নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে

রাজিহাপি

প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে

রাজিহাপি › বিস্তারিত পোস্টঃ

বাংলা কবিতায় গালাগালি-১

০৪ ঠা মে, ২০১৬ সকাল ১১:৪৯

গালাগালি খারাপ হলেও কিছু মানুষের কর্মকান্ডের জন্য অটোমেটিক গালি মুখে চলে আসে। কিন্তু গালি তো মনে মনে বলা ছাড়া উপায় নাই। তাহলে????????? ইনডাইরেক্ট গালি কিন্তু আছে। কেউ কিচ্ছু বলতেও পারবে না, কিছু করতেও পারবে না।

নিম্নোক্ত কবিতাটি (গালি) কতিপয় ইয়ো/ডিজুস পোলাপান/বাংলা মিডিয়ামে পড়লে জীবন শ্যাষ টাইপ পিতা-মাতা/কতিপয় ইংলিশ মিডিয়াম স্কুল ও কলেজের জন্য।

বিঃদ্রঃ নিম্নোক্ত কবিতাটির জন্য ব্লগের লেখক কোনভাবে দায়ী না। গালাগালি করতে চাইলে কবিকে করুন।

বঙ্গবাণী

কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস।
সে সবে কহিল মোতে মনে হাবিলাষ।।
তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন।
নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন।।
আরবি ফারসি শাস্ত্রে নাই কোন রাগ।
দেশী ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ।।
আরবি ফারসি হিন্দে নাই দুই মত।
যদি বা লিখয়ে আল্লা নবীর ছিফত।।
যেই দেশে যেই বাক্য কহে নরগণ।
সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন।।
সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানী।
বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী।।
মারফত ভেদে যার নাহিক গমন।
হিন্দুর অক্ষর হিংসে সে সবের গণ।।
যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।
দেশী ভাষা বিদ্যা যার মনে না জুয়ায়।
নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।।
মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি।
দেশী ভাষা উপদেশ মনে হিত অতি।।

কবিঃ আব্দুল হাকিম
কাব্যেগ্রস্থঃ নূরনামা
(জন্ম: ১৬২০ - মৃত্যু: ১৬৯০)

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ১১:৫৪

রাজিহাপি বলেছেন: এই কবিতার গালিটা হলোঃ- যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।
মোক্ষম গালি।

২| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ১১:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।
দেশী ভাষা বিদ্যা যার মনে না জুয়ায়।
নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।।
মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি।
দেশী ভাষা উপদেশ মনে হিত অতি।।

অতি উ্ত্তম কথা।

৩| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:৪৩

ফয়সাল রকি বলেছেন: ব্যাখা কর: যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।

বার্ষিক পরীক্ষায় এই প্রশ্নটা আসতোই B-))

৪| ০৫ ই মে, ২০১৬ সকাল ১১:১৮

রাজিহাপি বলেছেন: নির্বাচিত পাতায় আমি। ক্যামনে কি B:-)
ইয়া.......................হুহু.........................

৫| ০৫ ই মে, ২০১৬ সকাল ১১:৫১

চিত্রনাট্য বলেছেন: এখানে " জন্ম নির্ণয় ন জানি " ব্যাক্তি বিশেষের বাবার পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ হয় নি। এখানে তার জন্মভূমি নিয়ে সন্দেহ প্রকাশ হইছে।
এখানে গালি কোথায় দেখলেন বুঝলাম না। পরোক্ষ গালির কথা বললেন তো!!
মানুষে মানুষে আসলে কিন্তু খুব ডিফারেন্স নেই, অল্প একটু, সেটা শুধু মানুষের প্রকাশ ভঙ্গিমার উপর নির্ভর করে। এই প্রকাশ ভঙ্গিমার উপরেই মানুষ কেমন আমরা তা বাছাই করি।

৬| ০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:৫৮

রাজিহাপি বলেছেন: জ্বী ভাই পরোক্ষ গালির কথাই বলছি। আসলে আমরা এত স্ট্রেট কাট গালি দেই যে পরোক্ষ গালিকে আর গালি মনে হয়না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.