নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

নজরবন্দি বাজিকর

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৯



বিধাত্রীর নীলনকশায় নজরবন্দি বাজিকর
চাবুকের লাগামহীন যন্ত্রণা থেকে নিংড়ে
পাওয়া সুখের শেষ সমুদ্রঝড়ে খুন হবে
বলে জানু পেতে বসে আছে-আমরন!
মহাত্মা হৃদয় তবু বেওয়ারিশ লাশেই
অস্ত্রোপচার করে খুঁড়ে চলে আমূল আদিম
প্রহরে শ্রমলব্ধ, মধুমাখা, জ্ঞানশূন্য সিংহাসন!

নেশার মত বিশুদ্ধ নষ্ট ইন্দ্রজালের সূর্যোদয়ে
রহস্যের অতলে রহস্যের বিষমাখা তীর যে
হৃদয় ছুঁয়ে পেয়েছিল অমৃত সুখ- সে গোপন
অতলে ডুব দিয়ে বাজিকর দেখেছিল স্বপ্নবিষাদ!
ধ্বংস, মৃত্যু কিংবা ভয়ের স্পর্শবিহীন চেতনার
অন্ধকারে অন্ধ হয়ে একমুঠো আলোর আশায়
নিজেই নিজেকে বিশ্লেষণ করে খুঁজে পায়-আজন্ম ফাঁদ!

মন্তব্য ১৩৫ টি রেটিং +১০/-০

মন্তব্য (১৩৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২১

রিকি বলেছেন: জেন ভাই আসেন তিন পাত্তি খেলি !!!! ;)



০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৬

জেন রসি বলেছেন: তিন পাত্তিতে মগজের পাত্তি কম খরচ হবে!!!

চলেন ২৬ পাত্তি খেলি!!!;)

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর লেখা!!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ কাভা ভাই।

আনন্দিত হলাম।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯

আরণ্যক রাখাল বলেছেন: আমি মোটেও বুঝি নাই

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭

জেন রসি বলেছেন: বুঝার কিছু নাই!!!

আসেন খেলি!!!

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯

রিকি বলেছেন: না আসেন তাহলে Poker বা Blackjack খেলি-- ২৬ পাতার অত ভেজাল নিয়ে লাভ নাই !!!! ;) ;) বাড়ির কাগজটা নিয়ে এসেন তাহলেই হবে !!!! B-)) B-)) B-))

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩

জেন রসি বলেছেন: মনে হচ্ছে হাতে রয়েল ফ্লাশ নিয়ে বসে আছেন!!!

আমার আবার শুধু ফ্লাশ!!!!

ব্লাফ দিমু নাকি চিন্তা করতেছি!!!! ;)



৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো। শুভেচ্ছা।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

আনন্দিত হলাম। শুভেচ্ছা।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২১

শতদ্রু একটি নদী... বলেছেন: কঠিন কবিতা। বোঝার জন্য কঠিন কারন একেকটা বাক্য দৈর্ঘ্যে একটূ বেশি বড়। তবে ভালোলাগছে। মুক্তগদ্যের মতো কিন্তু মুক্তগদ্য না, চরনে অন্তমিল আছে। ++

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০

জেন রসি বলেছেন: এই কবিতার কাঠামো মুক্তগদ্যের মত না। প্রথাগত কাঠামোর মধ্যে থেকে কবিতা লিখলে লেখকের চিন্তার স্বতঃস্ফূর্ততা অনেক কমে যায়। তাই লেখার সময় প্রথা কিংবা কাঠামো নিয়ে চিন্তা করি না!

ধন্যবাদ, নদী ভাই। :)

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০

সাহসী সন্তান বলেছেন: দারুন পোস্ট!

তবে তাস সম্পর্কিত একটি মজার প্রশ্ন। তাসের প্রায় সব রাজার মুখই পরিষ্কার দেখা যায় সুধুমাত্র একজন রাজা বাদে। এখন বলেনতো তাসের কোন রাজার মুখের পুরো টা দেখা যায় না অথ্যাৎ তার মুখের অর্ধেক অংশ দেখা যায়?

স্বর্তঃ- এখন দেখে বললে হবে না।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮

জেন রসি বলেছেন: সেই রাজা মনে হয় আফ্রিকায় ডায়মন্ডের সন্ধানে গিয়েছিলেন!! কিন্তু সেইখানে গিয়ে নিজের লোভ দেখে লজ্জায় মুখ ঘুরিয়ে রেখছেন!!!

ধন্যবাদ ভাই!

আমি কিন্তু উত্তর দেই নাই!!! :)

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪

শতদ্রু একটি নদী... বলেছেন: প্রথম সম্পুর্ন বাক্যটাই পড়েন এভাবে, এর মাঝে তো বিরতি নাই, তাই এটা পড়তে পড়তে পাঠকের কাছে মুক্তগদ্যের মতই মনে হবার কথা। আমরন, সিঙ্ঘাসন এই ধ্বনিগত মিল প্রচ্ছন্ন হয়ে যায় বড় বাক্যের ব্যবহারের জন্য।

বিধাত্রীর নীলনকশায় নজরবন্দি বাজিকর চাবুকের লাগামহীন যন্ত্রণা থেকে নিংড়ে পাওয়া সুখের শেষ সমুদ্রঝড়ে খুন হবে বলে জানু পেতে বসে আছে-আমরন!

শুধু আমরনটাই মনে হয় হাল্কা বিরতি দিয়ে পড়তে হবে বুঝাইছেন। এতো বড় লাইন পড়তে গেলে একটূ আউলাইয়া যাই, মানে বের করা কঠিন হয়। যদিও এইটাই আপনার নিজস্ব স্টাইল।

কবিতা যার যার ব্যাপার, নিজের উপলব্ধিই বড়। অন্য কারো ভালোলাগার জন্য নিজের ভাললাগা চেঞ্জ করতে হয়না, তাহলে কবির নিজের তৃপ্তি হারাইয়া যায়। আমি নিজেও কখনো অন্যের কথা শুইনা কিছু চেঞ্জ করিনা। ;)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

জেন রসি বলেছেন: কবিতার একটা মৌলিক ব্যাপার হচ্ছে কবিতায় কবি যে থিম প্রকাশ করতে চায় তা কিছুটা কিংবা সম্পূর্ণরূপে সুপ্ত অবস্থায় থাকে। তাই শব্দগুলো অনেক সময় প্রতীকরুপে থাকে। আবার নাও থাকতে পারে। কিন্তু যখন একজন কবি কোন কাঠামো অনুসরন করে কবিতা লিখতে যায় তখন বাক্য কিংবা শব্দগুলোকে এমনভাবে বিন্যাস করতে বাধ্য হয় যা মূল থিমকে বিচ্যুত করে। তাই মাঝে মাঝে ছন্দ কিংবা কাঠামো ঠিক রাখার জন্য ব্ল্যাংক ভার্স সৃষ্টি করতে হয়। এই কারনে আমি মুক্তভাবে লিখেতেই পছন্দ করি। তবে সেটা দীর্ঘ লাইনই হতে হবে এমন কোন ব্যাপার কাজ করে না। কি লিখতে চাচ্ছি অর্থাৎ কবিতার থিমের উপরই সেটা নির্ভর করে!

