নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

কোথাও, অন্যকোথাও

৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪২



নৈঃশব্দ ভেঙে কোথাও, অন্যকোথাও জন্ম নেয়
অন্ধ কবির শব্দ দিয়ে স্পর্শ করার সব আয়োজন।
বালকের চোখে তখন দৃষ্টির ভ্রম, মাতাল করা
নেশার মত নর্তকীর বিমূর্ত নৃত্যের ধ্বংসবিলাস।

কবির ফুসফুসে জমে ওঠা ধূপের গন্ধ সব, শব্দ
হয়ে ঝরে পড়ে মৃত সভ্যতার আদিমতম সমাধিস্তম্ভে।
নর্তকীর রক্তপিপাসু সম্মোহনে, বালকের এক চোখে
মৃত্যুর অবসাদ, অপর চোখে মোহের আগুন-উৎসব।

কবির শব্দগুলো তবু মূর্ছনা সৃষ্টি করবে বলে হত্যার
উৎসবে খুঁজে ফিরে নৈঃশব্দের নিশ্চুপ আর্তনাদ!
বালকের রক্তের স্রোতে নিমগ্ন উন্মাদ নর্তকীর নগ্ন
হৃদয়ে সুখের মত স্পর্শ করে অন্ধ কবির দৃষ্টিবিলাস।



মন্তব্য ৭০ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:

কবি অন্ধ!
এই ধরণের শব্দ বিশ্বাস মানের একটা পরিবেশ সৃস্টি করে, সামান্য সময়ের জন্য।

৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১০

জেন রসি বলেছেন: বিশ্বাস মানের পরিবেশ বলতে কি বুঝিয়েছেন ঠিক বুঝিনি। ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।

২| ৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:
টাইপো, "এই ধরণের শব্দ বিশ্বাস মানের একটা পরিবেশ সৃস্টি করে, সামান্য সময়ের জন্য। " ------> "শব্দ বিন্যাস মনের মাঝে একটা পরিবেশ সৃস্টি করে, সামান্য সময়ের জন্য। "

৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

জেন রসি বলেছেন: সময় একটা আপেক্ষিক ব্যাপার। সে ভাবে চিন্তা করলে সবকিছুই ক্ষণস্থায়ী। মানুষ, কবিতা কিংবা নক্ষত্র! ;)

৩| ৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:

এ ধরণের কবিতা, মনে হয়, দীর্ঘস্হায়ী নয়।

৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

জেন রসি বলেছেন: বুঝলাম। :)

৪| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০১

বনমহুয়া বলেছেন: অন্ধকবি, বালক, নর্তকী তারা কারা?

নর্তকীর রক্তপিপাসু সম্মোহনে, বালকের এক চোখে
মৃত্যুর অবসাদ, অপর চোখে মোহের আগুন-উৎসব।

এই দুই লাইন ব্যখ্যাসহ বি্শ্লেষনের অনুরোধ রইলো।


কবিতায় এক রিমঝিম আবেশ আছে। গুড ওয়ান।

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৭

জেন রসি বলেছেন: এরা অনেক কিছুই হতে পারে। যেমন বালক হতে পারে অসহায় মানুষ, নর্তকী হতে পারে ক্ষমতার কাছাকাছি থাকা কেউ আর অন্ধ কবি হতে পারে বুদ্ধিজীবী! অনেক কিছুই হতে পারে।

ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।

৫| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৪

সাহসী সন্তান বলেছেন: এইটা কবিতা না অন্য কিছু? পড়তে গিয়েতো দাঁত ভাঙার অবস্থা! একটু সহজ ভাবে লিখতে পারেন না? আপনার কবিতা বুঝতে আমার আবার অন্যের সাহার্য্য নিতে হচ্ছে.......!!

জেন ভাই, অনেকদিন হাওয়া ছিলেন কেন? ভিন গ্রহে ছিলেন নাকি? কেমন আছেন?

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪২

জেন রসি বলেছেন: হা হা হা.........

হবে কিছু একটা। কার সাহায্য নিচ্ছেন? আমার নিজেরও তার সাহায্য লাগবে!

মাঝে মাঝে হাওয়া হয়ে যাওয়ায় আনন্দ আছে। ভালো আছি। আপনি কেমন আছেন?

