নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিরাজের খেরোখাতা

সফদার কবিরাজ

আমি চ’লে যাব - তবু জীবন অগাধ তোমারে রাখিবে ধরে সেই দিন পৃথিবীর ‘পরে;- আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য ক’রে!

সফদার কবিরাজ › বিস্তারিত পোস্টঃ

কেশ-কথন

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১০

মায়ের পেট থেকেই স্টাইল-ফ্যাশন শিখে আসে মনে হয়। ক্লাস ওয়ানে পড়ুয়া, তায় চুলে ফরমায়েশি কাট, আবার ব্রাইলক্রীম-জৌলুস-চাকচিক্যও আছে বৈকি! কোন এক যুগের কথা মনে পড়ে, রাউল অথবা বাটিছাঁট মাথায় মাথায় ছিল। চুলে জেল?- আঁচড়াবার কথাই মনে থাকত কিনা সন্দেহ! দু'য়েকজনের মাথায় মা-জননীর বদৌলতে সরিষা কিংবা নারকেল তেল, চুলগুলোকে বাগে আনার চেষ্টা, সিঁথি কিন্তু একপাশেই সই! বেচারারা বন্ধুমহলেও রেহাই পেত না, চুল গোছানো-সিঁথি করা, আঁতেল-গোবেচারা বলেও গণ্য হত কেউ কেউ।

আগে বই-পত্তর, পেপার-পত্রিকায় পড়তাম, কেউ কেউ স্মৃতি হাতড়ে ফিরেন; সে-ই যে তখন "এ-ই" ছিল, আর এখন "তা-ই" নেই, আহা হাহাকার! আর এখন ভাবি আমিও তো যুগ পরিবর্তনের সাক্ষী হচ্ছি ধীরে-ধীরে, বয়স বাড়ছে কিনা! তবে হাহাকার অতটা জাগে না; দশক পরিবর্তনের সাথে সাথে ছেলেপিলের সচেতনতা বেড়েছে বোধ হয়, মন্দ কি তাতে!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: না। মন্দ নয়।

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯

সফদার কবিরাজ বলেছেন: সেটাই।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৭

খাঁজা বাবা বলেছেন: সেটাই, মন্দ নয়, আপনি স্টাইল করেন নাই বলিয়া এ যুগের পোলাপান পিছিয়ে থাকবে না ;)

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০০

সফদার কবিরাজ বলেছেন: ঠিক বলেছেন :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.