কবি নিজে তৃপ্তি না পাইলে কবিতা লেখায় আনন্দ নির্বাসিত হবে! তবে আমি যা লিখি তা আবার কবিতা নাও হইতে পারে! কারন কবিতাকে মূল্যায়ন করারও কিছু পদ্ধতি আছে। সেভাবে মূল্যায়ন করলে দেখা যাবে এগুলা কবিতা হয় নাই।তবে এই ব্যাপারটা নিয়ে আমি লেখার সময় চিন্তা করি না! আপনিও করেন বলে মনে হয়না। এইজন্যই আমরা আনন্দ নিয়া কবিতা কিংবা অকবিতা লিখে যাচ্ছি! :)

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪

হাসান মাহবুব বলেছেন: অতি দীর্ঘ একেকটা বাক্য। খটমটে। পড়ে আরাম পাই নাই।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩

জেন রসি বলেছেন: ধন্যবাদ হামা ভাই।

আরাম পান নাই বলে আন্তরিক ভাবে দুঃখিত।

শুভকামনা রইলো।

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ভালই লাগসে জেন ভাই। :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

আনন্দিত হলাম।শুভেচ্ছা।

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯

শায়মা বলেছেন: গেছি!!!!!!

জিনি ভাইয়া!!!!!!!!!!!!!!!!! :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭

জেন রসি বলেছেন: রিকি আপু রয়েল ফ্লাশ নিয়া বইসা আছে!!!!

যাওয়ার আগে আপনার কার্ডগুলো আমাকে দিয়া যান!!! :)

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯

কাবিল বলেছেন: লেখাতেও নজরবন্দি।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪

জেন রসি বলেছেন: বাজিকর নজরবন্দি হলে বাজিকর সম্পর্কিত কবিতাও নজরবন্দি হইতে বাধ্য!!!!!!

ধন্যবাদ কাবিল ভাই।

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২১

সুমন কর বলেছেন: আমিও তেমন বুঝলাম না !!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭

জেন রসি বলেছেন: কোন সমস্যা নাই!

শুভেচ্ছা রইলো!

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২২

শায়মা বলেছেন: থু থু আই হেইট কার্ড!:(

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৭

জেন রসি বলেছেন: বুদ্ধি এবং সাহস কম থাকলে এমনই হয়!!!! :P

১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৯

প্রামানিক বলেছেন: আমি টাস খেলা পারি না। এইখানে আমি অযোগ্য। আমি মাপ চাই।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৫

জেন রসি বলেছেন: তাস খেলা পারতে হবে এমন কোন কথা নাই!!

বাপ্পাদার গানের মত মানুষকে ৫২ তাস ধইরা বাজি ধরে ফেলতে পারেন!!!!

ধন্যবাদ প্রামানিক ভাই।

১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১

শায়মা বলেছেন: আমার বুদ্ধি কম!!!!!!!!!!!!!! B:-)


এমন আশ্চর্য্য কথা জীবনে এই প্রথম শুনলাম !!!!!! :-/


আর সাহস!!!!!!!!!!!!!

আমি দুঃসাহসী বীর!!!!!!!!!!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯

জেন রসি বলেছেন: আপনার হাতে ফুল হাউজ আছে!!!

কিন্তু বলতেছেন রয়েল ফ্লাশ!!!!!

নির্ঘাত ব্লাফ!!!!! :P

১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯

রিকি বলেছেন: আপুনি আসেন একসাথেই খেলি !!!! ;) আমার আবার তাস চরম পছন্দ--- সলিটেয়ার, হার্টস, স্পেড ট্র্যাম্প পারি ভালোই। তাসেও কিন্তু রহস্য আছে আপুনি ইইইইইইইইইইইইইইইইইইইইইইই !!!!! ;) ;) জেন ভাই বলেন তো তাসের চারটা রাজা কে কে??? সাহসী ভাইয়ের মত আমিও একটা প্রশ্ন জিজ্ঞেশ করলাম !!!! ;)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

জেন রসি বলেছেন: তাস খেলার মজাই আলাদা!!! সবকিছুর মত হার্টস খেলায় আপনি বেশী পয়েন্ট পান বলেই মনে হচ্ছে!!! :P

চার রাজা ডেভিড, আলেকজান্ডার, চার্লমেন্জ এবং সিজার!!!!

কিন্তু প্রশ্ন হইলো চার রানী কারা?????? ;)

১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮

শায়মা বলেছেন: আমি খেলবো তাস!!!!!!!!!!!!!!!!!!!!!!


ছি ছি ছি তার থেকে আনি একটা বাঁশ

টুকরা করে রাঁধি হাঁস!!!!!!!


খেয়ে করো হাঁস ফাঁস!!!!!!!!!!!!!

গলায় পড়তেও পারে ফাঁস


অথবা হুপিং কাঁশ

দোয়া করো দিল খাস......

নাকি খাইয়ে দেবো ঘাস!!!!!!!!!!!

নাকি করবে মুলোর চাষ???


পরীক্ষায় ফেইল অর পাস????

লাড্ডু খেলে ঠাস ঠাস

পড়ে পিঠে রাশ রাশ!!!!!!!!:)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

জেন রসি বলেছেন:
যদি খেলেন তাস!
হবে বুদ্ধির চাষ
দিনগুনে বারোমাস!
মাথায় লাগবেনা ফাঁস
খেতে হবেনা আর ঘাস!!! :P

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

জেন রসি বলেছেন: হাঁস রান্না কইরা খাওাইলে তাস খেলা বাদ!!!!!

