নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিরাজের খেরোখাতা

সফদার কবিরাজ

আমি চ’লে যাব - তবু জীবন অগাধ তোমারে রাখিবে ধরে সেই দিন পৃথিবীর ‘পরে;- আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য ক’রে!

সফদার কবিরাজ › বিস্তারিত পোস্টঃ

অসম্ভব প্রিয় কিছু কৌতুক

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৯



এক লোকের দশ বছরের জেল হয়েছে। সে ওখানে কিছু করার পেত না।

সে একটা পিঁপড়া খুঁজে পেলো। ঠিক করলো যে সে পিঁপড়াটাকে নানা কৌশল শিখাবে, যেমন- নাচা, লাফানো, রোল ওভার করা সহ নানা কৌশল। দীর্ঘদিন ধরে সে এসব শিখাল পিঁপড়াটাকে। যখন তার মেয়াদ শেষ হয়ে গেলো সে পিঁপড়াটাকে একটা ম্যাচবক্সে করে নিয়ে প্রথমে একটা রেস্তোরাঁতে গেলো। সেখানে বসে তার পাশে বসা লোকটাকে বলল “এই পিঁপড়াটা দেখেছেন? আপনি বিশ্বাস করবেন না এই পিঁপড়া কি করতে পারে”

সে পিঁপড়ার সব কৌশল দেখাল।দেখে পাশে বসা লোকটা অভিভূত হয়ে গেলো। লোকটিকে সে বলল সে এই পিঁপড়া দিয়ে অনেক টাকা উপার্জন করতে পারবে কৌশল দেখিয়ে। লোকটি খুশি হয়ে ভাবল ওয়েটারকেও দেখাবে। সে ওয়েটারকে ডেকে বলল “এই পিঁপড়াটা দেখেছ?”

ওয়েটার পিঁপড়াটাকে আঙ্গুল দিয়ে পিষে বলল “সরি স্যার, আর এরকম হবে না...”







রেসলিং এ সবাই একটা বেল্টের জন্য মারামারি করে, কিন্তু কেউই প্যান্ট পরে না।







ফাঁসির সাজাপ্রাপ্ত আসামী এবং জেলার।

জেলারঃ "কিছুদিনের মধ্যেই রায় কার্যকর করা হচ্ছে, তাই তোমার শেষ ইচ্ছা পূরণ করা হবে। মৃত্যুর আগে তোমার কি করতে মন চায়?"

আসামীঃ "মৃত্যুর আগে আমি C.I.D সিরিয়ালের শেষ পর্ব দেখতে চাই।"

অতঃপর........







বাবাঃ "যদি ফেল করিস তবে আমাকে তুই আর বাবা বলে ডাকবি না , বলে দিলাম .."



(রেজাল্ট বের হওয়ার পর)

বাবা : "কিরে তোর রেজাল্ট কেমন হল ? কিছু তো বললি না !"



ছেলেঃ "আমি দুঃখিত, রফিক সাহেব !"







আদালতে বিচারকের প্রশ্ন:

বিচারক: "বল্টু, তুমি ট্রেনের মধ্যে মহিলাদের কামড় দিয়েছিলে কেন?"

বল্টুঃ "কি করবো বলেন? ওখানেতো লেখা ছিল মহিলাদের কামড়া|"







ইন্ডিয়ান সিরিয়াল....

---------------------

১ম পর্ব : এক ছেলে ও এক মেয়ের দেখা হয়।



৭৮ তম পর্ব : তাদের দুজনের বন্ধুত্ব হয়।



১২৪ তম পর্ব : ছেলে : তুমি আমাকে বিয়ে করবে?



২৫০ তম পর্ব : মেয়ে : আমায় একটু ভাববার সময় দাও। আমি তোমাকে পরে জানাবো।



৩৪১ তম পর্ব : ছেলে : কি ব্যাপার? আমাদের বিয়ের কোন প্ল্যান ট্যান বানিয়েছ?



৪৭৪ তম পর্ব : মেয়ে : আসলে তোমাকে একটা কথা বলার ছিল।



৫০৫ তম পর্ব : ছেলে : কি কথা??



৫৭৫ তম পর্ব: মেয়ে : আমি আসলে বিবাহিত!!!!!







এক সাংবাদিক ককটেল বিস্ফোরণে আহত এক লোককে জিজ্ঞেস

করছে “যখন ককটেল ফেটেছিল তখন কি জোরে ফেটেছিল??”

আহত লোক রেগে গিয়ে “না না! ককটেল গুটি গুটি পায়ে আমার কাছে আসলো, এসে প্রথমে সালাম দিল। তারপর লজ্জিত গলায় বলল “ওগো শুনছো?!!?!......... বুম”







বল্টু গিয়েছে লন্ডনে...

