নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাদের হাতে দলীল প্রমান কম তারা গালি দেয় বেশী

.

রাতুলবিডি৪

বলার কিছু নাই

রাতুলবিডি৪ › বিস্তারিত পোস্টঃ

হেভী ওয়েট ব্লগার মামুন রশিদকে : এভারেষ্ট বিতর্ক বিষয়ে পোষ্ট দেওয়া প্রসংগে

০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৮

মামুন ভাই, একটা সময় ছিল যখন এভারেষ্ট বিজয় নিয়ে প্রশ্ন তুললে লোকে মনে করত বেটা রাজাকার, দেশদ্রোহী, জাতির দুশমণ ।



এখন কিন্তু অনেকটা উল্টা । এভারেষ্ট বিজয়ীদেরকেই লোকে গাদ্দার, প্রতারক, জাতির দুশমণ বলছে! দেশের কোটি কোটি টাকা খরচ করে , কোটি কোটি মানুষের সাথে প্রতারণা করেছে !



আমি কিন্তু আমার অবস্হান বদলাই নি ! কাউকে গালি দেইনি, যুক্তি দিয়ে আমার আপত্তিগুলো উপস্হাপন করেছি । বলেছি সার্টিফিকেট হলেই প্রমাণ হয় না এভারেষ্ট সামিটের, ছবিগুলো ফটোশপেও করা সম্ভব ।





আমার সে দাবীগুলো কি প্রমাণ হয়েছে ?




আপনি বলেছেন: সেই কবে থেকে এই নিকগুলার অধিকারী মুসা-মুহিতের এভারেস্ট জয় নিয়ে এক নাগারে পোস্ট করেই যাচ্ছে।





হুম.. অভিযত্রী সাহেবের এক পোস্টে অনেক আগে বলেছিলাম, "নিজে কোন টিলা বা ঢিঁবি জয় করে প্রকাশ করেন, তারপর এদের বিরুদ্ধে লাগেন!" কিন্তু ঐ মন্তব্যের জবাব অদ্যাবদি পাই নাই
:-* #:-S





অভিযত্রী সাহেব তো ভার্চুয়াল, পাহাড়ে উঠবে কি করে ? আমি রিয়েল, পাহাড়ে উঠি । কেও - সিপ্পি - তাজিংডং ছাড়াও বাংলাদেশের সবচেয়ে উচুটা , সাকাহাফং / বর্ডার হুমে উঠেছি । আমাদের এভারেষ্ট বিজয়ীরা কি এসব পাহাড়ে উঠেছে ?



বাংলাদেশের সবচেয়ে উচু পাহাড়টায় কি মুসা - মুহিত - নিশাত - ওয়াসফিয়ে উঠেছে ? অথচ দেশের প্রায় শত সংখক ট্রেকার সেটায় উঠেছে !



অনেকেই সিপ্পি উঠে, আমিও উঠেছি। অথচ তার কাছের গ্রাম রনিন পাড়ার বোমরা এখনও জানে মুহিত মাঝ পথে ফিরে এসেছে !



আমি পর্বতারোহী না, পাহাড় নিয়ে আগ্রহ আছে, আমাদের পর্বতারিহীদের কি এতটুকু আগ্রহ আছে পাহাড় নিয়ে, যতটা তারা কর্পোরেট সম্পর্ক তৈরী করতে আগ্রহী ?



আমাদের জাতীয় বীরদের সম্পর্ক যতটা পাহাড় -পর্বত থেকে তার থেকে বেশী সম্পর্ক কর্পরেট আর মিডিয়ার সাথে । আর সেখানেই এডভেন্চার প্রেমীদের আপত্তি !