১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

শায়মা বলেছেন: যারা খায় ঘাস
ভাবে তারা করছেন বুদ্ধির চাষ
হাঁস খাইয়ে আর চাইনা করতে
তাদের সর্বনাশ!!!!!!:)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

জেন রসি বলেছেন: যদি না খাওয়ান হাঁস
চলবে খেলা তাস
যদি করে কেউ হাঁসফাঁস
ঘটবে তাহার সর্বনাশ!!!!!

২০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

সাহসী সন্তান বলেছেন: @রিকিকে করা আপনার প্রশ্নের উত্তরঃ-

১। কিং অব ডায়মন্ডস হলেন জুলিয়াস সিজার এবং কুইন অব
ডায়মন্ডস হলেন তার স্ত্রী র্যাচেল।

২। কিং অব স্পেডস হলো ডেভিড, গোলিয়াথের হত্যাকারী। এই তাসের রানী হলেন গ্রিক যুদ্ধ দেবী প্যালাস, যিনি দুই হাতে ধরে আছেন তরবারি ও ফুল।

৩। কিং অব হার্টস-এর ছবি আঁকা হয়েছে ফ্রান্সের বিখ্যাত রাজা
চার্লস-এর অনুকরণে যিনি ৮০০ খ্রিস্টাব্দে জয় করেন অর্ধেক ইউরোপ। তার তাসের রানী হলেন বাইবেল উল্লেখিত নায়িকা জুডিথ। যিনি রাজার তরবারির এক আঘাতে এক আসিরিয়ান সেনাপতিকে হত্যা করেছিলেন।

৪। কিং অব ক্লাবস হলেন দিগ্বিজয়ী আলেকজান্ডার দ্য গ্রেট, যিনি ৩২৩ খ্রিস্টপূর্বে পৃথিবীর প্রায় পুরোটা দখল করে নিয়েছিলেন। আগের তাসে পৃথিবীর মানচিত্রের গোলক থাকত, পরে তার আলখেল্লায় গোলকটি আঁকা হয়। কুইন অব ক্লাবস হলেন একমাত্র ইংরেজ মহিলা। যিনি আর কেউ নন রানী প্রথম এলিজাবেথ। তার গোলাম হলেন রাউন্ড টেবিলের বিখ্যাত নাইট, স্যার ল্যান্স লট।

আমার প্রশ্নের উত্তরটা কিন্তু পায়নি?????

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

জেন রসি বলেছেন: রাজার মতই রানী রহস্যের সমাধান করার জন্য আপনাকে ধন্যবাদ সাহসী সন্তান ভাই।

রুইতনের রাজা মুখ ফিরিয়ে রেখেছেন। কেন রেখেছেন সেটার একটা নিজস্ব মনগড়া ব্যাখ্যা আপনার প্রশ্নের উত্তরে দিয়েছি!!!

২১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

রিকি বলেছেন: পিসির অন্য তিন প্লেয়ারকে হার্টসে সামান্য একটা চাল দিয়ে চাঁদে পাঠিয়ে দেওয়ার মজাই আলাদা ভাই (Shot the moon) !!! ;) তাসের রাণী কারা এটা আমারও জানার খুব ইচ্ছা...দাবা, তাস আর পাশা এই তিনটা খুব খুব রহস্য পূর্ণ খেলা !! হিসাব না করে খেলতে বসলে ধরা...;) তবে তাসের সাথে জুয়া মানে অর্থ, সম্পদ হারানোর সম্পৃক্ততা ভালো লাগে না...এ বাদে তাসের খেলাগুলো সেরকম লাগে। ;)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০১

জেন রসি বলেছেন: পিসির প্রোগ্রাম করা তিন খেলোয়াড় এর অবস্থান এমনিতেই ব্ল্যাকহোলের আকর্ষণের মতই বেতাল থাকে!!! ;) তাই তার চেয়ে বেশী মজা কয়েকজনের নিউরনে ঝড় তুলে তাদের চেহারায় অর্ধচন্দ্রের প্রতিফলন দেখা!!! ;) তাসের রানী কারা এইটা সাহসী সন্তান ভাই বিশদ ভাবে ব্যাখ্যা করে দিয়েছেন! :) দাবা খেলাও আমার খুব প্রিয় খেলা! একেবারে আলোকবর্ষ হিসাব কইরা চাল দেই!!! ;) অর্থ সম্পদ হারানোর ভয় নিয়া খেলার মজাও অন্যরকম!!অনেকটা মহা শূন্যে ভেসে বেড়ানোর স্বাদ পাওয়া যায়!!! ;)

২২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

সাহসী সন্তান বলেছেন: @রিকি আপনার কমেন্টের উত্তরটা কিন্তু আমার আগের কমেন্টেই দিয়ে দিয়েছি!

সায়মা আপুর রান্না করা হাঁস খাওয়ার অপেক্ষায় থাকলাম! এর ব্যবস্থা করার দ্বায়িত্ত্ব কিন্তু জেন রসির, কারন পোস্টটা তো সেই দিয়েছে!!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৯

জেন রসি বলেছেন: সাহসী ভাই, আপনাকে যেমন তাস বিশারদ মনে হচ্ছে, শায়মা আপু মনে হয়না আপনাকে হাঁস রান্না করে খাওয়াবেন!!! আমি দায়িত্ব নিলে উনি আমাকে গুল্লি কইরা দিতে পারেন!!! আপনি একমাত্র সাহসী ভাই! এই দায়িত্ব আপনার। আমারা পিছনেই আছি!!!

২৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৯

শায়মা বলেছেন: সাহসী ভাইয়া দিন দিন এই ব্লগে নতুন নতুন পন্ডিৎগণ দেখিয়া আমি কিঞ্চিৎ ভীত ও সন্ত্রস্ত!!!!

