নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাদের হাতে দলীল প্রমান কম তারা গালি দেয় বেশী

.

রাতুলবিডি৪

বলার কিছু নাই

রাতুলবিডি৪ › বিস্তারিত পোস্টঃ

এভারেষ্টের ইতিহাসে ভয়াবহ তম দূর্যোগের ইতিহাস নিয়ে লেখা " ইন টু থিন এয়ার "

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৭

১৯৯৬ সালে এভারেষ্ট অভিযাত্রীরা এক ভয়ংকর ঝড়ের কবলে পড়ে। এভারেষ্ট - ইতিহাসে সবচেয়ে বেশী পশ্চিমা পর্বতারোহী নিহত হয় এই দিনে ।





অভিযাত্রী দলের সদস্য যিনি পেশায় একজন সাংবাদিক এই ভয়াবহ দূর্যোগ অবোলোকন করেন ভুক্তভোগী হিসেবে, লিখেছেন " ইন টু থিন এয়ার " বইটি, যা ১৯৯৭ সালে বেস্ট সেলার হয় ।



বইটিতে লেখক তার প্রত্যক্ষ অভিজ্ঞতা বর্ণনা করেন । বইটির অনুবাদ বা অংশ বিশেষ ধীরে ধীরে পোষ্ট করব ভাবছি ।



চ্যাপ্টার ওয়ান



বিশ্বের শীর্ষ বিন্দুতে দাড়িয়ে, এক পা চীনে আর অন্য পা নেপালে রেখে আমি আমার অক্সিজেন মাস্ক থেকে বরফ পরিষ্কার করলাম। বাতাসের বিপরীতে কাধ উচু করে, কিছুটা ঝুকে , তিব্বতের বিশালতার দিকে অপলক চেয়ে থাকলাম । আমি বুঝতে পরছিলাম আমার পায়ের নীচে মুছে যাওয়া পৃথিবীর দৃশ্যটা অভাবিত, অনিন্দ । এই মুহুর্তটার ছবি মনের মাঝে কত একেছি, আর এর অনুভুতিটা কেমন হবে বহু মাস ধরে তা ভেবেছি । কিন্তু শেষ পর্যন্ত যখন এখানে এলাম তখন ত অনুভবের শক্তিটুকুও হাড়িয়ে ফেলেছি।



সময়টা মে মাসের ১০ তারিখ, দুপূর বেলা । এর আগের ৫৭ ঘন্টা ঘুমাইনি। ঘত তিন দিনে খুব জোড় করে যতটুকু খাবার মুখের ভেতর ঢুকাতে পেরেছি তা ছিল এক বাটি সুপ , এক মুঠ ভাত আর কিছু বাদাম। কয়েক সপ্তাহের ভয়াবহ কাশিতে স্বাভাকিক শ্বাসটা নিতেই বুকের খাচার ভিতর অসহ্য যন্ত্রণা হচ্ছিল। ২৯০২৮ ফুট উচুতে , বায়ুর স্বল্পতায় ব্রেন এত স্বল্প এত অল্প অক্সিজেন পাচ্ছিল যে মস্তিষ্ক একটা নির্বোধ শিশুর মত কাজ করছিল। আমি বিশেষ কিছুই অনুভব করতে পারছিলাম না, শুধু শীত আর অপরিসীম ক্লান্তির অনুভুতিটাই বাকি ছিল !



আমি চুড়ায় পৌছেছিলাম আনাতোলি বুক্রেভের কয়েক মিনিট পর, আর এ্যান্ডী হ্যারিসের একটু আগেই ।রাশিয়ান বংশদ্ভুত বুক্রেভ একটা আমেরিকান এক্সপেডিশন কোম্পানীর গাইড। আমি একটা মুলত নিউজীল্যান্ড দলের সদ্স্য ছিলাম, আর এ্যান্ডী হ্যারিস ছিল সেই দলের গাইড।



মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪২

রাতুলবিডি৪ বলেছেন: উইকি তে : http://en.wikipedia.org/wiki/Into_Thin_Air

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৬

পরিবেশ বন্ধু বলেছেন: চমৎকার

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৭

রাতুলবিডি৪ বলেছেন: বই এর কাহিনী টা আসলেই চমৎকার, বেষ্ট সেলার !

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫০

যাযাবর বেদুঈন বলেছেন: চ্যাপ্টার ওয়ান লিখেছেন এটাকি সিরিজ হবে ? ভাল লাগছে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৭

রাতুলবিডি৪ বলেছেন: চেষ্টা তো করছি, শেষ মেস ধৈর্য রাখতে পারি না!

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৩

যাযাবর বেদুঈন বলেছেন: সাথে আছি। বেশ ভাল লাগছে প্রথম পর্বটা। না পারলে সে পরে দেখা যাবে।

এখন শুভকামনা জানিয়ে দিয়ে গেলাম। :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫১

রাতুলবিডি৪ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩৫

জুপিটার মুহাইমিন বলেছেন: চালিয়ে যান! সঙ্গে আছি...............।

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৯

রাতুলবিডি৪ বলেছেন: ধন্যবাদ।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বইটি কোথা থেকে সংগ্রহ করা যাবে?

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫০

রাতুলবিডি৪ বলেছেন: পিডিএফ টরেন্ট সাইটে পাবেন, গুগুল করেও পাবেন। আসলটার কথা জানিনা !

আমি গুগুল করে পিডিএফ নামিয়েছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.