নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

আত্মিক শূন্যতায় তোমার অব্যর্থ তীর!

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫



শব্দ শব্দ ঘুমে জাগরন স্বপ্নবিলাস!
কাঁচ ভাঙা নৃত্যে মেঘের বিদ্যুৎ
একদিন আমার অন্ধকার খুঁড়ে
দেখেছিল অন্য কারো চোখে
দুফোঁটা অশ্রুর এক সমুদ্র ঝড়!

নাবিকের দিকহারা মৃত্যুর আয়োজনে
যে ঝড়ে ডুবেছিল একটি হৃদয়,
দুচোখের স্বপ্নে ভেসে থাকা একটি মুহূর্ত
আর মুহূর্তে মিশে যাওয়া আমার
আত্মিক শূন্যতায় তোমার অব্যর্থ তীর!

তবুও তীব্র বেঁচে থাকায় হাত রেখে বলি
ডুবে যাওয়া মানেই ধ্বংসের অবসাদ নয়!
সব কিছু ভেঙেচূরে শেষ হয়ে যাওয়ার
এক প্রহর আগেও আমি তোমার হৃদয় থেকে
কেঁড়ে নেব আমার হৃদস্পন্দনের শেষ আনন্দিত অস্তিত্ব!

মন্তব্য ৮৮ টি রেটিং +২০/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

পথে-ঘাটে বলেছেন: ভালৈ লাগিল কবিতাখানি।

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

শুভেচ্ছা। :)

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

গেম চেঞ্জার বলেছেন: আপনার ভাবনার জগত সুবিস্তৃত! ঠিক কোনদিকে ছড়ি ঘুড়িয়েছেন সেটা পুরোটা টের পাচ্ছি না। এবার মনে হয় দিক বদল করলেন। কি ঠিক বললাম?

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫০

জেন রসি বলেছেন: ভাবনার জগত একটু সুবিস্তৃত না হলে বেঁচে থাকার মজাটাই থাকবেনা! ;) ছড়ি দুদিক দিয়েই ঘুড়িয়েছি! তবে ঠিক ধরেছেন। দিক কিছুটা পরিবর্তিত হয়েছে। ;)

ধন্যবাদ গেম ভাই। অনেক অনেক শুভকামনা। :)

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

ফারিহা নোভা বলেছেন: অনেক চমৎকার লাগল আপনার কবিতা।

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫১

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

শুভকামনা। :)

৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

শায়মা বলেছেন: কবিতা পড়ে একখানা গানা মনে পড়িলো ভাইয়ু!:)


আমায় ভাসাইলিরে, আমায় ডুবাইলি রে , অকূল দরিয়ার বুঝি কুল নাই

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৩

জেন রসি বলেছেন: একটু না ভাসলে, একটু না ডুবলে বেঁচে থাকার তীব্রতা উপভোগ করা যাবে না! যদিও সাহসের একটা ব্যাপার থেকেই যায়! ;)

আপনার জন্য একটা গান!

ঘর-বাড়ির ঠিকানা নাই
দিন-রাত্রি জানা নাই
চলার ঠিকানা সঠিক নাই
জানি শুধু চলতে হবে
এ তরী বাইতে হবে
আমি যে সাগর মাঝি রে।

জীবনের রঙে মনকে টানে না
ফুলের ঐ গন্ধ কেমন জানি না
জ্যোৎস্নার দৃশ্য চোখে পড়ে না
তারাও তো ভুলে কভু ডাকে না
জীবনের রঙে মনকে টানে না


বৈশাখের ওই রুদ্র ঝড়ে
আকাশ যখন ভেঙে পড়ে
ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়
হাতছানি দেয় বিদ্যুৎ আমায়
হঠাৎ কে যে শঙ্খ শোনায়
দেখি ঐ ভোরের পাখি গায়


তবু তরী বাইতে হবে
খেয়া পারে নিতে হবে
যতই ঝড় উঠুক সাগরে।
তীরহারা এই ঢেউয়ের
সাগর পারি দিব রে।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

শুভকামনা। :)

৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৩

ইমরাজ কবির মুন বলেছেন:
স্টেয়িং অ্যালাইভ ম্যাটার্স দ্যা মোস্ট!