কিছুদিন হলো তিন পন্ডিৎ জিনিভাইয়া, রিকি আপুনি আর শত্দ্রুভাইয়াজানের সাথে নতুন আরেক তাসাড়ু পন্ডিৎ সাহসীভাইয়াকে দেখিয়া আমি টেবিলের তলাতেই থাকবো মনস্থ করিয়াছি।


তবে হ্যাঁ আমার ব্রিজ চ্যাম্পিয়ন লেডিজ ক্লাব ফুপিকে পাঠায় দিলে তোমাদের খবর করে দেবে হাহ!!!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৮

জেন রসি বলেছেন: টেবিলের তলায় ভূত থাকতে পারে!!! দুই একটা UFO থাকাও অসম্ভব কিছু না!!! তাই ওইখানে থাকলে প্যারালাল জগতে হারাইয়া যাইতে পারেন!!! :P

আপনার ব্রিজ চ্যাম্পিয়ন লেডিজ ক্লাব ফুপির প্রতি আন্তরিক শ্রদ্ধা রেখে বলছি উনি আমাদের সাথে খেললে আমাদেরকে চ্যাম্পিয়ন ঘোষণা করে এই খেলার আরো গভীরভাবে মনোনিবেশ করবেন!!!! :P

২৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৯

সাহসী সন্তান বলেছেন: সায়মা বলেছেনঃ- ' সাহসী ভাইয়া দিন দিন এই ব্লগে নতুন নতুন পন্ডিৎগণ দেখিয়া আমি কিঞ্চিৎ ভীত ও
সন্ত্রস্ত!!!!'
-আপু পন্ডিতের দ্যাখছেন কি? সবে তো শুরু!

'কিছুদিন হলো তিন পন্ডিৎ জিনিভাইয়া, রিকি আপুনি আর শত্দ্রুভাইয়াজানের সাথে নতুন আরেক তাসাড়ু পন্ডিৎ সাহসী ভাইয়াকে দেখিয়া আমি টেবিলের তলাতেই
থাকবো মনস্থ করিয়াছি।'
-টেবিলের তলায় গিয়ে লুকাইলেকি আপনার মুক্তি হবে? চারজন চারদিক থেকে আপনাকে কাউন্টার এ্যাটাক করুম, দেখি তখন কোথায় গিয়ে লুকান!!

' তবে হ্যাঁ আমার ব্রিজ চ্যাম্পিয়ন লেডিজ ক্লাব ফুপিকে পাঠায় দিলে তোমাদের খবর করে দেবে হাহ!!!'
-আপনার লেডিজ ক্লাব ফুফির জন্য একটা ছোট্ট প্রশ্ন। "তাসের কোন রাজার গোঁফ নেই?"

-উত্তর নিয়ে আসা চাই। নইলে কিন্তু খবর আছে!!


জেন রসি বলেছেনঃ- ' সাহসী ভাই, আপনাকে যেমন তাস বিশারদ মনে হচ্ছে, শায়মা আপু মনে হয়না আপনাকে হাঁস রান্না করে খাওয়াবেন!!! আমি দায়িত্ব নিলে উনি আমাকে গুল্লি কইরা দিতে পারেন!!! আপনি একমাত্র সাহসী ভাই! এই দায়িত্ব আপনার। আমারা পিছনেই আছি!!!'

-অসুবিধা নেই, আমি আগে থাকবো আর আপনি প্রথমে থাকবেন!! তাছাড়া আপনি সুধু সায়মা আপুর রান্না ঘরের ঠিকানাটা দিতে পারলেই হলো, বাকি দ্বায়িত্ত্ব আমার!!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৫

জেন রসি বলেছেন: হাঁস রান্না করে না খাওাইলে আমরা নিজেরাই হাঁস রান্না কইরা তাস খেলতে বইসা যাব!!! শায়মা আপুর জন্যও কিছু পাঠাইয়া দিব!!!সেই পরাবাস্তব হাঁস খাইয়া উনি নিশ্চিত তাসের মায়াবাস্তব জগতে বইসা বাজিকর হইয়া যাবেন!!!

২৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০২

শায়মা বলেছেন: জিনিভাইয়া তোমাকে শামুক ধরুক!!!!!!!!!!!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৮

জেন রসি বলেছেন: আমাকে শামুক ধরলে ভাজি কইরা আপনার জন্য পাঠাইয়া দিব!!! :P

তবে একটু সাবধানে থাইকেন!!!!

ভিন্ন গ্রহের শামুকরা মনে হয় আপনাকে নিয়া মহাজাগতিক পরিকল্পনা করতেছে!!! ;)

২৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৬

শায়মা বলেছেন: এহ রে সাহসীভাইয়া চারদিকে চার জন এ্যাটাক দেবে!!!!!!!!!! :-/

মন্ত্রপুত পানির বোতল নিয়ে যাচ্ছি।


আর কোন রাজার গোঁফ নাই জানার জন্য ফুপি লাগে!!!!!!!!!!!!


ফু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

সেই রাজা যেই রাজা যার নেই গোঁপ
হৃদয়ের রাজা সে যে তাই গোফ লোপ!!!!!!!!!!!! :) :) :)


০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৩

জেন রসি বলেছেন: হৃদয়ের রাজা মনে হয় তামিল ছবি দেখে নাই!!!

দেখলে নির্ঘাত গোঁপ রাইখা দিত!!!

ফু ফু কইরা ছাই উড়ানো যাইতে পারে!!!

আইফেল টাওয়ার ফালাইতে হইলে কিন্তু ......... ;) :P

২৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৯

সাহসী সন্তান বলেছেন: শায়মা বলেছেনঃ- 'সেই রাজা যেই রাজা যার নেই গোঁপ
হৃদয়ের রাজা সে যে তাই গোফ লোপ!!!!!!!!!!!!'

বহুত খুব, মচতকার (চমৎকার) হইছে!!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৬

জেন রসি বলেছেন: শায়মা আপু কিন্তু পোকার খেলতেছে!!!!

ব্লাফ খাইয়েন না!!!! ;)

২৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩১

শায়মা বলেছেন: হা হা সাহসীভাইয়া!!!!!!! :P


নাহয় ডোন্টো লাইক তাসাড়ু বা জুয়াড়ু
তাই বলে হেরে যাবো হোক না সে হাডুডু
যদি চাই নোবডি ক্যান হারাবে আমারে
যেমনেই জিতবোই কেটে মেরে ধরে..... :P :P :P

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪০

জেন রসি বলেছেন: শিশুদের সাথে বড়রা হারার জন্যই খেলে!!!!!!

শিশুরা আনন্দিত হয়!!!

তা দেখে আমরাও আনন্দিত হই!!!!


