নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথা বলি..... বর্তমানের- কথা বলি ভবিষ্যতের.......

মাই নেম ইজ রেজাউল ইসলাম। এন্ড আই অ্যাম নট এ রাজাকার !!!

মোঃ রেজাউল ইসলাম

আমি নতুন সর্বদা----

মোঃ রেজাউল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

সরকারের ওপর দেশবাসীর আস্থা রয়েছে: প্রধানমন্ত্রী......। কল্পনা vs বাস্তবতা

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৪

সরকারের ওপর দেশবাসীর আস্থা রয়েছে: প্রধানমন্ত্রী



প্রথম আলো পাঠকদের মতামত সমুহ-


পাঠকের মন্তব্য ( ৫৬ )


M MASUDUL AMIN
২০১৪-১১-১৯ ১৮:৫৪ via computer
৩২

এটা কিন্তু ৫ জানুয়ারীই প্রমান হয়েছে !
রিপ্লাই

সখা (Aristo Ornov)
২০১৪-১১-১৯ ১৯:৫৮ via computer


৫ই জানুয়ারী সরকার সহিংসতার বিরুদ্ধে জয়ী হয়েছে।

Hossain Ahamed
২০১৪-১১-১৯ ১৯:৪৯ via computer


অটোমেটিক সরকারের কথা বলছেন....? মাশাআল্লাহ আপনার সরকারের কথা মানুষ সাড়া জীবন মনে রাখবে। সিরাম একটা জয় হয়েছে আপনার যেখানে ১৫৩ জন সংসদ সদস্য ছিল অটোমেটিক নির্বাচিত।

Lubaba Rahman
২০১৪-১১-১৯ ২০:০০ via computer


ওরে বাবা.............
কবে যে ঢাকা সিটি ইলেকশন হবে............
ভাল মন্দের ঊওর দেওয়ার জন্যে মুখিয়ে আছে............

Mohammad sirajum Munir
২০১৪-১১-১৯ ২০:১৭ via computer


একদম চরম সঠিক উত্তর দিয়েছেন।

নাসিম
২০১৪-১১-১৯ ২০:১৯ via computer


দেশবাসী = ৫%
User Picture
Rid wan
২০১৪-১১-১৯ ২০:৪৯ via computer


I am laughing. ha ha ha .....

Abdul haque
২০১৪-১১-১৯ ২০:৫৫ via computer


ইলেকশান দিয়ে দেখেন, তারপর বুঝবেন।

হুমায়ুন কবির হাকিম
২০১৪-১১-১৯ ১৯:০৯ via computer
২১
২৫
জী, আমাদের আস্থা রয়েছে যে আপনি সন্ত্রাস-দুর্নীতি শক্ত হাতে দমন করবেন। ব্যাঙ্ক, শেয়ারবাজার, ডেস্টিনি, সব।
রিপ্লাই

এস এম শাহাদাত হােসেন
২০১৪-১১-১৯ ১৯:১৩ via computer
১২
১৫
জনগণের চাওয়া-পাওয়া খুব বেশী কিছু নয়। অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাওয়া দেখতে চায় তারা। আইনের শাসন চায়। নিজস্ব উদ্যোগ-চেষ্টায় প্রশাসনিক সহযোগিতা চায়। সর্বোপরী ব্যবসা-বান্ধব সরকার হতে পারলেই আস্থা জোরদার হবে।
রিপ্লাই

mahfuza bulbul
২০১৪-১১-১৯ ১৯:১৫ via computer
৩২

দেশবাসীর উপর সরকারের আস্থা থাকলে দেশবাসীরও সরকারের উপর আস্থা থাকবে।দলীয় নেতা কর্মী ছাড়া সরকারের কি দেশবাসীর ওপর আস্থা আছে ?
রিপ্লাই

M MASUDUL AMIN
২০১৪-১১-১৯ ২০:০৩ via computer


এখানে দেশবাসী বলতে মনে হয় দলীয় নেতা-কর্মীদেরই বুঝানাে হয়েছে...

Golam Mahmud
২০১৪-১১-১৯ ১৯:১৫ via computer
৩৫
১১
নির্বাচন দিয়ে বিষয়টি একবার জাচাই করে দেখুন।
রিপ্লাই

M MASUDUL AMIN
২০১৪-১১-১৯ ২০:০২ via computer


সেটা অসম্ভব...