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৭

জেন রসি বলেছেন: চমৎকার বলেছেন।

ধন্যবাদ আপনাকে।

শুভকামনা রইলো। :)

৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৯

নেক্সাস বলেছেন: গভীর আত্মপ্রত্যের ছাপ। বিষাদ নয় বাঁচার মধ্যেই কবির আনন্দ। আনন্দের জন্য যা কিছু প্রয়োজন তা যে কোন পরিস্থিতিতে আত্মস্থ করতে প্রস্তুত কবি।

কবিতায় ভাল লাগা থাকলো

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১১

জেন রসি বলেছেন: ঠিক বলেছেন। বেঁচে থাকা মানেই হচ্ছে জীবনকে তীব্রভাবে অনুভব করা।

অনেক ধন্যবাদ নেক্সাস ভাই।

শুভকামনা রইলো। :)

৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৫

শাহিদা খানম তানিয়া বলেছেন: সুন্দর অর্থপূর্ণ কবিতা, খুব সুন্দর।

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১২

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।

শুভকামনা রইলো। :)

৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪১

সুমন কর বলেছেন: চমৎকার। ভালো লাগা রইলো।

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৩

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

অনেক অনেক শুভকামনা রইলো। :)

১০| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৩

রাজসোহান বলেছেন: কেউ দিতে না চাইলেও কি কেড়ে নেয়া যায়? কবিতায় প্লাস :)

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৫

জেন রসি বলেছেন: কেউ বিষাদ দিতে চাইলে তা নিয়েই আনন্দ উৎসব করা যায়!

ধন্যবাদ আপনাকে।

শুভকামনা রইলো। :)

১১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৩

বিজন রয় বলেছেন: আপনার চিন্তাধারা অন্যরকম জেন রসি।

নিজের অস্তিত্বের সাথে লড়াই ভাল লাগল।

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৭

জেন রসি বলেছেন: প্রথম লড়াইটা নিজের অস্তিত্বের সাথেই করতে হয়।

ধন্যবাদ বিজন রয়।

শুভকামনা রইলো। :)

১২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: একটু কঠিন ঠেকল বড্ড বেশী উপমাময় হয়ে যাওয়ায়। উপমা'র দৈর্ঘ্যে কবিতার মূল ভাব ধরা দায়। যদিও এমনতর উপমা নিয়ে খেলা করা উঁচু মানের লেখনীর পরিচয় দেয়, কিন্তু আমার মত অভাজন পাঠকের জন্য একটু কঠিন ঠেকে আরকি। :)

ভালো থাকুন সবসময়, শুভকামনা জানবেন।

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৩

জেন রসি বলেছেন: লিখতে ভালো লাগে তাই যা মনে আসে লিখে ফেলি। তবে আপনারা পড়লে আনন্দিত হই। :)

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

শুভকামনা রইলো। :)

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৯

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,



ডুবে যাওয়া একটি হৃদয়ের শেষ মরনাঘাত - প্রতিশোধ। সব কিছু ভেঙেচূরে শেষ হয়ে যাওয়ার আগে কারো হৃদয় খুঁড়ে নিজেকে ছিনিয়ে আনা, যাতে করে যে কোনও মূল্যে বেঁচে থাকার আনন্দিত অস্তিত্ব বোঝা যায় ..................

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৮

জেন রসি বলেছেন: চমৎকার ব্যাখ্যা করেছেন জী এস ভাই। তবে প্রতিশোধ শব্দটির বদলে আমি বলব উপভোগ!

ধন্যবাদ আহমেদ জী এস ভাই।

শুভকামনা রইলো। :)

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৪

মিজানুর রহমান মিরান বলেছেন: এমন কবিতা পড়তেই সামুতে আসি।

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

শুভকামনা রইলো। :)

১৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৫৯

রিপি বলেছেন:
সব কিছু ভেঙেচূরে শেষ হয়ে যাওয়ার
এক প্রহর আগেও আমি তোমার হৃদয় থেকে
কেঁড়ে নেব আমার হৃদস্পন্দনের শেষ আনন্দিত অস্তিত্ব!


বাহ !
প্রতিটা লাইনে আলাদা আবেদন আছে। বালো লেগেছে। আমি মুগ্ধ।

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৬

জেন রসি বলেছেন: মুগ্ধ হয়েছেন জেনে আনন্দিত হলাম।

ধন্যবাদ আপনাকে।

শুভকামনা রইলো। :)

১৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৪

নীলপরি বলেছেন: নাবিকের দিকহারা মৃত্যুর আয়োজনে
যে ঝড়ে ডুবেছিল একটি হৃদয়,
দুচোখের স্বপ্নে ভেসে থাকা একটি মুহূর্ত
আর মুহূর্তে মিশে যাওয়া আমার
আত্মিক শূন্যতায় তোমার অব্যর্থ তীর!


