নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথা বলি..... বর্তমানের- কথা বলি ভবিষ্যতের.......

মাই নেম ইজ রেজাউল ইসলাম। এন্ড আই অ্যাম নট এ রাজাকার !!!

মোঃ রেজাউল ইসলাম

আমি নতুন সর্বদা----

মোঃ রেজাউল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

নিজামীর মামলার রায় কাল

২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

দুর্ভাগ্যজনক ভাবে আওয়ামীলীগের কাছে এই বিচার শুধু একটা রাজনৈতিক ট্রাম কার্ড।



১৯৫ জন যুদ্ধাপরাধী ছেড়ে দিয়ে তাদের সহযোগীদের কেন বিচার করা হচ্ছে সে প্রশ্ন এখনও অমীমাংসিত।



এই বিচার জাতিকে ঐক্যবদ্ধ না করে আরও বিভক্ত করছে। হাজার মানুষ জীবন দিয়েছে। গণতন্ত্র বিপন্ন। উন্নয়ন স্থবির।



এক বিচারের কত মুল্য !!





আগামীকাল নিজামির রায়। রায় যাই হোক দেশের বিরাট একটা গোষ্ঠীর কাছেই সেটা বিশ্বাসযোগ্য হবে না।



ফাসি হলেও মনে হবে রায়ে একটা রাজনীতি আছে, আবার না হলে মনে হবে আছে আতাত !!



এখানেই এই ট্রাইবুনালের ব্যারথতা। সেই প্রথম প্রসিকিউটর নিয়োগ থেকে শুরু করে skype কেলেঙ্কারি। বার বার আইন পাল্টানো। শুখ রঞ্জন বালি অপহরণ, অথবা আইন পরিবর্তন করে কাঁদের মোল্লার ফাসির ঘটনা এই ট্রাইব্যুনালকে ইতিহাসের পাতায় একটা বড় বিতর্কের মধ্যে নিয়ে যাবে।



মাঝে মাঝে ভাবি, ৭১ কি আমাদের জন্য আশীর্বাদ না অভিশাপ !!

বস্তুত স্বাধীনতা একটি জাতির জন্য আশীর্বাদ বা অভিশাপ দুইই হতে পারে। নির্ভর করে আমরা কিভাবে আমাদের এই স্বাধীনতাকে ব্যাবহার বা অপব্যবহার করি। এটা ব্যাক্তি জীবনে যেমন সত্যি, তেমনি সত্যি রাষ্ট্র জীবনে।



এই কথা বললেই সবাই পাকিস্তানের বর্তমান অবস্তার দিকে তাকাতে বলে। কথা হইল, আমি কি জানিনা পাকিস্তানের এখনকার অবস্থা কেমন !! ভাল করেই জানি।







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.