নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেহনুমা আক্তার

রেহনুমা আক্তার › বিস্তারিত পোস্টঃ

ডাকবাক্স

০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৭

কোন সুদূরের অপার থেকে
ডাকবাক্সে আজ চিঠি এসেছে,
নামবিহীন সেই চিঠি
যেন দেখলেই বুঝতে পারব
শুধু আমারই জন্য এসেছে।



খুব সন্তর্পণে এতটুকু ভাঁজ না ফেলে
সকলের অগোচরে চিঠিটি নিয়ে আসি আমি,
অনেকক্ষণ ধরে শুধু এর স্পর্শ গ্রহণ করি।
যেন বুঝতে চেষ্টা করি
কী আছে এর ভিতরে।

কাঁপা কাঁপা হাতে যখন চিঠিটি খুলি
দেখি এর পরতে পরতে রয়েছে
আমারই সুখ, দুঃখ, আশা, আকাঙ্ক্ষা
আর না পাওয়ার বেদনারা।
না, নামবিহীন সেই চিঠিটি চিনতে
এতটুকু ভুল হয়নি আমার।

পড়তে পড়তে যখন প্রায় শেষ হয়ে এসেছে
যখন নিশ্চিত হয়েছি যে এতো
আমারই জীবনালেখ্য-
তখনই শেষ চরণগুলোতে
আটকে যায় আমার চোখ।

শেষ সেই চরণগুলোয়
অক্ষরগুলো যেন নানা রঙে নানা ছন্দে
আমারই চোখের সামনে
বিচরণ করতে থাকে।
আমি দেখি আমার স্বপনেরা
সেখানে খেলা করে,
আমি আশান্বিত হই, মুগ্ধ হই।
ভাবি না, নামবিহীন হলেও
চিনতে এতটুকু ভুল করিনি
ডাকবাক্সে আসা আমারই স্বপনদের ।।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৭

আহমেদ জী এস বলেছেন: রেহনুমা আক্তার ,




ব্লগে স্বাগতম ।

প্রথম পোস্ট হিসেবে ভালো লিখেছেন । অনুভূতিটি সার্বজনীন । ডাকবাক্সে একটি নীল খামের অপেক্ষা । যে খামে স্বপ্নরা লুকিয়ে থাকে ।

শুভেচ্ছান্তে ।

০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৫

রেহনুমা আক্তার বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আর নিরন্তর শুভকামনা জানবেন।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৬

ধ্রুবক আলো বলেছেন: লেখাটা খুবই সুন্দর অর্থবোধক,,,

ভালো লাগলো, অভিনন্দন.,,,

০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৮

রেহনুমা আক্তার বলেছেন: ভালো লাগা ছুঁয়ে গেলো...

অসংখ্য ধন্যবাদ।।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৫

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

শুভ ব্লগিং........ !:#P

০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১:১০

রেহনুমা আক্তার বলেছেন: ধন্যবাদ আর শুভেচ্ছা অবিরত।।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫২

সুজন চন্দ্র পাল বলেছেন: "appointment letter " পেয়েছেন কি?

০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৫

রেহনুমা আক্তার বলেছেন: অপেক্ষমান!!

ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর ভাবনার লেখা । ভাল লেগেছে ।

সবার সাথে আমিও স্বাগতম জানালাম !

০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৩

রেহনুমা আক্তার বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আর শুভেচ্ছা...

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৫০

শাব্দিক হিমু বলেছেন:


পড়তে পড়তে যখন প্রায় শেষ হয়ে এসেছে
যখন নিশ্চিত হয়েছি যে এতো
আমারই জীবনালেখ্য-
তখনই শেষ চরণগুলোতে
আটকে যায় আমার চোখ।


চমৎকার লিখেছো, কবি। লম্বা পথের শুরু। শুভকামনা।

০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৩

রেহনুমা আক্তার বলেছেন: অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ কবিবন্ধু!!

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৭

খায়রুল আহসান বলেছেন: সামু ব্লগের কবিতার এ আসরে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক!
এখানে প্রকাশিত আপনার প্রথম কবিতাটি দিয়েই আপনার ব্লগ পড়া শুরু করলাম। কবিতাটি খুব সুন্দর হয়েছে। বিলুপ্ত প্রায় ডাকবাক্স আর নীল খামের চিঠির কথা মনে করিয়ে দিলেন। সে স্থান দখল করে নিয়েছে এখন ই মেল, মেসেঞ্জার আর সেলফোনের এসএমএস।

০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩১

রেহনুমা আক্তার বলেছেন: আপনাদের আসরে আন্তরিকভাবে বরণ করে নেয়ায় কৃতজ্ঞ বোধ করছি, পাশাপাশি অনুপ্রেরণা দেয়ায় অশেষ ধন্যবাদ জানাচ্ছি।।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা সুন্দর হয়েছে । বিলম্বে বলা হলেও ব্লগে স্বাগতম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.