শিশুদের নির্মল আনন্দের মত আনন্দ আর কই আছে????? :P

২৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

রিকি বলেছেন: সাহসী ভাইয়ার উত্তরে আমি মুগ্ধ...ভাই হামিংবার্ডের মত তাস নিয়েও একটা কিছু লিখে ফেলেন তো...তাসের দেশের তাসের রহস্য নিয়ে। @জেন ভাই: আপনি আলোকবর্ষ হিসেব করে মহাকালের সাথে দাবা খেলেন? ;)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

জেন রসি বলেছেন: আমিও মুগ্ধ। সাহসী ভাইয়ের সাথে একদিন সাহস কইরা খেলার ইচ্ছা আছে! সাহসী ভাই তাস নিয়া লিখবেন, এই অপেক্ষায় আমিও থাকলাম।মহাকালের সাথে দাবা খেলায় খুব একটা সুবিধা করতে পারতেছি না!!! একটা চালের জন্য এক আলোকবর্ষ অপেক্ষা করতে হয়!!! ;)

৩০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

শায়মা বলেছেন: লেখক বলেছেন: হাঁস রান্না করে না খাওাইলে আমরা নিজেরাই হাঁস রান্না কইরা তাস খেলতে বইসা যাব!!! শায়মা আপুর জন্যও কিছু পাঠাইয়া দিব!!!সেই পরাবাস্তব হাঁস খাইয়া উনি নিশ্চিত তাসের মায়াবাস্তব জগতে বইসা বাজিকর হইয়া যাবেন!!!



থু থু থু তোমাদের রান্না খাবো!!!!!!!!!!


কখনও না ......... কিছুতেই না!!!!!!!!!!!


আর শামুক ভাজি!!!!!!!!!!!!!!!!!


চলবেনা কল্পনা মহা বহা যাহা হোক
শামুকের জগতটা খুব বেশি মাপ জোক
গুটিগুটি হাঁটে তারা দেখেছি তা খুঁটিয়ে
এতটুকু শঙ্কায় নেয় তারে গুটিয়ে......
শক্ত খোলসে ঢাকা রাখে তার চারধার
সাধ্য কি তারে ভাজো!!!!!!!

করে দেবো ছারখার!!!!!!!!!!!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৬

জেন রসি বলেছেন: থাক খাইয়েন না!!!!!!

পরে খাইয়া কইবেন মানুষের পেটে কুকুরের খাওয়া হজম হয় না!!!! :P

শামুককে দেখেছেন, খুব ধীর গতি
আপনার সাহস নাই, বুঝেন তার মতি!
নিজেকে রাখে শামুক সর্বদা গুটিয়ে
কেমনে বুঝবেন কি তুলে ফুটিয়ে!!
তাই ভয় না পেয়ে হয়ে যান রাজী
খেয়ে ফেলুন সুস্বাদু শামুক ভাজি!!! :P

৩১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৪

শায়মা বলেছেন: লেখক বলেছেন: শিশুদের সাথে বড়রা হারার জন্যই খেলে!!!!!!

শিশুরা আনন্দিত হয়!!!

তা দেখে আমরাও আনন্দিত হই!!!!


শিশুদের নির্মল আনন্দের মত আনন্দ আর কই আছে????? :P



হা হা হা এত বড় হবার ইচ্ছা পিচকাভাইয়া!!!!!!!!!!!!


না হেসে আর পারলাম না!!!!!!!!!!! :P

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৪

জেন রসি বলেছেন: পিচকা হইতে পারি কিন্তু শিশু না!!!!

পিচকারাও শিশুদের আনন্দ দেইখা মজা পায়!!!!!

বড় হইতে কে চায়?????

কিন্তু মহাকাল টাইনা বড় বানাইয়া ফেলতেছে!!!!!

দাবা খেইলাও লাভ হইতেছে না!!!!!


হাসেন!!!!

শিশুদের হাসি দেখলে নিস্পাপ আনন্দ পাওয়া যায়!!! :P

৩২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

জুন বলেছেন: আমি একা একা ফ্রিসেল খেলি :||

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৭

জেন রসি বলেছেন: মানুষ যখন একা একা খেলে তখন সে আসলে নিজের সাথেই খেলে!!!

ধন্যবাদ জুন আপু।শুভেচ্ছা।

৩৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০০

সাহসী সন্তান বলেছেন: ইচ্ছা ছিল অনেক দিনের শায়মা আপুর হাতে,
রান্না খাবো তাস খেলবো নিয়ে মাংস পাতে।
কিন্তু আপু হয়না রাজি, এখন আমি কিযে করি কষ্ট লাগে মনে
ঘুরবো এবার দুঃখ মনে ঝোপ জঙ্গল আর বনে!!

রিকি আপু ইচ্ছা ছিল এমন একটা পোস্ট দেওয়ার, তবে ইন্টারনেটে তাস লিখে সার্চ করলে এত এত সব তথ্য হাজির হয় যে মাথা পুরাই আউলা ঝাউলা হয়ে যায়।

তবে আপাতত ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে পারিঃ-
"মোবাইলে চার্জ নাই, এদিকে কারেন্ট বাবাও বেশ লেট করছে। যার জন্য মোবাইল মামা ঝাকি খাচ্ছে!!.........Feelings @Angry, Painful, Upset & Excited!!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৪

জেন রসি বলেছেন: শপথ কইরা চেষ্টায় নিমগ্ন থাকুন!!! অবশ্যই একদিন সফল হবেন!!! তবে আমারে দাওয়াত দিতে ভুইলেন না!!!

তাস নিয়া লিখে ফেলুন। তাস নিয়া লিখলে মাথা একটু ঘুরবে এটাই স্বাভাবিক!!!

মোবাইল ঝাঁকিতে রাইখা আপাতত অসীম শুন্যে দৃষ্টিপাত কইরা দেখতে পারেন!!!

৩৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৬

শায়মা বলেছেন: জিনি ভাইয়া

তোমার শামুক তুমি খাও সাহসীকে নিয়ে
রিকি আপুও খাবেন ঝিনুক ভাইয়াকে দিয়ে
নদীভাইয়া খাবেন কেঁচো বানিয়ে মজার স্যুপ
অনেক হলো খানাপিনা এবার থাকো চুপ!!!!!!:)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৪

জেন রসি বলেছেন: সাহসী ভাই খেলবেন তাস
ভাই আবার খাইতে চান হাঁস!!!
রিকি আপু খেলেন স্পেডটার্ম
আপু পাবেনা শামুকের চার্ম!!
নদী ভাই ধরেছেন সুফি লাইন
শামুক দেখলেই করবেন ফাইন!!
শামুক শুধু হতে চায় আপানার খাদ্য
সি শামুক ভাজি করবে, কার আছে সাধ্য??? ;)

৩৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৮

শায়মা বলেছেন: থু!!!!!!!!!!!!!!!!!!!
থু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

থু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! X((

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

জেন রসি বলেছেন: শামুক কি খাওয়া শুরু করছেন?????