এস এম শাহাদাত হােসেন
২০১৪-১১-১৯ ২১:১৪ via computer


নির্বাচনের বছর মানেই সংঘাত আর অচলাবস্থার বছর। ৫ বছর পরপরই নির্বাচন হোক। আমজনতা যোগ্য সরকার নির্বাচনে দক্ষতা অর্জন না করা পর্যন্ত এ নিয়ে এত হা-হুতাশ না করাই ভালো।

অরিত্র
২০১৪-১১-১৯ ১৯:১৫ via computer
১৩
৩২
100%
রিপ্লাই

Arif
২০১৪-১১-১৯ ১৯:০৬ via phone
৩৮

জাপানের মত মধ্যবর্তি নির্বাচন দিন তাহলেই বুঝা যাবে আস্হা আছে কিনা ?
রিপ্লাই

আবু ফোরকান
২০১৪-১১-১৯ ১৯:২৭ via computer
১৩
৩৮
এই আস্থা দীর্ঘস্থায়ী হোক।
রিপ্লাই

kazi s ahmed
২০১৪-১১-১৯ ১৯:৫৫ via phone


আপনার আস্থা যে চীরস্থায়ী সেটা আমরা বুঝি। কিন্ত আমার মত অনেকের ই নাই।

shibly
২০১৪-১১-১৯ ২০:২৯ via computer


অস্থিহীন আস্থার রূপ একদিন দেখতে হবে ।

মুহাম্মদ কামরুল হাসান (টিটু)
২০১৪-১১-১৯ ১৯:১৭ via computer

২৩
আস্থা আছে কিন্তু বাস্তবায়ন নাই। মগবাজার থেকে শামলী এসে অফিস করতে হয়। প্রতিদিন ২+২ ঘন্টা জ্যাম এ বসে থাকতে হয়। আপনি প্রধানমন্ত্রী। আমার মনে হয় আপনার একটা শক্ত নির্দেশ আমাদের এই ঢাকার ৩ কোটি মানুষকে এই অমানবিক জ্যাম থেকে বাচাতে পারে। পাশাপাশি লাইসেন্স বিহীন গাড়ি আর চালকদের বেপারে কঠোর হলে আমরা আরো খুশি হব। গাড়ি কম থাকলে বাসে দাড়িয়ে থেকে অফিস এ আসতে চাই কিন্তু জ্যাম এ থাকতে চায়না। দয়া করে এই জায়গায় একটু শুনজোর দিবেন।
রিপ্লাই

এস এম শাহাদাত হােসেন
২০১৪-১১-১৯ ২১:১৭ via computer


রাজধানীর এই জ্যাম রোগ সারতে অনেক বছর লাগবে। সবচেয়ে ভালো অফিসের কাছাকাছি বাসা নিন। বাচ্চার স্কুলও বাসার কাছাকাছি বেছে নিন।

ইজ্জত আলী
২০১৪-১১-১৯ ২২:০৮ via computer


এই লোকটা কোন রাজনৈতিক মন্তব্য করে নাই; দেশের জাতীয় সমস্যার ব্যাপারে আলোকপাত করেছেন; বিএনপি ক্ষমতায় থাকলেও উনি জাতীয় সমস্যা নিয়ে একই মন্তব্য লিখতেন।কিন্তু এই মন্তব্যে 'ডিসলাইক' দেয় কারা? তারা কি ---?

Chowhan, HOBIGONJ
২০১৪-১১-১৯ ১৯:৩৪ via phone


অবশ্যই আস্থা আছে! কারণ দেশবাশী বলতে তো আপনি শুধু আওয়ামী লীগকেই(5%) বুঝেন.
রিপ্লাই

Kabir Hossain
২০১৪-১১-১৯ ১৯:৩৫ via computer


কেন? আমার ত মনে হয় না সরকারের ওপর দেশবাসীর আস্থা রয়েছে।
রিপ্লাই

Saidul Kabir
২০১৪-১১-১৯ ১৯:৪৯ via computer


সরকারের উপর জনগণের আস্থা আছে কিনা সেটা প্রশ্ন সাপেক্ষ। কিন্তু জনগনের উপর সরকারের আস্থা আছে তো মাননিয় প্রধানমন্ত্রি?
রিপ্লাই

