নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

রাজসোহান

প্রিয় অন্ধকার, আমার পুরোনো বন্ধু তুমি...

রাজসোহান › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক অণুকাব্য

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৩



-
-
-

তোমার শরীরে এতো আলো
কার বুকে আগুন জ্বালো?
তোমার চুলের এতো ঘ্রাণ
কে মাতোয়ারা ওষ্ঠাগত প্রাণ?

***

পোড়া চোখ যদি সমুদ্রেই গেলো
তবে ভোর কেন এলো
চোখভরা লাল আলো
কার চুমুতে জাগবে বলো...

***

তবুও প্রতিদিন ভোর আসে
কি আশায় মৃত নদীতে রোদ ভাসে
ওপাড়ে কেউ ছুটে যায় তীব্র উল্লাসে
এপাড়ে কার আত্মা ধুলোয় যায় মিশে...

***

আমার হলো না উৎসবের পর জেগে থাকা
বৃষ্টির মাঠে একা তোমার ঠোঁটে চিহ্ন আঁকা...

***

নির্জনতায় পড়ে থাকে বিষাদের নদী
মরে গেলে তুমি ফিরে আসো যদি,
চোখের জলে ভাসিয়ে শোকার্ত ফুল
কথার ফাঁকে কথা গেঁথে ভাঙাবে কার ভুল?

***

আমি হয়েছি উদাস হাওয়ার দল
বুকের ভেতর নদী শুকিয়ে নির্জল
তুমি একলা ছাদের একলা গাঙচিল,
তোমার নাম ধরে ডাকে মেঘের মিছিল।

***

তুমি বুঝি ভাবনার নদী
বয়ে যাও নিরবধি,
তোমাকে চায় একরোখা সন্ধ্যামালতি।

তুমি বুঝি রোদের আলো
নদীর বুকে জ্বলো,
তোমার পিছু নিয়ে মাঝি জলে ডুব দিলো।

***

নদীরাও ভিড় করে রোদের হাটে
সন্ধ্যা লেগে থাকে তোমার ঠোঁটে,
বিষণ্ণ রাত যদি শেষ হয় প্রলাপে
ভোরের শিশিরে তুমিও ধুয়ে যাবে।

***

তোমার সাথে নেই কোন স্মৃতিকথা
চুপকথা বা রূপকথা,
তবু তোমার জন্য যতো বিষণ্ণতা।

***

তোমার সাথে আমার হাজার কথা
তবু সামনে এলে শুধুই নীরবতা,
নীলগিরি মাঠে তোমার সাথে দেখা
কার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলে একা?
হাতের ওপর হাতের পরশ না পেয়ে
বুঝি চোখে বিষাদ জমালে,
কসম খেলো যে তোমার চিবুক ছুঁয়ে
কেন তার স্মৃতি মুছে দিলে?

***

বুকের ভেতর ভীষণ রাত
চোখের ভেতর তীব্র বাতাস,
এক হাতে নেই অন্য হাত
নেই আবেগের তীব্র উল্লাস।

***

তোমার অনেক ধার
আমি কেটে যাই তীব্রতায়,
তোমার অনেক আঁধার
লিখে রাখি চোখের পাতায়।

***

ফিরবে বলে আশায় আছি
আলোর বৈঠা বায় মাঝি,
তোমায় নিয়ে সর্বস্ব বাজী
তোমার চোখে আমি বাঁচি।

***

রোদ্দুর পথ যতোদূর
তুমি গিয়েছ ততোদূর,
আমি আর যাবো কতোদূর
কোথায় তুমি কোন সমুদ্দুর?

***

কবে কখন তুমি ছিলে
ঘুমেরও অধিক আপন,
জড়ানো আঙুলে আঙুলে
আমাদের উজান মন।

***

পথ পেরোলে আকাশ আলিঙ্গন
তোমার আমার উজান মন,
এমন দিনে রোদের আলো
রোদ পোহাবার গল্প বলো।

***

তোমার যখন ভাল্লাগেনা সন্ধ্যাবেলা,
আমার তখন একাকিত্বের হাওয়া খেলা।

***

চোখের ভেতর বাতাস ধরি
ঘুমের জন্য বায়না করি,
অসুখী রাতে শহর ছাড়ি
জোনাক সেজে ফিরছি বাড়ি।

***

থাকো বুকে জড়িয়ে
রাখো বুকে মুড়িয়ে,
আঁকো কল্পনা মিশিয়ে
ডেকো নাম স্বপ্ন উড়িয়ে।

***

মেঘের গায়ে যখন হাহাকার
তুমি তখন কাহার?
ভর দুপুরে যখন বিষাদ যাপন
অবরোধে কি তোমারও মন?