শিশুদের রাগ দেখলেও আনন্দ পাওয়া যায়!!!

তবে কান্নাকাটি শুরু করলে ঝামেলা!!!!! :P :P

থাক! শামুক আমি নিজেই খাব!!! :)

৩৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

রিকি বলেছেন: সাহসী ভাই তাসের রহস্য লিখে ফেলেন তাড়াতাড়ি...মোবাইল ঝাঁকি মারলে আরও ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লিখেন...নাহলে কিন্তু তাসের কনসেপ্টে জেন ভাই পরাবাস্তব গল্প লিখে ফেলবে, আপুনি রান্না করে ফেলবে, শতদ্রু ভাই তাস খেলে ওরাংওটাং কবিতা লিখবে আর আমি অবশেষে রিভিউ...feeling determined সেই পরিমাণে (5 sec নীরবতা)! ;)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩২

জেন রসি বলেছেন: সেই বিখ্যাত চার রাজাও তাদের রানীদের নিয়া চইলা আসতে পারে!তখন শায়মা আপু তাদের রান্না কইরা দাওয়াত দিবে! নদী ভাই হইয়া যাবে রাজদরবারের কবি! আপনি চার রাজাকে নিয়া আর তাদের রানীদের নিয়ে আটখানা রিভিউ লিখে ফেলবেন! সাহসী ভাইকে গবেষণার জন্য নাইট উপাধি দেওয়া হবে! আমাকে ব্ল্যাক হোলে নির্বাসনে পাঠাইয়া দিবে! সেই প্রতিবাদে শায়মা আপু তাদের শামুক ভাজি কইরা খাওয়াবে! নদী ভাই ওরাংওটাং পঞ্চম মাত্রা লেইখা ফেলবে! সাহসী ভাই সাহস নিয়া নাইট উপাধি পরিত্যাগ করবে! আপনি আবার সেইসব নিয়া রিভিউ লিখবেন! এইসব অপরাধে আপানাদেরকেও ব্ল্যাকহোলে নির্বাসিত করা হবে! তারপর আমরা ওইখানে এই চার রাজা আর তদের রানীদেরকে তাস বানাইয়া আবার খেলা শুরু করব!!!!! ;)

৩৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৬

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,




কবিতার পথ ধরে অনেকটা হেটে গেলে তবে একটু অন্তমিলের দেখা মেলে । তাই "কবিতা" বুঝতে একটু কষ্ট হয় বটে ।
কবিতা নিয়ে তো অনেক পরীক্ষা -নিরীক্ষা হয় , সেরকম ধরে নিলে কথা থাকেনা ।
শতদ্রু ও মনে হয় এমনটা বোঝাতে চেয়েছেন । আপনার বক্তব্যটাও বোধগম্য । তাই " মুক্ত কবিতা " বলছি ।

শুভেচ্ছান্তে ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৮

জেন রসি বলেছেন: আমি আসলে কবিতা লিখব বলে কিছু লেখি না। লেখা শুরু করলে কিছু একটা হয়ে যায়! তবে মুক্ত ভাবেই লেখার চেষ্টা করি। নদী ভাই যৌক্তিক কথাই বলেছেন। মুক্ত কবিতা বলা যেতে পারে।

ধন্যবাদ আহমেদ জী এস ভাই। শুভেচ্ছা রইলো।

৩৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২১

সাহসী সন্তান বলেছেন: হুম! বিষয়টি মাথায় থাকলো বৎসে!!

তবে আজ আর সম্ভব হবে না! ইনশাআল্লাহ আগামী কাল আপনাদের কথা রাখার আপ্রাণ চেষ্টা করাম!

@শায়মা আপু এত থু, থু করা কি আছে! জেন রসি ভাই তো খারাপ কিছু বলে নাই। শামুকের স্যুপ.....!! আহঃ ভাবতেই শরীরের মধ্যে কেমন যানি একটা ভাল লাগা কাজ করছে!

জেন রসি ভাই বাটি পাঠিয়ে দিচ্ছি একবাটি শামুকের স্যুপ দিয়েন তো, শায়মা আপুরে দিয়ে আসি!!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৮

জেন রসি বলেছেন: আপনার আন্তরিক সাহসী চেষ্টার অপেক্ষায় থাকলাম!

আমি অবশ্যই খারাপ কিছু বলি নাই! শামুক ভাজি এবং শামুকের স্যুপ খুবই সুস্বাদু খাদ্য! ভাবতেই এই অবস্থা!! খাইলে কি হবে একবার চিন্তা কইরা দেখেন!!!

শায়মা আপু্র প্রিয় খাদ্য হচ্ছে করলার স্যুপ এবং চিরতার জুস! শুনেছি আপু নাকি কাচকলা ভর্তা পুড়িয়ে ছাই বানিয়ে খেতে খুব পছন্দ করেন! টিকটিকির স্যুপের প্রতিও আপুর বিশেষ আগ্রহ আছে! কি আর করা যাবে! এগুলা রান্না করে আপুকে পাঠিয়ে দিব ভাবছি!!!!!! :P

৩৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৭

শায়মা বলেছেন: সাহসীর সাহস বেশি বাড়ছে!!!!!!!!!!!! শামুকের স্যুপ হাতে নিতে চায়!!!!!!! B:-)

ভীতুভাইয়া লিখে লিখে শুধু সাহসী নাম নিলেও তুমি যে ভীতুর ডিম সেটা জানা আছে। :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৫

জেন রসি বলেছেন: সাহসী ভাইয়ের সাহস আছে বলেই শামুকের স্যুপ হাতে নিতে চায়!!!!!!!