Alimul islam
২০১৪-১১-১৯ ২০:০৫ via computer


Yes 100%.
রিপ্লাই

Nadia Zulaikha
২০১৪-১১-১৯ ২০:০৫ via computer


আমার ৯০ পারসেন্ট আছে, সন্ত্রাসী কার্যকরম বন্ধ করতে পারলে ১০০% হবে।
রিপ্লাই

kabir
২০১৪-১১-১৯ ১৯:৫৬ via computer


৫ % আওয়ামী দেশবাসীর আস্থা আছে, কথাটা খোলাসা করতে লজ্জা পাওয়ারই কথা ......
রিপ্লাই

mahamud
২০১৪-১১-১৯ ১৯:৫৮ via phone


Mr abu forkan @ you are include in 5% .
রিপ্লাই

Mohammad Ashraf Uddin
২০১৪-১১-১৯ ২০:১১ via phone


কোন কারনে আপনার উপর আস্থা রাখবে?
রিপ্লাই

Nahmed
২০১৪-১১-১৯ ২০:০৪ via computer


It is sad that the politicians status to lord it over ordinary citizens.
রিপ্লাই

Arif
২০১৪-১১-১৯ ২০:০৪ via computer


আমার আস্থা নাই এই সরকার এর উপর

shafayat hossain
২০১৪-১১-১৯ ২০:১৬ via computer


আওয়ামীলীগ বোধ হয় মন্দের ভালো। প্রচলিত অর্থে ''যোগ্য'' কোন দলই এদেশে নেই। তাদের মধ্যে আওয়ামীলীগ ই বোধ হয় এখন পর্যন্ত কম ''খারাপ''।

Badol Khan
২০১৪-১১-১৯ ২০:০৯ via computer


নির্বাচন দেন আবার কিছু ভুখা লোক এসে খাওয়া শুরু করুক জনগনকে। নির্বাচনের সব খরচ Arif সাহেব দিবেন । জাপানের এবং বাংলাদেশের আরথিক অবসথা কি এক আরিফ সাহেব? যদি না জানেন তাহলে কিছু লেখাপড়া করেন ।

কিশোর পাশা
২০১৪-১১-১৯ ২০:১৭ via computer


আপনি বললেতো হবেনা, দেশবাসীকে অবাধে ভোট দানের সুযোগ দিয়ে আস্থা আছে কি নাই সেটা জানানোর সুযোগ দিতে হবে, তাহলে বুঝা যাবে আস্থা আছে কিনা!!!

Mahmud Hasan
২০১৪-১১-১৯ ২০:৩১ via computer


অনুমান করে আমরা অনেক কিছুই বলি, প্রধানমন্ত্রীও তাই বলছেন মনে হচ্ছে। মধ্যবর্তী নির্বাচন দিয়ে তা পরখ করলে ভাল হয়।

MD.SHAHINUZZAMAN (Scandinavia)
২০১৪-১১-১৯ ২০:৩৩ via computer


Very funny.We never rely on You

MD.SHAHINUZZAMAN (Scandinavia)
২০১৪-১১-১৯ ২০:৩৫ via computer


Bangladeshi people are always insecure.

Robin
২০১৪-১১-১৯ ২০:৪০ via computer


Your Awami League Government is a failure. People of Bangladesh has no confidence on your leadership.

Md.Habibur Rahman khan
২০১৪-১১-১৯ ২০:৪৪ via computer


মোটেই না । সবার আগে প্রয়োজন সবার ভোটে অংশগ্রহণ নিশ্চিত করা । তাছাড়া কোন সরকারের আমলেই সুশাসন নেই বা ছিল না । সুতরাং কোন দলের প্রতিই জনগণের আস্থা তেমন নেই ।

kazi s ahmed
২০১৪-১১-১৯ ২০:৩৪ via phone


আপনারা দুই দলই একেবারে জনগনের মনের ভিতর ঢুকে বসে আছেন,, আমাদের মনের খবর সবই জানেন! এতই যদি আত্নবিশ্বাস তাহলে মধ্যবর্তী না হোক অন্তত নিরপেক্ষ আস্থাভোট দিয়ে যাচাই করে দেখুন আপনাদের প্রতি আমাদের আস্থা আছে কিনা।

