নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

কবিতা: সুখবাদ

২২ শে জুন, ২০১৬ রাত ১:০৭






ঠিক সন্ধ্যা নামার কিছুক্ষন পর
চারপাশে প্রার্থনার আয়োজনে
নিমগ্ন মানুষের নিশ্চুপ অসহায়ত্বে
বারাক ওমাবার শান্তির বানীর সাথে
ধর্মগ্রন্থগুলো থেকে ভেসে আসা
অদৃষ্টবাদ মিশে গিয়ে এক অপূর্ব
সুরের মূর্ছনার সৃষ্টি হয়।
তারপর বসন্তে আগুন লাগে
বৃষ্টির ফোঁটায় ফোঁটায়
মৃত্যু নেমে আসে অশান্ত সুরে।


আমি ঠিক এভাবে মরতে চাইনা বলে
মাঝেমাঝে ডাক্তারের নির্দেশে
মশাল মিছিল করে থাকি।



একদিন মিছিলে এক হাতে মশাল
অন্য হাতে প্রিয়তমার হাত ধরে
চিৎকার করে ওদের নামে যাতা বলছিলাম।
আর মনে মনে আমি ছিলাম অন্যকোথাও
ভাবছিলাম অনেকদিন অন্ধকারে জোনাক পোকার আগুন দেখিনা কিংবা জোছ্নার নরম আলোয় স্নান করে শিহরিত হইনা।

আমার আর চিৎকার করতে ভালো লাগেনা
আজকাল ভেবেও খুব একটা আরাম পাইনা
ইচ্ছে করে মিছিলে মশাল ফেলে দিয়ে
প্রিয়তমার হাত ধরে চুপচাপ বসে থাকি।

নৈরাশ্য হচ্ছে অনেকটা মৃত্যুর মত অবসাদ
তাই আজকাল কবিতা দিয়ে আমি
ফ্যান্টাসি বিনির্মান করি।



কিন্তু যতবার আমি শব্দের খেলায়
স্বর্গের কাছাকাছি চলে যাই
ততবার বোমায়, ক্ষুধায় দগ্ধ মানুষের
হাহাকার আমার দিকে বিষদাঁতসহ
আদর্শের কালসাপ নিক্ষেপ করে।


আদর্শের সাপ ছোবল দিলে খুব লাগে।
তাই ভাবছি প্রিয়তমার নেক্সট জন্মদিনে
একটা পারমানবিক বোমা উপহার দেব!




মন্তব্য ৭২ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৬ রাত ১:৫২

মহা সমন্বয় বলেছেন: তাই ভাবছি প্রিয়তমার নেক্সট জন্মদিনে
একটা পারমানবিক বোমা উপহার দেব! =p~

তাহলে আপনি হবেন এই পৃথিবীর বিখ্যাত প্রেমিক :P

২২ শে জুন, ২০১৬ রাত ২:৩৩

জেন রসি বলেছেন: আমি নাহয় বিখ্যাত প্রেমিক হব কিন্তু যাকে গিফট দেব সে যদি কখনো রাগের বশে সেটা ছুড়ে মারে তখন কি হবে সেটা ভাইবা দেখেন। ;)

আসলেই ভেবে দেখেন। মাত্র করেকজন মানুষের ইচ্ছার কাছে আমরা জিম্মি।

২| ২২ শে জুন, ২০১৬ রাত ২:০৩

গেম চেঞ্জার বলেছেন: ক্রিয়েটিভ চিন্তাধারা!! ভাবছি কি বলা যায়!!! ;)

২২ শে জুন, ২০১৬ রাত ২:৩৯

জেন রসি বলেছেন: কিছু না বইলা বরং একটা পারমাণবিক বোমা বানাইয়া দেন। ;)

৩| ২২ শে জুন, ২০১৬ রাত ২:০৫

চাঁদগাজী বলেছেন:




কেক কাটার আসরে, পারমানবিক বোমার ডেটানেটরে নেসেন্ট ইউরেনিয়ামে রিয়েকসন ঘটানোর দায়িত্বটা আপনার নিতে হবে।
কবিতাগুলো ক্রমেই আধুনিক সব আবিস্কারের পরিভাষাকে আপন বুকে শুষে নিচ্ছে