কেউ কেউ শামুক দেখলে ভয়ে এমন দৌড় দেয় যে সেই দৌড় যদি অলিম্পিকে দিত তাহলে চোখ বুইজা স্বর্ণপদক পাইয়া যাইত!!!!!!!!! :P

৪০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৬

সাহসী সন্তান বলেছেন: শায়মা আপু, রিকি আপু এবং জেন রসির জন্য লেখাটা। আপনাদের কথায় ভেবেছিলাম আগামী পোস্টটা আমি তাস নিয়েই লিখবো। কিন্তু ইন্টারনেটে এটা সম্পর্কে বিস্তারিত ঘাটাঘাটি করতে গিয়েই এই লেখাটি খুজে পেলাম।

সামু ব্লগেরই একজন সদস্য কান্ডারী অথর্ব ভাইয়ের লেখা। খুবই সুন্দর এবং প্রাসঙ্গিক। পড়ে দেখতে পারেন, নিশ্চই ভাল লাগবে!!

লিংকঃ- m.somewhereinblog.net/mobile/blog/arjansoul/29946356

ধন্যবাদ! শুভরাত্রি!!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।কান্ডারী অথর্ব ভাইয়ের লেখা তাস নিয়ে এই পোষ্টটি চমৎকার হয়েছে।তবে আমারা এই বিষয়ে আপনার একটা সাহসী পোষ্ট চাই।

শুভরাত্রি!

৪১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: জটিল কবিতা

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১১

জেন রসি বলেছেন: আপু, এটাকে জটিল অকবিতা বলতে পারেন!

ধন্যবাদ আপু।

শুভেচ্ছা রইলো।

৪২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২২

ভ্রমরের ডানা বলেছেন:

এটা কবিতার উত্তর হতে পারে। সিউর না অবশ্য।

তবে কবিতা অনেক ভাল লেগেছে। শুভ কামনা।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৫

জেন রসি বলেছেন: এক পক্ষ শাসন করলে আরেক পক্ষ বিদ্রোহ করতে বাধ্য! তাই যাই হোক যুদ্ধ অনিবার্য!!!

কবিতা ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।

ধন্যবাদ ডানা ভাই।শুভেচ্ছা।

৪৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৮

অপু তানভীর বলেছেন: মাথার উপ্রে দিয়া গেলু !! :D B-))

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২২

জেন রসি বলেছেন: আপনি মনে হয় চার রাজার রানীদের নিয়া বিবাহের গল্প লিখা শুরু করছিলেন!! তাই রাজারা ক্ষেপে গিয়ে মাথার উপ্রে দিয়া উড়াল দিচ্ছে!!! ;)


ধন্যবাদ অপু ভাই। :)

৪৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭

শায়মা বলেছেন:
শায়মা আপু্র প্রিয় খাদ্য হচ্ছে করলার স্যুপ এবং চিরতার জুস! শুনেছি আপু নাকি কাচকলা ভর্তা পুড়িয়ে ছাই বানিয়ে খেতে খুব পছন্দ করেন! টিকটিকির স্যুপের প্রতিও আপুর বিশেষ আগ্রহ আছে! কি আর করা যাবে! এগুলা রান্না করে আপুকে পাঠিয়ে দিব ভাবছি!!!!!! :P



কি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! B:-)


এইসব তুমি খাও X(( ধুলাবালি ময়লা তুমি একটা নিজেই!!!!!!!!!! X((

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪

জেন রসি বলেছেন: আমি রাস্তার মানুষ! ধুলাবালি ময়লা মাইখা ঘুরব এটাই স্বাভাবিক!!!!

তবে শিশুদের এসব থেকে দূরে থাকা ভালো!!!!!

রাস্তায় নামলে যদি পিপড়া কামড় দেয়??????

তখন কি হবে????!!!!! :P

৪৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

শায়মা বলেছেন: আমি আজকে সারাদিন ঘুরেছি!!!!!!!!!!!!!!!

রংবিতান, মর্ডান, চটপটি , ফুচকা, বই এর দোকান, রাবারব্যান্ড, গ্লাস পেইন্ট, এক্রেলিক কত্ত কিছু!!!!!!!!!!!!:) :) :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬

জেন রসি বলেছেন: জানি!!!!!

আমি আশে পাশেই আছিলাম!!!!:)

এখন আবার সেইখানেই যাচ্ছি!!!!

৪৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০০

শায়মা বলেছেন: এহ রে আসছেন!!!!!!!

মহাজাগতিক সাধু বাবা!!!!!!!!!


ধ্যান করিয়া সিদ্ধি লাভ করিয়াছেন!!!!!!!!!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

জেন রসি বলেছেন: ইহাকে বলে দিব্যজ্ঞান, তথ্যজ্ঞান, এবং ত্রিকাললব্ধ জ্ঞানের বিমূর্ত প্রকাশ!!!

সিদ্ধিলাভ কিন্তু অনেকভাবে করা যায়!!!

একটা উপায় আপনার অবচেতন মন জানে!!!

৪৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাব্যটা খুব কঠিন ঠেকলো , আরও দুই বার পড়তে হবে B-)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫০

জেন রসি বলেছেন: কঠিন ভাবে না পইড়া সহজ ভাবে পড়েন!!!

ধন্যবাদ গিয়াসলিটন ভাই।

৪৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবিতা শেষে মন্তব্যে করতে এসে দেখি রিকি বলেছেন: জেন ভাই আসেন তিন পাত্তি খেলি !!!! ;)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫২

জেন রসি বলেছেন: চলেন আমরা তিনজন মিলে এক পাত্তি খেলি!!!! ;)

ধন্যবাদ ভাই। :)

৪৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০২

মহামহোপাধ্যায় বলেছেন: জনাব এই ছিলো আপনার মনে ?? :(

থাকেন ঘুমাইতে যাই |-)

শুভরাত্রি :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৬

জেন রসি বলেছেন: জনাব, আমার মন কি শুধুই আমার মন??? নাকি ইতিহাসের বহমান ধারায় জেগে ওঠা চরের মত কয়েকখণ্ড অভিজ্ঞতার সমন্বয়!!! ;)

আর কত ঘুমাইবেন??? :P

এখন কঠিন শপথে জেগে থাকার সময়!!! :)

৫০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১১

শায়মা বলেছেন: মহামহোপাধ্যায় বলেছেন: জনাব এই ছিলো আপনার মনে ?? :(

থাকেন ঘুমাইতে যাই |-)

শুভরাত্রি :)


ভাইয়া কি ছিলো তাহার মনে ???


ভাইয়া জিনিভাইয়া মনে হয় নিজেই ঘুমাচ্ছেন!:)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

জেন রসি বলেছেন: কি ছিল মনে???

