগাজী বলেছেন:


সময়ের সাথে সব ভয়ই সহ্য সীমার ভেতরে চলে আসে; তবে, মনে শক্তি থাকলে, সময়ের জন্য অপেক্ষা করতে হয় না।

২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫১

জেন রসি বলেছেন: ভয় দেখিয়েই সবসময় সত্যকে অবদমন করে রাখার চেষ্টা করা হয়।

ধন্যবাদ আপনাকে।

১৬| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২১

শতদ্রু একটি নদী... বলেছেন: যদি না বলতে পারার কস্ট অসহ্য হয় তবে বলে ফেলেন। কস্ট সহ্য করে বেচে থাকার মানে নাই। এরচেয়ে মহাকাল হয়ে যান। অথবা একটা আইডি খুলেন চাপাতি ৫৭ ধারা সবকিচুরে বৃদ্ধাগুলি দেখাইয়া। এরপর হরবর কইরা বইলা যান। প্রোপারলি হিডেন সত্ত্বা ট্রেস করার ক্ষমতা সরকার কিংবা উগ্রপন্থী কারোই এখনো হয়নাই

২১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৩

জেন রসি বলেছেন: নদী ভাই, ঠিক বলছেন।কখনও কখনও গেরিলা কায়দায় যুদ্ধ চালানো ভালো। তবে হিডেন সত্ত্বা ট্রেস করতে না পারলে সরকার কিংবা উগ্রপন্থী আরো মরিয়া হয়ে উঠে! তখন সামনে যাকে পায় তার উপরই কোপ পড়ে!

১৭| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৩

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,


হাতকড়া পড়ে বসে থাকলে উড়ে যাওয়া যায় কি ভাবে ? অবশ্য নেশায় মাতাল হলে কতোকিছুই যে করা যায় ।

হাতকড়া পড়ে বসে থাকলে চলবেনা । কারার ঐ লৌহ কপাট ভেঙে ফেল, কর রে লোপাট .. এর মতো হাতের শেকলও ভেঙে বজ্রের মতো বিকট শব্দ করে উড়ে যেতে হবে । তবেই না ইতিহাস হওয়া যাবে !

২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২৪

জেন রসি বলেছেন: দেহ শৃঙ্খলিত থাকলেও মনকে মুক্ত করে দিতে হয়! সত্য খুঁজে ফিরার আদিম নেশায় মত্ত না হয়ে গেলে চিন্তাশক্তিও প্রতিক্রিয়াশীলদের ক্ষমতার কাছে জিম্মি হয়ে যায়!

ধন্যবাদ আহমেদ জী এস ভাই।

শুভকামনা রইলো।

১৮| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১:০৬

সচেতনহ্যাপী বলেছেন: নেশায় মাতাল হয়ে আছি খুব-আরেকটু ভয়শূন্য হলেই বলে দিব সব! পারবো কি?? না মাতলামো ছুটলেই আবার নূতন নেশায়.......।।

২২ শে আগস্ট, ২০১৫ রাত ২:১৪

জেন রসি বলেছেন: এই বলে দেওয়ার নেশাতেই আসক্ত আছি!!!

ধন্যবাদ ভাই।

শুভকামনা রইলো।

১৯| ২২ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৪

খেয়ালি দুপুর বলেছেন: ভাল লেগেছে ভীষণ কবিতা। ভাল থাকা হোক অনেক।

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৬

জেন রসি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

শুভকামনা রইলো।

২০| ২২ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:০৫

জুন বলেছেন: আরেকটু ভয়শূন্য হলেই বলে দিব সব!তারপর আমিও ইতিহাস হব-অতল মহাকালে!
আমিও এমন হতে চাই জেন রসি । হতে চাই ইতিহাস ।
ভালোলাগা কথাগুলোতে
+

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৯

জেন রসি বলেছেন: যা কিছু বলার দরকার, ভয়শূন্য মনে বলে ফেলুন।

ধন্যবাদ আপু।

শুভকামনা রইলো।

২১| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৫

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। শুভকামনা।

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ হামা ভাই।

চিত্ত সর্বদা ভয়শূন্য হোক।

শুভকামনা রইলো।

২২| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪০

দর্পণ বলেছেন: বাহ দারুন।

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫০

জেন রসি বলেছেন: ধন্যবাদ খালু।

শুভকামনা রইলো।

২৩| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৮

তুষার কাব্য বলেছেন: দারুন লাগলো কথামালা ।

শুভেচ্ছা ।

২৩ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ তুষার ভাই।

শুভকামনা রইলো।

২৪| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২০

কলমের কালি শেষ বলেছেন: :( লেখায় পরাধীনতা প্রকাশ পেয়েছে তাচ্ছিল্য রুপে ।

ভাললাগা অনেক ।

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৭

জেন রসি বলেছেন: আমরা সবাই পরাধীন আমাদের এই স্বাধীন রাজ্যে !!!