JOBAER
২০১৪-১১-১৯ ২০:৩৪ via phone


arrange an election & see!
রিপ্লাই
User Picture
abdul kader
২০১৪-১১-১৯ ২০:৪৭ via computer


আপনাদের উপর আস্থা আছে। আস্থা থেকে বলছি, জনভোগান্তিগুলো দূর করুন, বেকারত্ব দূর করুন,
রিপ্লাই
User Picture
Helal
২০১৪-১১-১৯ ২০:৫২ via computer


মাননীয়া প্রধানমন্ত্রী, আপনার একথাটি বলার আগে এদেশের বোকা জনগনের প্রকৃত মতামত নিলে বুঝতে পারতেন যে জনগণ কতটুকু বিরক্ত আপনাদের দেশ শাসনে!
রিপ্লাই
User Picture
kazi s ahmed
২০১৪-১১-১৯ ২০:৫৩ via phone


আস্থা থাকবে কিভাবে? আমরাতো আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় বসাইনাই। ভোটারবিহীন, মোবাইল কোরটের নিরবাচনে ক্ষমতায় এসে আস্থার কথা বলেন কিভাবে?
রিপ্লাই
User Picture
Dr.Mizan Siddiqi
২০১৪-১১-১৯ ২১:০৭ via computer


You are doing politics of inheritance and elected by 5 percent voters. Our leaders are shameless. You Khaleda and Ersahd must now leave politics. You are old and has nothing more contribute. This grandma and grandpa politics must go. What nonsesne politics at age 70 and 90? Rubbish!
রিপ্লাই
User Picture
Abunaser Arzu
২০১৪-১১-১৯ ২০:৫৮ via computer


এ ভাবে না বলে মধ্যবরতী নিরবাচন দিন তাহলেই বুঝতে পারবেন আস্থা আছে কি নাই ।
রিপ্লাই
User Picture
Md. Golam Mustafa Surjo
২০১৪-১১-১৯ ২১:০০ via computer


জনগণের রাস্তা নাই, তাই রাজনীতিকদের উপর আস্থা রাখতে হয়। নতুবা এদেশে রাজনীতি বলতে যা চলছে তা রীতিমত সিংহভাগ নেতিবাচকতার চর্চা বা রিহার্সাল। তাতে যায় জনতার জানমাল। আমরা রাজনীতিমুক্ত জীবনযাপন করতে সম্মাণিত অনুভক করি।
তবে সেই মানতে বাধ্যবাধকতার বিচারে বর্তমান সরকারকে ধন্যবাদ জানায় যে, তারা অপেক্ষাকৃত অনেক ভাল করছে। তবে কাক্সিক্ষত পর্যায় থেকে এখনো অনেক পথ হাঁটার বাকি।জনগণের রাস্তা নাই, তাই রাজনীতিকদের উপর আস্থা রাখতে হয়। নতুবা এদেশে রাজনীতি বলতে যা চলছে তার সিংহভাগই রীতিমত নেতিবাচকতার চর্চা বা রিহার্সাল। তাতে যায় জনতার জানমাল। আমরা রাজনীতিমুক্ত জীবনযাপন করতে সম্মাণিত অনুভব করি।
তবু বর্তমান সরকারকে ধন্যবাদ জানায় যে, তারা অপেক্ষাকৃত অনেক ভাল করছে। রাজনীতির নামে নগ্ন বিবেকহীনতা থেকে একটু একটু করে বের হয়ে আসছে। তবে কাক্সিক্ষত পর্যায় থেকে এখনো অনেক পথ হাঁটার বাকি।
রিপ্লাই
User Picture
Shapnik Roy
২০১৪-১১-১৯ ২১:১৩ via computer


আমাদের কতো দুরভাগ্য যে আমরা ভোটই দিলাম না, অথচ খমতার জোরে বলছেন যে জনগণ নাকি আছে এ সরকারের সাথে। এ মিথ্যার জবাব আমরা জনগণ কিভাবে দিবো ??? আজ যদি "কেয়ার টেকার সরকার" থাকতো তখন আওয়ামী লিগ বুঝতো জনগনের আস্থা কাকে বলে ?? জনগণ সুযোগ পেয়েছিলো সিটি করপোরেশন নিরবাচন আর পোরথম পরযারের উপজেলা নিরবাচনে .......... তাতেই তারা আস্থা দেখিয়েছে সরকারের ওপর।
রিপ্লাই
User Picture
M .shajol
২০১৪-১১-১৯ ২১:২৪ via computer