২২ শে জুন, ২০১৬ দুপুর ১২:৪২

জেন রসি বলেছেন: হা হা হা হা

নাইস সেন্স অব হিউমার। আপাতত আত্মহত্যা করার কোন ইচ্ছা নাই। তবে বার্থ ডে পার্টিতে কেউ ঝামেলা করলে ভয় দেখানো যেতে পারে। ;)

কবিতাও আধুনিক আবিষ্কারের সুফল ভোগ করছে। ;)

ধন্যবাদ চাঁদগাজী সাহেব। :)

৪| ২২ শে জুন, ২০১৬ রাত ২:৩০

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লিখেছেন।

ডাক্তার সাহেবের পিছনে সাড়া বাংলাদেশ একদিন ছিল

আহ সে দিন, কত আশা ছিল

আমার আর চিৎকার করতে ভালো লাগেনা
আজকাল ভেবেও খুব একটা আরাম পাইনা
ইচ্ছে করে মিছিলে মশাল ফেলে দিয়ে
প্রিয়তমার হাত ধরে চুপচাপ বসে থাকি।

এই ধ্রুব সত্য। আমি যেমন একবার বলেছিলাম

আমি কলম থামিয়ে বসে আছি
তাতে কার কি এসে যায়
মিথ্যা ও মৃত্যুর এই উপত্যকায় প্রেমিকার ঠোঁটও
নিরাপদে চুমু দেয়ার কথা ভুলে গেছে

২২ শে জুন, ২০১৬ দুপুর ১:২৩

জেন রসি বলেছেন: এটাকে পারসোনিফিকেশনের একটা উদাহরন বলা যেতে পারে। আসলে আমাদের মনোজগতে সবসময় একটা যুদ্ধ চলে। আর সব যুদ্ধই মানষকে একসময় ক্লান্ত করে ফেলে। আপনার কবিতার লাইনগুলো চমৎকার। ধন্যবাদ তানিম ভাই। :)

৫| ২২ শে জুন, ২০১৬ রাত ২:৫৬

কথাকথিকেথিকথন বলেছেন: হুম, আদর্শ মানুষকে কুঁড়ে কুঁড়ে খায়, তারা পারে না একলা সুখ পিয়াসী হতে, যা কেঁড়ে নেয় তার নিজস্বতাকেও ।

তাই ভাবছি প্রিয়তমার (নেক্সট) জন্মদিনে- এখানে 'আসন্ন' দিলে কেমন হতো !

কবিতা ভাল লেগেছে, বেশ অর্থবহ সহজ সরল শব্দে ।

২২ শে জুন, ২০১৬ দুপুর ২:০৬

জেন রসি বলেছেন: আদর্শের মাঝেও একটা সীমাবদ্ধতা আছে। তাই আদর্শ হতে পারে সাময়িক সমাধান। কিন্তু যখনি মানুষ চিরস্থায়ী সমাধানের সন্ধান করবে তখনি বিশ্বাস এবং অবিশ্বাসের সংঘাত শুরু হয়ে যাবে।

লেখার সময় নেক্সট শব্দটাই মাথায় এসেছে। আসন্ন শব্দটা আপনি বলার আগে একবারও মাথায় আসেনি।

ধন্যবাদ আপনাকে। :)

৬| ২২ শে জুন, ২০১৬ সকাল ১০:০৪

বিজন রয় বলেছেন: নৈরাশ্ববাদ, হতাশাবাদ, বৈশ্বিক।

২২ শে জুন, ২০১৬ দুপুর ২:১৭

জেন রসি বলেছেন: কবিতার নাম কিন্তু সুখবাদ। ;)

তিন শব্দে অনেক কিছুই বলে ফেলেছেন।

ধন্যবাদ বিজন ভাই। :)

৭| ২২ শে জুন, ২০১৬ সকাল ১০:২১

হাসান মাহবুব বলেছেন: চমৎকার। সমসাময়িক।

ইচ্ছে করে মিছিলে মশাল ফেলে দিয়ে
প্রিয়তমার হাত ধরে চুপচাপ বসে থাকি।


এই দুটো লাইন অনেক কিছু বলে দেয়।

আমি ঠিক এভাবে মরতে চাইনা বলে
মাঝেমাঝে ডাক্তারের নির্দেশে
মশাল মিছিল করে থাকি।


শব্দগুলো শাবল-গাঁইতি নিয়ে চলে আসে মনের ঘরে নিরুপায় বিপ্লবকে ধরতে। একটা অসহায়ত্ব জেঁকে বসে। এমতাবস্থায় আমরা ভি ফর ভেন্ডেত্তার বদলে আমেরিকান পাই দেখতে বসে হাসতে গিয়ে বিষম খাই।