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৮

আমিনুর রহমান বলেছেন:



আপনে তো এইটা বোধহীন স্বপ্নের পোষ্টে কমেন্ট দিয়েছেন ! আবার পোষ্ট দিয়ে কি দেখাতে চাচ্ছেন বুঝতাম পারলাম না।


অযথা পোষ্ট দিয়ে নিজের সময় তো আছে আপনার পোষ্ট পড়ার ফলে অন্যেদের সময়ও নষ্ট হয়।


ভালো থাকবেন।

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৪০

রাতুলবিডি৪ বলেছেন: গতকাল লগইন করতে পারছিলাম না, তাই উত্তর দিতে দেরী হল । অনিচ্ছাকৃত ভাবে হলেও দেরী করার জন্য লজ্জিত ।

আপনে তো এইটা বোধহীন স্বপ্নের পোষ্টে কমেন্ট দিয়েছেন ! - জি ভাই, সেটা দিয়েছিলাম, কিন্তু এ পোষ্টের মূল বিষয় ' পাহাড়ে না উঠলেও আলোচনা-সমালোচনা করা যাবে কি না ' - আর সে বিষয়ে আমার বক্তব্য নিজের পোষ্টেই থাকা দরকার মনে করছিলাম, কেননা - এবিষয়ে অনেক অনেক অনেক অভিযোগ শুনেছি ।

এরপর ও আপনার বা আর কারো সময় নষ্ট করে থাকলে একান্তই ক্ষমাপ্রার্থী ।

২| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৮

জোবায়ের বলেছেন: Click This Link

৩| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৫

নিরীহ বালক বলেছেন: আমাকে একটা মিডিয়া দেও , আমি তুমারে সব দিবো -_-

X( X(( X( X(( X( X((

৪| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৩

আলী খান বলেছেন: :-< :-< :-< |-) |-) |-)

৫| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৫

পুংটা বলেছেন: বিষয়টা সবাই বুঝেছে... কিন্তু :-P ... মিছার তথাকথিত মধু খাওয়া বন্ধুগং এবং একমাত্র সার্পোটার আনিচুল সাহেব বুঝতে পারছেন না।

এই তো সেদিন একটা মিটিং এ মিছার ৫ মিনিটের বক্তব্যের জন্য “প” মোহাইমেইল ৫ লক্ষ টাকা দাবি করেলো.... এখন বলেন লিংক দেন? B-))

আমি কবে থেকে বলে আসছি মিছার মিছামিছি এভারেস্ত জয়কে পুজি করে চলছে স্পন্সর বানিজ্য।

আর একটা কথা... তথাকথিত “সেলিব্রেটি” যারা, তাদেরকে তো কেউনা কেউ সারাক্ষণ চোখে চোখে রাখবেই B-))

সেওড়া গাছেতো আর কেউ ঢেল মারে না মামু... বরই গাছেই ডেল মারে। :-B

সামান্য এক তলার উপর থেকে পড়ে গেলে আমরা কত্ত ব্যাথা পাই... পৃথিবীর সবথেকে উচু স্থান থেকে যদি মিছা পউড়া যায় তাইলে কিন্তু খবর আছে =p~

৬| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৯

হেডস্যার বলেছেন:
আলাদা করে একটা পোষ্ট দেয়ার কারন কি 'মামুন রশিদ' হেভিওয়েট ব্লগার বলে?? 8-|

৭| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


এটা নিয়ে মামুন ভাইকে জড়িয়ে পোস্ট দেয়ার যৌক্তিকতা দেখছিনা। একটি সুন্দর গঠন মূলক আলোচনা বোধহীন স্বপ্নের পোস্টেই হতে পারত।

ধন্যবাদ।

৮| ০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

মামুন রশিদ বলেছেন: হাহাহা, খুব মজা পেয়েছি ভাই । 'হেভি ওয়েট' ব্লগার হওয়ার‌ তো প্রশ্ন উঠে না, তবে শারীরিক ওজন সাপেক্ষে আক্ষরিক অর্থেই 'হেভি ওয়েট' বা 'মডু' /:) B:-)

সেই কবে থেকে এই নিকগুলার অধিকারী মুসা-মুহিতের এভারেস্ট জয় নিয়ে এক নাগারে পোস্ট করেই যাচ্ছে।

