নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাদের হাতে দলীল প্রমান কম তারা গালি দেয় বেশী

.

রাতুলবিডি৪

বলার কিছু নাই

রাতুলবিডি৪ › বিস্তারিত পোস্টঃ

নায়াগ্রা ফলস এ পুলিশের হাতে গ্রেফতার হয়ে একদিন

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৬

আগের দিন রাতে অপুভাইয়ের সাথে লায়াগ্রা ফলস দেখে বাফেলো শহরে ওনার বাসায় চলে আসলাম। আধা ঘন্টা - পৌণে একঘন্টার ড্রাইভ । মনে মনে ঠিক করলাম পরের দিন আবার আসব -পানিতে নামতেই হবে । পানির গতির মোটামুটি একটা হিসাব কষে ফেললাম । পানির গতির হিসাবটা ছিল এমন : সেখানে সম্ভবত লেখাছিল ( অথবা অপু ভাই বলেছিল ) এখানে ৮০,০০০ কিউসেক পানি প্রবাহিত হয় । কিউসেক মানে কিউবিক ফুট পার সেকেন্ড( পূর্ণ প্রবাহের সময়)। মানে সেকেন্ডে ৮০,০০০ ঘনফুট পানি । আর পুরা ফলস এক মাইল বা ৫০০০ ফুটের মত চওড়া । তার মানে একফুট চওড়া স্হান দিয়ে ১৬ ঘনফুট পানি প্রবাহিত হয় । এখন এক ফুট চওড়া জায়গা দিয়ে ১৬ ঘনফুট পানি প্রবাহিত হলে পানির গতি কত ? এর উত্তর সোজা : পানি যদি একফুট গভীর হয়ে পড়ে তবে সেকেন্ডে ১৬ ফুট , আর সেকেন্ডে ৮ ফুট হবে যদি গভীরতা দুই ফুট হয় । চোখের দেখায় স্বচ্ছ পানির নীচের প্রায় দুইফুট গভীর মনে হয়েছিল । তাই সাহষ করি । কারণ আমার জন্ম স্হানের পাশে ব্রক্ষ্মপুত্র নদীতে বন্যার সময় সেকেন্ডে ৬ ফুট স্রোত আন্টাজ করেছিলাম । বুঝতে পেরেছিলাম পানি নামা মত্রই টেনে নিয়ে যাবে না । আর ব্রাইডাল ফলস একটা দেশি খালের মত , রুমা জিরি টাইপ । বর্ষায় রুমাঝিড়ির স্রোত যেমন থাকে অনেকটা সেরকম স্রোত পেয়েছিলাম।



পার্কের এন্ট্রিতে পার হলে একটা জায়গা থেকে দেখলাম ছুোট লঞ্চ-এ করে নীল জামা গায়ে অনেক লোক একদম জলপ্রপাতের নীচে যাচ্ছে । সবার গায়েই নীল ! আবার আরেকটা লঞ্চ দেখলাম সবার গায়েই হলুদ । আসলে এগুলো সব রেইন কোট। টিকেট কেটে এসব লঞ্চে করে ফলস এর নীচে নিয়ে যায় । বিশাল পানির পতনে পুরো এলাকাটা কুয়াশায় ঢেকে যায় । বিন্দু বিন্দু জলে গায়ের জামা কাপড় সব ভিজে যায় । মাথা পিছু বিশ ডলার ভাড়া । রেইনকোট ফ্রী । আসলে ঠিক রেইনকোট না - একদম পাতলা প্লাষ্টিকের আবরণ ওয়ান টাইম ইউজ । আবার কানাডা সাইড থেকেও লঞ্চ ছাড়ে । দু দেশের লঞ্চের যাত্রীদের রেইনকোটের রং আলাদা । আমেরিকাম হলে নীল আর কানাডা হলুদ।আমার কাছে বিশ ডলার অনেক টাকা - কিন্তু এসুযোগ মিস করা যায় না । প্রথমে ভেবেছিলাম লঞ্চে উঠে পাণিতে লাফ দিব । এরপর স্রোতের সাথে ভেসে ভেসে একপাশ উঠে যাব । কিন্তু শেষ পর্যন্ত সাহষ হল না । পানিতে অসংখ ছোট ছোট বুদবুদ ছিল । সম্ভবত এসব জায়গায় লাফ দিলে আর বাচার আশা ছিল না । বুদবুদের কারণে পানি আপনার শরীরে স্বাভাবিক চাপ প্রয়োগ করবে না । তাই সেখানে ভেসে থাকা সম্ভব হবে বলে মনে হয় না ।



যাই হোক লঞ্চটা ফলসের বেশ কাছে যায় , একদম নীচে যেতে পারে না । কাছে গেলেই উত্তাল পানিতে প্রচুর দুলতে থাকে । ফিরে এসে আবার পার্ক এরিয়া দিয়ে হেটে সামনে এগিয়ে চললাম । এর পর দেখা মিলবে একটা ব্রীজ - যেটা দিয়ে আমেরিকান ফলস পার হতে হয় । আমেরিকান ফলস মুল হর্স সু ফলস থেকে আলাদা হয়েছে একটা দ্বীপ দিয়ে । এর নাম গোট আইল্যান্ড। সেটাও আমেরিকার ভিতরে । আর মূল হর=ষ সু ফলের একপাশ আমেরিকা , অন্য পাশ কানাডা । এখানে স্রোতও বেশী , পানিও উত্তাল ।



