নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

রাজসোহান

প্রিয় অন্ধকার, আমার পুরোনো বন্ধু তুমি...

রাজসোহান › বিস্তারিত পোস্টঃ

লিরিকঃ শুধু তুমিহীনতা ছেয়ে রয়

২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭






চিঠির সমাপ্তিতে ছিলো
ইতি বেওয়ারিশ প্রেমিক
তোমার উদ্দেশ্যে হেঁটে গিয়ে
হলো পথভোলা পথিক।

এদিক সেদিক পোড়া কাগজের ছাই
যাতে লেখা ছিলো
শুধু তোমাকে চাই প্রিয়া তোমাকে চাই।

বন্ধ ঘরে চিৎকারের স্পর্শে
জেগে ওঠে অবহেলিত ভালোবাসা
নীলে জড়ানো বেদনাগুলো
স্মৃতি খুঁচিয়ে এনে দেয় মিথ্যে আশা।

পিছুটান ভুলে অভিমান সাথে নিয়ে
যতোটা দূরে গিয়ে তুমি থেমেছ
সেখানে কি পাখিরা ওড়ে
শুণ্যতা বুকে ধরে?

রোদের কোলাহল এড়িয়ে
শেষ বাঁকের দৃষ্টি ছাড়িয়ে
নির্ঘুম চোখে স্মৃতির জানালা
মধ্যদুপুরে একাকীত্বের হাওয়া খেলা।

অযুহাতের জীবনকে দিয়ে ফাঁকি
উদাসপুরে শ্রাবণজল লাল চোখে
শুধু তুমিহীনতায় মুছে গেছে
ক্লান্তি আর কষ্টরেখার চিরকুট এঁকে।

উদ্বাস্তু দুচোখের চৌচির পথ ধরে
হেঁটে গেলে ক্ষয়ে যাওয়া স্বপ্নচর,
তারপর নিয়ত নিঃসঙ্গতায় ডুবে
অন্ধকারে নামলো মলিন কৈশোর।

শোকগাঁথা বর্ণমালা সাজানো শেষে
অকাল মৃত্যুর দৃশ্যায়ণ তৈরী
নিঃস্ব মেঘের সাদা কাফনে মোড়ানো
অমাক্ষয়ে ধুয়ে যাওয়া স্বপ্নতরী।

মন্তব্য ৪৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৪

কল্লোল পথিক বলেছেন: পিছুটান ভুলে অভিমান সাথে নিয়ে
যতোটা দূরে গিয়ে তুমি থেমেছ
সেখানে কি পাখিরা ওড়ে
শুণ্যতা বুকে ধরে?
চমৎকার।শুভকামনা।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২০

রাজসোহান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৬

তার আর পর নেই… বলেছেন: সুন্দর!
অমাক্ষয়ে? ?
শেষ চারটে লাইন ঠিক দেখছিলাম।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২২

রাজসোহান বলেছেন: অমাক্ষয়ে শব্দটা ভালো লাগে।

ধন্যবাদ জানবেন।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৫

পার্থিব লালসা বলেছেন: চিঠির সমাপ্তিতে ছিলো
ইতি বেওয়ারিশ প্রেমিক
তোমার উদ্দেশ্যে হেঁটে গিয়ে
হয়েছিলো পথভোলা পথিক
সুন্দর!

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৪

রাজসোহান বলেছেন: কৈশোরের ভালোবাসা অনেক যন্ত্রণা দেয়।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬

হাসান মাহবুব বলেছেন: লিরিক্যাল ভাবটা একটু কম। তবে ভালো হৈছে।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৪

রাজসোহান বলেছেন: গান গাইলেই সুন্দর লাগবে। গাইয়া দেন না ভাই :(

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬

সুমন কর বলেছেন: এবার চমৎকার হয়েছে।

প্লাস।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৫

রাজসোহান বলেছেন: হাহা :)

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

রাজিয়া সুলতানা বলেছেন: মেঘমালাকে কি এভাবে টেনে আনা যায়?? ইসস্ যদি যেতো!!

ছবি টা দারুণ হইসে। কবিতা ও!

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৬

রাজসোহান বলেছেন: বুঝলাম লেখার চেয়ে ছবিটাই বেশি পছন্দ হইছে। হাহা!

