নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

রাজসোহান

প্রিয় অন্ধকার, আমার পুরোনো বন্ধু তুমি...

রাজসোহান › বিস্তারিত পোস্টঃ

রুকসানা রিয়ার জন্য বিষণ্ণ প্যাঁচাল

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫৪



-
-
-
-
-
-
-
-

আমিও কোন নারীকে ভালবাসতাম একদিন
সে পুরোনো অশ্বত্থের গাছে নাম এখনো লেগে আছে, হয়তো।
আমিও, একুশের বসন্ত হারায়েছি
নীহারিকা নক্ষত্রের পরে দেবীর প্রেমে ডুবেছি,
তার কাছে।

অথচ হায়, রুকসানা রিয়া।
(আমি ভাবতে চাইনা আর)

১৮ তে কোন জলে ডুবে গেলে? (কেউ জানলো না)
অশ্বত্থের গাছ একা ফেলে
ছেড়ে গেলে এই অপেক্ষার রাত্তির।

তবু আরো তেইশ বসন্তের পরে,
রুকসানা রিয়া,
সস্তা কেরানিকে চাইতো তো? (নাকি লজ্জায় ডুবে যেতো?)

এই কেরানির দল
ফিরে গেছে ছুটি নিয়ে,
নীল আলমারি দিয়ে গেছে খিল
ফাইলের পর ফাইল চাপা পড়ে আছে।
তবু, কোথাও এখনো এক ফাইল খোলা রয়ে আছে
স্পষ্ট লেখা 'রুকসানা রিয়া!'

রুকসানা রিয়া ভুল করেছিলো?
মিহি কেরানিকে চাইতো তো?
রুকসানা রিয়ার কি অশ্বত্থের কথা ভাববার সময় আছে?
মানুষ ভুল করে, হয়তো রুকসানা ঠিক ছিলো।
অনেক সন্ধ্যে হয়েছে, সব কেরানিরা ফাইল বন্ধ করে ফেলে গেছে একা
রুকসানা যেমন গেলো...

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:০৩

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, খুবই সুনিদ্দিষ্ট ব্যক্তির জন্য রক্ষিত হৃদয়ের বাণীটুকু পদ্যে প্রকাশ করা হয়েছে, খুবই ব্যক্তিগত হয়তো!

১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৮

রাজসোহান বলেছেন: হ্যাঁ! রুকসানা রিয়া এই কবিতাও দেখবে, যেমন দেখে সে আমার সবকিছুই। তারপর তাচ্ছিল্যের হাসি হেসে উড়িয়ে দেয়।

২| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৪

সুমন কর বলেছেন: কেমন যেন !!

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

রাজসোহান বলেছেন: জানি ভালো হয়নি। আসলে এই কথাগুলো বলতে চাই আরকি।

৩| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫০

কালীদাস বলেছেন: কেডা এই রুকসানা রিয়া? যার এত্ত সাহস?? X((

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৬

রাজসোহান বলেছেন: ও ভাই, তুমি দেশে নাই? :(

৪| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪

কালীদাস বলেছেন: নারে ভাই। পুরাপুরি ফিরতে আরও বছর দেড়েক লাগবে।
তুমি কেমন আছ?

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৫

রাজসোহান বলেছেন: আমি ভালো নাই। :((

৫| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৭

কালীদাস বলেছেন: কেন, কি হৈসে? দেশে ফিরছ কবে?

১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৬

রাজসোহান বলেছেন: অনেকদিন। এক বছর হয়ে যাচ্ছে প্রায়।

৬| ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮

ফয়সাল রকি বলেছেন: রুকসানা রিয়া যদি এই লেখাটা পড়তো!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.