নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেহনুমা আক্তার

সকল পোস্টঃ

কাব্যে তুমি

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৫

আজন্ম অন্তঃপুরে যা লালন করতে চেয়েছি
তুমি আমার সেই সে অনুরণন,
আজন্ম যে অপ্রাপ্তি আমায় আক্ষেপ দিয়েছে
তুমি আমার সেই সে অনুভব,
তাই তুমি না থেকেও আছো সম্পূর্ণ মননে,স্পর্শে।

অথচ শুরুর গল্পটা ছিল টলায়মান বিন্দুসম..
একটি...

মন্তব্য১ টি রেটিং+১

নি:সঙ্গতা!!

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১:২৫

শহরে যখন প্রচণ্ড কোলাহল ভেসে আসছিল
আমি তখনো ব্যালকনিতে নিশ্চুপ, যেন ধ্যানরত;
নিজের সাথে বোঝাপড়ার সময়টাতেও
কোলাহলের প্রতি আমার দৃষ্টি ছিল পূর্ণ,
তবুও আজন্ম শহরবাসী আমি
অন্তঃপুরে এক অরণ্যবাস লালন করি যেন।

অথচ সভ্যতার সাথে হেঁটে...

মন্তব্য৬ টি রেটিং+৩

নি:সঙ্গতা!!

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১:২৫

শহরে যখন প্রচণ্ড কোলাহল ভেসে আসছিল
আমি তখনো ব্যালকনিতে নিশ্চুপ, যেন ধ্যানরত;
নিজের সাথে বোঝাপড়ার সময়টাতেও
কোলাহলের প্রতি আমার দৃষ্টি ছিল পূর্ণ,
তবুও আজন্ম শহরবাসী আমি
অন্তঃপুরে এক অরণ্যবাস লালন করি যেন।

অথচ সভ্যতার সাথে হেঁটে...

মন্তব্য১ টি রেটিং+১

ছুঁয়ে যায় মন!!

১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৭


কর্মউদ্দীপনায় যখন সবাই প্রচণ্ড গল্পরত
আমি কিন্তু মধ্যবিরতিতে তোমাতেই আত্মমগ্ন!

মসৃণ রাস্তায় ঝিরঝির বৃষ্টির সাথে
হেঁটে বাড়ি ফিরি যখন,
তোমার সঙ্গ পিপাসু মন দৃষ্টিপথে প্রসারিত।
সেই যাত্রাপথে অলঙ্কৃত তোমার বাঁশির সুর
আত্মভোলা পথিকের মতো...

মন্তব্য৫ টি রেটিং+১

সকল আনন্দে তুমি!!

০৭ ই জুলাই, ২০১৭ রাত ২:৫০


আজ সারাদিন জোনাকিপোকার সাথে কাটালাম,
অথচ মুহূর্ত আগেও আমি তোমাকে কেমন জ্বালাতন করলাম,
তুমি আলো জ্বালাতে চাইলে আমি অন্ধকারাচ্ছন্ন ছিলাম।
আজ ঝিনুকের সাথে ছিলাম অনেকটা সময়,
আনন্দ সাথে নিয়ে;
ভীষণ আত্মভোলা আর উড়ে বেড়ানোর দিন...

মন্তব্য১ টি রেটিং+০

অন্ধকার আর প্রতিচ্ছবি!!

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১০:০৫

\'পৃথিবীটা কেমন অন্ধকার হয়ে আসছে\'
নিজের সাথে বলা কথা প্রতিধ্বনির মত
ফিরে আসে আর বলে সত্যিই কী তাই!
পৃথিবী ভাঙ্গছে আর গড়ছে নিজের নিয়মে,
অন্ধকার সে তো আমার অন্ত:পুরে।

অশরীরী এক আত্মা যেন
দিনের শেষে,...

মন্তব্য০ টি রেটিং+০

চলে যেতে যেতে!!

২৯ শে জুন, ২০১৭ রাত ২:১৪

বদলে যাও তুমি, বদলে যাক সব
কখনো চাইনি আমি, না চেয়েছো তুমি;
চেয়েছি বৃষ্টির এই রিমঝিম ঝরুক অবিরত।


জ্যোৎস্না রাতে একাকী হারিয়ে যাওয়া
চাইনি থেমে থাকুক, আসুক প্রতিবন্ধক..
হাত ধরে হাঁটতে না পারি সমান্তরালে...

মন্তব্য৬ টি রেটিং+৩

আনন্দলোক!!

২৯ শে জুন, ২০১৭ রাত ২:০৮

এক টুকরো রোদ নিয়ে এসে বলেছিলাম
গচ্ছিত রেখো তোমার বুকে,
সাথে দিয়েছিলাম একটি সাদা পালক।
আজ অনেকদিন পরে দেখা হল যখন
জানালে কতটা যত্নে আগলে রেখেছো
সোনালী রোদ্দুর, সাথে সেই শুভ্র পালক!


