নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট কথা

রাজিব

আমি ভালবাসি বাংলাদেশ, আমার বউ, রবীন্দ্রনাথ, নজরুল, লালন, ইতিহাস, গান, ফুটবল, লিখতে,

রাজিব › বিস্তারিত পোস্টঃ

মেসির দারুন ২ গোল

২৫ শে জুন, ২০১৪ রাত ১০:৪৯

আগের দুই ম্যাচে আর্জেন্টিনা খুব একটা সুবিধা করতে পারেনি যদিও ২ ম্যাচই তারা যেতে। কিছুক্ষণ আগে নাইজেরিয়ার সঙ্গে প্রথমার্ধের খেলা শেষ হল। আর্জেন্টিনা ২-১ গোলে এগিয়ে এবং দুটো গোলই এসেছে মেসির পা থেকে। প্রথম গোলটি চমৎকার ছিল আর দ্বিতীয় গোলটি ছিল ফ্রি কিক থেকে। এ নিয়ে মেসির ৩ খেলায় ৪ গোল করা হয়ে গেল এবং এবারের গোল্ডেন বুটের অন্যতম দাবিদার সে। আজকের খেলায় নাইজেরিয়া ইরান বা বসনিয়ার মত রক্ষনাত্বক খেলছে না। তারা জয়ের জন্য চেষ্টা করছে- গোলশূন্য ড্রয়ের জন্য নয়।



তাই আজকের খেলা বেশ উপভোগ্য লাগছে। দ্বিতীয়ার্ধে মেসি আরেকটি গোল করে হ্যাট্রিক করতে পারে কিনা এটাই দেখার বিষয়। আর্জেন্টিনার বেশিরভাগ মানুষ মেসির ততটা ভক্ত নয় কারণ সে ক্লাবের জন্য যত গোল করে জাতীয় দলের জন্য। তাদের হিরো ম্যারাডোনা। তবে ম্যারাডোনার থেকে মেসিকে আমি একদিক দিয়ে অনেক এগিয়ে রাখবো। মাঠে এবং মাঠের বাইরে মেসি একজন ভদ্রলোক।

আগের দুই ম্যাচে আর্জেন্টিনা খুব একটা সুবিধা করতে পারেনি যদিও ২ ম্যাচই তারা যেতে। কিছুক্ষণ আগে নাইজেরিয়ার সঙ্গে প্রথমার্ধের খেলা শেষ হল। আর্জেন্টিনা ২-১ গোলে এগিয়ে এবং দুটো গোলই এসেছে মেসির পা থেকে। প্রথম গোলটি চমৎকার ছিল আর দ্বিতীয় গোলটি ছিল ফ্রি কিক থেকে। এ নিয়ে মেসির ৩ খেলায় ৪ গোল করা হয়ে গেল এবং এবারের গোল্ডেন বুটের অন্যতম দাবিদার সে। আজকের খেলায় নাইজেরিয়া ইরান বা বসনিয়ার মত রক্ষনাত্বক খেলছে না। তারা জয়ের জন্য চেষ্টা করছে- গোলশূন্য ড্রয়ের জন্য নয়।

তাই আজকের খেলা বেশ উপভোগ্য লাগছে। দ্বিতীয়ার্ধে মেসি আরেকটি গোল করে হ্যাট্রিক করতে পারে কিনা এটাই দেখার বিষয়। আর্জেন্টিনার বেশিরভাগ মানুষ মেসির ততটা ভক্ত নয় কারণ সে ক্লাবের জন্য যত গোল করে জাতীয় দলের জন্য। তাদের হিরো ম্যারাডোনা। তবে ম্যারাডোনার থেকে মেসিকে আমি একদিক দিয়ে অনেক এগিয়ে রাখবো। মাঠে এবং মাঠের বাইরে মেসি একজন ভদ্রলোক।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৪ সকাল ১০:১৮

মোঃ ইসহাক খান বলেছেন: খেলাটা দেখেছি এবং ভালো লেগেছে।

২| ২৬ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৯

সাধারণ মানুষ যে অসধারন হতে চায় বলেছেন: মেসি ভালো খেলছে, কিন্তু অন্যদের সহায়তা পায়না।

৩| ০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৪

লিরিকস বলেছেন: +

৪| ০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৭

লিরিকস বলেছেন: ভাইয়া আমার ১০০ তম পোস্ট পড়বার আগাম অনুরোধ জানাচ্ছি।


ভাইয়া এতদিন আমার ভালোলাগা গান দিয়ে এসেছি, শত তম পোস্টের পর এটা একটু পরিবর্তন হবে, ব্লগারদের ভালোলাগা গান নিয়ে পোস্ট থাকবে।

আপনি যদি আপনার ভালোলাগা ১০ গানের তালিকা আমাকে দেন তাহলে খুব ভালো হয়, হতে পারে কিছু গান আগেই হয়ত পোস্ট করে ফেলেছি, কিন্তু তারপরও দেবেন প্লিজ। আমার অন্য পোস্ট লিখতে সুবিধা হবে।

আমি আমার আমার ১০১ তম পোস্ট টি আপনার ভালোলাগা গান নিয়ে দিতে চাই।
কেন?
কারন টা পোস্টে লিখে দেব।

তালিকা দেন প্লিজ।

৫| ০৭ ই জুলাই, ২০১৪ ভোর ৬:৩৪

হরিণা-১৯৭১ বলেছেন: ওকে, মেসির গোলগুলো থেকে এবার অনেকে অনেক সুন্দর গোল করেছেন।

৬| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:০২

হরিণা-১৯৭১ বলেছেন: জানিনা, কোন কারণে আমার কাছে নেইমারকে অনেক ভালো খেলোয়াড় মনে হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.