৬| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৮

শতদ্রু একটি নদী... বলেছেন: ্রথম উয়ারাটা ভালো, বিশেষ করে প্রথম দুটা লাইন। সবমিলিয়ে ভাল্লাগছে। :)

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৭

জেন রসি বলেছেন: ইদানীং একটু কম সময় পাচ্ছি। কিছু লেখার জন্য লেখা আরকি! ধন্যবাদ নদী ভাই।

৭| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৯

শতদ্রু একটি নদী... বলেছেন: প্রথম প্যারাটা হবে আরকি। সময় কম বেশি থাকবেই, পথে কথা না হইলেও বিপথে হবে। নিশ্চিত ;)

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৮

জেন রসি বলেছেন: পথে থাকলে বিপদ আসতেই পারে! তখন বিপদ কাটানোর জন্য বিপথেও যাইতে হইতে পারে! তবে সব পথেই কথা হবে এইটা আসলেই নিশ্চিত! ;)

৮| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০১

গেম চেঞ্জার বলেছেন: অত্যন্ত যথোপযুক্ত ভাবের সম্মোহন। প্রতিবাদের যতগুলো সৃষ্টিশীল উপায় রয়েছে তার মধ্যে একটা শক্তিশালী পন্থাই যে কবিতা।

(জিনি ভাই, যদি ভূল না করি আজই এই কাব্যটি লিখেছেন। জানাবেন, যদি সত্যি হয় আমার অনুমান)

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৯

জেন রসি বলেছেন: ঠিক ধরেছেন। আমাদের প্রতিবাদের ভাষা এখন একটাই। আর সেটাকেই বারবার রক্তাক্ত করা হচ্ছে। তবে এসব করে কখনো কলম থামানো যায়নি! ভবিষ্যতেও যাবে না। সাবধানে থাকবেন!

৯| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১২:১৬

কিরমানী লিটন বলেছেন: নৈঃশব্দ ভেঙ্গে কোথাও, অন্যকোথাও জন্ম নেয়
অন্ধ কবির শব্দ দিয়ে স্পর্শ করার সব আয়োজন।
বালকের চোখে তখন দৃষ্টির ভ্রম, মাতাল করা
নেশার মত নর্তকীর বিমূর্ত নৃত্যের ধ্বংসবিলাস।

চমৎকার ভালোলাগা আর নান্দনিক দ্রোহের কবিতা,অতলের গভীর থেকে উঠে আসা পংতিমালা...
কবিতা নয় এ যেন মৃত বেদনার জেগে উঠা আর্তনাদ,চৈতন্য ছুঁয়ে গেলো-চমৎকার !!!

শুভকামনা রইলো ...

০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫

জেন রসি বলেছেন: নান্দনিক সবকিছুকেই আজ মধ্যযুগীয় বর্বরতায় হত্যা করার এক নারকীয় উৎসব চলছে এই দেশে। তবে অন্ধ বিশ্বাস দিয়ে কখনো বিকাশের পথকে রুদ্ধ করে রাখা যাবে না।

চমৎকার মন্তব্যে অনেক ভালোলাগা রইলো। ধন্যবাদ আপনাকে।

১০| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কোথাও অন্য কোথাও অন্য কোন খানে । :)

প্রতিবাদ চলবে গোপনে কিংবা প্রকাশ্যে এখানে কিংবা ওখানে ।

০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯

জেন রসি বলেছেন: যারা সত্যের অনুসন্ধান করে তাদেরকে কখনো দমিয়ে রাখা যায়না। প্রতিবাদ, প্রতিরোধ, পাল্টে দেওয়ার স্বপ্ন অব্যাহত থাকবে।

ধন্যবাদ সেলিম ভাই। ভালো থাকুন সবসময়।

১১| ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪০

হাসান মাহবুব বলেছেন: সকল কবি অন্ধ হয়ে যাক। পাঠকেরা মৃত্যুবরণ করুক। আর আমরা উন্মত্ত নর্তকীর রক্তনৃত্যের কম্পনে কম্পিত হয়ে দুলতে থাকি।

ভালো লাগলো কবিতা।

০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭

জেন রসি বলেছেন: সকল কবিকে অন্ধ করে ফেলার, পাঠককে ধরি মাছ না ছুঁই পানি তত্ত্বে বিশ্বাসী করার সকল আয়োজনই চলছে। অক্ষম দর্শক পেলে নর্তকী নাচবে, নিজের ইচ্ছে মত নাচাবে এটাইত স্বাভাবিক।

ধন্যবাদ হামা ভাই। ভালো থাকুন সবসময়।

১২| ০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪

আমি ময়ূরাক্ষী বলেছেন: উন্মাদ উন্মত্ত ধ্বংসবিলাসে মুক, বধির ও অন্ধত্বের বসবাস।

০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪

জেন রসি বলেছেন: সবাই অন্ধ না। তাই এখন তাদের চিরতরে সরিয়ে দেওয়ার আয়োজন চলছে। কারন অন্ধ না হলে ওরা সত্যটা দেখে ফেলবে, বুঝে ফেলবে। সেটাই আজ অন্ধবিশ্বাসীদের ভয়।

