নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাদের হাতে দলীল প্রমান কম তারা গালি দেয় বেশী

.

রাতুলবিডি৪

বলার কিছু নাই

রাতুলবিডি৪ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের সর্বোচ্চ চুড়া থেকে দেখা পাহাড়গুলো

১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:২০



বাংলাদেশের সর্বোচ্চ চুড়া মদক তং বা সাকাহাফং থেকে দক্ষিণে তাকালে মদল রেঞ্জের উচু চুড়াগুলি চোখে পরে। উপরে ছবিতে দেখা যাচ্ছে জ-ত্লং , যোগী/কংদুক , আয়্যান ক্লাং, সাদরা-তাওবা ।





সোজা পশ্চিমে সরকারী সর্বোচ্চ তাজিংডং এর তিন পিক : সাকা সামিট থেকে ১০০ ফুট নীচে তোলা ছবি।







চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চুড়া ক্রিস তং দেখা যায় দূরে । ( দক্ষিন -পশ্চিমে)





দূরে উত্তর পশ্চিমে কেওক্রাডং ও কপিতাল ।



পশ্চিমে তাজিংডংএর পিছনে, একটু বামে চিম্বুক রেঞ্জের ২য় সর্বোচ্চ চুড়া থাইনকিয়াং। ( অনেকটা জুম করা হয়েছে তাই তাজিংডং ফ্রেমে আসেনি)





দক্ষিণে একটু ডানে সাদরা, ইশ্বরমণি পাড়ার মাথার উপরের একটা চুড়া ।





সাকা বা মদকতং সামিটের ১০০ ফুট নীচ থেকে ১৮০ ডিগ্রী ভিউ ।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:২২

জুনায়েদ জুবেরী বলেছেন: ++

১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৬

রাতুলবিডি৪ বলেছেন: ধন্যবাদ !

২| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩১

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর সব ছবি
শেয়ার করার জন্য ধন্যবাদ :)

১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৬

রাতুলবিডি৪ বলেছেন: আপনাকেও ..

৩| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৩

মনোনেশ দাস বলেছেন: Fine

১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৭

রাতুলবিডি৪ বলেছেন: হুম।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৬

রাতুলবিডি৪ বলেছেন:

পোষ্টের প্রথম ছবিটাই তবে পাহাড়ের নাম সহ।

৫| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫০

রাতুলবিডি৪ বলেছেন:

চিম্বুক রেঙ্জের ডিম পাহাড়।

৬| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৯

টি এম মাজাহর বলেছেন: মদক তং বা সাকাহাফং বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, অফিসিয়ালী এখনও ঘোষণা হয় নাই। তাছাড়া, মদক তং বা সাকাহাফং এর চুড়া বাংলাদেশ নাকি মায়ানমারের বর্ডারের অন্তর্গত, এই বিষয়টাও পরিস্কার নয়। বরং মদক তং বা সাকাহাফং এর চুড়ায় যেতে বার্মার সীমান্তরক্ষীবাহিনীর প্রকাশ্যে বাধা দেবার বিষয়টাও স্থানীয়দের জানা। সুতরাং ঢালাও ভাবে মদক তং বা সাকাহাফং কে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে এখনই প্রচার করাটা মনে হয় ঠিক না।

১৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৭

রাতুলবিডি৪ বলেছেন: "মদক তং বা সাকাহাফং এর চুড়ায় যেতে বার্মার সীমান্তরক্ষীবাহিনীর প্রকাশ্যে বাধা দেবার বিষয়টা " বিষয়টা একেবারেই ঠিক না ভাই। শত শত ট্রেকার সেখানে প্রতি বছর যাচ্ছে । আমি নিজেও একাধিকবার গিয়েছি ।

কোন সন্দেহ থাকলে একটু কষ্ট করে নিজে গিয়েও দেখতে পারেন ভাই । শুভেচ্ছা রইল।

১৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৯

রাতুলবিডি৪ বলেছেন: উইকির এই পোষ্ট গুলো দেখতে পারেন:

Saka_Haphong

List_of_mountains_of_Bangladesh

৭| ১৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩০

রাতুলবিডি৪ বলেছেন: বাংলাদেশের শীর্ষ সাতটি পর্বতশৃংগ জরিপ, কেওক্রাডং ৪র্থ !

৮| ১৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৬

টি এম মাজাহর বলেছেন: লিংকগুলো দেবার জন্য ধন্যবাদ। আমার যাওয়ার আগ্রহ আছে। আমার বলা তথ্যগুলো পেয়েছিলাম আমার পরিচিত কয়েকজন প্রফেশনাল ট্র্যাকারদের কাছ থেকে। আশা করি এই লিংকগুলো নিয়ে ওনাদের সাথে কথা বলে আপনার সাথে আবার আলাপ করতে পারবো।

১৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৪

রাতুলবিডি৪ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনি প্রফেশনাল ট্রেকারদের নামগুলো জানালে আমি নিজেও ওনাদের সাথে কথা বলতে চেষ্টা করব।

৯| ১৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২০

হাসান কালবৈশাখী বলেছেন:
সুন্দর হয়েছে। তবে-
ছবিগুলো কোন পাহাড় থেকে বা কোন এলাকা থেকে তোলা জানালে চুড়াগুলোর অবস্থান আচ করা যেত।

১৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৫

রাতুলবিডি৪ বলেছেন: সবগুলো ছবিই একই পাহাড় থেকে তোলা, মদক তং বা সাকা হা ফং থেকে । আর কোন দিকে মুখ করে তোলা সেটাও উল্ল্যেখ করার চেষ্টা করেছি।

১০| ১৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:১১

রাতুলবিডি৪ বলেছেন: রাজুপুত্র, আপনাকেও ---

১১| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৪১

নাহিদ রুদ্রনীল বলেছেন: অনেক সুন্দর জায়গা। পাহাড় সবসময় ভালো লাগে। এই নিয়ে বিস্তারিত পোষ্ট দিলে ভালো লাগবে।

২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:১১

রাতুলবিডি৪ বলেছেন: হুম, একটু সময় করতে পারলেই বিস্তারিত লিখব আশা করি ..
ভাল থাকবেন ।

১২| ১৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

সুমন কর বলেছেন: সুন্দর !!

২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪০

রাতুলবিডি৪ বলেছেন: আসলেই !

১৩| ২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৭

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার ।

২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪১

রাতুলবিডি৪ বলেছেন: পাহাড় থেকে দেখা দৃশ্যগুলো আসলেই চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.