নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাদের হাতে দলীল প্রমান কম তারা গালি দেয় বেশী

.

রাতুলবিডি৪

বলার কিছু নাই

রাতুলবিডি৪ › বিস্তারিত পোস্টঃ

কেওক্রাডং থেকে মদক তং বা সাকাহাফং বেশী উচু : তার ৭ টি প্রমান ।

২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৭

১। আর্মির স্হাপিত ফলক আর বিশ্বে স্বীকৃত ইউ এস ম্যাপ :



কেওক্রাডং এর উপর স্হাপিত ফলকে দেখা যায় এটা ৩১৭২ ফুট উচু ।



ইউ এস ম্যাপে দেখা যায় মদক তং ৩৪৫৪ ফুট উচু।



২। রাশিয়ান টপোগ্রফিক ম্যাপ :



রাশিয়ান টপোগ্রফিক ম্যাপে কেওক্রডং ৮৮২ মিটার উচু, আর রাশিয়ান টপোগ্রফিক ম্যাপে মদক তং বা সাকাহাফং ১০৬২ মিটার উচু ।





৩। গুগুল ম্যাপ :



গুগুল ম্যাপে কেওক্রাডং এর উচ্চতা ১০০০ মিটার থেকে অনেক কম। ৯৬০ থেকে ৯৮০ মিটারের মাঝে, অন্যদিকে ম্যাপে মদক তং বা সাকাহাফং এর উচ্চতা কমপক্ষে ১০৪০ মিটার ।





৫। অসংখ্য অভিযাত্রী দলের নেওয়া জিপিএস রিডিং:



জিপিএস ডিভাইসে কেওক্রাডং এর রিডিং এসেছে ৩২৩০ ফুট । একই ডিভাইসে সাকার রিডিং এসেছে ৩৪১০ ফুট।





৬। গুগুল আর্থ :



গুগুল আর্থ এ কেওক্রাডং ৩১৬৬ ফুটের মত আর সাকাহাফং ৩৪১২ ফুট এর কাছাকাছি।







এছাড়া নাসার এসআরটিএম(SRTM) ডেটায় দেখা যায় কেওক্রাডং সবচেয়ে উচু না মদক তং বা সাকা হাফং -ই সবচেয়ে উচু ।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৪

রাতুলবিডি৪ বলেছেন: ম্যাপের লিন্ক : http://www.banglatrek.org/?page_id=64

২| ২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:০১

প্রামানিক বলেছেন: এটা জানা ছিল না। ধন্যবাদ

২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৩

রাতুলবিডি৪ বলেছেন: আপনাকেও !

৩| ২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৩

টি এম মাজাহর বলেছেন: সাফা হাকংয়ের উচ্চতা কেউ কারাডং থেকে বেশী এটা নিয়ে সন্দেহ নাই। শুধুমাত্র এটাই জানবার বিষয়, সাকাহাকংয়ের চুড়া কোন দেশের সীমানায় পড়েছে? বাংলাদেশ না মায়ানমার।

২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৪

রাতুলবিডি৪ বলেছেন: ২, ৪ এবং ৬ নম্বর ছবি গুলো দেখুন, এটা সীমান্তে অবস্হিত স্পষ্টই দেখা যাচ্ছে !

৪| ২৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩১

সাইবার অভিযত্রী বলেছেন: কেওক্রাডং বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় না! তাজিংডং ও না!!

৫| ২৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৬

ইমরান আশফাক বলেছেন: ধন্যবাদ।

৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৮

রাতুলবিডি৪ বলেছেন: আপনাকেও ..

৬| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৩২

শতদ্রু একটি নদী... বলেছেন:

Didnt know. Nice post. ++

৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৫

রাতুলবিডি৪ বলেছেন: Thanks

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.