ধন্যবাদ আপু। ভালো থাকুন সবসময়।

১৩| ০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৬

লেখোয়াড়. বলেছেন:
অসম্ভব ভালো লাগল।

০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭

জেন রসি বলেছেন: লেখোয়াড় ভাই, আপনাকে অনেকদিন পর দেখলাম।

আশা করি ভালো আছেন।

ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময়।

১৪| ০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

নিমগ্ন বলেছেন: প্রগতির পথকে রুদ্ধ করা অসম্ভব!! যতই চাপাতির কোপ ফেলা হোক। প্রগতির পথের কোন বাধা টিকতে পারার রেকর্ড নাই!

০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

জেন রসি বলেছেন: ঠিক বলেছেন। চাপাতি কিংবা অবদমন কোনকিছু দিয়েই প্রগতির বিকাশকে থামিয়ে রাখা যাবেনা। যদি যেত তাহলে মানব সভ্যতা একটি অবস্থানেই স্থির হয়ে থাকত।

ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময়।

১৫| ০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

সুমন কর বলেছেন: চমৎকার সময় উপযোগি কবিতা। কবিতার সাথে সহমত।

কবির শব্দগুলো তবু মূর্ছনা সৃষ্টি করবে বলে হত্যার
উৎসবে খুঁজে ফিরে নৈঃশব্দের নিশ্চুপ আর্তনাদ!
-- দারুণ।

০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

জেন রসি বলেছেন: সময় উপযোগী, তবে এমন সময় দেখতেও চাইনা এবং এমন সময়ের আবর্তে এমন ঘটনা ঘটুক আর তা নিয়ে কবিতা লিখব- এমনটাও চাইনা। কিন্তু তবুও এসব ঘটে যাচ্ছে! আর আমরাও কিছু না করতে পারার আক্রোশে লিখে যাচ্ছি!

ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময়।

১৬| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৯:০৯

কথাকথিকেথিকথন বলেছেন: রক্ত, নিত্য, আর্তনাদ, মাতাল- বড়ই নির্মম । সময়ের সাথে বেশ মিল । কেটেকুটে চেটেপুটে খেয়ে ফেলা যেখানে সেখানে । কুনু ব্যপার না !!!

০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪

জেন রসি বলেছেন: একের পর এক নির্মম হত্যাকাণ্ড চলছে। জাতির মেধাবী সন্তানদের হত্যা করে মধ্যযুগের চেতনার বাস্তবায়ন করার আয়োজন চলছে এই দেশে। আর কিছু ক্ষমতার আবর্তে থাকা মানুষ সেসব নিয়ে খেলে যাচ্ছে খুব! কিছু জ্ঞানপাপী নিরাপদ অবস্থানে থেকে তালিয়া বাজাচ্ছে!

ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময়।

১৭| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১০:২৯

রিকি বলেছেন: কবির শব্দগুলো তবু মূর্ছনা সৃষ্টি করবে বলে হত্যার
উৎসবে খুঁজে ফিরে নৈঃশব্দের নিশ্চুপ আর্তনাদ!
বালকের রক্তের স্রোতে নিমগ্ন উন্মাদ নর্তকীর নগ্ন
হৃদয়ে সুখের মত স্পর্শ করে অন্ধ কবির দৃষ্টিবিলাস।


টেহা দেন, পানিতে ভেজানো দাঁত বাঁধিয়ে আনা লাগবো !!!!! ;)

০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

জেন রসি বলেছেন: দিমু না!! দাঁত ভেজানোর জন্য বুড়িগঙ্গা আছে না? :P

ধন্যবাদ আপু। সব খবর ভালো?

১৮| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৬

রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য কবিতা।দারুন শব্দবিন্যাস।

কিন্তু এরকম বীভৎস কর্মকান্ড আর কত ঘটবে...আর কত ঘটলে আমরা আমাদের স্বাপ্নিক পৃথিবী পাবো।
তবুও আশা রাখি একদিন আমাদের শুভবুদ্ধির উদয় হবে।

০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪০

জেন রসি বলেছেন: এসব হত্যাকাণ্ড করে কখনো যুক্তির বিকাশকে থামিয়ে রাখা যাবেনা।

ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল।

১৯| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ২:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: "কবির শব্দগুলো তবু মূর্ছনা সৃষ্টি করবে বলে হত্যার
উৎসবে খুঁজে ফিরে নৈঃশব্দের নিশ্চুপ আর্তনাদ!" সেটাই । নিদারুণ শব্দচয়ন ও বর্ণনা!