খুব ভালো লাগলো ।

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।

শুভকামনা রইলো। :)

১৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৯

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

শুভকামনা রইলো। :)

১৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৭

মারুফ তারেক বলেছেন: ভালোই লাগল ভাই

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪০

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

শুভকামনা রইলো। :)

১৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৯

তাসলিমা আক্তার বলেছেন: ফিরে যাবো বলেতো ভালোবাসিনি কবিতায় এই সুরটি চমতকারভাবে ফুটে উঠেছে। ভালোলাগা রইল।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০০

জেন রসি বলেছেন: চমৎকার বলেছেন। ফিরিয়ে দিলেও ভালোবাসা কি আর কেঁড়ে নেওয়া যায়?

ধন্যবাদ আপু।

শুভকামনা রইলো। :)

২০| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৩

আবু শাকিল বলেছেন: কিছু কিছু লাইন মুগ্ধ করল -
তবুও তীব্র বেঁচে থাকায় হাত রেখে বলি
ডুবে যাওয়া মানেই ধ্বংসের অবসাদ নয়!

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০১

জেন রসি বলেছেন: ধন্যবাদ আবু শাকিল ভাই।

শুভকামনা রইলো। :)

২১| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ হইলাম । দারূণ কবিতা কবির দির্ঘায়ু কামনা করছি।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৯

জেন রসি বলেছেন: মুগ্ধ হয়েছেন জেনে আনন্দিত হলাম।

ধন্যবাদ আপনাকে।

শুভকামনা রইলো। :)

২২| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
বেঁচে থাকা হলো আনন্দদায়ক কষ্ট। তবু প্রতিটা মুহূর্ত যদি শেষ ধরি তবে আনন্দ চাই। হারানো বা হারিয়ে যাওয়ার উল্টো পিঠে যে প্রাপ্তি বসতি আছে তা সত্য। অন্যের মাঝে ডুবে যাওয়া অর্থহীন। তাই ফিরিয়া আনাই উচিত। সবশেষে হলেও।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৬

জেন রসি বলেছেন: সবকিছুর মধ্যেই একটা পোলারিটি আছে। বেঁচে থাকার মধ্যেও থাকবে। তাই শেষ মুহূর্ত পর্যন্ত উপভোগ করতে পারাটাই সবচেয়ে বড় চ্যালেন্জ!

ধন্যবাদ রাজপুত্র ভাই।

শুভকামনা রইলো। :)

২৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪২

হাসান মাহবুব বলেছেন: অপটিমিস্টিক কবিতা, যা আপনি সাধারণত লেখেন না।

ডুবে যাওয়া মানেই ধ্বংসের অবসাদ নয়!


ইনসপায়ারিং!

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২০

জেন রসি বলেছেন: ভারসাম্য রক্ষা বলে একটা ব্যাপার আছেনা! ;)

নাহলে একদিকেই হেলে পরতে হবে! আমি দুদিকটাই উপভোগ করতে চাই।

ধন্যবাদ হামা ভাই।

শুভকামনা রইলো। :)

২৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: কবিতায় জীবন কিংবা জীবনের সমাপ্তি উপভোগ করেছেন।পজিটিভ এনার্জি পেলাম।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩০

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনিও জীবনকে তীব্র ভাবে উপভোগ করুন, এই শুভকামনা রইলো। :)

২৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩২

নতুন গেম বলেছেন: ভালো লাগিল

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

নতুন গেম নামকরনের সার্থকতা কি? ;)

শুভকামনা।

২৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন পর ব্লগে এসে চমৎকার চমৎকার সব কবিতা পড়ছি , শুভ কামনা জানবেন কবি ।

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০২

জেন রসি বলেছেন: আমিও অনিয়মিত ভাবেই আছি! আপনার মন্তব্যে আনন্দিত হলাম।

ধন্যবাদ ভাই।

শুভকামনা রইলো। :)

২৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: দিনটাই দিন রাতটাতো রাত ;)
শৈশব থেকে মৃত্যু জীবনের দৈর্ঘ্য- অথচ বুঝতে বুঝতেই চলে যায় বেশির ভাগ সময়- যখন বেলা শেষে জ্ঞান ঘুম ভাঙে তখন
গানের মতো বলতে হয় -
ঘুমাইযা ছিলাম ছিলাম ভাল
জেগে দেখি বেলা নাই বেলা নাই!!!