ইহা একটি পঞ্চম মাত্রার প্রশ্ন!!!

যার উত্তর পাঁচের সকল গুণিতকের গুনফলের মাত্রা দিয়ে দেওয়াও সম্ভব নহে!!! ;)

৫১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

উর্বি বলেছেন: মহাকাল বিদ দিন দিন নিজেকেই ছাড়িয়ে যাচ্ছে

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০০

জেন রসি বলেছেন: নিজেই নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে আলোকবর্ষ দূরে ভাসমান এবং ভূপতিত হয়ে যাচ্ছি!!!

ধন্যবাদ গোপন সত্য খুঁজে চলা অনুসন্ধানী!!!

৫২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫১

চাঁদগাজী বলেছেন:

আপনি কি কিছু বলতে চেয়েছেন?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০২

জেন রসি বলেছেন: কিছু বলব বলেই কিছু ভেবেছিলাম!! ;)

ধন্যবাদ আপনাকে। :)

৫৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০২

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৬

জেন রসি বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :P

আরাম উপভোগ করছি!!! :)

৫৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩২

শায়মা বলেছেন: গুড গুড !!!!!!!!!!!
শান্তিতে থাকো কিছুদিন!!!!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

জেন রসি বলেছেন: আমি সবসময় শান্তিতে থাকি!!!!

মাঝে মাঝে শুধু শান্তির মাত্রা পরিবর্তিত হয়!!!! :)

৫৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

মহামহোপাধ্যায় বলেছেন: জনাব, আমার মন কি শুধুই আমার মন??? নাকি ইতিহাসের বহমান ধারায় জেগে ওঠা চরের মত কয়েকখণ্ড অভিজ্ঞতার সমন্বয়!!!

আহা সাধু !! সাধু !!

জনাব আমি কিন্তু মোটেও ঘুমকাতুরে নই, এই অপবাদ স্বয়ং শত্রু ও দিতে পারবে না আমায়!!

কঠিন শপথে জেগে থাকা সফল হোক, এই কামনা করি :)

@ শায়মাপুঃ ইহা একখানা "আপাতত বলা যাবেনা টাইপের ব্যাপার" সময় হলে অবশ্যই জানতে পারবেন আশা রাখি :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৯

জেন রসি বলেছেন: জনাব, আমি জানি আপনি ঘুমের মধ্যে হারিয়ে যাওয়া জাগ্রত রাজপুত্রের মত না!! আপনি বরং ঘুমের দেশে গিয়ে নিদ্রাকেই নির্বাসিত করতে পারেন!

আমি জানি, আপনি পারবেন। :)

৫৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২০

কিউপিড রিটার্নস বলেছেন: B:-)

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

জেন রসি বলেছেন: ;)

৫৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫২

দর্পণ বলেছেন: বাহ রসিভাই ভালো বাজিকরি বিদ্যা দিসেন।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

জেন রসি বলেছেন: বাজিকরি বিদ্যা মজার বিদ্যা!!!

যে খেলে সে জানে!!!!!

ধন্যবাদ দর্পণ খালু।

৫৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: মধুমাখা, জ্ঞানশূন্য সিংহাসন! .............................. মুগ্ধ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

শুভকামনা রইলো ।

৫৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৬

উর্বি বলেছেন: সব গেসে কই ?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১০

জেন রসি বলেছেন: সবাই গেছে বনে!!!

আপনি কই গেছিলেন???

৬০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৬

উর্বি বলেছেন: আর বইলেন না! বাসায় কাঠের কাজ শুরু হইসে। আমি এখন ঘর ত্যাগী সন্ন্যাসিনী। :P :P
রেসলার নদী ভাইয়ুর বাকি পোস্ট হাইড দেখি। ঘটনা কি? কই গেসেন উনি?
আর আপনি কোন রাজ কাজে ব্যাস্ত ছিলেন বা আছেন যে পোস্ট দেন না ? হুউউউউউউউউম X(( X(( X(

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩২

জেন রসি বলেছেন: এই সুযোগে কাঠের উপর কিংবা কাঠ দিয়ে কিছু শিল্পকর্ম বানিয়ে ফেলেন। :)

সন্ন্যাসিনী হইলে গৃহত্যাগী হওয়াই ভালো!!!! :P তবে গৃহের কাঠের প্রতি মায়া থাকলে চলবে না!!! ;)

রেসলার নদী ভাই চন্দ্ররাতকে টা টা দিয়ে সূর্যদিনের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন!!!!

আমি সকলরকম প্রজা কাজে ব্যাস্ত ছিলাম!!!! :P

৬১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৫

উর্বি বলেছেন: হিহিহহিহিহিহিহিহি। মা চুলের মুঠি ধইরে পরে হিড় হিড় করে টেনে আনবে B-)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৯

জেন রসি বলেছেন: হাহাহাহাহাহাহাহা

তাহলে যাওয়ার আগে অবশ্যই মাথা বেল করে যাবেন!!! তাহলে কান ধরে নিয়ে আসবে!!!! :P

আমি এই ভয়ে সবসময় গৃহেই থাকি!!!!!! :P

৬২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০১

উর্বি বলেছেন: হিহিহিহহিহিহিহিহিহিহিহিহিহিহিহিহিহিইই। ব্যাফক কইলেন

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৭

জেন রসি বলেছেন: আমরা গৃহে অবস্থান করা সন্ন্যাসী!!!

৬৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৯

উর্বি বলেছেন: বেচারা , কি প্যারায় না আছে !

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩১

জেন রসি বলেছেন: নো প্যারা!!!!

কেউ গৃহত্যাগী সন্ন্যাসী হয় কেউ আবার আমাদের মত গৃহমুখী সন্ন্যাসী!!!

৬৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৭

উর্বি বলেছেন: তাইলে মটু হচ্ছেন ,বুঝলাম

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২২

জেন রসি বলেছেন: হা হা হা........

ঠিক বলেছেন!!! :P

৬৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৩

মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: অস্ত্রোপচার করে খুঁড়ে চলে আমূল আদিম
প্রহরে শ্রমলব্ধ, মধুমাখা, জ্ঞানশূন্য সিংহাসন!


কবিতাই ভালো লাগা ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। শুভেচ্ছা।

৬৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০০

জেন রসি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

শুভকামনা রইলো।

৬৭| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১০

রুদ্র জাহেদ বলেছেন: দারুন কবিতা

১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.