০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩

জেন রসি বলেছেন: তেমনটাই হচ্ছে আজকাল। আমার এই কবিতাও অন্ধ কবির দৃষ্টিবিলাসের মতই।

ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময়।

২০| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১০:১১

আলোরিকা বলেছেন:
'অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ,
যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা;
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই-প্রীতি নেই-করুনার আলোড়ন নেই
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।
যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি,
এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয়
মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা
শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়।
- অদ্ভুত আঁধার এক-জীবনানন্দ দাশ'




০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭

জেন রসি বলেছেন: এমন আঁধার সব যুগে, সব কালেই নেমে আসে। কিন্তু মানুষের জ্ঞানপিপাসু মনের কাছে শিয়াল শকুনের দল বারবার পরাজিত হতে বাধ্য হয়েছে।

ধন্যবাদ আপু। শুভকামনা রইল।

২১| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯

রিকি বলেছেন: সব খবর ভালো, কিন্তু জার্নি করতে করতে আমার হাড়-গোড় ভেঙ্গে গেলো (এটাও একটা কবিতা) !!!!! ;) অবশেষে মেলাদিনের ভ্যাকেশন শেষ হয়েছে :) :) :)

০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩

জেন রসি বলেছেন: ভ্যাকেশন উপভোগ্য হওয়ার কথা! কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে অপেক্ষায় ছিলেন কবে ভ্যাকেশন শেষ হবে। মূর্ত জার্নিতে হাড়-গোড়ের বিমূর্ত ভাঙচুরের কবিতা ভ্যাকেশন শেষের অনিশ্চয়তার মতই নিশ্চিত হয়েছে। :)

২২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৩

প্রামানিক বলেছেন: দারুণ শব্দচয়ন ও কাব্য কথামালা। ধন্যবাদ

০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১০

জেন রসি বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। শুভকামনা রইল।

২৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ২:১১

কাবিল বলেছেন: সুন্দর +

০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৩

জেন রসি বলেছেন: ধন্যবাদ কাবিল ভাই।

শুভকামনা রইল।

২৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:০১

বনমহুয়া বলেছেন: বালকের রক্তের স্রোতে নিমগ্ন উন্মাদ নর্তকীর নগ্ন
হৃদয়ে সুখের মত স্পর্শ করে অন্ধ কবির দৃষ্টিবিলাস।


রোম যখন পুড়িতেছিলো, নিরো তখন বাঁশি বাজাইতেছিলোর মত হয়ে গেলো না?

০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৬

জেন রসি বলেছেন: মানব সভ্যতার ইতিহাস আসলে যুদ্ধের ইতিহাস। যুদ্ধে যারা জয়লাভ করে তারাই রাজত্ব করে। কেউ যদি মনে করে যুদ্ধের ফলাফল তাদের উপর কোন প্রভাব ফেলবে না তবে সে বোকার স্বর্গে বাস করে। সুনীল এক কবিতায় লিখেছিলেন " সভ্যতার নামে শুয়োরের বাচ্চারা জিতে গেছে।" আসলে কখনো কখনো শুয়োরের বাচ্চারাও জিতে যায়!

২৫| ০৫ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:১৫

উর্বি বলেছেন: অনবদ্য

০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৮

জেন রসি বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখলাম। আশা করি ভালো আছেন।

ধন্যবাদ। শুভকামনা রইল। :)

২৬| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১০

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতার শুরুটা বেসুরো লেগেছে।
বানান সতর্কতা জরুরী।
নিঃশব্দ আর নৈঃশব্দ্য< দুইটা দুই বিষয় যদিও রিলেটেড বিষয় বস্তুর সাথে , ভেঙে , পরে < পড়ে হবে।
মাঝের আর শেষ প্যারা সুন্দর। আমাদের কলম হয়তো থেমে থাকবে না ।
শুভকামনা।

০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩

জেন রসি বলেছেন: বাংলা বানান নিয়ে আমার অনেক সমস্যা আছে। ভুলগুলো ঠিক করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। কলম অবশ্যই চলবে। শুভকামনা।

২৭| ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬

স্পর্শিয়া বলেছেন: অন্ধকবির জয় হোক। শুভকামনা।

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫

জেন রসি বলেছেন: বিজয়ীরা বরাবর ভগবান এখানেতে,
পরাজিতরাই পাপী এখানে।
রাম যদি হেরে যেত
রামায়ণ লিখা হত,
রাবণ দেবতা হত সেখানে।
কেন পথ নিয়ে মাথাব্যথা
জেতাটাই বড় কথা
হেরে গেলেই shame shame,
It's a game, it's a game,
IT'S A GAME. "

ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল।

২৮| ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,



যে ক্রান্তিকালের কথা তুলে ধরলেন সে কালে জন্ম নেয়া নয় , নৈঃশব্দ ভেঙে কোথাও, অন্যকোথাও চলে যেতে হয় ..............

