নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ আগুনদিনের লৌকিক ভ্রম

০২ রা মার্চ, ২০১৬ রাত ৯:৫০






সব খেলা থেমে যাক!
যা কিছু ছিল অবহেলায়।
চার্বাক আজ অবাক করা
বিস্ময়ে দেখুক, ওদের জিতে
যাওয়া সভ্যতায় একটি
শিশুর ক্ষুধার্ত আর্তনাদ!



বন্দুকের নলে বিস্ফোরিত
হোক ক্ষমতার নগ্ন উৎসব!
হাজার লক্ষ কোটি রক্তে
নাকি নেমে আসে মুক্তির
চিরচেনা অবসাদে শৃঙ্খলের
চিরায়ত আকাঙ্ক্ষার বীজ!



তবু যারা সূর্য ধরবে বলে
পুড়েছিল অনন্ত আগুনঘোরে
তারা কেউ বরফ জলে
প্রগতির শীতল ঘুমের মগ্নতায়
দেখেনি মানুষের গলিত বেঁচে
থাকায় মানুষের আরোপিত হস্তক্ষেপ!



দুচোখের অশ্রুফোটায় আজ মিশে
যাক সময় নিংড়ানো ঘামের স্রোত!
নির্বাক ক্লান্তির দিনে অনেকেই ভুলে
যায় আগুনদিনের লৌকিক ভ্রমে
আমি তুমি আমাদের হেরে যাওয়া
মানেই ওদের নিষ্ঠুর উৎসব।

মন্তব্য ৭০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৬ রাত ৯:৫৯

মাসুদ মাহামুদ বলেছেন: ধন্যবাদ।
শুভ রাত্রী

০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:০৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

পাকিস্থানের বিরুদ্ধে বিজয়ের শুভেচ্ছা। :)

২| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১০:৩০

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।

০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:০৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ।

বিজয়ের শুভেচ্ছা। :)

৩| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১০:৪৯

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:১০

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।

এখন অনেক আনন্দিত। গতবার ২ রানের জন্য পারি নাই। এবার জিতে গেছি। :)

৪| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১০:৪৯

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,



আমরা তো হেরেই বসে আছি । তাই ওদের নিষ্ঠুর উৎসব চলছে - চলবেই । সূর্য ধরবে বলে আমাদেরই কেউ কেউ যখন প্রগতির শীতল ঘুমে মগ্ন হয়ে যায় তখন আমাদের আরো বেশী হেরে যেতে হয় ।
ভালোলাগা ।

০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:১৬

জেন রসি বলেছেন: আহমেদ জী এস ভাই,

তবুও সবাই কিন্তু হাল ছেড়ে দেয়না। কেউ কেউ শেষ পর্যন্ত লড়াই করে বলেই আমরাও পরিবর্তিত হতে বাধ্য হই। আবার নতুন করে লড়াই করার অনুপ্রেননা পাই। আম্র ঘুমিয়ে আছি এটা সত্য। কিন্তু এই ঘুম ভেঙে জেগে ওঠার ক্ষমতাও আমাদের মধ্যেই আছে। শুধু সাহস করে পথটা বেছে নিতে হবে।

এশিয়া কাপের ফাইনালে উঠলাম। বিজয়ের শুভেচ্ছা। :)

৫| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:০২

শায়মা বলেছেন: জিনিভাইয়া
হেরে যাওয়া চলবে না। :(


০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:২২

জেন রসি বলেছেন: খেলা দেখছিলাম। তার মধ্যেই কবিতা পোস্ট করি। গতবার ২ রানে হারার পর দুইদিন ঘুমাতে পারিনি। :P

লড়াই করাটাই বড় কথা। হারার আগেই হার মানা যাবে না।

আপাতত অনেক আনন্দে আছি।

বিজয়ের শুভেচ্ছা। :)

৬| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:২৭

শায়মা বলেছেন: আমি অবশ্য ঘুমাচ্ছিলাম! জ্বরঘুম! :(

তবে ঘুমের মধ্যেও হার চলবেনা। হয় জয় নয় মরণ তার আগে লড়াই।:)

বিজয়ের শুভেচ্ছা তোমাকেও ভাইয়া।:)

আনন্দে থাকো।:)

০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:৩১

জেন রসি বলেছেন: হয় জয়, নয় মরণ।

হেরে যাওয়াটাই দাসত্ব।

প্রতিপক্ষ যেই হোক, ভয় কি মরণে! :)

৭| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:৩৪

শায়মা বলেছেন: :P

০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:৩৯

জেন রসি বলেছেন: B-)