মাননীয় প্রধানমন্ত্রি আপনি কি করে বুঝলেন যে দেশের জনগনের এখোনো আপনার প্রতি আস্থা আছে ? কোন মাপকাঠিতে এটা মাপলেন ? জনগণ এখন হরতাল ডেকে রাস্তায় গাড়ি ভাঙছেনা তাই ভেবে ? দেশের জনগণের আপনার প্রতি কতটুকু আস্থা আছে সেটা আসলে আপনিই সবচেয়ে বেশি জানেন, আর সেটা আপনি জনেছিলেন বিগত সিটি কর্পরেশন নির্বাচনে, আপনি সেটা জেনে সেটা ভালোমত উপলব্ধি করেছিলেন বলেই বোধ হয় গত ৫ই জানুয়ারীতে জনগণের সমর্থণ ছাড়াই আপনি এখোনো আপনার চেয়ারে বহাল তবিয়তেই আছেন, ৫ জানুয়ারীর নির্বাচনের আগে আপনি নিয়ম রক্ষার নির্বাচনের কথা বলে দেশবাসির কাছে সেই নির্বাচনকে গুরুত্বহিন করে দিয়েছিলেন, তারপরেও আপনি জনগণকে সেই নির্বাচনে ভোট দেবার আহবান জানিয়েছিলেন আর বিরোধিদল দেশের জনগণকে আপনার সেই পাতানো নির্বাচন বয়কট করার আহবান জানিয়েছিলেন, জনগণ কিন্ত ৫ই জানুয়ারিতে আপনার ডাকে কোনো সাড়া না দিয়ে বরং বিরোধিদলের আহবানেই সাড়া দিয়ে আপনার সেই একতরফা নির্বাচনে আপনি শত রকম নিরাপত্তা দেবার পরেও কেউ ভোটকেন্দ্রে ভোট দিতে যায়নি, তারপরেও আপনি কি করে ভাবলেন যে আপনার সরকারের প্রতি এখোনো জনগণের আস্থা রয়েছে ? একবার আপনি ক্ষমতার মসনদ থেকে নেমে আমজনতার কাতারে এসে নির্বাচন করে দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রতি দেশের আমজনতার কতটুকু সমর্থণ আছে ? জনগণ শুধু একটা অবাধ সুষ্টু পক্ষপাতহিন নির্বাচনে ভোট দেবার জন্য একেবারে মুখিয়ে আছে শুধুমাত্র একটা সুযোগের অপেক্ষায় আছে, একবার সুযোগ পেলেই তারা ব্যালটের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে যে তাদের আপনার প্রতি কতটুকু আস্থা আছে, কিন্ত দু:খের বিষয় এটাই যে, আপনি জনগণের সেই সুযোগ বা অধিকার টুকুও ৫ই জানুয়ারিতে হরণ করে নিয়েছেন, সেদিন যদি দেশের জনগণ আপনার কথার উপর বিশ্বাস না রাখতো আর তারা যদি এটা বুঝতে পারতো যে আপনি নির্বাচনের আগের দিনে নিয়ম রক্ষার কথা বলে যেনতেন ভাবে নির্বাচনটা করেই ঠিক তার পরের দিন থেকে বলতে শুরু করবেন যে আপনারা ২০১৯ সাল পর্যন্ত জোর করেই ক্ষমতা আকড়ে ধরে রাখবেন, তাহলে কিন্ত ৫ই জানুয়ারির নির্বাচনটা জনগণ বুকের রক্ত দিয়ে হলেও প্রতিহত করতো, তারা যদি ঘুনাক্ষরেও টের পেতো যে আপনি নিয়ম রক্ষার কথা বলে জনগণকে সেই নির্বাচনে নিরুৎসাহিত করে অপকৌশলে তাদের ভোটাধিকারটা ছিনিয়ে নিয়ে যাচ্ছেন, তাহলে কিন্ত ৫ তারিখে জনগণ কোনো ভাবেই সেই নির্বাচনটা হতে দিতোনা, আপনার উপদেষ্টার কথা অনুযায়ী যতই আপনার দলীয় ক্যাডার দিয়ে মোবাইল কোর্ট করতেন না ক্যানো, সবকিছুই জনগণ মোকাবিলা করার জন্য প্রস্তুত ছিলো, শুধুমাত্র জনগণ আপনার তথার উপর বিশ্বাস করে সেই নির্বাচনটা প্রতিহত করেনি, অথচ আজ আপনি আপনার সেই জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বা ওয়াদা থেকে সরে এসে জনগণের সমর্থণের কোনো তোয়াক্কা না করে আজ আপনার অত্যন্ত দম্ভ ভরে বলছেন যে আপনারা আগামি ৫ বছরের জন্য নির্বাচিত হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রি, আপনার সংসদে যে ১৫৪ জন সাংসদ বিনা ভোটেই সাংসদ বনে গেলেন উনারা কি করে বুঝলেন যে উনাদের প্রতি জনগণের আস্থা আছে ? কারণ উনাদের তো জনগণ একটি ভোটও দ্যায়নি বা দেবার সুযোগ টুকুও পায়নি , তাহলে ঐ ১৫৪ জন ব্যাক্তি কি করে ভোট না দেয়া জনগণের প্রতিনিধি হয়ে গেলেন ? সেটা আমরা বুঝতে অক্ষম, কারণ যাদের নামের ডান পাশে জনগণের সমর্থণের কোনো সিল মোহর পড়েনি , তারা কোন এলাকার জনগণের প্রতিনিধি হিসাবে সংসদে প্রতিনিধিত্ব করছেন ? সেটাও আসলে জনগণের বোধগম্য নয়, যে ব্যাক্তি কোনো এমপিকে ভোট দিয়ে নির্বাচিত করেনি সে কিভাবে ঐ অনির্বাচিত ব্যাক্তিকে নিজের এমপি হিসাবে ধরে নিবে ? এমন অনেক এমপি সাহেব আছে আছেন যাদেরকে সেই এলাকার জনগণ কখনও দ্যাখেইনি, অথচ তিনি নাকি সেই এলাকার জনগণের এমপি সাহেব, এটাই হলো মাঠের বাস্তবতা , মোট কথা, এখন দেশে আপনি যে গণতন্ত্রের, নমুনা দ্যাখালেন বা এখন চর্চা করছেন সেটা পৃথিবীর কোনো গণতন্ত্রের সুত্রের সাথে যায় কিনা সেটাও তো কারোও জানা আছে বলে এখন পর্যন্ত জানা যায়নি, জনগণ ভোটই দিলোনা অথচ আপনি বলছেন যে দেশের জনগণের নাকি আপনার এই ভোটাবিহিন সরকারের প্রতি এখোনো সমর্থণ রয়েছে ? কিসের ভিত্তিতে আপনি সেটা পরিমাপ করলেন ? সেটা একটু উল্লেখ করলে জনগণ বিচার বিবেচনা করে দেখতো যে আপনার সেই মাপকাঠিটা আসলেই কতটা যৌক্তিক ?
রিপ্লাই
User Picture
Mahadi
২০১৪-১১-১৯ ২১:২১ via computer


