নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথা বলি..... বর্তমানের- কথা বলি ভবিষ্যতের.......

মাই নেম ইজ রেজাউল ইসলাম। এন্ড আই অ্যাম নট এ রাজাকার !!!

মোঃ রেজাউল ইসলাম

আমি নতুন সর্বদা----

মোঃ রেজাউল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আপনার ধর্ম কি 'শ্রীমতী নাসরিন কুইন' ???

২২ শে জুলাই, ২০১৪ রাত ২:০২

VOA-বাংলাতে একজন খুব সিনিয়র সংবাদ পাঠক আছেন যার নাম- 'শ্রীমতী নাসরিন কুইন'



প্রতিবার নামটা শুনলেই ভাবতে শুরু করতাম, আচ্ছা উনি কি হিন্দু ? - না মুসলিম ? -নাকি খৃষ্টান !!!! তার নামের তিনটে অংশ তিন দিকে ইঙ্গিত করে !! উত্তরটা আমার এখনও অজানা।



আমি নিশ্চিত আপনিও আপনার চারপাশে অনেক অদ্ভুত না শোনেন।



-আমার এলাকায় দুই ভাইয়ের নাম- রকেট এবং বুলেট।



-আমার এক বাংলাদেশি ছাত্রের নাম ছিল- ইউকি ! হুম - Uki

আরে বাবা এটা আবার কেমন নাম !! পরে জানলাম, নামটা জাপান থেকে আমদানি করে আনা হয়েছে !!



-আমার বাসার ওপর তলায় এক ভাই থাকতেন যার নাম- নির্বাচন !



- তবে সবচেয়ে অদ্ভুত নামটা আমার বউ বলল। তার এক প্রতিবেশীর নাম ছিল- ফ্যামিলি ! ওরা তাকে ডাকত- ফ্যামিলি আপা !!



** আপনার আশে পাশে কি এমন অদ্ভুত নামের কেউ আছে? থাকলে শেয়ার করুন !!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৪ রাত ৩:২১

জসীম অসীম বলেছেন: ভাই আমি আছি:জসীম অসীম:জসীম উদ্দিন অসীম , ইখতিয়ার বিন বখতিয়ার...? ধন্যবাদ।

২২ শে জুলাই, ২০১৪ রাত ৩:৩৩

মোঃ রেজাউল ইসলাম বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে জুলাই, ২০১৪ রাত ৩:২৩

মদখোর বলেছেন: রেক্সোনার মায়ের নাম ছিল স্যাম্পল

২২ শে জুলাই, ২০১৪ রাত ৩:৩৭

মোঃ রেজাউল ইসলাম বলেছেন: হাহ হা ......... এটা বেশ মজার।

আচ্ছা পুরনো দিনে, আমাদের গ্রাম দেশে অনেক মজার নাম দেখা যেত। যেমনঃ গ্যান্দা, কালু, ধলু ইত্যাদি।
এমন কোন নাম মনে পরে? মনে পরলে জানাতে পারেন।

৩| ৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৯

জানা বলেছেন:

এমন অনেক নামই আছে যার কোন অর্থ নেই আবার অর্থবহ হলেও নাম হিসেবে অদ্ভুৎ। অনেকে আবার বিশুদ্ধ বাংলা নাম নিয়ে নানান ভাবনায় পড়ে যান। যেমন: অনন্যা, অনামিকা, ঐন্দ্রিলা, কবিতা, অজন্তা, অবন্তি, অরিত্র, বৃন্ত, বৃতি, শ্রেয়া, প্রমিতি.... এমন অনেক নাম। এই নামগুলোর অধিকাংশই আমার পরিবারে রয়েছে। তাদের প্রশ্নেরও সম্মুখীন হতে হয় নানান সময়। একবার আমার খুব কাছের একজনকে স্কুলে এস এস সি রেজিস্ট্রশনের সময় 'অনামিকা সৈয়দ' নামটির জন্য শিক্ষকের (!!) কাছে অন্যায়ভাবে বাঁকা কথা শুনতে হয়েছিল, আমার মনে আছে।

একটি নাম যদি অর্থবহ এবং শ্রুতিমধুর হয় তবে তাতে ধর্ম নিয়ে কথা আসতে হবে কেন? এই যেন আপনিই বল্লেন, কয়েকটি পুরনো এবং আঞ্চলিক নামের কথা: গ্যান্দা, কালু, ধলু ইত্যাদি। এই নামগুলোতো মুসলিম পরিবারেই প্রচলিত তাইনা? তাদের এই নামগুলো নিয়ে কিন্তু কখনও তেমন তিক্ততায় পড়তে হয়েছে বলে মনে হয় না বরং, অর্থহীন ও শ্রুতিকটু নাম নিয়ে অস্বস্তিতে পড়তে দেখা যায় অনেককেই। আমার ছাত্রাবস্থায় বিভিন্ন অঞ্চল এমন কি ভিন্ন ভিন্ন দেশের অসংখ্য ছাত্র-ছাত্রীর মধ্যে বাংলাদেশের ময়মনসিং এর এক মেধাবী ছাত্র ছিলেন নাম ডাকনাম 'গোল্লা', ঢাকার এক ছাত্রীর নাম 'বিল্লি', ভারতীয় এক ছাত্রের ডাকনাম 'পটল', এবং অন্ধ্রপ্রদেশের এক ছাত্রীর ডাকনাম আমরা জানতাম 'পাপ্পু' কিন্তু অনেক তার আসল ডাকনামটি সে আমাদের জানায় 'পামকিন' যদিও তার একটি অফিসিয়াল নাম রয়েছে। আমরা হাসতে হাসতে লুটোপুটি।

একবার এক ইন্টারভিউ বোর্ডে পরিচিত হয়েছিলাম একজন বাঙালী খৃষ্টান পরিবারের অত্যন্ত মেধাবী প্রার্থীর সাথে যার নামের শেষে লেখা ছিল 'পিউরিফিকেশন'। =p~ =p~ =p~ =p~



আপনার পোস্টের জন্য ধন্যবাদ।

৪| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১:০১

মোঃ রেজাউল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

আমি মনে করি, বিভ্রান্তিকর নাম না রাখাই শ্রেয়। তাতে সেই নাম ধারি যেমন ক্ষেত্র বিশেষ বিব্রত হতে পারে, তেমনি যিনি এই নাম শোনেন, তিনিও অস্বস্তিতে পরতে পারেন।

আর, খেয়াল করে দেখবেন, নাম রাখার ক্ষেত্রে ধর্মীয় প্রভাব প্রায় পুরো মাত্রায়। যেমন- খৃষ্টান নাম ইংরেজিতে, মুসলিম নাম আরবিতে, হিন্দু নাম বাংলায় হয়।

সম্ভবত কোন হিন্দু ভাই পাবেন না যার নাম হাসেম, হামজা, বা নাসের। কোন খৃষ্টান ভাই পাবেন না যার নাম- ইয়াসির বা নরেন্দ্র।

তবে হ্যা। পৃথিবীতে অনেক অদ্ভুত নাম আছে। 2005 সালে এক বাচ্চার নাম রাখা হয় GoldenPalaceDotCom Silverman যেটা একটা casino এর নাম অনুসারে !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.