নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রায়আন৫৬৩

আবু রায়আন

ছাত্র

আবু রায়আন › বিস্তারিত পোস্টঃ

তারা মাছ কিন্তু মাছ নয়!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭

তারা মাছ বা স্টার ফিশ একাইনোর্ডামাটার একটি পর্ববিশেষ, যারা বালুতে বসবাসকারী সামুদ্রিক প্রাণি বিশেষ। এদের দেহ ৫ টি দৈহিক অঙ্গে বিভক্ত, যার মূল দেহটি মাঝকানে থাকে। সমুদ্রে প্রায় ২০০০ প্রজাতির তারা মাছ পাওয়া যায়। এদের কোনোগুলো সমুদ্রের পানির উপরি ভাগে, কোনোগুলো গভীর পানিতে এবং কোনোপ্রজাতি আবার ক্রান্তীয় অঞ্চলে ও ঠান্ডা পানিতে বাস করে। এর কোনো অঙ্গ বা বাহু কোনো কারনে নষ্ট বা কেটে পরে গেলে আপনা-আপনি ঐ স্থানে নতুন অঙ্গ গজিয়ে যায়। প্রজাতির বিভিন্নতা অনুসারে এগুলোর ত্বক পাতলা, কঠিন বা কাটাযুক্ত হতে পারে। উপরের ত্বকটি ক্যালসিয়াম কার্বনেট যুক্ত হওয়ায় তা দেহে রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। এদের আহার প্রক্রিয়া বিচিত্র। আহারের সময় দেহের ভিতরে রক্ষিত মুখ বাইরে বেরিয়ে আসে এবং আহার শেষে আবার ভেতরে লুকিয়ে রাখে। এদের প্রতিটি বাহুর শেষ পান্তে চোখের অবস্থান। এদের মাছের মতো ফুলকা, পাখনা বা অন্যান্যা বৈশিষ্ট্য না থাকায় এদের মাছ বলা যা না।

(সংগ্রহকৃত, কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর ২০১৫, পৃঃ ৯০)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.