কোন জরিপে এই তথ্য আবিষ্কৃত হল কে জানে। তবে প্রথম আলোকে যদি এই ব্যাপারে একটি জরিপ করতে বলা হয় তাহলে হয়ত তিনি নিজেও বুঝবেন তার কথার কোন ভিত্তি নেই। এই ধরনের বক্তব্য দানের পূর্বে তথ্য নির্ভরতার দরকার ছিল।
রিপ্লাই
User Picture
আনোয়ার পারভেজ
২০১৪-১১-১৯ ২২:০২ via computer


বাংলাদেশের ১৬ কোটি মানুষের থাকলেও আমার আস্থা নেই।
রিপ্লাই
User Picture
Ali Reza Rabbani
২০১৪-১১-১৯ ২২:১২ via computer


আমরা যারা ভোট দিতে পারিনাই, তাদের আস্থা আপনাদের উপর আছে কিনা কিভাবে বুঝেন ???
রিপ্লাই
User Picture
Hazrat ali
২০১৪-১১-১৯ ২২:২১ via computer


নির্বাচন দিয়ে বিষয়টি একবার জাচাই করে দেখুন।
রিপ্লাই
User Picture
Hazrat ali
২০১৪-১১-১৯ ২২:২২ via computer


দেশবাসীর উপর সরকারের আস্থা থাকলে দেশবাসীরও সরকারের উপর আস্থা থাকবে।দলীয় নেতা কর্মী ছাড়া সরকারের কি দেশবাসীর ওপর আস্থা আছে ?