২২ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪১

জেন রসি বলেছেন: মেটাফোর ইউজে আপনার তুলনা নাই হামা ভাই। আমরা আমেরিকান পাই দেখে হাসতে হাসতে বিষম খাই। প্রায়ই ভাবি এই হাসি কি আমাদের নাকি অন্য কেউ আমাদের হাসি কান্না সব নিয়ন্ত্রণ করছে? তারা কারা? উত্তর আমরা জানি। তবুও আমরা আবার বিষম খাওয়ার জন্য অপেক্ষা করি।

ধন্যবাদ হামা ভাই। :)

৮| ২২ শে জুন, ২০১৬ সকাল ১০:২৯

কল্লোল পথিক বলেছেন:




চমৎকার কবিতা।
ভীষণ ভালো লেগেছে।

২২ শে জুন, ২০১৬ বিকাল ৪:০২

জেন রসি বলেছেন: ধন্যবাদ পথিক ভাই। :)

৯| ২২ শে জুন, ২০১৬ দুপুর ১২:৫৯

অদৃশ্য বলেছেন:



বারাক ওবামারকে কবিতায় এনে আপনি আপনার কবিতাকে একটি সুনির্দ্দিষ্ট গন্ডির ভেতরে রেখে দিলেন... চাইলেই আপনি লিখাটির সময়ের সীমারেখা আরও বাড়াতে পারতেন... আমরা অনেকভাবে ভাবতে পারতাম...

'' নৈরাশ্য হচ্ছে অনেকটা মৃত্যুর মত অবসাদ
তাই আজকাল কবিতা দিয়ে আমি
ফ্যান্টাসি বিনির্মান করি ''

------ দারুন------

শুভকামনা...

২২ শে জুন, ২০১৬ বিকাল ৪:৪৬

জেন রসি বলেছেন: বারাক ওবামাকে যদি একজন ব্যাক্তি হিসাবে না ভেবে একটা নীল নকশার গুটি হিসাবে ভাবা যায় তবে ক্যানভাসটা আরো বড় হবে। আমি ওবামার নামটা সেজন্যই কবিতায় ব্যবহার করেছি। তবে এটাও ঠিক যে একদিক থেকে তা এই কবিতাটিকে কিছুটা গন্ডীবদ্ধ করে ফেলেছে।

সুচিন্তিত মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ অদৃশ্য ভাই।

শুভকামনা। :)

১০| ২২ শে জুন, ২০১৬ দুপুর ১:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর +

২২ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫২

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু। :)

১১| ২২ শে জুন, ২০১৬ দুপুর ২:৩৬

রিকি বলেছেন: আদর্শের সাপ ছোবল দিলে খুব লাগে।
তাই ভাবছি প্রিয়তমার নেক্সট জন্মদিনে
একটা পারমানবিক বোমা উপহার দেব!


ভ্যালেন্টাইনে পারমাণবিক বোমা গিফট দিয়েন.. সেটা আরও ইনোভেটিভ হয়!!

২২ শে জুন, ২০১৬ বিকাল ৫:০৮

জেন রসি বলেছেন: আরে আমি কেমনে???

এই কবিতার চরিত্রকে সাজেস্ট করা যাইতে পারে!!!

