নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাদের হাতে দলীল প্রমান কম তারা গালি দেয় বেশী

.

রাতুলবিডি৪

বলার কিছু নাই

রাতুলবিডি৪ › বিস্তারিত পোস্টঃ

ওকলাহোমা সিটি থেকে নিউইয়র্ক : গ্রে হাউন্ডে চড়ে ১৪০০ মাইল !

১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১০





২০১০ এর মে মাসে কম্পিউটার সাইন্সে এম এস করতে ওকলাহোমা সিটি ইউনিভার্সিটি (ও সি ইউ) গিয়ে হাজির হলাম, সামার ওয়ান সেমিস্টার ধরতে । ৬ সপ্তাহের শর্ট সেমিস্টার , এরপর চাইলে সামার টু করা যাবে, আবার বসে থাকাও যাবে । ফল আর স্প্রিং না করে বসে থাকা যাবে না, স্টুডেন্ট স্ট্যাটাসে সমস্যা হবে ।



দেশে থেকে স্বপ্নের দেশ সম্পর্কে যা শনেছি, গিয়ে দেখি পুরাটাই স্বপ্ন ভংগ ! দেশের মানুষের ধারণা ওখানে পয়সা খালি উড়ে বেরায়, হাত বাড়িয়া শুধু ধরলেই হয় - একটা পুরা সেমিষ্টারের খরচ নিয়ে আসলে আর চিন্তা নাই - আরো কত কি ! আর বাস্তবতা দেখলাম আন্ডারগ্র্যাড করতে করতে ৩০-৪০ হাজার ডলার ঋণখয়ে যায়, মাস্টর্স করতে ২০ হাজার । ফিনেনশিয়াল হেল্প - এসিস্ট্যান্টশীপ এসব অনেক জায়গায়-ই থাকে না, আপনি যত মেধাবী বা যোগ্যই হন না কেন !





ধর্মীয় দিক থেকে রক্ষণশীল হওয়ায় ক্রেডিট কার্ড নেব না, গ্রোসারীতে কাজ করতে হলে লিকার বেচা লাগে, সেটাও বেচব না, পিজা ডেলিভারী করলে পর্ক বিতরণ করে বেড়াতে হবে, সেটাও করব না, চলব কিভাব ?



বন্ধু-বান্ধব বুদ্ধি দিল নিউ ইয়র্কে লিকার - পর্ক ছাড়া বাংগালী দোকান -হোটেলের কাজ আছে, সেখানে কিছু একটা পেতে পার । সেই কিছু একটার আশায় 'সামার টু' র ৬ সপ্তাহ নিউইয়র্কে কাটানোর উদ্দেশ্য রওনা ।



( চলবে )

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৭

ফেসবুকারবার্গ বলেছেন: বাকীটুকু পড়ার আশায় রইলাম

১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৭

রাতুলবিডি৪ বলেছেন: আজকে আর লিখতে ইচ্ছে করছে না!
আশা করি কালকে !

২| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৫

সীমানা ছাড়িয়ে বলেছেন: দুঃস্বপ্নের দেশ বলা যায়।

১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৭

রাতুলবিডি৪ বলেছেন: একদম !

৩| ১৭ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৫৮

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: চলুক

১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৩

রাতুলবিডি৪ বলেছেন: ধন্যবাদ !

৪| ১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:১৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমিও সামার ক্লাস করছি।

গ্রেহাউন্ডে কতবার ব্রেক জানেন?

১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩১

রাতুলবিডি৪ বলেছেন: গ্রেহাউন্ডে কতবার ব্রেক জানেন?

না তো ! সংখা বলতে পারব না, এমন নির্ডিষ্ট কোন সংখা আছে ?


২ -৪ ঘন্টা পর পর থামায় । বেশীর ভাগ সময়ই ম্যাকডোনাল্ডস বা বার্গার কিং বা এমন কোন জায়গায় যেখানে খাবার টয়লেটের সুবিধা থাকে ।

১২টার দিকে দুপুরে খাবার একটা ব্রেক দেয়, আর ঠিক ২ ঘন্টা পর একটা, তখন খুব টয়লেট ধরে । রাতে বেশ লম্বা সময় চালায় । ৪- ৫ ঘন্টা টানা ।

ড্রাইভার দেখতাম বদলাতো, প্রায় ৮ - ১০ ঘন্টা পর পর, আর ঘাড়ী বদলাতো ২৪ ঘন্টা পর পর।

একবার এমারি পাস নিয়ে সপ্তাহ খানেক সাউথে বেড়িয়েছি, ডালাস - অষ্টিন - নিউ অলরিন্স - মেমফিস - টালসা হয়ে আবার ওকলাহোমা সিটি ।

আরেক বার ছিল নিউইয়র্ক সিটি -সিয়াটল- এনওয়াইসি ৩+৩ = ৬ দিন ছিলাম, গ্রে হাউন্ড -ই বাসা বাড়ি হয়ে গিয়েছিল!

৫| ১৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি যেই দূর থেকে আসছেন, এজন্যই ব্রেক এর কথা বলেছি। আমি তো ৪ ঘন্টার জার্নি করি, কোনো ব্রেক থাকে না। আপনি যখন টিকেট কিনবেন তখন সেখানে ডিটেইলসে লেখা থাকে কয়টা ব্রেক, কখন এসব।

১৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

রাতুলবিডি৪ বলেছেন: ব্রেকের কথা ছিল কিনা মনে নেই !

২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৫

রাতুলবিডি৪ বলেছেন:

http://joe-orgill.com/mexico/ticket.jpg এখানে একটা টিকেট আছে : বাস /বাস নাম্বার চেন্জ হলে আরেকটা বাস ছাড়ার আগের সময়টা আপনার ব্রেক । সেটা টিকেটে পাবেন । এছাড়া রাস্তায় যে সব ব্রেক দেয় সেগুলো টিকেটে থাকে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.