***

হুটহাট জোয়ারে জাগে যদি
আবেগী নদী,
মনে রেখো ভুল ছিলো সবই
খুব আপন ছবি।

***

হাতের রেখায় গেঁথেছ অবাধ চলাচল
সেইসব আবর্তে তোমায় আমন্ত্রণ,
শীত ও শিশিরের গল্পে যখন ভোর
তোমায় নিয়ে বুকভরা বুনো শিহরণ।

***

সমুদ্ররাত পেরিয়ে যে পাখি গান ফিরিয়ে নিলো, তার শুণ্যতায় এখন বৈরী হাওয়ার দখল। চমকানো পায়ের চিহ্ন মুছে গেলে কার চোখে জেগে ওঠে আধখাওয়া চাঁদ?

***

মুছে গড়ি আগামী
মৃত্ঘুমপুরীতে বয়ে যায়
বিষণ্ণ নদী,
একা ফিরে এসে
দেখি বৃষ্টি তোমার চোখে।

***

শেষবার সূর্যোদয় দেখার আমন্ত্রণ
সমস্তকে ছুটি দিয়ে শুণ্যতায় ভ্রমণ,
খুব নিরিবিলি জলে শব্দ ফুরোয় একা
হাহাকারে বেদনা মুছে বুঁদ হয়ে থাকা।

এইসব অনুভূতি খামে বন্দী
এঁকেবেঁকে যায় নির্জল নদী,
নিঃস্ব ফুল হারালে হাসি
মৃত্যুর গল্পে কে দিলো ফাঁসি?

***

তুমুল আয়োজনে ভাঙলে সীমান্ত
ঠোঁটে ঠোঁট রেখে কে উত্তপ্ত?
তবু উষ্ণতা ফিরিয়ে হলে নির্লিপ্ত
কামনা ফিরিয়ে রইলে অতৃপ্ত!

***

তোমাকে নিয়ে আমার ভয়
কি হয় না হয়!
তোমার পৃথিবী আমার নয়
এই আক্ষেপ কি শেষ হয়?

***

অমাবশ্যা হোক আর জোছনা
এসব ফাঁদে পা দিইনা,
শীত চাই তীব্র শীত
কুয়াশায় মুছবো অতীত।

***

ব্যস্ত শহরে ব্যস্ত জীবন,
একলা প্রহরে একলা মন!

***

তুমি নৈঃশব্দ্যের গান
আর হাওয়া ভরা শুণ্যতা,
ভেঙে সান্ধ্য অভিমান
গাও জোছনার শোকগাঁথা।

***

কথা দিওনা ভয় লাগে
ছেড়েতো যাবেই,
সন্ধ্যা নামার আগে
হৃদয় ভাঙবেই।

***

যা বলার চুপিসারে বলো
দেয়াল না শুনলেই ভালো,
যখন হবে আমাদের ভাঙন
দেয়াল কি ঠেকাবে তখন?

***

তুমিতো আমার নও
কিন্তু তুমি যে কার!
তুমিতো কারও নও
মুখস্ত করি বারবার!

***

কিছু ভালোবাসা দিনে কিছু রাতে,
হাতে হাত ছাড়াও ঠোঁট চাই ঠোঁটে।

***

আমি লিখি তোমার কবিতা
তুমিই বুঝলেনা,
মানিব্যাগে তোমার ছবিটা
কোনদিন জানলেনা!

***

একটা সিনেমা বানাবো
তুমি হবে খলনায়িকা,
তোমার ছলচাতুরী প্রেমে
খেয়ে যাবো ধোঁকা।

***

তুমি কেটেছ দাগ
বুকে আর পিঠে,
কাউকে দিইনি ভাগ
তোমার একক রাজত্বে।

***

তুমি আমার নরম অনুভূতি
মনজুড়ে তুমুল আকুতি,
চোখের ভেতর জেগে থেকে
অলিখিত শব্দরা ভাঙ্গে।

***

তুমি রাত্রি আমি দিন
দেখা হয়নি কোনদিন,
তুমি বর্ষা আমি রোদ্দুর
হাঁটা হলোনা বহুদূর।

***

এসেছে বসন্ত দিন
বেদনালীন
তুমিহীন।
সাঁঝের বেলায়
মন হারায়
না দেখে তোমায়।
স্মৃতির দেয়ালে
কারে এঁকেছিলে
মুছে গেছে ভুলে?

