নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথা বলি..... বর্তমানের- কথা বলি ভবিষ্যতের.......

মাই নেম ইজ রেজাউল ইসলাম। এন্ড আই অ্যাম নট এ রাজাকার !!!

মোঃ রেজাউল ইসলাম

আমি নতুন সর্বদা----

মোঃ রেজাউল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাস করব নাকি অবিশ্বাস ?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪২

পুলিশের দাবী গণপিটুনিতে মৃত্যু হয়েছে ৩ যুবকের।
আপনি যদি পুলিশের এই মিথ্যাচার বিশ্বাস করেন, তাহলে এই নিহত তিন যুবকের সুরতহাল প্রতিবেদনটা পড়ে নিন।
তার পর মন্তব্য করুন।
------------------------------------------------------------------------------

১। অজ্ঞাত (২০) তরুণের শরীরে ২২ রাউন্ড গুলির চিহ্ন রয়েছে।
- তার বামহাতের কব্জি ভাঙা ও ৪ টি গুলির ছিদ্র রয়েছে।
- ডানহাতে জখম, বুকে ৮ টি, পেটে একটি ও পিঠে ৯ টি গুলির চিহ্ন রয়েছে।
-তার সারা শরীরে রক্তাক্ত জখমের চিহ্ন উল্লেখ করা হয়েছে সুরতহাল প্রতিবেদনে।


২। অজ্ঞাত (১৯) যুবকের শরীরে ১৮ টি গুলির চিহ্ন রয়েছে।
- এরমধ্যে গলার বামপাশে ২টি,
- ডানহাতের কনুইয়ের ওপর ২টি,
-বাম হাতের বগলের নিচে ২ টি,
- বুকে ২ টি,
-নাভির ওপরে ও নিচে ২ টি,
- পিঠে ৫টি,
- পাঁজরে ২ টি এবং কোমড়ের বামপাশে একটি গুলির চিহ্ন রয়েছে।
- তার সারা দেহে রক্তের দাগ রয়েছে।

৩। অজ্ঞাত (২০) যুবকের শরীরের বিভিন্ন অঙ্গে ১৬ টি বুলেটের চিহ্ন পাওয়া গেছে।

- এরমধ্যে মুখের থুতনিতে একটি,
-ডান হাতের কব্জির ওপরে ৮ টি,
-হাতে একটি,
-বাম কানে ২টি
-এবং বুকে ৪ টি গুলির চিহ্ন পাওয়া গেছে।

অথচ এদের তিনজনের গণপিটুনিতে মৃত্যু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল।

পুরো খবরের লিঙ্কঃ Click This Link

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫০

ইসপাত কঠিন বলেছেন: গণপিটুনীতে অংশ নিতে নিম্নোক্ত ফর্মূলা গ্রহন করা হয়েছে মনে হয়।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৩

নতুন বলেছেন: ক্রসফায়ারকে সমথ`ন করে জনগন ফ্রাংক্যাস্টাইন তৌরি করেছে...

এখন পুলিশ টাকার জন্য মানুষ মারবে... :(

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩০

তিক্তভাষী বলেছেন: পুলিসের কথার ওপর কোনো কথা থাকতে পারে না। গণপিটুনীতেই ওদের মৃত্যু হয়েছে। গুলির চিহ্ন ফটোশপও হতে পারে! যাহোক, তদন্তের পর সে সম্পর্কে কোন তথ্য পাওয়া মাত্রই সবাইকে জানানো হবে। /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.