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ছবিটা সুন্দর।

লিরিকও ভালো লেগেছে। +

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৬

রাজসোহান বলেছেন: আপনারও ছবিটাই আগে ভালো লেগেছে ;)

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দারুণ অনেক ভাল লাগল।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৭

রাজসোহান বলেছেন: থেংকু :)

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৭

আহসানের ব্লগ বলেছেন: ভাল লেগেছে ।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৫

রাজসোহান বলেছেন: ধন্যবাদ!

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫১

কথাকথিকেথিকথন বলেছেন: ভালোই তো লাগলো ।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৫

রাজসোহান বলেছেন: থেংকু।

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৯

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লাগল

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৬

রাজসোহান বলেছেন: ধন্যবাদ

১২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:১৪

ভ্রমরের ডানা বলেছেন: সুন্দর, সাবলীল কবিতা। ভাল লেগেছে।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৭

রাজসোহান বলেছেন: পড়েছেন, এতে আমারও ভালো লেগেছে।

১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৭

বৃতি বলেছেন: সুন্দর লিরিক :) "অমাক্ষয়" শব্দটার অবশ্য অর্থ জানি না।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৭

রাজসোহান বলেছেন: কিছু না জানাই থাক!

১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২১

আরজু পনি বলেছেন:

ভালো লাগলো...তবে গানটা কেমন হবে শুনতে ইচ্ছে করছে ।
"অমাক্ষয়" এর মানে আমিও জানিনা...।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৮

রাজসোহান বলেছেন: কাউকে দিয়ে গাওয়ার ব্যবস্থা করেন :)

১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১

তাশমিন নূর বলেছেন: সুন্দর। সুর সহযোগে শুনতে পারলে আরও ভালো হত।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৮

রাজসোহান বলেছেন: ঈশ্বর গলায় সুর দেননি যে, নইলে গেয়েই শোনাতাম!

১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮

আমিই মিসির আলী বলেছেন: শুধু লিরিক শেয়ার করলেই হবে ????
সুর মিশাইয়া গানটা শুনালেই খুশি হ্ইতাম ।। :#)

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৯

রাজসোহান বলেছেন: আপনিই গেয়ে উঠুন না! :)

১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩

অগ্নি সারথি বলেছেন: এদিক সেদিক পোড়া কাগজের ছাই
যাতে লেখা ছিলো
শুধু তোমাকে চাই প্রিয়া তোমাকে চাই।
- ভালোলাগা।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩০

রাজসোহান বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য :)

১৮| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮

♥কবি♥ বলেছেন: জলদি কবীর সুমন্যারে খবর দ্যান ওর গলায় দারুন মানাবে বলে মনে করছি। অঞ্জন দত্ত দাদায় গাইলেও হবে।

"চিঠির সমাপ্তিতে ছিলো
ইতি বেওয়ারিশ প্রেমিক
তোমার উদ্দেশ্যে হেঁটে গিয়ে
হয়েছিলো পথভোলা পথিক।

এদিক সেদিক পোড়া কাগজের ছাই
যাতে লেখা ছিলো
শুধু তোমাকে চাই প্রিয়া তোমাকে চাই।"

-প্রথম ছ'লাইন দারুন লেগেছে। ++++

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩০

রাজসোহান বলেছেন: কবির সুমন! :-*

১৯| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২১

ফেরদৌসা রুহী বলেছেন: পড়তে ভালো লেগেছে।

সুর শুনতে পারলে আরো ভাল হত।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩১

রাজসোহান বলেছেন: আমিতো গুনগুণ করে গাই, আপনিও গান নিজের মতো!

২০| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪

মানুষ বলেছেন: B:-)

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩১

রাজসোহান বলেছেন: কি হইছে গাছ ভাই :(

২১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১০

সায়েম মুন বলেছেন: দারুন ল্যাখছো। অখন গেয়ে শোনাও। #:-S

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭

রাজসোহান বলেছেন: আপনি গেয়ে শোনান মুনাপ্পি /:)

২২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭

রুদ্র জাহেদ বলেছেন:
দারুণ ভালো লাগা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮

রাজসোহান বলেছেন: থেংকু ম্যান!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.