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৭

মিজভী বাপ্পা বলেছেন: আস্থা আছে যে এই জালিম সরকার অচিরেই দেশত্যাগ করার ও সুযোগ পাবে না। আমরা সাধারণ জনগণ যেন না খেয়ে মরি সেই ব্যবস্থা সরকার করছে। গ্যাস, পানি, কারেন্ট একটার পর একটা সবই বাড়াচ্ছে। কিন্তু সেবার মান যাচ্ছে তাই :(

পরিবহনে যান সিটিং এর নামে চিটিং করে যাত্রী থেকে বেশী ভাড়া আদায় করা হচ্ছে সেটা দেখার লোক নাই। কিন্তু ফিটনেস নিয়া আর ফিটনেসের পাশে টুপাইস ইনকাম নিয়া লেগে পরছে। আর রাস্তায় যে আজকাল বাস নাই সে কারণে যাত্রী দুর্ভোগ যে চরমে সেটা দেখার লোক নাই।

আর রেলের কথা কি বলব ভাড়া দ্বিগুণের উপরে সেবার মানে তার থেকেও নিচে।

প্রশাসন এখন কাঠের পুতুল। আছে শুধু আমলীগের বিরুদ্ধে কে কথা বলে ঐটা নিয়ে গুবেষুণা করার তালে।


রাস্তাঘাট তো আরও বেহাল। এই দিকে ফ্লাইওভার অপরদিকে যাটজট। দীর্ঘ লাইন আর মানুষের সীমাহীন কষ্ট করা।

এখন প্রশ্ন কোন সরকারের আমলে আমাদের বাংলাদেশের জনগণ ভালো ছিল? কোন সরকারের প্রতি আমাদের দেশের জনগণের আস্থা ছিল? কোন সরকারের দায়িত্ব ছিল আমাদের জনগণের প্রতি???

দেশ স্বাধীন হওয়ার পর কারোরই ছিল না। সব সরকার নিজের স্বার্থ চিন্তায় ব্যস্ত :(

আমার মতে ফকরুউদ্দিন সাহেবের আমল টাই ভালো ছিল। অন্তত পক্ষে সব ঠিকঠাক তো ছিল।

২| ২০ শে নভেম্বর, ২০১৪ ভোর ৬:২৮

কলাবাগান১ বলেছেন: মির্জা আব্বাসের বলা খালেদার ফূৎকারে হাসিনা উড়ে যাবে খবরের মন্তব্যগুলি কি জনাব পাঠ করিয়াছিলেন??? এই মন্তব্যর পাহাড় দুই পক্ষেই যাচ্ছে

২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৯

মোঃ রেজাউল ইসলাম বলেছেন: Hasina is to me more important than Miraza Abbasses !!


right ??

she is the "PM" !!

৩| ২০ শে নভেম্বর, ২০১৪ ভোর ৬:২৯

কলাবাগান১ বলেছেন: "এন্ড আই অ্যাম নট এ রাজাকার !!!" আপনাকে কি কেউ রাজাকার বলেছিল????

২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬

মোঃ রেজাউল ইসলাম বলেছেন: hmmm

this a very common tagging in present BD.

and I am sick of it.

Anything u say against the set ideology and the set history ..... u r tagged 'chagu' , 'rajakar' or something abusive......

Believe me, this very habit of some shallow minded 'patriot' is ruining the country we all love .......

৪| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৩০

কলাবাগান১ বলেছেন: আপনি নিজে লিখে রেখছেন আপনার নামের ট্যাগে "এন্ড আই অ্যাম নট এ রাজাকার !!!" কেউ বলার আগেই

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৬

মোঃ রেজাউল ইসলাম বলেছেন: hmmm.......... কেউ বলার আগেই.....


ভাইজানের কি তাতে কস্ট হইতাছে !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.