নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

রাজসোহান

প্রিয় অন্ধকার, আমার পুরোনো বন্ধু তুমি...

রাজসোহান › বিস্তারিত পোস্টঃ

কবিতা লিখবোই লিখবো।

০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ২:২২

ভোরসকালে বসে ছিলাম। কবিতা লিখবো ভেবে। ভোরবেলা কবিতা ভালো হয়। আবার রাতের বেলাও কবিতায় বাণ আসে। কে বলেছিলো তা মনে নেই। তাই রাতভোর জেগে থাকার সিদ্ধান্ত নিই। একবার ভাবি কবিতা লিখবো অনেক কঠিন শব্দে। একদম উত্তরাধুনিক কবিতা। আবার ভাবি কবিতা হবে নির্মল। কঠিন শব্দের কবিতাগুলোকে আপন মনে হয়। আর নির্মল শব্দের কবিতাগুলোকে হিংসা হয়।

অথচ কবিতার জন্য চাই ভাবাবেগ। আমার ভেতর কোন ভাবাবেগ নাই। কিন্তু তবু আমার কবিতা লিখতে হবে। কবিতা লিখা সহজ। একটা জীবনে যদি কবিতাই লিখতে না পারলাম! একলাইনে কঠিন শব্দ। আরেক লাইনে নির্মল শব্দ। এভাবে কবিতা বানাতে হবে। তাহলে আমার দূর্বলতা কেউ ধরতে পারবেনা।

যারা পারদর্শী তারা ধরলে কি আর হবে। ততদিনে আমার ভক্তকূল দাঁড়িয়ে যাবে। তারাই আমার অবস্থান তৈরী করে দিবে। সমালোচনা তখন হবে আমার মতো লিখতে না পারার যন্ত্রণা। আমি কবিতা লিখবো। একটা কবিতা হবে সারদা দেবীকে নিয়ে। আরেকটা কবিতা হবে ল্যাম্পপোষ্টের যুবককে নিয়ে। সারদা দেবী আর ল্যাম্পপোষ্টের যুবকের মিলন না হবার জন্য দায়ী করবো রাষ্ট্রযন্ত্রকে। ব্যাস, হয়ে যাবে রাজনৈতিক কবিতা।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৬

আরণ্যক রাখাল বলেছেন: লিখে ফেলুন ওমন। রাজনৈতিক কবি উপাধি পাবেন :)

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ২:৪১

রাজসোহান বলেছেন: লিখতে পারলেতো ফাটায় দিতাম :-/

২| ০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৮

আরইউ বলেছেন: রাজসোহানতো জানি মুক্তগদ্য ভালো লেখে! অথবা লিমেরিক?

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ২:৪১

রাজসোহান বলেছেন: আমার কোন লেখাই হয়না ভাই। ভাব ধরি আরকি :P

৩| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০০

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ২:৫৭

রাজসোহান বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। ছাইপাশ পড়ার জন্য!

৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১:১০

কালীদাস বলেছেন: ভোরবেলায় ফজরের নামাজ না পৈড়া কবিতা:| আস্তাগফিরুল্লাহ। পুলাটা পুরাই রসাতলে গেলু X((

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ২:৫৮

রাজসোহান বলেছেন: ণাষ্ঠীখেড় পুশি চাই B-))

৫| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ২:৪৫

আরইউ বলেছেন: নাহ! আমি আপনার লেখার সাথে পরিচিত। আপনাদের পুরো অলিখিত সার্কেলটাই অসাধারণ ছিল- নৈশচারী, অমিত, ভেবে ভেবে বলি, হাসান, রানা, সায়েম। আরো অনেকের নাম মনে পড়ছে না এখন।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৩:০০

রাজসোহান বলেছেন: বাপরে! কতো আগের স্মৃতি! আপনি যেহেতু চিনেন তারমানে আপনাকেও আমি চিনি! #:-S

৬| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৩:১২

আরইউ বলেছেন: না, আমি আপনার/আপনাদের লেখার সাথে পরিচিত। কখনো দেখা হয়নি বা কথা হয়নি। আপনিও আমার লেখার সাথে পরিচিত (খুব সম্ভবত)। কিন্তু নিজেকে বদলে ফেলেছি বলে চিনবেন না। স্ক্রিনের এপাশে বসে লেখার এইতো মজা। হা হা হা।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৩:১৭

রাজসোহান বলেছেন: এখন অন্য নিক দিয়ে আমারও আপনার সাথে মজা নিতে ইচ্ছা করতেছে। B-))

কিন্তু হায়, এখন আর কোন নিক নাই :((

৭| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৩:১৯

আরইউ বলেছেন: এখন আর মজা জমবে না। এখন কেউ মজা করতে জানেই না।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৩:২৫

রাজসোহান বলেছেন: সেইদিন কি আর আছেরে ভাই। কোথাও কেউ নাই। আপনি যাদের নাম নিছেন আমি বাদে সবাই বিয়া শাদী করে ফেলছে। সংসারের মজা নিতাছে সবাই :(

৮| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৮

আহমেদ জী এস বলেছেন: রাজসোহান ,



ঠিকই বলেছেন , কবিতার জন্য চাই ভাবাবেগ । অথচ আপনার ভাবাবেগ নেই এটাও বলছেন । তবু আপনার "কবিতা লিখতেই হবে", এটাই সেই না থাকা ভাবাবেগ । যার কারনে এই পোস্টের পরে পরেই দু'দুটো সুন্দর কবিতা লিখেই ফেলেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.