আমি হিরোসিমা দিবস কিংবা ভ্যালেন্টাইন দুই দিবসেই বাসায় বইসা চা বিস্কুট খাই। ;)

১২| ২২ শে জুন, ২০১৬ দুপুর ২:৪৭

সুমন কর বলেছেন: কবিতায় নৈরাশ্য আর অবসাদ চরমভাবে ফুঁটে উঠেছে।

দারুণ লাগল।

২২ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

শুভকামনা। :)

১৩| ২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

মহসিন ৩১ বলেছেন: আদর্শ সেটা যে কি কোনদিন জানিনা,
সুধু......।
সবসময় সামনে এগুলেই দেখি
কে যেন কেরি কাটে; মানিনা।
বুঝি......।।
বেটা আদর্শই হবে, বলি---
কইরে তুই চোর !!!
জানিস? আকরাম , বন্ধু
সে আমার
তুই এবার মর। মর .........।

২৩ শে জুন, ২০১৬ সকাল ১১:৫৩

জেন রসি বলেছেন: আপনার ছড়াটা মজার। যদিও অনেক বিদ্রুপ মিশে আছে।

ধন্যবাদ আপনাকে। :)

১৪| ২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

প্রিয়তমার জন্মদিনে পারমানবিক বোমা গিফট‍‍‍!!!! আইডিয়া দারুন।

'' নৈরাশ্য হচ্ছে অনেকটা মৃত্যুর মত অবসাদ
তাই আজকাল কবিতা দিয়ে আমি
ফ্যান্টাসি বিনির্মান করি ''
চমৎকার লাগল লাইনগুলো। :)

২৩ শে জুন, ২০১৬ সকাল ১১:৫৮

জেন রসি বলেছেন: আইডিয়াটা ইফেক্টিভ হবে যদি কাজে লাগানো যায়। ;)

ধন্যবাদ ভাই। :)

১৫| ২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

আরণ্যক রাখাল বলেছেন: ভাবছি প্রিয়তমার নেক্সট জন্মদিনে
একটা পারমানবিক বোমা উপহার দেব!
খুব সুন্দর।
মনের ভেতরটা আপনার কবিতা হয়ে গেছে! নাকি মনটা কবিতা??

২৩ শে জুন, ২০১৬ দুপুর ১২:০৭

জেন রসি বলেছেন: তেমন কিছুনা। মানুষের মধ্যে কিছু অ্যাবসার্ড ব্যাপার আছে। বিমূর্ত ভাবনাও আছে। এসব প্রকাশের একটা ভালো মাধ্যম হচ্ছে কবিতা।

ধন্যবাদ রাখাল ভাই। :)

১৬| ২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

সুলতানা রহমান বলেছেন: অফলাইনে পড়েছি দুপুরে। যখন সব কিছু মিলে খারাপ থাকি তখন ধর্মীয় সংগীত অথবা ধর্মীয় অনুভূতিটাই আমাকে শান্ত করে। এত এত অস্থিরতায় একটা তো অন্তত আত্মসমর্পণের জায়গা লাগে। নাহলে কোথায় যাই!

প্রেম আরো একটা অশান্তির বিষয়, ক্রমাগত একটা অস্থিরতা টেনে নেওয়ার মতো।

এগুলো আমার নিজস্ব ভাবনা।

কবিতা ভালো লেগেছে। শায়মার যে কোন কবিতা দেখছি না।

২৩ শে জুন, ২০১৬ দুপুর ২:২৯

জেন রসি বলেছেন: ধর্মীয় অনুভুতিকে অনেক আগেই আমি ত্যাগ করেছি। কারন আমার কাছে মনে হয়েছে তা পরম সত্যের নামে সত্যের উপর মিথ্যার প্রলেপ দেয়। তবে সুফিজম কিংবা বৌদ্ধ ধর্মের কিছু দৃষ্টিভঙ্গি ভালো লাগে। যেমন ভালো লাগে লালনের গান। কারন লালনের ব্যাপারটাও একটা ব্যাক্তিগত অনুসন্ধানের মত ছিল। সত্য চাপাইয়া দেওয়ার কোন চেষ্টা ছিলনা।

আমি কোন কারনে অস্থির হলে সেই কারনকে প্রশ্নবিদ্ধ করি। বিজ্ঞান সমাজবিজ্ঞান এবং ব্যাক্তিগত অনুভূতির আলোকে ভেবে দেখি। এটাও জানি পরম সমাধান বলে কিছু নেই। সব সমাধানই ব্যক্তি কিংবা গোষ্ঠীকেন্দ্রিক।

আপনার মন্তব্যে অনেক আনন্দিত হলাম।

ধন্যবাদ সুলতানা আপু। :)

১৭| ২২ শে জুন, ২০১৬ রাত ৮:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
''তাই ভাবছি প্রিয়তমার নেক্সট জন্মদিনে
একটা পারমানবিক বোমা উপহার দেব!''

