নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ ইচ্ছেগুলো সব অবিনশ্বর হয়ে গেছে!

১৩ ই মে, ২০১৬ দুপুর ২:৩৯



তোমার শূন্যতায় তোমায় পাইনি বলে
ইচ্ছেগুলো সব অবিনশ্বর হয়ে গেছে!
যেমন তোমার নশ্বর মন থেকে
উড়ে আসা, অনুভূতির আগুনে
পুড়ে যাওয়া শব্দগুলো একের সাথে
অপরের মিথস্ক্রিয়ায় হয়ে গেল
কবিতার আবরণে এক অমর উপাখ্যান।

আমি অমরত্বের কাছ থেকে
কয়েকখণ্ড শব্দ কুড়িয়ে তোমাকেই
দেখাতে চেয়েছি জীবন মানেই
স্বপ্ন আর বেঁচে থাকার দূরত্ব নয়!
তোমার মুহূর্তের সাথে আমার মুহূর্ত
মিশে গিয়ে অস্তিত্বের তীব্র কোলাহলে
এই পরম সময়ের সাথে আমাদের খুনসুটি!

ইচ্ছেগুলোর সাথে লুকোচুরি খেলার প্রতিক্রিয়ায়
ক্ষত বিক্ষত মুক্তির আজন্ম স্বাদ
অন্যকোন ভুবনে জন্ম দেয় অনুভবের
শৃঙ্খল কিংবা মোক্ষের সুরের মূর্ছনা!
আমি সেই মূর্ছনায় অবগাহন করব বলেই
নশ্বর তোমার অস্তিত্ব থেকে চেয়ে নিয়েছি
তোমার শব্দমাখা কবিতার অবিনশ্বর সপ্নবিলাস।


মন্তব্য ৮৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৬ বিকাল ৪:৪২

শায়মা বলেছেন: নশ্বর অবিনশ্বরের পাকে চক্রে আমার মাথাও চক্কর দিচ্ছে ভাইয়ু!

একটু ভালো করে ভেবে দেখি। কবিতায় আসলেই কি আছে!!!!!!

১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:০৭

জেন রসি বলেছেন: মনে হয় দুনিয়ার চক্করটা বুঝতে পারছেন। ;)

কবিতায় কিছু নাই! :P

২| ১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ইচ্ছেগুলোর সাথে লুকোচুরি খেলার প্রতিক্রিয়ায়
ক্ষত বিক্ষত মুক্তির আজন্ম স্বাদ
অন্যকোন ভুবনে জন্ম দেয় অনুভবের
শৃঙ্খল কিংবা মোক্ষের সুরের মূর্ছনা!" যথার্থই বলেছেন ।

১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ সাধু ভাই। :)

৩| ১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:১৮

শায়মা বলেছেন: তোমার শূন্যতায় তোমায় পাইনি বলে
ইচ্ছেগুলো সব অবিনশ্বর হয়ে গেছে!
যেমন তোমার নশ্বর মন থেকে
উড়ে আসা, অনুভূতির আগুনে
পুড়ে যাওয়া শব্দগুলো একের সাথে
অপরের মিথস্ক্রিয়ায় হয়ে গেল
কবিতার আবরণে এক অমর উপাখ্যান।


বাহ! তাই তো কবিতা হলো এমন! ( মর্মোদ্ধার করিয়া)

১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:৪৭

জেন রসি বলেছেন: কি মর্মোদ্ধার করিয়াছেন?

বিগ ব্যাং নাকি কেয়ামত?? ;) :P

৪| ১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:৫০

শায়মা বলেছেন: কেয়ামৎ সে কেয়ামৎ তাক!!!!!!!!!!!:)




১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:৫৩

জেন রসি বলেছেন: খাইছে আমারে!!!

মাঝের সময়টা কি হবে? ;)

৫| ১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:৫৫

শায়মা বলেছেন: মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়!!!!!!!!!! ( মান্না দে'র গানের নদী কিন্তু কোনো পদ্মা, মেঘনা যমুনা না !!!!!!)

১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:৫৮

জেন রসি বলেছেন: নদীর উপর একটা নৌকা!

গান গাইতে পারে এমন মাঝি!!

