নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথা বলি..... বর্তমানের- কথা বলি ভবিষ্যতের.......

মাই নেম ইজ রেজাউল ইসলাম। এন্ড আই অ্যাম নট এ রাজাকার !!!

মোঃ রেজাউল ইসলাম

আমি নতুন সর্বদা----

মোঃ রেজাউল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

'চুদুর-বুদুর' এবং 'ভাই, আমাকে একটা কিস দেন তো !''!!

১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৬

১।

সৌদি আরবের একটা বিশ্ববিদ্যালয়। আজ একটা ১৫ মার্কসের একটা ক্লাস টেস্ট নিব। সৌদি ছাত্ররা কিন্তু ক্লাসে খুবই বিপদজনক। তারা ভীষণ রকম অমনোযোগী এবং পড়াশুনার ব্যাপারে উদাসীন। সত্যি বলতে কি, তাদের বেশিরভাগ motivation less বা উদ্যমহীন।



প্রসঙ্গে আসি। তো আজকে একটা ক্লাস টেস্ট নেব। পরীক্ষা শুরু করার আগে আমরা সাধারণত দু-চারটে ঊপদেশ আর সতর্কবার্তা দিয়ে শুরু করি। আমিও তাই করলাম।

-No mobile phone. (মাফি জাওয়াল)

- No talking. ( মাফি কাল্লাম)

- No cheating (মাফি কিদা-কিদা)



এই পর্যায়ে পেছন থেকে একটা ছেলে বলে উঠল, 'মাফি চুদুর-বুদুর' !! (আরবি ভাষায় মাফি অর্থ Negative বা 'না'). তা আমি তো অবাক ! এই ছেলে চুদুর বুদুর শব্দ টা শিখল কেমনে !! (সেই সময়ে আবার বাংলাদেশে চুদুর-বুদুর নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সাংসদ পাপিয়ার সংসদে চুদুর-বুদুর শব্দের ব্যাবহার পরবর্তী বাংলাদেশ।) তাইলে কি ............... !!!





২।

সৌদি আরবে পলি ব্যাগ এর ব্যাবহার অসম্ভব রকম বেশি। যে কোন জায়গায় বাজার করেন সবাই পলিথিন দেবে। সৌদি পঞ্চাশ পয়সার জিনিস কিনলেও পলিথিন ব্যাগ দেবে। আমার বাসার কাছে যে নোয়াখালীর মোদাসসের ভাইয়ের দোকান। ওনার কাছে শুনলাম, এটা সৌদি আইন। পলি ব্যাগ না দিলে সে বরং বিপদে পরতে পারে বলে জানাল।

আরবি ভাষায় পলি ব্যাগকে বলে 'কিসস'।

তা যখন আমি কোন বাঙালি দোকানে যাই, জিনিস নেয়ার পর বলি, ' ভাই, আমাকে একটা কিস দেন তো !'

'ভাই, আরও একটা কিস দেন !'

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪২

হরিণা-১৯৭১ বলেছেন: সৌদীতে আরো নবী আসতে হবে।

২| ১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৪

গর্তে পরছি বলেছেন: Its not kiss dear its khess খিস

১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪০

মোঃ রেজাউল ইসলাম বলেছেন: আসলে তাই হবে হয়ত। স্থানীয় ভাষা বা ডায়ালেক্ট এর কারনে হয়ত এমন শুনায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.