দারুন ভেতরের সত্যকে তুলে ধরেছেন সাবলীলতায়! মুগ্ধতা!

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২১

জেন রসি বলেছেন: চমৎকার বলেছেন।

ধন্যবাদ ভাই।

শুভকামনা রইলো। :)

২৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৮

উদাসী স্বপ্ন বলেছেন: কেঁড়ে নেব আমার হৃদস্পন্দনের শেষ আনন্দিত অস্তিত্ব!

এই লাইনটায় একটা নদীর ঢেউয়ের ছন্দ খুজে পেলাম!

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২২

জেন রসি বলেছেন: ধন্যবাদ উদাসী স্বপ্ন ভাই।

শুভকামনা রইলো। :)

২৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪১

উল্টা দূরবীন বলেছেন: তবুও তীব্র বেঁচে থাকায় হাত রেখে বলি
ডুবে যাওয়া মানেই ধ্বংসের অবসাদ নয়!
সব কিছু ভেঙেচূরে শেষ হয়ে যাওয়ার
এক প্রহর আগেও আমি তোমার হৃদয় থেকে
কেঁড়ে নেব আমার হৃদস্পন্দনের শেষ আনন্দিত অস্তিত্ব!

দারুণ।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৩

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

শুভকামনা রইলো। :)

৩০| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০২

মহামহোপাধ্যায় বলেছেন: জনাব, ইহা কি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির কাব্যিক রুপ!! সব্যসাচী সম্বোধনও মামুলি হইয়া যাইতেছে আপনার জন্য!!

ভালো থাকুন। শুভেচ্ছা রহিলো :)


অ.ট.- খেলার আগে কি শুরু করিলেন?? নাকি ...........

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৯

জেন রসি বলেছেন: জনাব, আপনি জানেন যে এই নিশ্চিত আর্থসামাজিক প্রেক্ষাপটে আমাদের অবস্থান হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির মতই কাব্যিক! ;) তাই একটু চর্চা করতে দোষ কি? :P

আর খেলা বিষয়ে যা বলিলেন তার জবাব,

Heart says that..
customs are compensation (like a fee here) for living,
this world is enemy n all belongs to someone else..
burn them..
heart says..
heart says..
to live by the heart, or die...


৩১| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৮

ফরিদ আহমাদ বলেছেন: ভক্ত হয়ে গেলাম।

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪০

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

শুভকামনা রইলো। :)

৩২| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩২

শায়মা বলেছেন: তরী তরী শুনে তো আবারও মনে পড়লো!!!! B:-)

তরীতে পা দেইনি আমি
পারের পানে চাইনি গো চাইনি
ঘাটে বসে কাঁটাই বেলা
আর কিছু তো চাইনি গো চাইনি!!!!!!

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৫

জেন রসি বলেছেন: হা হা হা হা.......

আছেন কেমন? বিজি নাকি?

নিশ্চয়ই সামনে প্রোগ্রাম আছে মনে হচ্ছে! :)

আপনার মনে পড়া গানের জবাবে আমারো একটা গানের লিরিক্স মনে পড়ে গেল!

হিন্দি গানের ইংলিশ লিরিক্স! :P


In this world of you people,
at every step, a human is wrong..
whatever I feel is right and say,
you call it wrong, if I'm wrong then who's right? ;)

৩৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: নাবিকের দিকহারা মৃত্যুর আয়োজনে
যে ঝড়ে ডুবেছিল একটি হৃদয়,
দুচোখের স্বপ্নে ভেসে থাকা একটি মুহূর্ত
আর মুহূর্তে মিশে যাওয়া আমার
আত্মিক শূন্যতায় তোমার অব্যর্থ তীর!
তবুও তীব্র বেঁচে থাকায় হাত রেখে বলি
ডুবে যাওয়া মানেই ধ্বংসের অবসাদ নয়!" এই লাইনগুলা বেশি ভাল্লাগসে!

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ সাধু ভাই।

শুভকামনা রইলো। :)

৩৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: 'তবুও বেঁচে থাকার' বৃত্তান্ত, বেঁচে থাকতে হয়। ভাল লেগেছে ।

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

শুভকামনা রইলো। :)

৩৫| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২০

শায়মা বলেছেন: কে আবার?

আমি!
আমি ইজ রাইট!:)

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৪

জেন রসি বলেছেন: তাহলে আমি ইজ লেফট! :)

৩৬| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

দীপংকর চন্দ বলেছেন: ডুবে যাওয়া মানেই ধ্বংসের অবসাদ নয়!