দিনটি...

মন্তব্য৮ টি রেটিং+৪

জননীর গল্প....

১৪ ই মে, ২০১৭ রাত ১১:০৯

অসমাপ্ত গল্পে অর্ধখণ্ডিত প্রয়াণে..
প্রথম যখন দেখেছিলাম
তা পঁচিশ হতে চলল, অথচ
মিশে ছিল ভ্রূণ হয়ে জন্মমুহূর্ত ক্ষণে।

সেই হতে আজ অবধি আত্মজিজ্ঞাসা..
সাধারণের খেরোখাতায় প্রতিনিয়ত
অসাধারণ সব উপলব্ধির প্রয়াস!
হারানোর ব্যথা আজো যায়নি মুছে ,তাই
প্রাপ্তিবোধ...

মন্তব্য৬ টি রেটিং+২

পঁচিশ বছর!!

১৩ ই মে, ২০১৭ রাত ২:২১

কত শত বাঁক আর অলিগলি পেরিয়ে
রজতজয়ন্তীর সায়াহ্নে মুখোমুখি
করুণ আনত আঁখি,
পেছনে পড়ে রয়েছে বৃষ্টিস্নাত মুগ্ধ নয়ন
সজল আকাশ, উলম্ব কানন আর
মায়া কাড়া পিচঢালা পথ!

একদিন সলজ্জ আবেশ মেখেছিল
মধ্যরাত্রির জ্যোৎস্নাময়ী সৌরভ,
অষ্টাদশীর রহস্যাবৃত বিস্ময়
উন্মোচিত...

মন্তব্য১২ টি রেটিং+৪

অন্তরীক্ষে,অসীমে...

১৩ ই মে, ২০১৭ রাত ১:২১

আকাশটা জুড়ে থাকে শুধুই একরাশ গল্প
সাদাকালো গল্প, বেগুনি কখনো বা নীল
হারানোর গল্প পাওয়ার গল্প পেয়ে হারানোর
আবার হয়ত কিছুই না চাওয়ার গল্প,
তোমার আমার আর আমাদের গল্প।

পাড়ি দেয়া হয় না সমুদ্র, অরণ্য...

মন্তব্য২ টি রেটিং+০

বৃষ্টিকণায় তোমার প্রতীক্ষা!!

২৪ শে মার্চ, ২০১৭ সকাল ৮:২৩


বাহিরে তুমুল বর্ষণ, ঝড়োমেঘ বইছে আকাশ জুড়ে
আজ তোমাকেই বড্ড প্রয়োজন আমার,
ক্ষণিক মুহূর্তের আগমন তৃপ্তি বোধ নয়, অতৃপ্তি বাড়ায়!
তাই আজ সম্পূর্ণ করে তোমাকেই চাই আমার।

সেই কোন সুদূরে, বৃষ্টিমুখর এক সন্ধ্যায় জলের...

মন্তব্য৭ টি রেটিং+১

কোমল গান্ধার!!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৯

বদ্ধ ঘরে আজ তারাদের আড্ডা,
জানান দেয় ভালোবাসার কোমল গান্ধার!

কত বছর হয়ে গেল,
হারিয়েছে পোশাকি ভালোবাসার ঘ্রাণ;
জরাজীর্ণ পথে উদভ্রান্ত পথিক
মনে পড়ে আরো,
মনে করিয়ে দেয় শস্যদানার প্রাণ।


উড়ে যায় উড়ুক্কু চিল,
ডুব মেরে...

মন্তব্য২ টি রেটিং+১

দুটি ফিঙে রঙা পাখি

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৬

কৃষ্ণচূড়া গাছটির বেদিমূলে যে অংশটুকু ছায়াবৃত
একদা সেখানে রক্তবর্ণ কৃষ্ণচূড়া তার চরণ ছোঁয়াতো,
আজ অনেকদিন পর দুটো ফিঙে রঙা পাখি
সেই বেদিমূলে কৃষ্ণচূড়ার লালে ঠোঁট রাঙালো;



শীতের অবসানে ফাগুনের হাওয়া বইছে...

মন্তব্য১ টি রেটিং+০

স্ববিরোধী গান!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৯

প্রশংসাস্তবক আমার সামনে নতজানু হয়,
আমি মুখ ফিরিয়ে তাকাই।

আয়নায় প্রতিবিম্বিত স্বীয় আদল দেখি
অনেকটা পথ ক্লান্ত যেন,
খুশির ঝলক নিমিষে হারায়!



পেছনে ফেলে আসা হিজল তমালের সারি
বোধের সীমানায় ফিরোজিয়া ফুল ফোটায়,
তবুও...

মন্তব্য০ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.