৮| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:৫৬

বিজন রয় বলেছেন: বাম ধারার কবিতা মনে হচ্ছে। বিপ্লব, ঘাম ইত্যাদি। স্বপ্ন দেখার আকাঙ্খা।
৪র্থ ++++।

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:০৫

জেন রসি বলেছেন: বাম ধারা বলতে যদি ক্ষমতার দ্বন্দ্বে ক্ষমতাবানদের বিরুদ্ধে যাওয়ার কথা বলেন তবে ঠিক আছে। কিন্তু মতবাদের নামেও মানুষকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়েছে। সে অর্থে না।

ধন্যবাদ আপনাকে।

৯| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:

জিততে চাই। বারবার।
সূর্যটা ধরবো তাই ছুটে যাই। যেতে চাই। বারবার।
কবিতায় +।

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১:০৫

জেন রসি বলেছেন: যতদিন মানুষ থাকবে, এই চক্র চলতেই থাকবে।

ধন্যবাদ রাজপুত্র ভাই।

১০| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:০৬

রুদ্র জাহেদ বলেছেন:
পরিচিত শব্দের বুননে অসাধারন সুন্দর কবিতা।সুখপাঠ্য
+++

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১:০৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

ভালো থাকুন সবসময়।

১১| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:২০

অপর্ণা মম্ময় বলেছেন: বিজয়ের আনন্দে আচ্ছন্ন। অনেক অনেক খুশি লাগছে।
৪ নাম্বারে থাম্বস আপ।

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১:০৯

জেন রসি বলেছেন: আমিও বিজয়ের আনন্দে আচ্ছন্ন। :) গতবারের হারটা মেনে নিতে অনেক কষ্ট হয়েছিল। এবার ফাইনালের অপেক্ষায়।

ধন্যবাদ আপু।

১২| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:২০

সুমন কর বলেছেন: প্রতিটি চমৎকার হয়েছে।

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১:১০

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন সবসময়।

১৩| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৭:০৮

তার আর পর নেই… বলেছেন: এখন হবে, ওদের হেরে যাওয়া মানে আমাদের মহোৎসব, ওদের মলিন মুখে আমাদের আনন্দ কাঁপন।
+

০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৭

জেন রসি বলেছেন: এক পক্ষকে হেরে যেতেই হবে! এটাই মানব সভ্যতার নিষ্ঠুর খেলা। কিন্তু ভাবতে হবে গুটিকয়েক মানুষের আরাম আয়েশের জন্য অধিকাংশ মানুষ ক্ষয় হয়ে যাচ্ছে কিনা!

ধন্যবাদ আপনাকে।

১৪| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৯:০২

জনৈক অচম ভুত বলেছেন: চমৎকার লিখেছেন। ভাললাগা রেখে গেলাম।

০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন সবসময়।

১৫| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৯:১৫

রিকি বলেছেন: বিদ্রোহী বিদ্রোহী লাগলো !! ;)

০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:১২

জেন রসি বলেছেন: সব পরিবর্তনই বিদ্রোহের ফল! ;)

১৬| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৯:২২

শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার কবিতা।

০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৪৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

ভালো থাকুন সবসময়।

১৭| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:২১

এম এইচ নাজমুল বলেছেন:
তবু যারা সূর্য ধরবে বলে
পুড়েছিল অনন্ত আগুনঘোরে
তারা কেউ বরফ জলে
প্রগতির শীতল ঘুমের মগ্নতায়
দেখেনি মানুষের গলিত বেঁচে
থাকায় মানুষের আরোপিত হস্তক্ষেপ!

এই লাইনগুলো অসম্ভব মনে ধরেছে।

০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

ভালো থাকুন সবসময়।

১৮| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৩৬

হাসান মাহবুব বলেছেন: +++

০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:২০

জেন রসি বলেছেন: ধন্যবাদ হামা ভাই।

১৯| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৪

উল্টা দূরবীন বলেছেন: অসম্ভব সুন্দর।

০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:২৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২০| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৩

গুলশান কিবরীয়া বলেছেন: চমৎকার কাব্য । অনেক ভালো লাগলো ।

০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:২৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।

২১| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৪

আবু শাকিল বলেছেন: হারতে কেউ চায় না।জয়ের চেষ্টা থাকবে।
৪ নাম্বারে প্লাস
ছবিটা কিসের মোবাইল দিয়ে ঠিক বোঝতে পারছি না।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:০৩