শুভকামনা রইলো।

২৫| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০১

সুমন কর বলেছেন: দারুণ হয়েছে।
ভালো লাগা রইলো।

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৫

জেন রসি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

চিত্ত ভয়শূন্য হোক।

শুভকামনা রইলো।

২৬| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ২:৫৯

মায়াবী রূপকথা বলেছেন: ভাল লিখেছেন ভাইয়া, দারুন প্রকাশ ভাবের

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।

শুভকামনা রইলো।

২৭| ২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৯

উর্বি বলেছেন: হেমলকের রসে পরিপূর্ণ নষ্ট সমাজ । তাইতো হাতে হাতকড়া .
ভালো লাগল অসম্ভব

২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪০

জেন রসি বলেছেন: হেমলকের রস খেয়েই যুদ্ধ চালিয়ে যেতে হবে।

ধন্যবাদ আপনাকে।

হাতে হাতকড়া থাক, মনকে নিয়ন্ত্রিত হতে দেওয়া যাবে না!!

২৮| ২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

শায়মা বলেছেন: ভাইয়ু!:)

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৭

জেন রসি বলেছেন: খবর ভালো! :)

২৯| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১১

শায়মা বলেছেন: ভালো কি খারাপ জানিনা তবে হাসতে হাসতে মারা গেছি! :P

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৪

জেন রসি বলেছেন: এখন ভূত হয়ে হাসুন! :P

৩০| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১৮

এস কাজী বলেছেন: সুন্দর হয়সে। ভালা হয়সে। তয় কবিতা না অন্য কিছু একটু কোন দেহি? B-)

৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৫

জেন রসি বলেছেন: কি হইছে এইটা আমি নিজেও বুঝি নাই!!!

ধন্যবাদ ভাই।

শুভকামনা রইলো।

৩১| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৫

হানিফ রাশেদীন বলেছেন: সুন্দর ভাবনা।

৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

শুভকামনা রইলো।

৩২| ২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৭

নীলনীলপরী বলেছেন: রসিভাই.........

:(

৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৭

জেন রসি বলেছেন: মন খারাপ কেন????????

খবর ভালো?????

৩৩| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১১

রিকি বলেছেন:

৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৫

জেন রসি বলেছেন: ইহা কি মেঘমুক্ত বৃষ্টি????

৩৪| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৭

রিকি বলেছেন: হ্যাঁ--- এই বৃষ্টি পরাবাস্তব কুয়াশা থেকে হয়েছে !!! ;)

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৯

জেন রসি বলেছেন: পরাবাস্তব কুয়াশাময় বাদলদিনের মায়াবাস্তব কদম ফুলের নৈরাজ্যবাদী আগ্রাসন থেকেও হইতে পারে!!! ;)

৩৫| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫১

রুদ্র জাহেদ বলেছেন:
তারপর আমিও ইতিহাস হব-অতল মহাকালে!
খুব ভালো লাগল

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

জেন রসি বলেছেন: শুভকামনা রইলো ভাই।

৩৬| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

চোখের কাঁটা বলেছেন: নেশার লাটিম ঝিম ধরেছে.......!!
জিনি ভাই আছুইন কেমন?

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০

জেন রসি বলেছেন: ভালো আছি!

তবে ঝিম ধরে নাই।

আপনি ভালো আছেন?

৩৭| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

নিমগ্ন বলেছেন: ওহহো ব্রাদার। নয়া নয়া লেখা চা-ই___

১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

জেন রসি বলেছেন: ঝড়ের পূর্বে পরিবেশ একটু শান্ত থাকে!! ঝড় আসিতেছে!!

হা হা হা.....

ধন্যবাদ ভ্রাতা। :)

৩৮| ০২ রা মার্চ, ২০১৬ রাত ৯:৪২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনবদ্য!

০২ রা মার্চ, ২০১৬ রাত ৯:৫৩

জেন রসি বলেছেন: ধন্যবাদ! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.