নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাদের হাতে দলীল প্রমান কম তারা গালি দেয় বেশী

.

রাতুলবিডি৪

বলার কিছু নাই

রাতুলবিডি৪ › বিস্তারিত পোস্টঃ

গাশেরব্রুম : বিশ্বের ১৩ তম সর্বোচ্চ পর্বত শৃংগ !

২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৮





পাকিস্তানের গিলগিট - বালতিস্তান প্রদেশ আর চীনের জিনজিয়াং প্রদেশের সীমান্তে অবস্হিত গাশেরব্রুম বিশ্বের ১৩ তম সর্বোচ্চ চুড়া ।৮০৩৫ মিটার (8,035 metres )বা ২৬৩৬২ ফুট উচ্চতার(26,362 ft), এই চুড়া গাশেরব্রুম ম্যাসিফের মাঝে উচ্চতায় ৩য় । কোন কোন সুত্র মতে গাশেরব্রুম মানে হচ্ছে উজ্ঝবল দেয়াল । আর উইকির সুত্র অনুসারে গ্রাশা মানে সুন্দর আর ব্রুম মানে পর্বত । সেই অর্থে গ্রাশেরব্রুম মানে হয় সুন্দর পাহাড় ।

অক্ষাংশ (Latitude): 35.757831

দ্রাঘিমাংশ (Longitude): 76.653028



সংক্ষেপে একে জি- ২ বলা হয় । আর এটি হিমালয়ের কারাকোরাম রেন্জে অবস্হিত। এর সাথে কাছেকাছি আরো আট হাজারী চুড়া আছে জি-১ ও ব্রড পিক । ১৯০৯ সালে প্রথম গাশেরব্রুম এর পাহাড়গুলো এক্সপ্লোর হয় ডিউক অব এবরুজ্জি আর ভিত্তাৈও সিলার অভিযানে। এর অবস্হান বালটোরো গ্লেসিয়ারের শেষ সীমায়।



এই পর্বতে আরোহণের সচরাচর রুট সাউথ -ওয়াষ্ট রিজ দিয়ে। তুলনামুলক ভাবে এ দিকের রুটেই আইস ফল, এভালান্চ সহ অন্যান্য প্রতিকুলতা কম। গাশেরব্রাম অভিযানে সাধারণত ৭ থেকে ৮ সপ্তাহ লাগে আর পাচ সদস্যের একটা দলের জন্য পারমিট ফি লাগে ৭৫০০ ডলার ।







ফ্রীত্জ মোরাভেক( Fritz Moravec) জোসেফ লার্চ ( Josef Larch ) আর হান্স উইলেন পার্ট ( Hans Willenpart ) সর্ব প্রথম ১৯৫৬ সালের ৭ই জুলাই এ পর্বতে আরোহন করেন । এর পর ১৯৭৫ সালে ফ্রেঞ্চ ও পোলিশ দল সহ মোট চারটি দল জি-টু আরোহণ করেন। ১৯৮২ সালে পর্বোতারোহণের কিংবদন্তী রেইনহোল্ড মেসনার অক্সিজেন বিহীন আরোহন করেন জি -টু ।তার সংগী ছিলেন পাকিস্তানী নাজির সাবির ও শের খান । মেসনার সে বছর আরো দুটা আট হাজারী চুড়া আরোহণ সম্পন্ণ করেন । একই বছর তিন তিনটা আট হাজারী চুড়া আরোহন করাটাও ছিল একটা অনন্য রেকর্ড ।







২০১১ সালের ২র ফেব্রুয়ারী জি-২ এর প্রথম উইন্টার সামিট সফলতার মুখ দেখে। সিমন মোরো( Simone Moro) আরো দুই সংগী ( Cory Richards, and Denis Urubko) নিয়ে স্হানীয় সময় ১১:৩০ এ সফল ভাবে উইন্টার সামিট সম্পন্ন করেন।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৬

তুষার কাব্য বলেছেন: এমন একটা চুড়ার কথা বললেন যেখানে হয়তো চাইলেও যেতে পারবোনা।আফসোস বাড়ালেন শুধু।

২৫ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

রাতুলবিডি৪ বলেছেন: আপনি কি ফেসবুকেও তুষার কাব্য ভাই ?
কেমন আছেন ??
জিটু কে অনেকে সবচেয়ে সহজ আট হাজারী চুড়া বলে !
আমরা যেতে পারবনা কেন ? কোন দিন সুযোগ আসতেও পারে তো !

---
(হাল ছেড়ো না বন্ধু তবে কন্ঠ ছাড় জোড়ে- দেখা হবে তোমার আমার অন্য দিনের ভোরে-- )

২| ২৯ শে মে, ২০১৫ সকাল ১১:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছে হয় ছুটে যাই এই সব রোমাঞ্চকর পর্বত চুড়ায়, কিন্তু যাওয়া হয়ে উঠেনা কখনো

৩| ৩০ শে মে, ২০১৫ বিকাল ৩:৩৩

মনির মুনতাহা বলেছেন: আল্লাহ যদি চায় তবে নিশ্চয় যেতে পারব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.