নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে

রাজিহাপি

প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে

রাজিহাপি › বিস্তারিত পোস্টঃ

বাংলা কবিতায় গালাগাল-২

০৫ ই মে, ২০১৬ সকাল ১০:৫৬

এখন যে কবিতা নিয়ে লিখছি এই কবিতার শেষ চারটি লাইন গালাগাল করার জন্য একদম পারফেক্ট। আমি নিজেও বহুবার এই লাইনগুলো প্রয়োগ করেছি। ফলাফল বড়ই ধ্বংসাত্বক । উপরি পাওনা হিসেবে যাকে বলছেন তার বিচিত্র রি-অ্যাকশন এবং অক্ষম অ্যাকশন দেখতে পাবেন তা অতি অসাধারণ। শুধুমাত্র এই লাইনগুলো লেখার জন্য কবি এবং অনুবাদকে আমি সকাল বিকাল নোবেল পুরস্কার দিতে চাই। কি অসাধারণ কবিতা আর কি তার অনুবাদ। মরে যাই, মরে যাই।

বিঃদ্রঃ কতিপয় দুষ্টু ও হিংসুক মানুষদের যোগসাজসে আমার উপরেও বেশ কয়েকবার এই লাইনগুলো প্রয়োগ করা হয়েছে।

পুনঃ বিঃদ্রঃ কবিতাটির জন্য ব্লগের লেখক কোনভাবে দায়ী নয়। গালাগালি করতে চাইলে কবি এবং অনুবাদকদ্বয় কে করুন।

কুকুর আসিয়া এমন কামড়
দিল পথিকের পায়
কামড়ের চোটে বিষদাঁত ফুটে
বিষ লেগে গেল তায়।

ঘরে ফিরে এসে রাত্রে বেচারা
বিষম ব্যথায় জাগে,
মেয়েটি তাহার তারি সাথে হায়
জাগে শিয়রের আগে।

বাপেরে সে বলে ভর্ৎসনা-ছলে
কপালে রাখিয়া হাত,
“তুমি কেন বাবা, ছেড়ে দিলে তারে
তোমার কি নেই দাঁত !”

কষ্টে হাসিয়া আর্ত কহিল
“তুই রে হাসালি মোরে,
দাঁত আছে বলে কুকুরের পায়
দংশি কেমন করে !

কুকুরের কাজ কুকুর করেছে
কামড় দিয়েছে পায়,
তা ব’লে কুকুরে কামড়ানো কি রে
মানুষের শোভা পায় ?”

কবিতাঃ অধম ও উত্তম
কবিঃ শেখ সাদী (জন্ম: ৫৮০ হিজরী মোতাবেক ১১৮৪ খৃস্টাব্দ-মৃত্যু: ৬৯১ হিজরী মোতাবেক ১২৯২ খৃস্টাব্দ)
অনুবাদকঃ সত্যেন্দ্রনাথ দত্ত (জন্ম: ফেব্রুয়ারি ১১, ১৮৮২ - মৃত্যু: জুন ২৫, ১৯২২)



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৬ সকাল ১১:২০

চাঁদের অরণ্য বলেছেন: গালাগালির পরিমান কম হয়েছে, আরো নোংরা গালাগালি আশা করেছিলাম ;) :D

২| ০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:০৩

হাসান রাজু বলেছেন: এইটা গালাগাল ?!?!?! :||

৩| ০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:০৪

রাজিহাপি বলেছেন: @ চাদেঁর অরণ্য ভদ্র ভাষায় কুকুর বলতেছে তাতেও ভাল লাগে না। এজন্য আপনার মতো বাঙ্গালিকে গালাগাল করে আরাম :#)

৪| ০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:১০

উপকূলের বেদুঈন বলেছেন: আপনারে ভাল পাইলাম :)

৫| ০৫ ই মে, ২০১৬ দুপুর ১:৪৮

ক্লাউড বলেছেন: আগেরটা সহ পড়লাম। এইসবকে আপনি গালাগালি বলছেন? বরং বলতে পারেন কবি খুব কাব্যিক বক্তব্য দিয়েছেন, এর বাইরে কিছুই নেই।

এর আগে বলেন, কবিতা কিংবা সাহিত্য কি জীবনের বাইরে? কবিতা এবং সাহিত্যের সবকিছু সুশীলতার কিংবা ভ্রদ্রতার মোড়কে আটকে রাখতে হবে কেন? মুখে নাম উচ্চারণে যত ছি ছি করুন, সবচেয়ে আকর্ষণীয় আর অদম্য আগ্রহের ব্যাপার তো নর নারীর জননাঙ্গ বা গোপনাঙ্গগুলোই। জীবনকে সাহিত্যে অকৃত্তিমভাবে প্রকাশ করতে গেলে এসব নিয়ে যা ভাবেন, যা করেন তাও কারো না কারো লেখা উচিত।

গালি কি আপনি বাস্তবে দেন না? কুকুর বিড়াল, বাস্টার্ড, ফাকেন নাট এমন কিছু বলেন না জীবনে? আপনার আশেপাশে বলে না? এসব জীবনের খুব স্বাভাবিক ব্যাপার। আর জীবনে যা স্বাভাবিক, অবিচ্ছেদ্য অংশ, তা সাহিত্যেও আসা উচিত।

কেউ ভদ্রতার মোড়ক লাগাতে চাইলে, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা। আবার কেউ বাস্তব যেমন, তা বলতে চাইলেও এসব আসবে। আসা উচিত।

ধন্যবাদ

৬| ০৫ ই মে, ২০১৬ বিকাল ৩:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: হাসান রাজু বলেছেন: এইটা গালাগাল ?" আমিও তাই জিগাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.