নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথা বলি..... বর্তমানের- কথা বলি ভবিষ্যতের.......

মাই নেম ইজ রেজাউল ইসলাম। এন্ড আই অ্যাম নট এ রাজাকার !!!

মোঃ রেজাউল ইসলাম

আমি নতুন সর্বদা----

মোঃ রেজাউল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

পুরনো কথাটা আবার বলি।

২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৫

হ্যা, পুরনো কথাটা আবার বলি। নতুন করে বলি।

৭১ এর যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধের এই বিচার একটা আন্তর্জাতিক আদালতে, জাতিসংঘের তত্ত্বাবধানে হওয়া উচিৎ ছিল। এমন domestic tribunal তৈরি ছিল একটা বড় ভুল।

তাহলে কি আমরা কিছু চিহ্নিত রাজাকারের বিচারও নিজেরা করতে পারি না ?

জবাব হল- না পারিনা।
পারলেও সেটা সবার কাছে বিশ্বাসযোগ্য হয় না। বস্তুত, সমাজের একটা বড় অংশের কাছেই বিশ্বাস যোগ্য হয় না। বিশ্বাসযোগ্য না হওয়ার কারন নিহিত বিভাজিত রাজনীতির মাঝে। (এই তর্ক অন্য কোন প্লাটফরমে হতে পারে)


আমার এবং আমার মত অনেকেরই যে আশংকা ছিল তা হল, এই বিচার কে কেন্দ্র করে -

১। রাজনৈতিক সহিংসতা হবে

২। বিচারকে দলীয় স্বার্থে ব্যাবহারের সম্ভাবনা

৩। ধর্মীয় স্পর্শকাতরতা থাকায় বিচারকে কেন্দ্র করে মৌলবাদের উত্থান হতে পারে

৪। সমাজে এটাকে কেন্দ্র করে একটা বিভাজন বা নৈরাজ্যের সম্ভাবনা ছিল।

বেদনাদায়ক হচ্ছে, আজ এই সমস্ত আশঙ্কাই বাস্তব।
আমরা নিজেদের মধ্যে হানাহানি করছি, গালি গালাজ করছি, মানুষ মরছে, রাজনীতি আরও দেউলিয়া হয়েছে, গণতন্ত্র হয়েছে ব্রাকেট বন্দী। ভিন্ন চিন্তা, ভিন্ন মতের প্রতি আজ আমরা ক্রমাগত অসহনশীল। আইন করে কথা বলা সীমিত করা হয়েছে। জামাতের সহিংসতা, সেটা দমাতে পুলিশি বর্বরতা। সম্পদের ব্যাপক ক্ষতি। বিভিন্ন দেশের সাথে সম্পর্কের অবনতি।

আর, এখানেই তো শেষ নয়। আরও না জানি কি কি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য !!

আর, এ সমস্ত কিছুর মুলে আছে একটা প্রশ্নবিদ্ধ ট্রাইব্যুনাল।
একটা আন্তর্জাতিক সম্প্রিক্ত গ্রহণযোগ্য আদালত এমন অনেক কিছু থেকেই আমাদের বাঁচিয়ে দিতে পারত।
ক্যাজুয়ালিটি কমত। জাতি সামনে এগুলোর স্বপ্ন দেখত।


*** আজকের খবর, কিছু মানুষ আমাদের আইন 'মন্ত্রি'র কুশপুত্তলিকা জালিয়ে তার প্রতি ঘৃণা জানিয়েছে। ঘৃণা তো এখন আমাদের রন্ধ্রে রন্ধ্রে। এভাবে ঘৃণা ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লোটার master plan যারা করেছে, আমি শুধু তাদের প্রতি ঘৃণা জানাই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩১

আমিনুর রহমান বলেছেন:



চমৎকার বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.