নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

কৃষ্ণপাপ

০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬





কামনার আগুনজলে যে রাধার সলিল সমাধি
তার কৃষ্ণপাপে কলঙ্কিত রুহের মাজার!
জিকিরে জিকিরে ঈশ্বর নেমে আসে-
রক্তে রক্তে ভেসে আসে মধুকর
পৌরাণিক পুরুষের শিরায় উপশিরায়
ঝড় তোলে মোক্ষের নেশার মত-হতাশা!

কৃষ্ণসুরে ঢেউ তোলে এক সমুদ্র তৃষ্ণার জল।
জিকিরে জিকিরে নেমে আসে শুন্য-একের ভেতর!
লীলায় মত্ত পুরুষের দল কী এক অসম উল্লাসে
দ্রৌপদীর শাড়ীর মত খুলে ফেলে প্রকৃতির অর্গল!
প্রকৃতি নতজানু হয় রাধার আকারে- আধার মতন।

আমিও পুরুষ এক-শুন্যের ভেতর
পৌরাণিক কৃষ্ণপাপে লেখা বিবর্তিত পুরুষের মত
কৃষ্ণপাপে ধ্যানমগ্ন নারীর চোখে দেখেছিলাম আমার হুতাশন!

তারপর!
তোমাতেই মোহ, তোমাতেই মোক্ষ-হে পতন!















মন্তব্য ৭০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০২

শায়মা বলেছেন: মোক্ষ লাভ হয় শুনেছিলাম তোমার কবিতায় আজ দেখলাম মোক্ষের পতনও হয়!


মোক্ষের উপর শূন্যে ভেসে থাকা এ্যপেলের ছবি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া!!!!!!

০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

জেন রসি বলেছেন: মাধ্যাকর্ষণ শক্তি বলে একটা ব্যাপার আছেনা? তাই পতন হয়!!! ;)

২| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০২

নাগরিক কবি বলেছেন: আহা! দুই দেবীর আরাধনাতো সম্ভব নয় :( ব্যাপারটা জটিল হয়ে গেল না :-&

০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

জেন রসি বলেছেন: আরাধনা করতে হয় নিজের! সেটাই একমাত্র সম্ভব! ;)

ধন্যবাদ আপনাকে। :)

৩| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

শায়মা বলেছেন: মোক্ষের মতন ভর, বল, ভরাবেগহীন বস্তুুও ম্যাধাকর্ষনশক্তির প্রভাবমুক্ত নহে!!!!!!!!


তাই তো মোক্ষলাভের আশায় এত হুতাশন, এত জলাঞ্জলী!

০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

জেন রসি বলেছেন: সবাই ঘুরছে মুক্তি বেগের সন্ধানে! ;)

৪| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব কঠিন কবিতা। পড়েছি দুতিনবার, বোঝে ওঠতে পারছিনা।

লাইক রেখে গেলাম।

০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

জেন রসি বলেছেন: খুব কঠিন কবিতা না। খুব সহজেই বুঝে যাওয়ার কথা!

অনেক ধন্যবাদ আপনাকে। :)

৫| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,



তারপর!
তোমাতেই মোহ, তোমাতেই মোক্ষ-
তোমাতেই পতন হে রাধা !
আমিও নষ্ট পুরুষ এক
শুন্যেরই ভেতর হাটু মুড়ে থাকি
আগলে রাখি তোমাকেই
যেন এক যক্ষ .........

০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:৩৬

জেন রসি বলেছেন: আগলে রাখি তোমাকেই
যেন এক যক্ষের ধন!
তুমি চুরি হলে ডেকে
আনি যুদ্ধ- আমি ঈশ্বর!

অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জী এস ভাই। :)

৬| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

শায়মা বলেছেন: মুক্তিবেগ! সেটা শুনে তো আবার আমার গোল্লাছুট খেলাটাকে মনে পড়ে গেলো!

কিন্তু গোল্লা থেকে ছুটেও বেচারির লাভ নেই আশে পাশে চারিদিকে বিপক্ষরা ধর ধর! হা হা হা

০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:৪৯

জেন রসি বলেছেন: মুক্তির সাথে গোল্লা মানে শূন্যের একটা সম্পর্ক আছে বটে!

সে অর্থে আমরা সবাই বেচারি! ;)

৭| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

আরণ্যক রাখাল বলেছেন: চরম!