আকাশে বিশাল চাঁদ!!

এবার শুধু সাঁতার শিখা বাকি!!!! :P

৬| ১৩ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

শায়মা বলেছেন: সাতার ছাড়া মাঝি!
লবন ছাড়া ভাজি...


মাঝির দেখি জীবনখানা
যোল আানাই ফাকি।

১৩ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

জেন রসি বলেছেন: একটু ফাঁকি থাকা ভালো।

সীমাবদ্ধতা আছে বলেই সীমা অতিক্রম করার উপভোগ করা যায়!! ;)

৭| ১৩ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: চমৎকার!

১৩ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ অনিকেত ভাই। :)

৮| ১৩ ই মে, ২০১৬ রাত ৮:১৯

পবন সরকার বলেছেন: চমৎকার কবিতা খুব ভালো লাগল।

১৩ ই মে, ২০১৬ রাত ৮:২৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ পবন ভাই। :)

৯| ১৩ ই মে, ২০১৬ রাত ৮:২৩

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।

১৩ ই মে, ২০১৬ রাত ৯:২২

জেন রসি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। :)

১০| ১৩ ই মে, ২০১৬ রাত ৯:৩৭

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,




যা-ই দেখাতে চাননা কেন জীবন মানেই , নিজের সাথে খুনসুটি ।

অথচ মানুষ কেবলই কবিতার সপ্নবিলাসে জীবনের উপাখ্যান লিখতে চায় ! ++

১৩ ই মে, ২০১৬ রাত ১১:২১

জেন রসি বলেছেন: আমার মাঝে মাঝে মনে হয় মানুষ নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে শব্দ দিয়ে এমন এক জগত বিনির্মাণ করতে চায়, যা সে বাস্তবে পারেনা। তাই বারবার তাকে নিজের কাছ থেকেপালাতেই অনেক কিছু সৃষ্টি করতে হয়- যা একই সাথের নিজস্ব এবং নিজ থেকে বিচ্ছিন্ন।

ধন্যবাদ জী এস ভাই। :)

১১| ১৩ ই মে, ২০১৬ রাত ১০:১৩

মিজানুর রহমান মিরান বলেছেন: কবিতা তেমন বুঝিনা। তবে পড়তে ভালো লাগে, মাঝে মাঝে বুঝার চেষ্টা করি।

১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৯

জেন রসি বলেছেন: আমিও তেমন একটা বুঝিনা। তবে পড়তে এবং লিখতে ভালো লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ। :)

১২| ১৩ ই মে, ২০১৬ রাত ১০:৪৭

নীলপরি বলেছেন: তোমার শূন্যতায় তোমায় পাইনি বলে
ইচ্ছেগুলো সব অবিনশ্বর হয়ে গেছে!


খুব সুন্দর লাগলো ।

১৪ ই মে, ২০১৬ দুপুর ১:০২

জেন রসি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু। :)

১৩| ১৪ ই মে, ২০১৬ রাত ১২:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর কবিতা , ভাল লাগল।

১৪ ই মে, ২০১৬ দুপুর ১:০৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ সুজন ভাই। :)

১৪| ১৪ ই মে, ২০১৬ রাত ১২:৪২

ভ্রমরের ডানা বলেছেন: ঘোর জাগানিয়া কবিতায় প্লাস।

১৪ ই মে, ২০১৬ দুপুর ১:১৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ ডানা ভাই। :)

১৫| ১৪ ই মে, ২০১৬ রাত ২:১৪

মুসাফির নামা বলেছেন: তোমার শূন্যতায় তোমায় পাইনি বলে
ইচ্ছেগুলো সব অবিনশ্বর হয়ে গেছে!


প্রথম লাইনটাই কেমন বেখাপ্পা লাগলো!