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

ছবিটা বিদ্রোহের।

২২| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:০০

নেক্সাস বলেছেন: আমি তুমি আমাদের হেরে যাওয়া
মানেই ওদের নিষ্ঠুর উৎসব।


দারুন

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:০৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ নেক্সাস ভাই।

২৩| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:২৯

প্রামানিক বলেছেন: কবিতা ভাল লাগল। ধন্যবাদ

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:০৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

২৪| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:১৭

মিলন মাযহার বলেছেন: ভালো, ভালো

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:১০

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২৫| ০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২২

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:১০

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

২৬| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:৩২

আমিই মিসির আলী বলেছেন: তবু যারা সূর্য ধরবে বলে
পুড়েছিল অনন্ত আগুনঘোরে
তারা কেউ বরফ জলে
প্রগতির শীতল ঘুমের মগ্নতায়
দেখেনি মানুষের গলিত বেঁচে
থাকায় মানুষের আরোপিত হস্তক্ষেপ!


ভালো লাগলো।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:১১

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২৭| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:



তবু যারা সূর্য ধরবে বলে
পুড়েছিল অনন্ত আগুনঘোরে
তারা কেউ বরফ জলে
প্রগতির শীতল ঘুমের মগ্নতায়
দেখেনি মানুষের গলিত বেঁচে
থাকায় মানুষের আরোপিত হস্তক্ষেপ!


চমত্‌কার।

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:২৩

জেন রসি বলেছেন: ধন্যবাদ সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই।

ভালো থাকুন সবসময়।

২৮| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১:৩২

কাবিল বলেছেন: সবগুলোই চমৎকার হয়েছে।
বিজয়ের ধারা শিরাই শিরাই ধাপিত হোক।

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:২৩

জেন রসি বলেছেন: ধন্যবাদ কাবিল ভাই।

ভালো থাকুন সবসময়।

২৯| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৩৪

দীপংকর চন্দ বলেছেন: জয় আমাদের হবেই।

কবিতায় ভালো লাগা অনেক।

অনিঃশেষ শুভকামনা কবি।

ভালো থাকবেন। সবসময়।

দুচোখের অশ্রুফোটায় আজ মিশে
যাক সময় নিংড়ানো ঘামের স্রোত!
নির্বাক ক্লান্তির দিনে অনেকেই ভুলে
যায় আগুনদিনের লৌকিক ভ্রমে
আমি তুমি আমাদের হেরে যাওয়া
মানেই ওদের নিষ্ঠুর উৎসব।


শুভকামনা পুনরায়।

০৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৩

জেন রসি বলেছেন: ধন্যবাদ দাদা।

৩০| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৬

এস কাজী বলেছেন: মামা এবার কবিতাটার উপ্রে একটা সারাংশ লিখে বুগিয়ে দেন। কিসসু বুগিনি :(

হাহাহাহাহা

মারাত্মক হয়ছে সবডি :)

০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৬

জেন রসি বলেছেন: হা হা হা হা

আমিও বুগিনি!!!

না বুগেই লিখে ফেলেছি!!! ;)

ধন্যবাদ! :)

৩১| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৬

বিজন রয় বলেছেন: প্রগতির শীতল ঘুমের মগ্নতায়.........

প্রগতি কখন শীতল হয়??

১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৭

জেন রসি বলেছেন: যখন গতিহীনতা উষ্ণ হয়!

৩২| ১১ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার কাব্য।

১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ। :)

৩৩| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৬

উদাসী স্বপ্ন বলেছেন: কবি যখন গদ্য লেখে তখন সে একটা চুম্বক বানিয়ে ফেলে। এই পোস্ট পড়ে বুঝলাম গদ্যরচনা কেন আটকে ফেলে পাঠককে!

১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৬

জেন রসি বলেছেন: লেখালেখি নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। ধন্যবাদ উদাসী ভাই। শুভকামনা। :)

৩৪| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৫

খায়রুল আহসান বলেছেন: চমৎকার চারটে কবিতা, তবে চার নম্বরটা বেশী ভালো লেগেছে। শিরোনামটাও খুব সুন্দর।
কয়েকটি মন্তব্যের উত্তরে আপনার ছোট ছোট বক্তব্য বেশ ভালো লাগলো। সেগুলোতে 'লাইক' দিয়ে গেলাম, একটা দুটো মন্তব্যেও।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার মন্তব্যে আনন্দিত হলাম অনেক। ভালো থাকুন সবসময়। শুভকামনা রইলো।

৩৫| ২২ শে মে, ২০১৬ বিকাল ৪:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

২২ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.