নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

রাজসোহান

প্রিয় অন্ধকার, আমার পুরোনো বন্ধু তুমি...

রাজসোহান › বিস্তারিত পোস্টঃ

অভিশাপ পুড়িয়ে দেখা হবেই

১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৫



-
-
-
-
-
-


দেখা হবেই
এই পৃথিবীতে না হয়
প্যারালাল ওয়ার্ল্ডে,
দেখা হবেই
শালিকের বেশে না হয়
নিঃসঙ্গ ছাদে।

দেখা হবেই
ভালোবেসে না হয় তীব্র ঘৃণায়
মুখ ফিরিয়ে অন্য চিত্রকল্পে,
দেখা হবেই
গাউছিয়া নিউমার্কেট জটলায়
কদম ফুল দেবার ছলনায়।

দেখা হবেই
ইচ্ছে করে যদি দাঁড়াই ফার্মগেটে
কিংবা কানাডার ফিল্ম ইন্সটিটিউটে,
দেখা হবেই
অ্যানা হ্যাথাওয়ের সিনেমা ওয়ান ডে
কিংবা অস্কার বিজয়ী লা লা ল্যাণ্ডে।

দেখা হবেই
ব্ল্যাকহোলের টানে আলো বেঁকে যাবে
সুপারনোভায় নক্ষত্র ধ্বংস হবে,
তবু দেখা হবেই
হাইপার ডাইভে সময় পিছু নেবে
ফ্ল্যাশপয়েন্টে তোমার আমার ঠোঁট মিলবে।

দেখা হবেই
শুধু অপেক্ষা আর কতো
অভিশাপ পুড়িয়ে ভুলবোই
এই জন্মে পাওয়া ক্ষত।

মন্তব্য ২২ টি রেটিং +১০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩০

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
দেখা হবেই
শুধু অপেক্ষা আর কতো
অভিশাপ পুড়িয়ে ভুলবোই
এই জন্মে পাওয়া ক্ষতো।


কবিতা সুন্দর হয়েছে +++

(এ কবিতা একটা লাইক পাওয়ার যোগ্যতা রাখে । :P)
ধন্যবাদ ।

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩১

রাজসোহান বলেছেন: হাহা, ধন্যবাদ।

২| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৩

সুমন কর বলেছেন: দেখা হোক -- এ কামনা রইলো।

ভালো হয়েছে। +।


* মেইল করেছি।

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩২

রাজসোহান বলেছেন: মেইলের রিপ্লাইতো দেন না আর। :((

৩| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:০১

ঠ্যঠা মফিজ বলেছেন: কবিতা ভালো হয়েছে।

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৩

রাজসোহান বলেছেন: সালাম বিচারক মশাই।

৪| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ২:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক মুগ্ধতা আশা জাগানিয়া কবিতায়।
সব ক্ষত ভুলে যাবোই কোন একদিন সামান্য চোখের পলকে, একটু দেখাতেই। অসাধারণ ভালোবাসার সাক্ষ্য।

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৪

রাজসোহান বলেছেন: ধন্যবাদ।

৫| ১৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২৪

এম.এস ফরিদ বলেছেন: ভালো লেখেছেন

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৪

রাজসোহান বলেছেন: সালাম বিচারক মশাই।

৬| ১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: দেখা হবেই
শুধু অপেক্ষা আর কতো
অভিশাপ পুড়িয়ে ভুলবোই
এই জন্মে পাওয়া ক্ষত।

তাই হোক । :)

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৫

রাজসোহান বলেছেন: হবে না যে। :)

৭| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫৭

নাবিক সিনবাদ বলেছেন: দেখা হবেই
ব্ল্যাকহোলের টানে আলো বেঁকে যাবে
সুপারনোভায় নক্ষত্র ধ্বংস হবে,
তবু দেখা হবেই
হাইপার ডাইভে সময় পিছু নেবে
ফ্ল্যাশপয়েন্টে তোমার আমার ঠোঁট মিলবে।

[img]http://backgrounds4k.net/wp-content/uploads/2016/04/Facebook-backgrounds-ultra-hd.jpg|

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৬

রাজসোহান বলেছেন: ছবিটা আসে নাই। লাইক লাইক লাইক

৮| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩০

ভ্রমরের ডানা বলেছেন:



দুর্দান্ত কবিতা!

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৬

রাজসোহান বলেছেন: তাই নাকি?

৯| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ২:২৭

হিমাদ্রী হিমু বলেছেন: দেখা হবেই
শুধু অপেক্ষা আর কতো
অভিশাপ পুড়িয়ে ভুলবোই
এই জন্মে পাওয়া ক্ষত।

অসাধারণ..!! ছুঁয়ে গেলো

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৭

রাজসোহান বলেছেন: বাহ।

১০| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১২

হাসান মাহবুব বলেছেন: একটা অশ্লীল কোবতে দাও।

২২ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩০

রাজসোহান বলেছেন: ব্লগ মডু চুদে দিবে। :P

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১২:৪৭

রিপি বলেছেন: দেখা হবেই
শুধু অপেক্ষা আর কতো
অভিশাপ পুড়িয়ে ভুলবোই
এই জন্মে পাওয়া ক্ষত।


দারুন ! :)

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৯

রাজসোহান বলেছেন: হ্যালু B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.