আপনি খেয়াল করেছেন কিনা জানিনা, উপরের উক্তিটি 'বোধহীন স্বপ্ন'র পোস্ট থেকে কোট করা, এবং "হুম" শব্দটি দিয়ে পোস্টের ঐ উক্তিটির সাথে সহমত পোষণ করা হয়েছে মাত্র ।

মন্তব্যের পরের অংশটি ব্লগার 'সাইবার অভিযত্রী'র একটা পোস্টে আমার করা মন্তব্য এবং সেই মন্তব্যের উত্তর না পাওয়া নিয়ে লেখা হয়েছে ।


সুতরাং মন্তব্যটি আপানাকে উদ্দেশ্য করে করা হয়নি এটা যেমন পরিষ্কার, তেমনি সত্যি সত্যি যারা চ্যালেঞ্জ নিয়ে বাঁধা ডিঙ্গিয়ে কিছু জয় করে তাদেরও অসম্মান করা হয় নি । তাই এই পোস্ট থেকে যখন জানলাম, আপনি বেশ কিছু পাহাড় জয় করেছেন- আপনার প্রতি আমার সম্মানবোধ অনেকটাই বেড়ে গেল ।

যদিও জানিনা, আপনার দেয়া এই পোস্ট থেকে আমারও সম্মানিত বোধ করা উচিত কি না..

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৩২

রাতুলবিডি৪ বলেছেন: ভাই আপনাকে কোন আঘাত দিতে চাইনি, এটা একরকম নিজ থেকে সাফাই গাওয়া পোষ্ট, ভাল থাকবেন।

৯| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:৫০

বোধহীন স্বপ্ন বলেছেন:

আমি মনে হয় এখানে অনেকটাই অপ্রাসঙ্গিক। তবু বলি আমার এভারেস্ট জয় না পরাজয়, তা নিয়ে কিছু বলতে চাইনি। আমার কাছে শুধু এক বিষয়ে একই পোস্ট বার বার হচ্ছে, সেটা নিয়ে নিজের বিরক্তিটুকু ব্যক্ত করেছি।

১০| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঠিকই আছে। মামুন ভাই এর মত হেভি ওয়েট ব্লগাররা ব্লগে আছেন দেখেই ব্লগটা ঠিক মত লোড হয় না। :( সামু এত ওজন নিতে পারে না রে ভাই! আমিও মারাত্মক হেভি ওয়েট সমস্যায় আছি। তাই ডায়েটে আছি। ওয়েট কমলে এভারেস্টে যামু ভাই।

তবে মনটা খারাপ হলো সেই ২০০৩ সালে সিপ্পি, তাজিংডং, কেওকারাডং , দো – টুয়াং তে গিয়াও আমার ওয়েট কমে নাই |-) |-) :(( :((

যাইহোক, পোষ্টে প্লাস!!!

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৩১

রাতুলবিডি৪ বলেছেন: দো টুয়াং ? ফজলে রাব্বীদের সাথে ? টিওবি ?
আপনের নাম কি ভাই ?

১১| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: এই পোষ্ট দেখার পর মামুন ভাইকে বলতে ইচ্ছে করছে প্লিজ , মামুন ভাই বেশী করে করোল্লা ভাজি আর লেবু খাবেন !
আপনার ডায়েটে সুবিধে হবে , না হলে আপনি মন্তব্য করলেই মানুষ আপনারে নিয়ে পোষ্ট দিবে :)

১২| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: লেখকের নিশ্চয়ই ডায়েটের দরকার নেই , উনি নিয়মিত পাহাড়ে উঠেন , উনি ফিট !
এই পোষ্টে এটাই জানার ছিল !

১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ ভোর ৪:০২

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: সামনে আরও কি হয় দেখার ইচ্ছা

০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৫

রাতুলবিডি৪ বলেছেন: আমারও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.