নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিরাজের খেরোখাতা

সফদার কবিরাজ

আমি চ’লে যাব - তবু জীবন অগাধ তোমারে রাখিবে ধরে সেই দিন পৃথিবীর ‘পরে;- আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য ক’রে!

সফদার কবিরাজ › বিস্তারিত পোস্টঃ

একটি ভুতুড়ে অভিজ্ঞতা

১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

সেপ্টেম্বর ১৩। আনলাকি থার্টিন।

বার্ডে দুই মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর শেষ দিন। বিদায়বেলায় একটু মন ভারাক্রান্ত। দুপুরের খাবার শেষে কোর্সমেট কয়েকজন মিলে প্রাণচঞ্চল কুমিল্লা শহর পরিভ্রমণ করলাম। ধর্মসাগর, অরিজিনাল আদি মাতৃভান্ডার, খাদির দোকান ঘুরে, কেনাকাটা শেষে সন্ধ্যায় বার্ডে শেষবারের মত ফিরে এসেছি। বিদায় শেষে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিতে দিতে রাত সাড়ে আটটা। আমি আর সারওয়ার ভাই মাইক্রোতে নোয়াখালী ফিরবো, মাইক্রো ড্রাইভার তোফায়েল - বেশ রসিক ও মিশুক মানুষ। ফিরতিপথে মনে হল কুমিল্লার প্যারা সন্দেশ বাসায় নিয়ে যাই, সুতরাং হাইওয়ের একটা হোটেলে গাড়ি থামিয়ে হালকা পেটপুজো, তারপর কেনাকাটা সেরে পুনরায় যাত্রা। প্রচন্ড বৃষ্টিতে সেসময় পদুয়ার বাজার হয়ে লাকসাম বাইপাস রোডের বেহাল দশা, তাই আমরা ফেনীর পাঁচগাছিয়া বাইপাস দিয়ে নোয়াখালীর চৌরাস্তা - মহীপালের রাস্তা ব্যবহার করে নোয়াখালী ফিরতাম।

যাই হোক, স্মৃতিচারণ-গল্প করতে করতে ভ্রমণ করছি। দেরীতে যাত্রা, বিরতি, একটু ঘুরপথ, রাস্তার জ্যাম সব মিলিয়ে বেশ দেরী হয়ে গিয়েছিল। নোয়াখালী-মহীপাল আঞ্চলিক রোড বেশ নির্জন। কিছু ট্রাক, দুয়েকটা বাস আর হাতেগোণা প্রাইভেট গাড়ী, রাস্তায় তেমন জনমনিষ্যিও নেই। জায়গাটা কোথায় মনে নেই, রাত প্রায় ১০:৩০ টা বাজে তখন, নিকষ কালো আঁধার চারিদিকে আর নির্জন রাস্তায় হু হু করে গাড়ী এগিয়ে চলছে। কিছু সামনেই একটা ট্রাক, তোফায়েল প্রস্তুতি নিয়ে ফেলেছে ট্রাকটা ওভারটেক করবে। ট্রাক ফুলস্পীডে, আমরা মোটামুটি গতিতে; হঠাৎ দেখি আপাদমস্তক কাপড় মোড়ানো, মাথায় ঘোমটা দেয়া একজন মহিলা ঠিক আমাদের গাড়ীর সামনে দিয়ে স্বাভাবিক গতিতে হেঁটে বাম দিক হতে ডান দিকে রাস্তা পার হয়ে গেলেন আর তারপর আর দেখতে পেলাম না। ডানে-বামে না তাকিয়ে মুখ নিচু করে রাস্তা পার হয়েছেন, ট্রাক এবং আমাদের মাঝ দিয়ে, গাড়ী দুইটিও ভালো স্পীডেও ছিল, যেন মহিলা জানতেন তার সাথে আমাদের গাড়ীর দুর্ঘটনার কোন সম্ভাবনাই নেই। হাঁটার গতিও এতই স্বাভাবিক ছিল যেটা অবাক হবার মতই, একটু দৌড়ে বা দ্রুতগতিতে তো রাস্তা পার হবার কথা! তোফায়েল গাড়ীর গতি এতটুকুও কমায়নি, এমনকী স্টিয়ারিং ঘোরায়নি পর্যন্ত, সে খুব স্বাভাবিকভাবেই জায়গাটা পেরিয়ে চলে এল।

আমি একটু দ্বিধায় পড়ে গেলাম, এত রাতে একজন মহিলা নির্জন রাস্তায়, তার উপর এত স্বাভাবিক ভাবে রাস্তা পার হল, তার তো দ্রুতগতির গাড়ী দেখে ন্যূনতম আতংকিত হবার কথা ছিল। আমি কি চোখের ভুল দেখলাম কিনা, সারওয়ার ভাইয়ের দিকে তাকিয়ে দেখি তিনিও অবাক হয়ে গেছেন, এমনকি তোফায়েলও মহিলা কে দেখেছে যদিও সে গাড়ীর গতি কিন্তু কমায়নি।