এই কবিতা পড়ার পরও যদি ততদিন পর্যন্ত সে আপনার প্রিয়তমা থাকে , বা আপনি যদি আদৌ জন্মদিনের দাওয়াত পান !

২৩ শে জুন, ২০১৬ দুপুর ২:৫৯

জেন রসি বলেছেন: হাহাহাহাহাহাহা

সমস্যা নাই। পারমানবিক বোমা উপহার দেব এই খবরে প্রিয়তমা দাওয়াত না দিলেও হিলারি নিশ্চিত হোয়াইট হাউজে দাওয়াত দিবে। ;)

ধন্যবাদ লিটন ভাই। :)

১৮| ২২ শে জুন, ২০১৬ রাত ১০:০২

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,




জীবন যন্ত্রনার ঘা সয়ে সয়ে মানুষকে শেষাবধি ভালোবাসার কাছেই ফিরতে হয় ! তাইতো ফিরতে চেয়েছেন কবিতায়।

কবিতা তেমন আহামরি না হলেও মশাল জ্বালিয়ে গেছেন ভাবের ।

২৩ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩৯

জেন রসি বলেছেন: অনেক দিক থেকেই মানুষ খুব ভঙ্গুর এবং অসহায়। তাই ভালোবাসা তার কাছে এক ধরনের উপশম হিসাবেই কাজ করে বলে মনে হয়। মানুষ তাই সবসময় ভালোবাসার সন্ধান করে। হোক সে সংসারী কিংবা সন্নাসী, বিপ্লবী কিংবা প্রেমিক, অথবা বিজ্ঞানী কিংবা তান্ত্রিক!


ধন্যবাদ জী এস ভাই। :)

১৯| ২২ শে জুন, ২০১৬ রাত ১০:১১

শায়মা বলেছেন: ১৬. ২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫০ ০
সুলতানা রহমান বলেছেন: অফলাইনে পড়েছি দুপুরে। যখন সব কিছু মিলে খারাপ থাকি তখন ধর্মীয় সংগীত অথবা ধর্মীয় অনুভূতিটাই আমাকে শান্ত করে। এত এত অস্থিরতায় একটা তো অন্তত আত্মসমর্পণের জায়গা লাগে। নাহলে কোথায় যাই!

প্রেম আরো একটা অশান্তির বিষয়, ক্রমাগত একটা অস্থিরতা টেনে নেওয়ার মতো।

এগুলো আমার নিজস্ব ভাবনা।

কবিতা ভালো লেগেছে। শায়মার যে কোন কবিতা দেখছি না।


আপুনি ভাবছিলাম জিনিভাইয়ার সব কবিতার বিশ্লেষনে বসবো!!!

কিন্তু এই কবিতা দেখে পারমানবিক বোমার ভয়ে টেবিলের তলায় আছি। তবে তোমার সাথে এইবার লেখালিখি চলিবেক!!!


কি লিখবো বলো গল্প নাকি কাব্য?

২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২০

জেন রসি বলেছেন: পারমানবিক বোমার ভয়ে টেবিলের তলায় আছেন শুনে একটা মজার কাহিনী মনে পরে গেল। সেই ছোটবেলায় একবার অনেকজন মিলে গল্প করছিলাম। গল্পের বিষয় ছিল কেয়ামত। সূর্য কয়েক হাত দূরে অবস্থান করবে শুনে একজন মত দিল এতে আর সমস্যা কি। আমরা তখন খাটের নিচে ঢুকে বসে থাকব। হাহাহাহাহাহা........আসলে শৈশবের আসল মজাটা হচ্ছে শৈশবে পরিনতি সম্পর্কে ধারনা কম থাকে।

আপনার আর সুলতানা আপুর যৌথ গল্প পড়ার লোভ আর সামলাইতে পারছিনা। :)

২০| ২২ শে জুন, ২০১৬ রাত ১১:২৪

নীলপরি বলেছেন: স্মার্ট শব্দচয়ন । আধুনিক উপস্থাপনা। কবিতা অনবদ্য লাগলো । + +

জিস কে জানে সে বম্ব ফাটে।
আটম বোম্ব. হো যায়ে বিসফোট........
.................