১৪ ই মে, ২০১৬ দুপুর ১:২০

জেন রসি বলেছেন: ধন্যবাদ মুসাফির ভাই। :)

১৬| ১৪ ই মে, ২০১৬ সকাল ৯:৩৫

হাসান মাহবুব বলেছেন: কবিতাটায় থিওরি এক্সিকিউট করতে বেশি মনোযোগ দেয়া হয়েছে, যার ফলে তেমন স্বতস্ফূর্ততা পাই নি।

১৪ ই মে, ২০১৬ দুপুর ১:২৫

জেন রসি বলেছেন: থিওরি এক্সিকিউট করার প্রতি একটা স্বতস্ফূর্ত ঝোঁক আছে আমার মধ্যে! :P

ধন্যবাদ হামা ভাই। :)

১৭| ১৪ ই মে, ২০১৬ সকাল ৯:৪৫

হুকুম আলী বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল।

১৪ ই মে, ২০১৬ দুপুর ১:২৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ আলী ভাই। :)

১৮| ১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইচ্ছেগুলোর সাথে লুকোচুরি খেলার প্রতিক্রিয়ায়
ক্ষত বিক্ষত মুক্তির আজন্ম স্বাদ
অন্যকোন ভুবনে জন্ম দেয় অনুভবের
শৃঙ্খল কিংবা মোক্ষের সুরের মূর্ছনা!
আমি সেই মূর্ছনায় অবগাহন করব বলেই
নশ্বর তোমার অস্তিত্ব থেকে চেয়ে নিয়েছি
তোমার শব্দমাখা কবিতার অবিনশ্বর সপ্নবিলাস।

কবিতা আর প্রতিমন্তব্যেও মুগ্ধতা। +++++

১৪ ই মে, ২০১৬ দুপুর ১:৩১

জেন রসি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই। :)

১৯| ১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৭

প্রামানিক বলেছেন: কবিতা ভালো লাগল। ধন্যবাদ

১৪ ই মে, ২০১৬ দুপুর ১:৩৩

জেন রসি বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। :)

২০| ১৪ ই মে, ২০১৬ দুপুর ২:৩৮

খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা। দুটো জায়গায় কবিতা খুব ভালো লেগেছেঃ
আমি অমরত্বের কাছ থেকে
কয়েকখণ্ড শব্দ কুড়িয়ে তোমাকেই
দেখাতে চেয়েছি জীবন মানেই
স্বপ্ন আর বেঁচে থাকার দূরত্ব নয়!
- আর,

আমি সেই মূর্ছনায় অবগাহন করব বলেই
নশ্বর তোমার অস্তিত্ব থেকে চেয়ে নিয়েছি
তোমার শব্দমাখা কবিতার অবিনশ্বর সপ্নবিলাস।


কবিতায় 'লাইক' দিলাম।

১৪ ই মে, ২০১৬ বিকাল ৩:০১

জেন রসি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। :)

২১| ১৫ ই মে, ২০১৬ দুপুর ২:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: অনেক সুন্দর কবিতা।ধন্যবাদ কবি

১৭ ই মে, ২০১৬ সকাল ১১:৪৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই। :)

২২| ১৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:



নদী সাগরে মিশে গেলে, সেখানেই স্রোতের মৃত্যু হয়, নদীও আর থাকে না।

১৭ ই মে, ২০১৬ সকাল ১১:৪৮

জেন রসি বলেছেন: এটাকে রুপান্তর বলা যেতে পারে।

ধন্যবাদ আপনাকে। :)

২৩| ১৫ ই মে, ২০১৬ রাত ৮:৩৬

অগ্নি সারথি বলেছেন: কবিতা বেশ হয়েছে। আপনি কবিতা লিখেন জানতাম না তো!

১৭ ই মে, ২০১৬ সকাল ১১:৫০

জেন রসি বলেছেন: আমার ভাই যা লিখতে ইচ্ছা করে তাই লিখে ফেলি!

অনেক অনেক ধন্যবাদ অগ্নি সারথি ভাই। :)

২৪| ১৬ ই মে, ২০১৬ রাত ৮:৪৮

দীপংকর চন্দ বলেছেন: জীবন মানেই
স্বপ্ন আর বেঁচে থাকার দূরত্ব নয়!


নিমগ্নতা কবিতায়!!

অনিঃশেষ শুভকামনা সুলেখক।

ভালো থাকবেন। সবসময়।

পরম সময়ের সাথে আমাদের খুনসুটি!

অথবা আমাদের সাথে খুনসুটি পরম সময়ের!!!

