নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

রাজসোহান

প্রিয় অন্ধকার, আমার পুরোনো বন্ধু তুমি...

রাজসোহান › বিস্তারিত পোস্টঃ

তোমার চারিদিকে কতো মানুষ, একটা ছায়াও আমার নয়

১৯ শে মার্চ, ২০১৭ ভোর ৪:০৬



-
-
-
-
-

তোমার চোখে এতো জল, এক ফোঁটাও আমার জন্য না।
তোমার একলা নিঝুম ঘর, এক কণা ধুলোতেও আমি নেই।
তোমার চারিদিকে কতো মানুষ, একটা ছায়াও আমার নয়।

তোমার জানালা ভরা বাতাস, তবু দমবন্ধ অনুভূতিতে আমি নেই।

তোমার ডায়েরীতে কতো শব্দ, একটা বাক্যেও আমি নেই।
তোমার ক্যামেরায় কতো হাসি, কোথাও কি আমি আছি?
তোমার লাল টুকটুকে ঠোঁট, আহত রক্ত আমার জন্য নয়।

তোমার সন্ধ্যে ভরা নির্জনতা, খুব নীরব অনুভূতিতে আমাকে চাও না।

মন্তব্য ৪৩ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৭ ভোর ৬:৪১

চাঁদগাজী বলেছেন:


মানুষের হৃদয় বিচিত্র; তবে, মায়া বুঝে।

২০ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৫

রাজসোহান বলেছেন: :(

২| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৮:০১

মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারন লিখেছেন রাজসোহান, মুগ্ধতা এখানে অপরিসীম।

২০ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৮

রাজসোহান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাই।

৩| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৩৯

তৌহিদ ইসলাম রোবন বলেছেন: বাহ

২০ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৯

রাজসোহান বলেছেন: থ্যাংক্স।

৪| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৯:০৪

খায়রুল আহসান বলেছেন: গভীর আবেগের কবিতা। খুব ভাল লেগেছে।
তোমার সন্ধ্যে ভরা নির্জনতা, খুব নীরব অনুভূতিতে আমাকে চাও না -- চমৎকার একটি চরণ।
চাঁদগাজী এর মন্তব্যটাও ভাল লেগেছে। মায়া যেন এক যাদুর কাঠি। মানুষকে ঘুমও পাড়িয়ে দেয়, জাগিয়েও দেয়।
কবিতায় ভাল লাগা। + +

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৩

রাজসোহান বলেছেন: ধন্যবাদ।

৫| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৯:১৩

সিনবাদ জাহাজি বলেছেন: ভালো লাগছে

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৪

রাজসোহান বলেছেন: থ্যাংকু

৬| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০১

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর।

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৪

রাজসোহান বলেছেন: :)

৭| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৩৫

রিকতা মুখাজীর্র্ বলেছেন: খুব ভালো লাগল...।

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৫

রাজসোহান বলেছেন: ধন্যবাদ।

৮| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৩

সালমা শারমিন বলেছেন: অনেকদিন যাবত এ কথা গুলোই মনে হয় বলতে চাইছি।

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৫

রাজসোহান বলেছেন: বলে ফেলুন। :)

৯| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৩

অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর।

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৫

রাজসোহান বলেছেন: ধন্যবাদ!

১০| ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৪

আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৬

রাজসোহান বলেছেন: ধন্যবাদ রাখাল ভাই। সমমনা হিসেবে আপনাকে পেয়ে ভালো লেগেছে।

১১| ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৪

ভীতুর ডিম্ব বলেছেন: মন্তব্য করার মতো আর কোন কিছুই বাদ রাখেন নি উপরের মন্তব্যকারীরা। সবগুলির সাথে হুবুহু একমত।

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৭

রাজসোহান বলেছেন: ভালো থাকবেন :)

১২| ১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১০

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৭

রাজসোহান বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।

১৩| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:০১

হাসান মাহবুব বলেছেন: কানতে কানতে শেষ! :((

এটা আগে পড়েছিলাম না? সুন্দর হইছে।

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৭

রাজসোহান বলেছেন: আগে পড়েন নাই। শুভ নববর্ষ ভাই।

১৪| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১২

মোটা ফ্রেমের চশমা বলেছেন: অনেকদিন পরে প্রিয়তে নেয়ার মত একটা কবিতা পেলাম। অসাধারণ! জাস্ট অসাধারন!!!

২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৫

রাজসোহান বলেছেন: ধন্যবাদ :)

১৫| ০১ লা মে, ২০১৭ সকাল ১১:৩৫

অপ্‌সরা বলেছেন: তুমি অন্য কারো ছায়া হয়ে যাও ভাইয়ু!!!!!!

১৭ ই মে, ২০১৭ দুপুর ২:০১

রাজসোহান বলেছেন: আমি আর কার ছায়া হবো। :(

১৬| ০৩ রা মে, ২০১৭ রাত ৩:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সে কিন্তু হ্যাঁ অথবা না বলেনি, এর মানে সবখানে আপনি আছেন।

১৭ ই মে, ২০১৭ দুপুর ২:০২

রাজসোহান বলেছেন: নাই কোথাও নাই।

১৭| ০৮ ই মে, ২০১৭ দুপুর ২:৪৪

ওমেরা বলেছেন: খুব সুন্দর ধন্যবাদ ।

১৭ ই মে, ২০১৭ দুপুর ২:০৩

রাজসোহান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ জানবেন ওমেরা :)

১৮| ১১ ই মে, ২০১৭ ভোর ৫:৪৮

মানবী বলেছেন: এতো সুন্দর কবিতা আগে কেনো পড়া হলোনা বুঝতে পারছিনা!!!

খুব ভালো লেগেছে(একটু মন খারাপও হয়েছে) কবিতাটি পড়ে। প্রার্থনা করি অচিরেই তার পাশের সব মানুষের মাঝেই যেনো রাজসোহানের ছায়া দেখে সে!

মন ছুঁয়ে যাওয়া কবিতার জন্য ধন্যবাদ ভাইয়া।

১৭ ই মে, ২০১৭ দুপুর ২:০৪

রাজসোহান বলেছেন: সে আর হচ্ছে না মনে হয়। ভালো থাকবেন মানবী আপু। :)

১৯| ১৫ ই মে, ২০১৭ রাত ২:৪৪

কল্লোল পথিক বলেছেন: বেশ হয়েছে!

১৭ ই মে, ২০১৭ দুপুর ২:০৪

রাজসোহান বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই।

২০| ১৫ ই মে, ২০১৭ রাত ৩:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৭ ই মে, ২০১৭ দুপুর ২:১০

রাজসোহান বলেছেন: অনেকদিন পর সেলিম ভাই। :)

২১| ১৭ ই মে, ২০১৭ দুপুর ২:০৭

জেন রসি বলেছেন: শেষে আরেকটা লাইন লিখতে পারেন! তোমারে গুল্লি মারি! ;)

১৮ ই মে, ২০১৭ ভোর ৫:২৬

রাজসোহান বলেছেন: আমি গুলি খামু, তাও ওরে গুল্লি মারতে পারুম না। :(

২২| ০৩ রা জুন, ২০১৭ সকাল ৯:৫৫

নতুন নকিব বলেছেন:



কবিতা অসাধারন! তবে, জেন রসি ভাইর 'তোমারে গুল্লি মারি!' টাকে 'লাস্ট লাইন হিসেবে যুক্ত করার পরামর্শে তার যে প্রতিবাদী কঠিন মনোভাব দেখেছি' তাও কম ভাল লাগে নি।

ভাল থাকবেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.