মেরা আশিক ঝল্লা .......

শ্রেয়ার গানটার কথা মনে এসে গেলো । :)

২৪ শে জুন, ২০১৬ দুপুর ১:৫৬

জেন রসি বলেছেন: এই টাইপ কবিতা লেখার একটা আলাদা মজা আছে। কিছুদিন এই মজাটা উপভোগ করব ভাবছি।

ধন্যবাদ আপু। :)


২১| ২৩ শে জুন, ২০১৬ রাত ১২:১৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: সময়ের অস্থিরতা কবিতায় চুঁইয়ে চুঁইয়ে পড়ছে ফোঁটায় ফোঁটায়, রক্তের মতন।

সুন্দর।

২৪ শে জুন, ২০১৬ বিকাল ৪:৩৪

জেন রসি বলেছেন: সময় সময়ের মত। আমরাই তাকে রক্তাক্ত করে ফেলি। অস্থিরতার জন্ম দেই।

ধন্যবাদ প্রোফেসর। :)




২২| ২৩ শে জুন, ২০১৬ রাত ১২:৫৬

রায়হানুল এফ রাজ বলেছেন: লেখকের প্রচণ্ড মনোবেদনা প্রকাশ পাচ্ছে। সুদিন অবশ্যই আসবে।

২৪ শে জুন, ২০১৬ বিকাল ৪:৩৬

জেন রসি বলেছেন: সুদিন অবশ্যই আসবে।

ধন্যবাদ আপনাকে। :)




২৩| ২৩ শে জুন, ২০১৬ রাত ৩:২৮

ঈশান আহম্মেদ বলেছেন: বাহঃ বেশ সুন্দর কবিতা। বাই দ্যা বাই,আমি কিন্তু পারমানবিক বোমা বানাইতে পারি।এক্কারে হাইড্রোজেন বোমা। :) :D :p

২৬ শে জুন, ২০১৬ সকাল ১১:০৯

জেন রসি বলেছেন: তাহলে আপনি আমাদের গিফট দিতে থাকেন। আমরা দুই একটা মাইরা টেস্ট কইরা দেখি।

ধন্যবাদ আপনাকে। :)






২৪| ২৩ শে জুন, ২০১৬ সকাল ৯:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: কি সুন্দর ভাবে না লিখে গেলেন কবিতাটি। সত্যি আমি অবাক এবং ভাল লাগায় মূগ্ধ

২৬ শে জুন, ২০১৬ সকাল ১১:১৪

জেন রসি বলেছেন: ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।

ধন্যবাদ সোহেল ভাই। :)






২৫| ২৩ শে জুন, ২০১৬ দুপুর ১২:৪৪

অlলাউল বলেছেন: নৈরাশ্য হচ্ছে অনেকটা মৃত্যুর মত অবসাদ ।।
ভালো লাগলো।

ভালোবাসা প্রায়সই নির্বোধের লালসা। এখন যদি Will Graham হয়ে এটম রহস্য খুজতে যাই, তাহলে টাইম লুপে হারিয়ে যাব মনে হয় ; )

২৬ শে জুন, ২০১৬ সকাল ১১:২৩

জেন রসি বলেছেন: ভালোবাসা একটা জেনেটিক কোড। মানুষের কাজ হইছে এটা ডিকোড করা। :-/

ধন্যবাদ আলাউল ভাই। :)






২৬| ২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

সায়ান তানভি বলেছেন: কবিতা কেন যেন আমাকে টানে না ।কেন টানে না আল্লায় জানে ।এগুলোর ভালো মন্দও বুঝি না ।

২৬ শে জুন, ২০১৬ সকাল ১১:৩৫

জেন রসি বলেছেন: আমিও কবিতা খুব একটা বুঝিনা। আমি মূলত গল্প লেখা আর বিভিন্ন বিষয় নিয়ে নিজের ভাবনা চিন্তা শেয়ার করার জন্য ব্লগে আসছিলাম। কিন্তু এখন দেখছি কবিতা লিখতেও ভালো লাগছে।

ধন্যবাদ সায়ান ভাই। :)






২৭| ২৩ শে জুন, ২০১৬ রাত ৮:৫১

বিজন রয় বলেছেন: আমি একটি কথা বলতে চেয়েছিলাম, সেটা অদৃশ্য বলেছেন।

কবিতার নাম সুখবাদ মানে কি সবকিছু থেকে সুখ বাদ?? কোথাও সুখ থাকবে না??