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:০০

জেন রসি বলেছেন: ধন্যবাদ। :)

৮| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:



ভাবছিলাম, মেলায় কবিতার বই কেন এত বেশী বিক্রয় হচ্ছে? বই মেলাকে রাধারা বৃন্দাবন বানায়েছে!

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:০৬

জেন রসি বলেছেন: হাহাহাহাহাহাহা...........

মজা পেলাম চাঁদগাজী ভাই। :)

৯| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৮:৪৯

ইউনিয়ন বলেছেন: :> মোক্ষ, অর্নিবাণ, সিদ্ধি প্রভূতি শব্দগুলোতে আমার কৌতূহল আছে।
আজ মোক্ষ পড়লাম। আশা আছি কবি আগামীতে অর্নিবাণ আনবে।

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:১১

জেন রসি বলেছেন: বিগ ব্যাংও চলে আসতে পারে! ;)

১০| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমিও পুরুষ এক-শুন্যের ভেতর
পৌরাণিক কৃষ্ণপাপে লেখা বিবর্তিত পুরুষের মত
কৃষ্ণপাপে ধ্যানমগ্ন নারীর চোখে দেখেছিলাম আমার হুতাশন!
চমৎকার !

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:৪৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ লিটন ভাই। :)

১১| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:৩৯

সুমন কর বলেছেন: অনেক ভালো লেগেছে।

কৃষ্ণপাপে ধ্যানমগ্ন নারীর চোখে দেখেছিলাম আমার হুতাশন!

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:৪৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ দাদা। :)

১২| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: রক্ত খেকো মৌমাছি!! সে তো বড়ই ভয়ংকর!!

নিজের আগল হারিয়ে প্রকৃতির নতজানু ভাব হয়তো রক্তখেকো অপুরুষদের দলকে আন্দোলিত করে!!

তবে কবিতার কথকের মত মহানদের কাছে জন্য ঐ নতজানু ভাবটেই হল নির্বাণ লাভের দাওয়াই !!


কবিতায় প্লাস!:)

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:৫১

জেন রসি বলেছেন: বেশ বলেছেন।

কবিতার কথকের প্রতি গানের ভাষায় বলা যেতে পারে, " বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা"।

ধন্যবাদ কবি। :)

১৩| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:৪২

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:৫৫

জেন রসি বলেছেন: বেশ কিছুদিন পর আপনাকে পেলাম ব্লগে।

ধন্যবাদ প্রামানিক ভাই। :)

১৪| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: কবি!!!!!!!!

গালি দিলেন কেন জিনি ভাই!:):):)

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:৫৯

জেন রসি বলেছেন: হাহাহাহাহাহা

আমার কাছে আপনি কবি। :)

১৫| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:০২

গেম চেঞ্জার বলেছেন: আলোকিত হইলাম!! :)

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:০৬

জেন রসি বলেছেন: কেমনে? :)

১৬| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:১১

গেম চেঞ্জার বলেছেন: উচ্চমার্গীয় ব্যাপার স্যাপারে উচ্চমানের ট্রান্সপ্লান্টেশন করে! ;) ;)

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:১৫

জেন রসি বলেছেন: এ কবিতায় ঠিক এভাবেই বলতে চেয়েছিলাম। কিন্তু গল্প এবং কবিতার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তা অনেকভাবেই বলা যায়। একদিন এ কবিতাকেও উল্টে লিখে ফেলতে পারি! হাহাহাহাহা

১৭| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:১৯

গেম চেঞ্জার বলেছেন: লেখক বলেছেন: এ কবিতায় ঠিক এভাবেই বলতে চেয়েছিলাম। কিন্তু গল্প এবং কবিতার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তা অনেকভাবেই বলা যায়। একদিন এ কবিতাকেও উল্টে লিখে ফেলতে পারি! হাহাহাহাহা

তাই নাকি! উচ্চমার্গীয় পর্যায়ে যেতে যেতে আবার মোক্সা ঠাগরের দিকে না গেলেই হলো! ;) ;)

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:২৮

জেন রসি বলেছেন: আমি কইলাম দুষ্ট পোলা
খেলা খেলি হাগারে হাগার!
না আসলে ধইরা আনমু
কথা কবিনা মাগার!

