নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাদের হাতে দলীল প্রমান কম তারা গালি দেয় বেশী

.

রাতুলবিডি৪

বলার কিছু নাই

রাতুলবিডি৪ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের সবচেয়ে উচু চুড়ায় যাবার রুটগুলো :

২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০৭

প্রাচীণ ম্যাপে আছে মদক তং, ট্রেকাররা বলে সাকাহাফং , স্হানীয় মুরংরা বলে বর্ডার হুম। নাম যাই হোক, পাহাড় একটাই, বার্মা বর্ডারে অবস্হিত ৩৪০০ ফুট উচু।



তিন দিক থেকে ঢুকা যায় :



১. থানচি

২. রুমা বাজার

৩. রেমাক্রি



থানচির গাইডরা পয়সা হাকে বেশী, রুমার গাইডদের সাথে আমাদের দেশের ট্রেকারদের সম্পর্ক থানচি থেকে বেশী, অনেক দিনের পুরোণো , তাই একটু বেশী দূরে হলেও অনেকেই রুমা বাজার দিয়ে ঢুকে ।



রুমা থেকে রুট :



১। বগা লেক - কেওক্রাডং - থাইক্যাং পাড়া - ( নতুন বোম পাড়া হয়ে ) দুলাচরণ পাড়া - হান্জরাই পাড়া - নিফিউ পাড়া - সামিট ।



প্রথম দিকের দলগুলো অবশ্য দুলাচরণ পাড়া থেকে শালুকিয়া পাড়া উঠে যেতো, এর পর নেফি্উ হয়ে সামিট। এখন আর শলুকিয়া খুব একটা যাওয়া হয় না ।



২। বগা লেক - কেও - থাইক্যাং পাড়া না ঢুকে কবরস্হান থেকে ডানে মোড় নিয়ে তাম্ল পাড়ার নীচ দিয়ে রেমাক্রি খাল - খাল ধরে দুলাচরণ পাড়া ( নতুন বোম পাড়ায় যেতে হয় না ) - এরপর নেফি্উ পাড়া - সামিট ।



৩। বর্ষাকালে খাল ধরে যাওয়া কঠিন বলে অনেক সময় থাইক্যাং পাড়া- তাম্ল পাড়া - হয়ে হান্জরাই পাড়া - নেফিউ - সামিট। ( তবে তাম্ল বা নতুন তাম্ল দিয়ে পথ অনেকটা ঘুর পথ, উঠা নামাও বেশী )



৪। বগা লেক - কেও - বাকলাই - সিম্পাম্পি - ( তাজিংডং সামিট বাড়তি) তারপর রেমাক্রি খাল নেমে হান্জরাই - নেফিউ - সামিট।

( ঘুরপথ, পানির সমস্যা আছে, তবে তাজিং ডং বোনাস )



থানচি থেকে রুট :



১। থানচি - বোর্ডিং পাড়া - শেরকর পাড়া - তাজিংডং - সিম্পাম্পি পাড়া -হান্জরাই পাড়া - নেফিউ পাড়া - সামিট।



( উঠা নামা বেশী, পানি ছায়া কম )



২। থানচি - বোর্ডিং পাড়া - জিরি পথে কাইতং পাড়া -জিরি ধরে আগানো - সিম্পাম্পি পাড়া উঠা -হান্জরাই পাড়া - নেফিউ পাড়া - সামিট।



রেমাক্রি থেকে রুট :



১। নাফা খুম - দুলা পাড়া - সাজাই পাড়া - নেফিউ পাড়া সামিট ।

২। নাফা খুম - জিন্না পাড়া - অমিয়াখুম - সাতভাই খুম হয়ে হান্জরাই পাড়া - সামিট

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০৯

রাতুলবিডি৪ বলেছেন: জানুয়ারী - ফেব্রুয়ারী আদার গাড়ী রুমা বাজার থেকে থাইক্যং পাড়া পর্যন্ত চলে যায় আদা আনতে, সে সময় গেলে রুমা দিয়ে ঢুকে একদিনেই অনেকটা এগিয়ে যাওয়া যায় ! কষ্টও কমে, দিনও বাচে একটি !

২| ২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:১১

রাতুলবিডি৪ বলেছেন: March - April is hot and dry, it is better to try from remakri khal this time, lot of water and shadow!

৩| ২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২৯

নীল ভোমরা বলেছেন:
রেমাক্রি হয়ে নাফাখুম পর্যন্ত ঘুরে এসেছি। কেওক্রাডং চুড়াতেও উঠেছি। কেওক্রাডং পিক থেকে (দূর থেকে) সাকাহাফং দেখে এসেছি... কিন্তু সাকাহাফং যাওয়া হয়নি এখনও। নাফাখুম গেছি বর্ষায় আর কেওক্রাডং শীতকালে। জেনেছি... কেওক্রাডং হয়ে সাকাহাফং যাওয়ার রুট-টাই অপেক্ষাকৃত সহজ।

কোন একবার সাকাহাফং পর্যন্ত যাওয়ার ইচ্ছে আছে। শীতকালে গেলেই-তো ভাল হয়.....তাইনা? যদিও সবুজ পাহার আর ভরা যৌবনা ঝর্ণা দেখার জন্য বর্ষাকালই আদর্শ সময়।

৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৩১

রাতুলবিডি৪ বলেছেন: জানুয়ারী - ফেব্রুয়ারীতে আদার জীপ আছে, সেসময় গেলে অবশ্যই কেওক্রাডং দিয়ে যাবেন । কয়েক ঘন্টায় রুমা বাজার থেকে কেওক্রাডং পার হয়ে থাইক্যং পাড়া চলে যাবেন !

মার্চ - এপ্রিলে রেমাক্রি খাল দিয়ে গেলে পানি পাবেন, গরমও কম হবে !

৪| ২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:১৬

আমাবর্ষার চাঁদ বলেছেন: ধন্যবাদ...... B:-/

৫| ২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০৯

মামুন রশিদ বলেছেন: ভাল তথ্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.