২৬ শে জুন, ২০১৬ সকাল ১১:৩৮

জেন রসি বলেছেন: সুখবাদ মানে হচ্ছে সব কিছুতে সুখের সন্ধান করা। শুধু সুখ থাকবে। আর সব বাদ!!






২৮| ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫৮

উদাসী স্বপ্ন বলেছেন: পারমানবিক বানাইতে হইলে ইউরেনিয়াম লাগবো। আছে?

২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

জেন রসি বলেছেন: আছে! লাগলে আওয়াজ দিয়েন! ;)

ধন্যবাদ উদাসী ভাই। :)

২৯| ২৫ শে জুন, ২০১৬ সকাল ১১:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

লা-জওয়াব!!!!! :D

২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ মাঈনউদ্দিন মইনুল ভাই। :)

৩০| ২৭ শে জুন, ২০১৬ দুপুর ১:২৩

মহসিন ৩১ বলেছেন: আপনার জন্য শুভকামনা; তবে কথা হচ্ছে পারমানবিক ------ সেটা বাদ দেন ।আম্মা বাদ , আর যদি পারেন তবে স্বর্ণ প্রসবী সেই হাঁসটা আন্তে পারেন কিনা দেখেন । তাহলে আমি আপনে দুজনেই ডিমগুলি ভাগ করে নেব । ;)

২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

জেন রসি বলেছেন: হাঁস রান্না কইরা খাওাবেন না তাতেই আনন্দিত! ;)

ধন্যবাদ আপনাকে।

শুভকামনা। :)

৩১| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪২

তামান্না তাবাসসুম বলেছেন: এক কথায় অসাধারন। সাবলিল।

শুভকামনা কবি।

২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।

শুভকামনা। :)

৩২| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১১:৩০

রুদ্র জাহেদ বলেছেন: কবিতার মোহনায় "সুখবাদ" অসাধারন কতকিছু বলে ফেলল।দারুণ লাগছে

০৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৩

জেন রসি বলেছেন: ধন্যবাদ রুদ্র জাহেদ ভাই। :)

৩৩| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১২:৩২

অরুনি মায়া অনু বলেছেন: হায় আল্লাহ্‌ পারমানবিক বোমা উপহার দিবেন! বুঝেছি ভালবাসায় আবার বিশ্বযুদ্ধের আভাস।
সুন্দর লেখা।

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১:২৬

জেন রসি বলেছেন: বিশ্বযুদ্ধের ভুত আমাদের ঘারে চেপে আছে। চেপে থাকবে।

ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।

৩৪| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০৮

খায়রুল আহসান বলেছেন: তারপর বসন্তে আগুন লাগে
বৃষ্টির ফোঁটায় ফোঁটায়
মৃত্যু নেমে আসে অশান্ত সুরে।
- বেশ সুন্দর অভিব্যক্তি!

০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

শুভকামনা।

৩৫| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতা কি নব্যমানবতার ধারায় লেখা! আচ্ছা নব্য মানবতা কি?

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ২:২৭

জেন রসি বলেছেন: কবিতায় অস্তিত্ববাদের একটা প্রভাব আছে। আমি যদিও কোন মতবাদে বিশ্বাসী না। তবে আমার ভাবনা চিন্তাগুলো অনেকটাই অস্তিত্ববাদ দর্শনের সাথে যায়।

এটার সাথে নয়া মানবতাবাদ কনসেপ্টটার অনেক মিল আছে। খুব সহজ ভাষায় বললে বলতে হয় নো মাস্টার, নো গড, নো অথরিটি। একজন মানুষের প্রকৃত মাস্টার সে নিজেই। এটাই নয়া মানবতাবাদ।

সেটার জন্য যে সংগ্রাম সেই সংগ্রামটাকেই এক কথায় মানবজীবন বলা যেতে পারে!

৩৬| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ২:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:
গভীরতর লেখা! এত গভীরত্ব আমি খুঁজে পাইনা।

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ২:৫১

জেন রসি বলেছেন: লেখা সহজ। বিশ্লেষন গভীর হতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.