পাপে মুক্তি! পাপে মুক্তি! পাপে মুক্তি!
গুরু কইছে এইটাই একমাত্র উক্তি! ;)

মোক্সা ভার্সন!!! ;) ;)

১৮| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:২১

খায়রুল আহসান বলেছেন: তোমাতেই মোহ, তোমাতেই মোক্ষ-হে পতন! - অসাধারণ একটা বিবৃতি দিয়ে চমৎকার একটা কবিতার পরিসমাপ্তি টেনেছেন। + +

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:৪৭

জেন রসি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ খায়রুল আহসান ভাই।

শুভরাত্রি। :)

১৯| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:২৩

দীপংকর চন্দ বলেছেন: বিশেষ কোন পঙক্তির প্রতি পক্ষপাত করছি না। আস্থা রাখছি আপনার লেখায় বরাবরের মতো।

অনেক অনেক শুভকামনা সুলেখক।

অনেক ভালো থাকবেন। সবসময়।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:৫২

জেন রসি বলেছেন: আপনি আমার খুব প্রিয় একজন লেখক।

আপনার মন্তব্যে আনন্দিত হলাম। :)

২০| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:৩৪

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার লেখা । পুরাণ ভাবের ।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:৫৫

জেন রসি বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে পেলাম। আশা করি ভালো আছেন।

ধন্যবাদ আপনাকে। :)

২১| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:৩৭

গেম চেঞ্জার বলেছেন: তবে আমিও কি মোক্সা ভার্সনে কিছু ছাঁড়ব? ;) ;) :-P

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:৫৬

জেন রসি বলেছেন: রম্য লিখে ফেলুন! ;)

২২| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১:০১

গেম চেঞ্জার বলেছেন: তবে তাই হোক, রম্য না গিললে জোর করে গিলিয়ে ছাড়ব। B-))

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১:০৮

জেন রসি বলেছেন: না গিললে অভুক্ত থাকবে! ;)

২৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১:০৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার কবিতা। এত দর্শন জ্ঞান নেই সমালোচনা করব। তবে অামার অনুভুতি হয়তো স্বীকার করলে দুষের হবে না। আমি কবিতা প্রিয় কবিতা পাঠে আমার অন্তর আত্না শান্তি পায়। আমি কবিতাতে স্বাদ খুজি স্বাধ নয়। আজকাল অনুজদের যে হারে পচানো হচ্ছে একদিন কবিতা পাঠক বিলুপ্তিতে ভোগবে অগ্রজরা। সে দিন ভাল মন্দের বিচার করার জন্য বাজার থেকে মিটার কিনা লাগবে পাঠক নয়।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১:২৭

জেন রসি বলেছেন: সুজন ভাই, কবিতা আমি নিজেও কম বুঝি। তবে লেখার চেষ্টা করি। কেউ গঠনমূলক সমালোচনা করলে ভেবে দেখি।আমার লেখায় আপনি আপনার মনের কথা বলতে পারেন। কে বড় কবি, কে ছোট কবি এসব নিয়ে আমি ভাবিনা। কোন ইস্যুতে কে কি বলছে সেটাই মুখ্য। আমার কবিতা পাঠ করেছেন দেখে আনন্দিত হলাম। ধন্যবাদ আপনাকে। :)

২৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১০:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: জয় গুরু!

সাধন ভজন পাতন পতন

সূক্ষতার ইন্দ্রজালের বন্ধন ;)

++++

০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:৪৯

জেন রসি বলেছেন: তুমি কে হে গুরু!
কেউ না! কেউ না!
তোমাতেই আমার বাস!
তোমার গল্পে আমার শ্বাস! ;)

অনেক ধন্যবাদ প্রিয় বিদ্রোহী ভাই। :)

২৫| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

আমিও পুরুষ এক-শুন্যের ভেতর
পৌরাণিক কৃষ্ণপাপে লেখা বিবর্তিত পুরুষের মত
কৃষ্ণপাপে ধ্যানমগ্ন নারীর চোখে দেখেছিলাম আমার হুতাশন!

তারপর!
তোমাতেই মোহ, তোমাতেই মোক্ষ-হে পতন!