শুভকামনা পুনরায়।

১৭ ই মে, ২০১৬ দুপুর ১২:০২

জেন রসি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা।

ভালো থাকুন সবসময়।

শুভকামনা রইলো। :)

২৫| ১৭ ই মে, ২০১৬ রাত ৩:৪০

অlলাউল বলেছেন: Valo hoyeche. Banglay likhte parchina bolevdukhito. Aro koyek ta likhen erkom.

১৭ ই মে, ২০১৬ দুপুর ১২:০৫

জেন রসি বলেছেন: এরপর ভাবছি একটা ভূতের গল্প লিখব। যদিও ভূতের দেখা পাচ্ছিনা। ;)

ধন্যবাদ আপনাকে। :)

২৬| ১৭ ই মে, ২০১৬ দুপুর ২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে ভাল লাগল

১৭ ই মে, ২০১৬ দুপুর ২:২৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু। :)

২৭| ১৭ ই মে, ২০১৬ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ফেবুতে রিকোয়েস্ট পাঠালাম

১৭ ই মে, ২০১৬ দুপুর ২:৫৮

জেন রসি বলেছেন: পেয়েছি।

ধন্যবাদ আপু। :)

২৮| ১৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

মায়াবী রূপকথা বলেছেন: ওরে বাবা! এত্ত কঠিন কেনু? মাথায় জট পাকিয়ে গেল তো ভাইয়া :P পড়তে ভাল লেগেছে :)

১৭ ই মে, ২০১৬ রাত ৮:০৯

জেন রসি বলেছেন: হা হা হা

আমি কিন্তু জট খোলার পর লিখেছি!

আশা করি অনেক অনেক ভালো আছেন।

শুভকামনা রইলো। :)

২৯| ১৮ ই মে, ২০১৬ সকাল ১১:৫১

গেম চেঞ্জার বলেছেন: দ্বান্ধিক ব্যাপার স্যাপার!! অন্তর্দ্বন্ধ!!!

১৮ ই মে, ২০১৬ দুপুর ১২:১৩

জেন রসি বলেছেন: ভাবনা চিন্তা প্রয়োজনের অধিক যান্ত্রিক হয়ে গেলে কবিতা লিখে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করি। ;) ধন্যবাদ গেম ভাই। :)

৩০| ১৮ ই মে, ২০১৬ দুপুর ১২:২০

গেম চেঞ্জার বলেছেন: //লেখক বলেছেন: ভাবনা চিন্তা প্রয়োজনের অধিক যান্ত্রিক হয়ে গেলে কবিতা লিখে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করি।//

আমি উল্টো আরো যান্ত্রিক হতে চেষ্টা করি। এতে একটা সময় পরে ভাল রিভার্স রেজাল্ট আসতে বাধ্য.... ;)

১৮ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৯

জেন রসি বলেছেন: হা হা হা

আপনি বিষে বিষ ক্ষয় মেথড প্রয়োগ করেন আর আমি ম্যাটার আর এন্টি ম্যাটার এক করে ফেলে একটা বিস্ফোরণের অপেক্ষা করি! ;)

দুটোই উত্তম পন্থা! :)

৩১| ১৯ শে মে, ২০১৬ রাত ১২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: ইচ্ছেগুলো অবিনশ্বর হয়ে থাকলো !! :)

১৯ শে মে, ২০১৬ সকাল ১১:৪৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। আপনাকে অনেকদিন পর দেখলাম। আশা করি ভালো আছেন। শুভকামনা রইলো। :)

৩২| ২০ শে মে, ২০১৬ রাত ১২:২৫

কল্লোল পথিক বলেছেন: বাহ!দারুন হয়েছে।
কবিতায়++++++

২০ শে মে, ২০১৬ রাত ১:১৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক ভাই। :)

৩৩| ২০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

অপ্‌সরা বলেছেন: ভাইয়ু!!!!!!! আমি কাঁদছি!!!!!! :((

২০ শে মে, ২০১৬ রাত ৮:২৯

জেন রসি বলেছেন: কেন? শায়মা নিক দিয়ে লগিন করতে পেরেছেন?

