নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথা বলি..... বর্তমানের- কথা বলি ভবিষ্যতের.......

মাই নেম ইজ রেজাউল ইসলাম। এন্ড আই অ্যাম নট এ রাজাকার !!!

মোঃ রেজাউল ইসলাম

আমি নতুন সর্বদা----

মোঃ রেজাউল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

উত্তাল পাকিস্তানে নাটকীয় মোড়

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৬



পাকিস্তানে সরকারবিরোধী আন্দোলন অব্যাহত রয়েছে। এরই মাঝে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সমর্থন দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। ওদিকে জাতীয় পরিষদ থেকে ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) সদস্যরা জাতীয় পরিষদ থেকে গণপদত্যাগ করেছেন আগেই। এ বিষয়ে জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক বলেছেন, তড়িঘড়ি করে এ পদত্যাগপত্র গ্রহণ করা যাবে না। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মধ্যে সাক্ষাৎ হলেও, নওয়াজকে জারদারি সমর্থন দিলেও আন্দোলনের কোন হেরফের হবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইমরান খান। তিনি গতকাল সমর্থকদের বলেছেন, শেষ মুহূর্ত পর্যন্ত আমি মাঠে থাকবো। তবে আন্দোলনে থাকা পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি)’র প্রধান তাহিরুল কাদরি তার দাবি তুলে ধরেছেন। সুপ্রিম কোর্টের কাছে লেখা এক চিঠিতে তিনি বলেছেন, সংবিধান মেনে চলবেন তিনি। দীর্ঘদিন পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা হয় প্রায় দেড় বছর আগে। সে সরকারের নেতৃত্বে রয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন)-এর প্রধান নওয়াজ শরিফ। কিন্তু ইমরান খান ও তাহিরুল কাদরির দাবি, ওই নির্বাচন ছিল কারচুপির। ফলে নওয়াজ শরিফ কারচুপির নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন বলে তারা অভিযোগ করছেন। এ জন্য তারা দাবি করছেন, নওয়াজ শরিফকে পদত্যাগ করতে হবে। এ দাবিতে ইমরান খান ও তাহিরুল কাদরির প্রায় ৩০ হাজার সমর্থক স্পর্শকাতর রেড জোনে অবস্থান করছেন। এ এলাকায় পাকিস্তানের পার্লামেন্ট, প্রেসিডেন্ট প্রাসাদ, প্রধানমন্ত্রীর বাসভবন ও কূটনৈতিক মিশনগুলো। ওই এলাকার স্বাভাবিক কর্মকাণ্ড স্থবির হয়ে আছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র মুখ খুলেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেরি হার্ফ বলেছেন, তারা পাকিস্তানে গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তে অসাংবিধানিক পন্থাকে সমর্থন দেবেন না। পাকিস্তানের সেনাবাহিনীও সঙ্কট উত্তরণের জন্য সরকার ও বিরোধীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। কিন্তু ইমরান খান কারও কথায় কান দিচ্ছেন না। তার এক দাবি, পদত্যাগ করতে হবে প্রধানমন্ত্রীকে। এমন পরিস্থিতিতে গতকাল করাচি থেকে লাহোর পৌঁছে রাইউইন্ডে প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজে মিলিত হন। দু’ নেতা এ সময় রাজনীতি নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিয়ে আলোচনা করেন। ওই ভোজে জারদারিকে সবজির বিভিন্ন প্রকার আইটেম, বিরিয়ানি ও কোরমা দিয়ে আপ্যায়ন করা হয়। পরে তিনি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্রতি সমর্থন প্রকাশ করেন। তাদের সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী ইশহাক দার বলেন, প্রধানমন্ত্রী ও জারদারি একমত হয়েছেন যে, সংবিধানের আওতায় যে কোন পদক্ষেপ নেয়া উচিত। দেশে সংবিধান ও গণতন্ত্র সবার উপরে তুলে ধরতে প্রধানমন্ত্রী নওয়াজকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছেন জারদারি। এখানেই শেষ নয়, এদিন পাকিস্তানের জামায়াতে ইসলামীর প্রধান সিরাজুল হকের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন। আলোচনা করেন দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে। এখন যে সঙ্কট চলছে তার একটি সমাধান বের করার ব্যাপারে দু’নেতা একমত হন। পরে তার সাক্ষাৎ করার কথা পিএমএল-কিউ এর নেতা চৌধুরী সুজ্জাত হোসেন ও পারভেজ এলাহির সঙ্গে। ওদিকে পিটিআই’র এমপিদের পদত্যাগের ব্যাপারে স্পিকার সরদার আয়াজ সাদিক বলেন, প্রথমে আমি পিটিআই দলের প্রতিজন এমপিকে ফোন করবো। তাদের কাছে নিশ্চিত হবো যে, তারা ইচ্ছাকৃত পদত্যাগ করেছেন কিনা। তাদেরকে ফোন করা হবে এবং বলা হবে পদত্যাগ নিশ্চিত করতে একটি ডিক্লারেশনে স্বাক্ষর করতে। তারা যখন ওই ডিক্লারেশনে স্বাক্ষর করবেন তখনই পদত্যাগপত্র গৃহীত হবে। এ পদ্ধতি সম্পন্ন হতে দু’ সপ্তাহের মতো সময় লাগতে পারে। ওদিকে তাহিরুল কাদরির পিএটি সুপ্রিম কোর্টের কাছে নয় দফা দাবি দিয়েছে। তার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় সম্পদ বেসরকারিকরণ স্বচ্ছ প্রক্রিয়ায় হতে হবে। পিএটির আশঙ্কা রাষ্ট্রীয় যেসব সম্পত্তি বেসরকারি খাতে দেয়া হচ্ছে তা ভাগ-বাটোয়ারা হচ্ছে দেশের শাসক ও তাদের মিত্রদের মধ্যে। পিএটির দাবি, নিয়োগ হতে হবে স্বতন্ত্রভাবে ও বিচার বিভাগীয় অনুমোদনের মাধ্যমে। কিন্তু সরকার তা মানছে না। সরকার সংবিধানের অনুচ্ছেদ ৩ এবং অনুচ্ছেদ ৯ থেকে ৩৮ সহ বহু অনুচ্ছেদ লঙ্ঘন করছে। সরকার নাগরিকদের রক্ষা ও তাদের অধিকার রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। উৎসঃ মানবজমিন

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ২:০২

সচেতনহ্যাপী বলেছেন: ইমরানের দাবী গ্রহনযোগ্য নয়।। আর কাদরী যে কোন সময়েই পিছে হঠতে পারে,সে ক্ষে্ত্রৈ ইমরান বাটে পড়ে যাবে।।

২| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫০

নিজাম বলেছেন: পাকিস্তানের রাজনীতিতে ইমরান খান আগামী দিনের বড় ফ্যাক্টর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.