শ্রদ্ধা জানবেন।

এবং শুভকামনা। অনেক।

ভালো থাকবেন কবি। সবসময়।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪০

জেন রসি বলেছেন: ধন্যবাদ দাদা।

অনেক অনেক ভালো থাকুন সবসময় ।

শুভকামনা রইলো। :)

৩৭| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

শায়মা বলেছেন: লেখক বলেছেন: হা হা হা হা.......

আছেন কেমন? বিজি নাকি?

নিশ্চয়ই সামনে প্রোগ্রাম আছে মনে হচ্ছে! :)

বিজি মানে কি আর যে সে বিজি!!!!!!!! বাপরে! নাওয়া খাওয়ারও সময় নেই।:( তাই আজকে একদম চার চার ঘন্টা ঘুম দিয়েছি মানে হাফ রেস্টিং এ আছি!:):) :)

আর ইউ ইজ লেফ্ট!!!!!!!!

এটা শুনে মনে পড়লো....
চল চল চল উর্ধ গগণে বাজে মাদল,
নিম্নে উতলা ধরণী তল,
অরুণ প্রাতের তরুণ দল
চলরে চলরে চল!!!!!!


কেনো বলো তো!!!!!!!!!

দেখি তোমার কত্ত বুদ্ধি ভাইয়ু!!!!!!:) :) :)


০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৫

জেন রসি বলেছেন: এটা কোন ব্যাপার হইলো? ;)

এখানে আপনি জাতীয় কবির রণসঙ্গীত দিয়ে বোঝাতে চেয়েছেন আমি যেন সব বাঁধা অতিক্রম করে লেফট রাইট করতে করতে আপনার বাসায় দাওয়াত খেতে চলে আসি! :P

কবে আইতাম?? :)

৩৮| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫১

শায়মা বলেছেন: হা হা আজকেই চলে আসো ভাইয়ু!!!!!!!!!!

অবশ্য খানা পিনা সব শেষ যা কিছু অবশিষ্টাংশ ছিলো ফ্রিজে উঠে গেছে!:(

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০১

জেন রসি বলেছেন: কোন সমস্যা নাই!

ফ্রিজ সহ নিয়ে আসব! :P

৩৯| ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০০

মায়াবী রূপকথা বলেছেন: তার জন্য কিছু রেখে দিন ভাইয়া। নইলে সে যদি ভাল না থাকে আপনার শেষ প্রহরের অস্তিত্ত কি আনন্দের হবে? কবিতা সুন্দর হয়েছে। শুভেচ্ছা রইল :)

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৬

জেন রসি বলেছেন: হা হা হা.......ঠিক আছে আপু। আপনার কথা মনে রাখব। :)

ধন্যবাদ আপু।

শুভকামনা রইলো। :)

৪০| ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৯

জুন বলেছেন: তবুও তীব্র বেঁচে থাকায় হাত রেখে বলি
ডুবে যাওয়া মানেই ধ্বংসের অবসাদ নয়!

সেই ধ্বংসস্তুপ থেকে ফিনিক্স পাখির মত জেগে ওঠাই হলো বেচে থাকার তীব্র আকাঙ্ক্ষা ।
অনেক ভালোলাগা রইলো জেন রসি ।
+

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৩

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।

শুভকামনা রইলো। :)

৪১| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৮

কল্লোল আবেদীন বলেছেন:






ভাল লেগেছে।

১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০০

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

শুভকামনা রইলো।

৪২| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৮

উর্বি বলেছেন: দারুন

১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০২

জেন রসি বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখলাম।

কেমন আছেন?

৪৩| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৫

বিজন রয় বলেছেন: আপনার খবর কি?
অনেক দিন দেখি না।

নতুন লেখা দিন।

২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২০

জেন রসি বলেছেন: কিছুটা বিজি ছিলাম। টাইম ম্যানেজমেন্ট ঠিক মত হচ্ছিল না! কিছুদিন গত কয়েক দিনের লেখাগুলো পড়ে নেই। তারপর নতুন লেখা দেব।

আশা করি ভালো আছেন।

শুভকামনা। :)

৪৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৫

কল্লোল পথিক বলেছেন:


চমৎকার কবিতা।
কবিতায়++++++++++++++

২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২১

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

শুভেচ্ছ।

৪৫| ২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:১১

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ মিনিংফুল কবিতা

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.