আমেরিকান ফলস মুল ধারার চার ভাগের একভাগ হবে । এরও চার ভাগের একভাগ বা আরো ছোট একটা শাখা পাশাপাশি বয়ে চলেছে । এর নাম ব্রাইডাল ফলস। অন্যান্য বিভিন্ন জায়গার সাইন লাগানো আছে " পানিতে নামা নিষেধ" গোট আইল্যান্ডের পাশে ব্রাইডাল ফলস - এর কাছে একটা জায়গা পেলাম ভীরও কম, এমন কোন সাইন -ও নেই । সুযোগ বুঝে এখানেই নেমে পড়লাম । প্রথমে ধীরেড ধীরে, সাবধানে পা ফেলে । কিছু জায়গায় দেখলাম স্রোত খুব বেশী , টেনে নিয়ে যায় । সে জায়গাগুলো এড়িয়ে হাটু পানি ভেংগে কম গভীর কিছু জায়গা পেলাম, পাতা পনির মত গভীর । সেখানে স্রোত একদম কম । সেখানে গিয়ে কিছুক্ষণ বসলাম ।



কিছু লোক জমে তামশা দেখছিল । এদের কেউ হয়ত পুলিশে খবর দিয়েছিল । প্রায় ১০-১৫ মিনিট পর পানি থেকে উঠে এলাম । পাড়ে উঠে দু-কদমও দেইনি । গাছের আড়াল থেকে হ্যান্ড কাপ হাতে করে দুজন পুলিশ হাজির । দুজনের কথা বার্তা :



: Trying to be hero

: Seems to be religious

: Seems to be religious but dangerous man ...



হ্যান্ডকাপ পড়িয়ে সোজা নিয়ে থানায় । পথে জানটে চাইল বাড়ি কৈ ? ( (You R from ?) ভিসার স্ট্যাটস কি ? কোথায় পড়ি ? বর্তমানে এনরোল করা আছি কিনা ? সামনের সেমিষ্টার কবে ?কত ক্রেডিটের জন্য এনরোল করব ? গ্রাজুয়েট স্টুডেন্ট না আন্ডার গ্রাড ? ( বিদেশী গ্রজুয়েট স্টুডেন্টদের ফলে কমপক্ষে ৯ ক্রেডিটের জন্য এনরোল করতে হয় )



মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৮

রাতুলবিডি৪ বলেছেন: আগের পর্ব : Click This Link

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

মুদ্রা সংগ্রাহক বলেছেন: তারপর কি হল?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

রাতুলবিডি৪ বলেছেন: তরপর ছাড়া পেয়েছিলাম , তাড়াতাড়ি ই । তাদের বড় কর্তা পুলিশ ষ্টেশনে এলো । আলাপ আলোচনার করে বলল গ্রেফতার কর , গ্রেফতার করে তারপর ছেড়ে দাও।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০১

রাতুলবিডি৪ বলেছেন: পুলিশ স্টেশনে প্রথমে খাচায় ঢুকাল, হ্যান্ডকাপ পরানই ছিল। তাদের বড় কর্তা এলো । আলাপ আলোচনার করে বলল গ্রেফতার কর , গ্রেফতার করে তারপর ছেড়ে দাও। কাগজ পত্র কিছু লেখালিখি করল । পাসপোর্ট সাথে ছিল , সব তথ্য টুকে নিল । এরপর বলল নায়াগ্রা ফলস ন্যাশনাল পার্ক এরিয়ার বাইরে মিউসিয়াম আছে , আরো কি কি আছে ফিরিস্তি দিল ।
: You are free to go there , but next time you can not enter into the NIagra Falls National Park area ...
আবার আসলে ডাবল পানিশমেন্ট .. মনে মনে ঠিক করলাম সামনের বার সুযোগ পেলে কানাডা দিয়ে পানি তে নামব , ওটা আমেরিকার ন্যাশনাল পার্কের বাইরে ।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১০

সুমন কর বলেছেন: ভীষণ সাহস অাপনার !!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১০

রাতুলবিডি৪ বলেছেন: না ভাই , অনেক হিসেব-নিকেষ করে , আগের অভিজ্ঞতার সাথে মিলিয়ে -তবেই নেমেছিলাম , হিসাবী বলতে পারেন

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৩

রাতুলবিডি৪ বলেছেন: পোষ্টে লিখতে ভুলে গেছিলাম : আমি দেখে -শুনে এমন জায়গা দিয়েই নেমেছিলাম - যেখানে কোন সাইনবোর্ড লাগানো ছিল না পুলিশরে কইলাম "There is no sign!" - কিন্তূ পুলিশ বেটা মাথায় আংগুল ঠেকিয়ে বলল "This your sign"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.