ভ্রমনের ফাঁকে বৌকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলো।

ওয়েটার অর্ডার নিতে এসে বললো, "what kind of food do u interested?"

বল্টু ভাবনায় পড়ে গেল সেতো ইংরেজি জানেনা....হঠাৎ মনে পড়ে গেল ক্লাস ফাইভের ইংরেজী বইয়ের সেই ছুটির আবেদন পত্রের কথা।

শেষে অনেক ভেবে চিন্তে বললো- "Sir. I beg to state that, my father is seriously ill. kindly grant me leave after third period."

কিংকর্তব্যবিমুঢ় ওয়েটার ভাবলো, রেষ্টুরেন্টে আসছে যখন, নিশ্চয় খাবার চাইতেছে। সে তার ইচ্ছামতো, খাবার এনে দিলো।

এদিকে জামাইয়ের প্রতিভা দেখে বৌ সে রকম মুগ্ধ- "ও আল্লাহ! তুমি ইংরেজিতে কথা বলতে পারো?"

বল্টু ভাব নিয়া বললো- "আরে এখনো তো The Cow শুনাই নাই.....

the cow is a domestic people......"







রজার ফেদেরার: "আমি টেনিস সম্পর্কে সব জানি। এ ব্যাপারে আমারে যেকোন কিছু জিগাইতে পারো।"

অনন্ত জলীলঃ "ক দেহি টেনিস নেটে কয়ডা ফুটা থাকে ?"





১০

অফিস থেকে বাড়ি ফিরে স্বামী বলল, "শুরু করার আগে ভাতটা দাও, খেয়ে নিই।” স্ত্রী ভাত বেড়ে দিল।

ভাত খেয়ে স্বামী সোফায় বসতে বসতে আবার বলল, " শুরু করার আগে এক গ্লাস পানি দাও।” স্ত্রী পানি দিয়ে গেল।

পানি খেতে খেতে স্বামী বিছানায় গিয়ে শুয়ে পড়ার আগে বলল, "শুরু করার আগে এক কাপ চা দাও না আমাকে।"

এইবার স্ত্রী রেগে আগুন হয়ে গেল ," পেয়েছ কী তুমি আমাকে, আমি তোমার চাকর? অফিস থেকে ফিরে একটার পর একটা হুকুম করেই যাচ্ছ।

নির্লজ্জ, অসভ্য, ছোটলোক, স্বার্থপর।"

স্বামী কানে তুলো দিতে দিতে “ অনুরোধ করে বললাম শুরু করার আগে এক কাপ চা দিতে, না, তা না দিয়েই শুরু করে দিলে।"





১১

২ টা সাপ ফেসবুকে চ্যাট করছে।

ইনবক্সে তাদের কথোপকথন

১ম সাপ : ফোস

২য় সাপ : ফোস ফোস

১ম সাপ : ফোস ফোস ফোস

২য় সাপ : ফোস ফোস ফোস ফোস

বিরক্ত হয়ে ১ম সাপ : ঘেউ ঘেউ

২য় সাপ : আমি আগেই বুঝছিলাম এইটা একটা ফেইক আইডি





১২

পল্টু একবার এক কেমিস্টের কাছে গিয়ে বলল : "ভাই একটু সাহায্য করবেন?"

কেমিস্ট : "হ্যাঁ, বলুন"

এবার পল্টু তার ওষুধের বোতল থেকে এক চামচ ওষুধ কেমিস্টকে খাইয়ে জিজ্ঞেস করল , "মিষ্টি নাকি?"

কেমিস্ট : "নাতো, কেন?"

পল্টু : "আরে এটাই জানার ছিল। ডাক্তার বলেছিলো যে, কেমিস্টের কাছে গিয়ে চেক করাতে প্রস্রাবে সুগার আছে কি না।"







( ফেসবুক গ্রুপ “Lame Jokes Association”-এর সৌজন্যে )



মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৪

আজমান আন্দালিব বলেছেন: =p~ =p~ =p~

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৫৯

সফদার কবিরাজ বলেছেন: :)

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৮

নাভিদ কায়সার রায়ান বলেছেন: =p~ =p~

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৫৯

সফদার কবিরাজ বলেছেন: :)

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩০

ওপেস্ট বলেছেন: ব্যপক

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৫৮

সফদার কবিরাজ বলেছেন: :)

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৬

ভিটামিন সি বলেছেন: ভালো লাগলো বেরাদার।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৬

সফদার কবিরাজ বলেছেন: ওক্কে বেরাদার :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.