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২০

জেন রসি বলেছেন: পালিয়ে আসলে কোথাও যাওয়া যায়না। তার চেয়ে ক্রান্তিকালের মুখোমুখি হওয়া ভালো।

ধন্যবাদ আহমেদ জী এস ভাই। শুভকামনা রইল।

২৯| ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮

স্পর্শিয়া বলেছেন: ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫ ০
লেখক বলেছেন: বিজয়ীরা বরাবর ভগবান এখানেতে,
পরাজিতরাই পাপী এখানে।
রাম যদি হেরে যেত
রামায়ণ লিখা হত,
রাবণ দেবতা হত সেখানে।
কেন পথ নিয়ে মাথাব্যথা
জেতাটাই বড় কথা
হেরে গেলেই shame shame,
It's a game, it's a game,
IT'S A GAME. "

ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল।

না হেরে যাওয়া চলবেনা।

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

জেন রসি বলেছেন: হারবে জেনে কেউ খেলে না। কিন্তু ফেয়ার গেম বলে একটা ব্যাপার আছে। আবার আনফেয়ার গেম বলেও একটা ব্যাপার আছে। কেউ যদি কাপুরুষের মত পেছন থেকে ছুরি মারে তাহলেও কিন্তু খেলা শেষ হয়ে যায়। অবশ্য ধ্বংস অনিবার্য জেনেও অনেকে থেমে থাকেনা।

অনেক ভালো থাকুন সবসময়।

৩০| ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৩

স্পর্শিয়া বলেছেন: কাপুরুষ সব সময় কাপুরুষই। ছিলো, আছে এবং থাকবেও। তাই বলে বীরের পদচারণা থামবে কেনো? হয় মৃত্যু নয় জয় অথবা হয় জয় নয় মৃত্যু। সংশপ্তক বেঁচে রইবে চিরকাল। কোনো পরাজয় জানা বা মানা নেই তার।

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩২

জেন রসি বলেছেন: হয় মৃত্যু নয় জয় অথবা হয় জয় নয় মৃত্যু।

ঠিক বলেছেন। আপোষ করার চেয়ে মৃত্যু ভালো।

৩১| ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮

উর্বি বলেছেন: মহাকাল্বিদ.
মানুষকে কালের স্রোতে কেমনে মিলানো যায়?

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২২

জেন রসি বলেছেন: মানুষ নিজেই মিলিয়ে যায়, হারিয়ে যায়! অথবা যখন অস্তিত্ব থাকে তখন বহুবার রূপান্তরিত হয়।

৩২| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

ভ্রমরের ডানা বলেছেন: শিহরণ জাগানিয়া কবিতা। চোখ বন্ধ করে উপলব্ধি করছি অন্ধ কবি কে। অসাধারণ অনুভুতি। আহা!

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৩

জেন রসি বলেছেন: ধন্যবাদ ডানা ভাই। শুভকামনা রইল।

৩৩| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

শায়মা বলেছেন: জিনিভাইয়া!!!!!!!!!!!!

আজকে কোথায় হারালে????????????

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৫

জেন রসি বলেছেন: আমি কি আপনার মত নাকি?

আপনি নিজেই কয়েকদিন পরপর ডুব মারেন।

আমি হারাই নাই। আছি। :)

৩৪| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ২:২৮

উদাসী স্বপ্ন বলেছেন: আপনার শব্দ দিয়ে ছন্দের গাথুনি মারাত্মক। র‌্যান্ডম সিলেক্ট করে পড়লাম... শব্দগুলোর মধ্যকার রসায়নের ট্রেন্ড গুলো অসাধারন

১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৮

জেন রসি বলেছেন: ইচ্ছে হলে কিছু একটা লিখে ফেলি আরকি! অনেক ধন্যবাদ উদাসী ভাই। :)

৩৫| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৭

খায়রুল আহসান বলেছেন: প্রথম স্তবকটা বেশী ভালো লেগেছে, বিশেষ করে প্রথম দু'চরণ।
শেষের স্তবকের "নৈঃশব্দের নিশ্চুপ আর্তনাদ" কথাগুলোর একটা বিশেষ ব্যঞ্জনা রয়েছে।

২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১৪

জেন রসি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

শুভকামনা রইলো। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.