অনেক ভালো লাগলো। শুভেচ্ছা।

০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:৫১

জেন রসি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সনাবীজ ভাই। :)

২৬| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:
আমিও পুরুষ এক-শুন্যের ভেতর
পৌরাণিক কৃষ্ণপাপে লেখা বিবর্তিত পুরুষের মত
কৃষ্ণপাপে ধ্যানমগ্ন নারীর চোখে দেখেছিলাম আমার হুতাশন!


খুব ভালো লাগলো ।

০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:৫২

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই। :)

২৭| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:১০

অরুনি মায়া অনু বলেছেন: খুব সুন্দর লিখেছেন। প্রেমের মাঝে আসলে কি লুকায়িত, পাপ নাকি পবিত্রতা? ঠিক বুঝিনা।

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:২৬

জেন রসি বলেছেন: এটা আসলেই একটা ধাঁধা!

ধন্যবাদ আপু। :)

২৮| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:১৮

জুন বলেছেন: যে প্রশ্নটি ভেবে ভেবে স্ক্রল করে নীচে নামছিলাম তখনই নজরে এলো অরুনি মায়া অনু তা জিজ্ঞেস করে ফেলেছে জেন রসি।
আপনার কবিতার মাঝে এ এক অন্য উচ্চতার ।
+

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:৫৪

জেন রসি বলেছেন: সে প্রশ্নের উত্তর আসলে কবি থেকে বিজ্ঞানী সবাই খুঁজে বেড়াচ্ছেন!

অনেক অনেক ধন্যবাদ জুন আপু। :)

২৯| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৩১

আলভী রহমান শোভন বলেছেন: অসাধারন কবিতা ! :)

কৃষ্ণসুরে ঢেউ তোলে এক সমুদ্র তৃষ্ণার জল।
জিকিরে জিকিরে নেমে আসে শুন্য-একের ভেতর!


-বেশী মন কেড়েছে এই লাইন দুটি। :`>

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:৫৫

জেন রসি বলেছেন: হাহাহাহাহাহাহা :P

ধন্যবাদ শোভন ভাই। :)

৩০| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:৫৯

নিষ বলেছেন: আপনার কবিতার অন্তর্হিত অর্থ দার্শনিক দৃষ্টিভঙ্গির প্রকাশ কিছু হতে পারে। খুব শক্তিশালি একটি কবিতা মনে হচ্ছে। চালিয়ে যান জেন।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:০৫

জেন রসি বলেছেন: আপনিও এক্সপেরিমেন্ট চালিয়ে যান! সাথেই আছি! ;) :P

ধন্যবাদ নিষ ভাই। :)

৩১| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:৩১

নিষ বলেছেন: হ্যাঁ, লেখালেখির এক্সপেরিমেন্ট করব বলেই এসেছি, কিন্তু কবিতার ওপর যে ঝড় দেখলাম তাতে খানিকটা আশাহতই বলতে পারেন।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:৪৬

জেন রসি বলেছেন: আপনি আপনার মত করে লিখে যান। ওসব ব্যাপার না।

৩২| ০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২২

জাহিদ অনিক বলেছেন: ১নং শায়মা আপুর মন্তব্য ও আপনার উত্তর এবং ৮নং চাঁদগাজী ভাইয়ের মন্তব্য বেশ খাসা । উত্তম ঝাঁঝাঁ !!


আপনার কবিতায়ও উত্তম ঝাঁঝাঁ B-)

০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৬

জেন রসি বলেছেন: আপনার মন্তব্যেও উত্তম ঝাঁঝাঁ। :)

৩৩| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১০

অচিন্ত ব্যানার্জী বলেছেন: মোক্ষের উপর শূন্যে ভেসে থাকা এ্যপেলের ছবি দেখে আমি মুগ্ধ হয়েছি।

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

৩৪| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:২০

নীলপরি বলেছেন: তারপর!
তোমাতেই মোহ, তোমাতেই মোক্ষ-হে পতন!
----

খুব ভালো লাগলো ।

১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু। :)

৩৫| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:২৯

বর্ষন হোমস বলেছেন: ভাই কবিতার শব্দ গুলো এত কঠিন কেন!

পড়তে গিয়ে দাঁত ভেঙে গেল।

১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:৪৭

জেন রসি বলেছেন: কবিতার সবগুলো শব্দই খুব প্রচলিত শব্দ। অপ্রচলিত কোন শব্দ এখানে আছে বলে মনে হয়না! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.