৩৪| ২০ শে মে, ২০১৬ রাত ৮:৫৯

ডঃ এম এ আলী বলেছেন: আমি অমরত্বের কাছ থেকে
কয়েকখণ্ড শব্দ কুড়িয়ে তোমাকেই
দেখাতে চেয়েছি জীবন মানেই
স্বপ্ন আর বেঁচে থাকার দূরত্ব নয়!
তোমার মুহূর্তের সাথে আমার মুহূর্ত
মিশে গিয়ে অস্তিত্বের তীব্র কোলাহলে
এই পরম সময়ের সাথে আমাদের খুনসুটি

কাব্যরসে ভরপুর কবিতাটি পাঠে আনন্দ পেয়েছি প্রচুর । ভাল থাকুন এ শুভকামনা থাকল ।

২১ শে মে, ২০১৬ দুপুর ১:৪৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই। শুভকামনা রইলো। :)

৩৫| ২১ শে মে, ২০১৬ দুপুর ২:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ।

২১ শে মে, ২০১৬ দুপুর ২:৫৪

জেন রসি বলেছেন: ভালো থাকুন সবসময়। :)

৩৬| ২১ শে মে, ২০১৬ দুপুর ২:৫৮

অপ্‌সরা বলেছেন: না পারিনি!!!!!!!!!!!!!!!!! :((


আমি কিন্তু রাগ করে আবার পুরোনো দিনেই ফিরে যাবো!!!!!!!!


ব্যাক টু দ্যা পাস্ট!!!!!!! :(


২২ শে মে, ২০১৬ দুপুর ২:৫৩

জেন রসি বলেছেন: আশা করি এই সমস্যার সমাধান হবে। :)

৩৭| ২২ শে মে, ২০১৬ রাত ৮:৫৪

বিজন রয় বলেছেন: অন্যকোন ভুবনে জন্ম দেয় অনুভবের

আমার একটি কবিতায় এমন একটি লাইন আছে, সেটি মনে পড়ে গেল।

আপনার লেখা সবসময় ভাল হয়।

২৫ শে মে, ২০১৬ বিকাল ৩:১০

জেন রসি বলেছেন: ধন্যবাদ বিজন রয় ভাই। :)

৩৮| ২৫ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:২১

নীলপরি বলেছেন: নতুন লেখা দেখছি না কেনো ? :)

২৫ শে মে, ২০১৬ রাত ৯:৪৮

জেন রসি বলেছেন: এখন পড়ছি। বোর হয়ে গেলেই কিছু একটা লিখে ফেলব।

৩৯| ২৬ শে মে, ২০১৬ দুপুর ১:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগা রেখে গেলাম। ধন্যবাদ

২৬ শে মে, ২০১৬ দুপুর ২:১৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই। :)

৪০| ২৭ শে মে, ২০১৬ ভোর ৫:৫৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: অসাধারন লেখনি। এগিয়ে যান কবি শুভাশিস রইল। হ্যাপি ব্লগিং

২৭ শে মে, ২০১৬ সকাল ১১:০৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ কবি হাফেজ ভাই। শুভকামনা রইলো। হ্যাপি ব্লগিং। :)

৪১| ২৭ শে মে, ২০১৬ সকাল ৮:০১

শূণ্য মাত্রিক বলেছেন: নাহ !!! হলের ওয়াই ফাই একটু পর বন্ধ করে দিবে। সময় নিয়ে আসতে হবে আপনার ব্লগে। নাহলে জমবে না।

২৭ শে মে, ২০১৬ সকাল ১১:১৯

জেন রসি বলেছেন: ২৪ বাই ৭ ওয়াই ফাইের জন্য আন্দোলন শুরু করে দেন। আপনার সাথে আড্ডা দিতে আমারো অনেক ভালো লাগবে। শুভকামনা রইলো। :)

৪২| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৩:৪৮

ফয়সাল রকি বলেছেন: ভাল লেগেছে...
প্লাস (১৪তম লাইক)

২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

জেন রসি বলেছেন: ধন্যবাদ ফয়সাল রকি ভাই। :)

৪৩| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১১:১৩

রুদ্র জাহেদ বলেছেন: অত্মবিলাস!কবিতায় দারুণ ভালো লাগা রইল

০৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ রুদ্র জাহেদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.