গাড়ীর ভেতরে একটু থম মেরে থাকলাম কিছুক্ষণ, তারপর আলোচনা শুরু হল। তোফায়েল জানাল গভীর রাতে গাড়ি চালানোর সময় সে আগেও বেশ কয়েকবার এই রাস্তায় হুবহু একই রকম এক মহিলাকে রাস্তা পার হতে দেখেছে। তার ধারণা এই মহিলা এখানেই কোন এক দুর্ঘটনায় হয়তো মারা পড়েছিলেন যার জন্য এই অশরীরী অভিজ্ঞতা এই রাস্তার চালকদের গভীর রাতে মাঝে মাঝে ফেস করতে হয়। চালকরা এই মহিলাকে দেখে কখনোই গাড়ীর গতি কমায় না, ব্রেক তো দূরের কথা।

হয়তবা সত্যিও হতে পারে, পৃথিবীর কত রহস্যই বা আমরা জানি! আবার এমনো হতে পারে আশেপাশে কোন লোকালয় বা বাজার আছে, গ্রামের মহিলা কোনরকম বাছবিচার না করেই রাস্তা পার হতে গিয়েছে। যেটাই হোক, রহস্য যাই থাকুক না কেন কিছুটা ভয় তো পেয়েছিলাম বটেই। সত্য-মিথ্যার তর্কে যাবো না, আমার অশরীরী অভিজ্ঞতার ভান্ডারে ঘটনাটা যুক্ত হল।

১৩ সেপ্টেম্বরের ঘটনাটা সবার সাথে শেয়ার করলাম, যাতে কোন পাঠক যদি কখনো চৌরাস্তা-মহীপাল রাস্তায় গভীর রাতে ভ্রমণ করেন, তিনিও এমন অভিজ্ঞতার সম্মুখীন হন কিনা জানার ইচ্ছে রইল।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

মিথী_মারজান বলেছেন: হাইওয়ের এমন অনেক গল্প ভুত এফ.এম. এ শুনেছি।
তবে দেখার অভিজ্ঞতা হয়নি।

ও বাবা রেএএএ!!!!

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৭

সফদার কবিরাজ বলেছেন: দেখার অভিজ্ঞতা হবে হয়তো.. অপেক্ষায় থাকুন :p

২| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, সরকারী চাকুরী করেন? সরকারী চাকুরী করলে মাথায় দুনিয়ার ভুত প্রেত এসে ঘর বানায়

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৮

সফদার কবিরাজ বলেছেন: মাথার ভেতর ভুতের বাসা :)

৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

নীল-দর্পণ বলেছেন: চালকদের নার্ভ কত শক্ত হতে হয় এরকম মুহুর্তের জন্যে !

আচ্ছা আপনাদের মনে হয়নি গাড়ী থামিয়ে পেছন ফিরে দেখতে আর?

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৯

সফদার কবিরাজ বলেছেন: গাড়ী ফুলস্পীডে ছিল তো , চিন্তা করতে করতেই জায়গাটা পেরিয়ে গেছি

৪| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

আহমেদ জী এস বলেছেন: সফদার কবিরাজ ,




রহস্য না হয় থেকেই গেলো একটু .......................

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৯

সফদার কবিরাজ বলেছেন: হুমম

৫| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৭

নাগরিক কবি বলেছেন: চাঁদগাজী বলেছেন:


মনে হয়, সরকারী চাকুরী করেন? সরকারী চাকুরী করলে মাথায় দুনিয়ার ভুত প্রেত এসে ঘর বানায়


ব্যাপারটা কিন্তু চিন্তার বিষয় :)

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০০

সফদার কবিরাজ বলেছেন: :)

৬| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৭

নূর-ই-হাফসা বলেছেন: ভূতের গল্প যেখানে সেখানে আমার আগমন থাকবেই । :) এই ধরনের কাহিনী অনেক শুনেছি। তারপরও ভালো লাগল ।নিজ চোখে দেখার খুব ইচ্ছে ।

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০১

সফদার কবিরাজ বলেছেন: দেখার অভিজ্ঞতা হবে হয়তো.. অপেক্ষায় থাকুন :p

৭| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৩

চাঁদগাজী বলেছেন:



ড্রাইবার হয়তো ঠিকই মানুষ মেরেছে ধাক্কা দিয়ে, কে জানে!

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০২

সফদার কবিরাজ বলেছেন: হয়তো খুব সাধারণ ব্যাখ্যা আছে, জানা নেই!

৮| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব হতেও পারে। ঘটনার ব্যাখ্যা থাকতেও পারে, আবার সাধারণ ঘটনাও রাতের কারণে ভূতুড়ে মনে হতে পারে...

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০২

সফদার কবিরাজ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.