***

জোছনা
তুমি ফিরে আর এসোনা,
শেষ রাতে
সে চলে গেলো কালো পথে,
আমি বসে থাকি একাকী
কাগজ ভরে লিখে রাখি
হাহাকারের আঁকিবুঁকি।

***

দুহাতে জমানো শতস্পর্শ
রেখে গেলো কতো অনুভূতি,
আমাকে দিয়ে সব রহস্য
ভুলে যাবে সে নিয়ন স্মৃতি।

***

সিঁড়ি ভেঙে ধেয়ে আসে
তার রেখে যাওয়া চিঠি,
শোকার্ত বর্ণমালায় ভেসে
আমি অতীতদিনে হাঁটি।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাল লাগল

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৭

রাজসোহান বলেছেন: ধন্যবাদ :)

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৯

সুমন কর বলেছেন: আপনার আস্ত কবিতাই বেশি ভালো লাগে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৬

রাজসোহান বলেছেন: এগুলো জোড়াতালি দিয়ে আস্ত কবিতা বানাই ফেলবো। :P

ফেসবুকেতো হারায় যায়। ভাবলাম এখানে লিখে রাখি, এক জায়গায় থাকলো। পরে কাজে লাগবে।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫১

ধ্রুবক আলো বলেছেন: তুমি রাত্রি আমি দিন
দেখা হয়নি কোনদিন,
তুমি বর্ষা আমি রোদ্দুর
হাঁটা হলোনা বহুদূর।
+++ দারুন লেখনি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৮

রাজসোহান বলেছেন: ধন্যবাদ নিবেন আলো :D

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৫

কালীদাস বলেছেন: কয়েকটা বেশি রোমান্টিক :`> কবিবর আফতাবরে মিসাই :(

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৯

রাজসোহান বলেছেন: তোমাকে আমার আগের পোষ্টের আগের পোষ্টে দুইবার রিপ্লাই দিসি। একটু দেখোনা ওটা। :(

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৮

কালীদাস বলেছেন: উপস। নোটিফিকেশন দেখায় না, যে জন্য মিস করছি।
এই মাত্র মেইল দিলাম, আমার পুরান মেইল এড থিক্যাই দিলাম, যেইটা তোমার কাছে আগে ছিল।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৩

রাজসোহান বলেছেন: আমি আমার পুরান মেইলের এক্সেস হারাই ফেলছি :'(

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৯

কালীদাস বলেছেন: ইয়াহু। লাস্টে ৩৯।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৩

রাজসোহান বলেছেন: পুরান মেইলের এক্সেস হারাই ফেলছি দেখে তোমার মেইলও মনে ছিলোনা।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪০

অগ্নি সারথি বলেছেন: পুত্তুম প্লাস!
নাহ! আমাদের হয়না ভাই। এইটা আপনারেই মানায়।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৪

রাজসোহান বলেছেন: হেহে, আমিও আর পারিনা। এখন প্লাসের যুগও নাই! ভালো থাকবেন সারথি!

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৭

মুশি-১৯৯৪ বলেছেন:

ব্লগে নতুন যোগ দিয়েছি, অনেক বিষন্ন কবিতাই পরিয়াছি, তবে এই বিষাদসিন্ধুর তীরে বিষন্নতম সিন্ধু আপনাকেই মনে হইতেছে।

খুব ভাল লাগল। কিছু ভূল বলিয়া থাকিলে ক্ষমা করবেন ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:০৬

রাজসোহান বলেছেন: ভালো থাকবেন ভাই। শুভ রাত।

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৬

আসল শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

সোহান ভাই আমাকে সাহায্য করূন। আমার আসল নিক শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)। আমি বর্তমানে কমেন্ট ব্যান, অন্যের পোস্টে কমেন্ট করতে পারি না। অসুস্হতার কারণে গত কয়েকদিন যাবত ব্লগেও অনিয়মিত। গতকাল থেকে দেখছি আমার নাম বদনামি করে তিনটি নিক অশ্রাব্য ভাষায় মানুষের পোস্টে পোস্টে মন্তব্য করে আসছে। জেনুইন শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) নিকের মন্তব্য খুব কাছাকাছি হওয়াতে অনেকে বিশ্বাসও করছে। ঐ নিকটাও আসল না, এরা আমার এবং সামুর ক্ষতি করার জন্য এসব করছে।

আপনারা আমাকে সাহায্য করূন। এদের নামে রিপোর্ট করুন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৪

রাজসোহান বলেছেন: :|| :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.