নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাদের হাতে দলীল প্রমান কম তারা গালি দেয় বেশী

.

রাতুলবিডি৪

বলার কিছু নাই

রাতুলবিডি৪ › বিস্তারিত পোস্টঃ

পাহাড় চুরি ? সাদা চামড়ার লোকেরাও করে !

২৬ শে মে, ২০১৪ সকাল ১০:০৮

আমাদের দেশের এক শ্রণীর লোক সাদা চামড়া দেখলে ফেরেশতা মনে করে, আর তাদের বাণী বিবৃতিকে হাদীস মনে করে । সাদারাও চোর জালিয়াত হয় এর ভুড়ি ভুড়ি প্রমাণ আছে, বরং পৃথিবীর ইতিহাসের বড় বড় জালিয়াতি সাদারাই করেছে !



যাই হোক এভারেষ্ট জালিয়াতি নিয়ে দুটি প্রোগ্রাম সম্প্রতি টিভিতে প্রকাশিত হবার পর অবেনেকেই বাংগালী চোর , দুই নম্বর, দূর্ণীতিবাজ ইত্যাদী বলছে , বিদেশী সাক্ষ এনে অনেক চুরি হালাল করার চেষ্টা করছে। তাদের খেদমতে সাদা চামড়ার কিছু চুরি জালিয়াতির খবর , ( পাহাড় চড়ার মিথ্যা দাবী নিয়ে ) পেশ করতে আগ্রহী ।



প্রথমেই এই লিন্কটায় গুতান : Click This Link



( one Swedish climbing veteran finally did what the journalists failed: unveiling a mess of false statements, contradictions, and pictures both stolen and manipulated. )



এবার নীচের ছবিগুলো :







প্রজেক্ট হিমালয়া ২০০৩ - এ শিশাপাংমা জয় দাবী করে বাম পাশের ছবি দিয়ে । অথচ ডান পাশের ছবিটি জোহানার ওয়েব সাইটে প্রকাশ হয় !







আরো দেখুন :







দাবী করা হচ্ছে শিশাপাংমার সেন্ট্রাল সামিট । অথচ সেখানে একজন বসাই দুষ্কর , আর এি ছবিতে চার জন আরামে বসে আছে !

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৪ সকাল ১০:২৩

বাংলার ঈগল বলেছেন: কোন বাড়ি চোর আসে? যে বাড়িতে সম্পদ আছে সেই বাড়িতে!
আমাদের এই উপমহাদেশ হচ্ছে সম্পদের খনি! এই সাদা চামড়ার চোর গুলো চুরি/ডাকাতি/রাহাজানি করতে এই উপমহাদেশে এসেছিল এবং আমাদের সম্পদগুলো নিয়ে গিয়ে আজ ইউরোপকে উন্নত করেছে!!

২৬ শে মে, ২০১৪ সকাল ১০:৩১

রাতুলবিডি৪ বলেছেন: সাদা চামড়ার চোর গুলো চুরি/ডাকাতি/রাহাজানি করতে এই উপমহাদেশে এসেছিল এবং আমাদের সম্পদগুলো নিয়ে গিয়ে আজ ইউরোপকে উন্নত করেছে!! : একমত

২| ২৬ শে মে, ২০১৪ সকাল ১০:৩৭

আদরসারািদন বলেছেন: বাংলার ঈগল ভাইয়ের কথায় সহমত

২৬ শে মে, ২০১৪ সকাল ১০:৫৫

রাতুলবিডি৪ বলেছেন: একমত

৩| ২৬ শে মে, ২০১৪ সকাল ১১:০৪

মাইরালা বলেছেন: ঠগ বাছতে গা উজার অবস্থা। চোরের ভিড়ে মানুষ কয়টা?
জনসংখ্যা বাড়ে, মানুষের সংখ্যা কমে।

২৬ শে মে, ২০১৪ বিকাল ৪:৪২

রাতুলবিডি৪ বলেছেন: জনসংখ্যা বাড়ে, মানুষের সংখ্যা কমে।

৪| ২৬ শে মে, ২০১৪ সকাল ১১:০৫

আলম 1 বলেছেন: চুরি -জালিয়াতির এখনো চলছে

৫| ২৬ শে মে, ২০১৪ সকাল ১১:৪৬

ঢাকাবাসী বলেছেন: কিচু গেরস্ত আছে যারা মোটা টাকার বিনিময়ে নিজেদের প্রাকৃতিক সম্পদ দিতে বেজায় আগ্রহী! খালি সাদাদের দোষ দেয়া ঠিক হবেনা। মীর জাফরেরা এখনো প্রচুর আছে।

৬| ২৬ শে মে, ২০১৪ সকাল ১১:৪৬

ঢাকাবাসী বলেছেন: কিচু গেরস্ত আছে যারা মোটা টাকার বিনিময়ে নিজেদের প্রাকৃতিক সম্পদ দিতে বেজায় আগ্রহী! খালি সাদাদের দোষ দেয়া ঠিক হবেনা। মীর জাফরেরা এখনো প্রচুর আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.