নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাদের হাতে দলীল প্রমান কম তারা গালি দেয় বেশী

.

রাতুলবিডি৪

বলার কিছু নাই

রাতুলবিডি৪ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের সবচেয়ে বিপদজনক চুড়া 'যোগী' সামিট প্রমাণের ১০টি উপায় ( পর্ব :২ )

১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০১



যোগী আরোহণের সময় ২৮০০-২৯০০ ফুট উচ্চতায় জ-ত্লং আর আয়্যান ক্ল্যাং দেখা যায় এরকম । দূরে ডানে চিম্বুক রেঞ্জের ক্রিসতং । সকাল বেলা পুরা সাংগু - রেমাক্রি অববাহিকা মেঘে ঢাকা ! মেঘের মাঝে উচু পাহাড়ের চুড়াগুলো মাথা বের করে আছে দ্বীপের মত।



আয়্যান ক্ল্যাং বা হলুদ পাহাড় আর বাংলাদেশের ২য় সর্বোচ্চ জ-ত্লং আপনার ডান পাশে দেখা যাবে । আয়্যানের দক্ষিণ রিজ আর জ এর উত্তর রিজ যেখানে মিলে সেখান থেকে আয়্যানেরে উত্থান দেখা যাবে পিরামিডের মত । একই স্হান হতে 'জ-ত্লং' এর উত্থান দ্বিগুনেরও বেশী । আয়ানের পিরামিডের উচ্চতা ৪০% এর মত হবে জ -ত্লং এর তুলনায় ( একই স্হান থেকে জ-ত্লং এর পিরামিড মাপা হলে)





যোগী আরোহণের সময় ২৯০০-৩০০০ ফুট উচ্চতায় জ-ত্লং আর আয়্যান ক্ল্যাং দেখা যায় এরকম । বেশ অনেকটা জুম করে তোলা হয়েছে ছবিটা , পোষ্টের প্রথম ছবিটা জুম করা হয়নি ) লক্ষ করবেন এই ভিউতে 'আয়ান ক্ল্যাং'এর পিরামিডের উচ্চতা ২৫-৩০% এর মত হবে 'জ -ত্লং' এর তুলনায় । ( একই স্হান থেকে জ-ত্লং এর পিরামিড মাপা হলে)







এবার দেখুন যোগীর ২য় বা তৃতীয় সামিট থেকে কেমন দেখা যাবে :





মুল সামিটের দক্ষিণে৩১২০ - ৩১৬০ ফুটের মত উচ্চতা বিশিষ্ট দুটি সামিট আছে উচ্চতার হিসেবে এরা যোগী ম্যাসিফের দ্বিতীয় এবং তৃতীয় । এখান থেকে আয়ান ক্ল্যাং এর পিরামিড কে আরো ছোট দেখায় জ-ত্লং এর তুলনায় । উচ্চতা বৃদ্ধির সাথে সাথে 'জ-ত্লং' এর ভিউ আশে পাশের সবকিছুকে ডমিনেট করছে, আর আয়ান ছোট হয়ে যাচ্ছে !











এবার দেখুন মূল সামিট থেকে কেমন ভিউ পাওয়া যাবে :





সামিট থেকে দেখলে আয়ান -কে মনে হবে একদম মিশে গেছে । অল্প যতটুকু চোখে পরবে সেটা জ-ত্লং এর তুলনায় ১০% হতে পারে। মূল কথা দক্ষিন-পশ্চিম দিক থেকে আরোহণের সময় যত উচুতে উঠবেন আয়ান ছোট হতে থাকবে আর সে তুলনায় জ-ত্লং বড় হতে থাকবে। আসলে নিয়মটা এরকম-ই , যত উপরে উঠবেন বড় বড় পাহাড়গুলো আরো বিস্তৃত ও প্রশস্হ দেখায় । আর ছোট ছোটা পাহাড় ও অন্যান্য অবজেক্টগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে , কমপক্ষে ছোট থেকে ছোট হয়ে যায় !









মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০০

নতুন বলেছেন: আপনি গিয়ে ছিলেন ঐখানে...

জটিল ভিউ...

১৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৯

রাতুলবিডি৪ বলেছেন: হু - গেসিলাম, ভয় লাগছিল ...
দুই পাশে খাড়া ---
সরু একটা রিজ ধরে মেইন সামিটে যাওয়া লাগে -

২| ১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৫

রাতুলবিডি৪ বলেছেন:

আমার বন্ধু নওশাদের দুটা ছবি পাশাপাশি । উপরে লাল রং দিয়ে গোল করা । দান পাশের খাড়া পাথরের দেয়ালকে সাইড করে উচুতে চলে যেতে হয় । ডান দিকে কয়েকশ বা হাজার ফুট গভীর, নীচে তাকালে মাথা ঘুরায় !

৩| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:০৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: বাপস/

২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৮

রাতুলবিডি৪ বলেছেন: আসলেই বাপস , বাপের বাপ বলতেপারেন !

৪| ২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৩

নিউরোকথক বলেছেন: ভাই, আপনার এলালাইসিস দেখে মুগ্ধ!

২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৮

রাতুলবিডি৪ বলেছেন: ধন্যবাদ ভাই, এটা ২য় পর্ব, ১মটা দেখেছেন ?

৫| ২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৫

নিউরোকথক বলেছেন: *এনালাইসিস

২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪০

রাতুলবিডি৪ বলেছেন: একটু সময় করে দেখবেন, ভুল ত্রুটি গুলো শুধরে দিনবেন প্লীজ : Click This Link

৬| ২৬ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৬

নিউরোকথক বলেছেন: ভাই, অনেক আগেই পড়া শেষ; আপনার যুক্তি খন্ডন কিংবা লিখায় ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করা আমার সাধ্যে নেই। আমি অতটা জানিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.